"আমার বাংলা ব্লগে " এ ভেরিফিকেশন পোস্ট ||১০% পে-আউট লাজুক খ্যাঁক-কে
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভাল আছেন। সুস্থ আছেন। আমি এর আগে "আমার বাংলা ব্লগে" আমার পরিচিতিমূলক পোস্ট করেছি।আজকে আমি @abb-school লেভেল-১ এর জন্য ভ্যারিফিকেশন পোস্ট করছি।
আমি স্বাগতা সাহা ।আমি কলকাতায় থাকি। আমি ২০১৮ সালে বাংলা সাহিত্য নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করেছি। ২০২০ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করি।এখন আমি বি.এড পড়ছি।
"আমার বাংলা ব্লগে " আমি যে যে বিষয় নিয়ে কাজ করতে চাই সেগুলি হল ছবি আঁকা, কবিতা লেখা,হাতের কাজ তৈরি করা, নতুন নতুন রান্নার রেসিপি বানানো, ট্রাভেলস ব্লগ তৈরী করা।
আমার পরিবারের সদস্য সংখ্যা ১৬ জন। ছোটবেলা থেকে যৌথ পরিবারে আমি বড় হয়েছি। আমার বাবা হলেন একজন ব্যবসায়ী মা হলেন গৃহবধু এবং আমার একটি ছোট বোন আছে সে এখন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে। আমি আমার কাকা,কাকিমা ও সাত ভাই-বোন মিলে একই বাড়িতে থাকি। আমি হলাম পরিবারের বড় মেয়ে।
আমার অনেকগুলো শখ আছে যার মধ্যে প্রিয় হলো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দারুন লাগে। এছাড়াও আমি আঁকতে খুব ভালোবাসি তার সাথে বই পড়তে গান শুনতে ভীষণ ভালোবাসি। এছাড়া বন্ধু-বান্ধবের সাথে ঘুরতে যেতে রেস্টুরেন্টে যেতে খুব ভালো লাগে।
আমার নিজের আঁকা চিত্রগুলি :
প্রথমে আমি স্টিমিট সম্পর্কে জানতে পারি @kingporosদাদার কাছে।তখন আমি শুধু এটুকুই জেনেছিলাম যে এখানে বাংলা ভাষায় নিজের কথাগুলোকে লিখতে হয় এবং নিজের ক্রিয়েটিভিটি গুলোকে তুলে ধরতে হয়।শুনে খুব অবাক হয়ে গেছিলাম এরকম একটা প্ল্যাটফর্ম আছে ভেবে।যেদিন জানতে পারি সেদিনই এখানে আসার জন্য জয়েন করতে চাই।কিন্তু দাদা আমাকে ২দিন সময় দেয় ভাবার জন্য। আর বলে যে এখানে অনেকগুলি নিয়ম আছে, যদি সেগুলো আমি ঠিকমত মেনে চলতে পারি, তাহলেই যেন এখানে জয়েন করি। তারপরের দিনই সময় নিয়ে সমস্ত কিছু দেখার পর আমার খুব ভালো লেগে যায় এই প্ল্যাটফর্মটি এবং আমি জয়েন করে যাই "আমার বাংলা ব্লগে"। এছাড়াও আমার এই কমিউনিটিতে আমার সুদূর প্রসারী কাজ করার চিন্তাভাবনা রয়েছে।
@abb-school এ প্রথম ক্লাস করে আমি যা জানতে পারি :
সোমবার ১/১১/২০২১ তারিখে আমি আমার বাংলা ব্লগে প্রথম ক্লাস জয়েন করি।আমি সেদিন জানতাম না যে ক্লাস আছে। @kingporos দাদা আমাকে জানায় যে এই ক্লাস টা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেখানে জয়েন হওয়ার জন্য। যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় করি।এই শুনে আমি সেখানে জয়েন হয়ে যাই।তখন @suvo35 দাদা আমাদের সবার সাথে কথা বলছিলেন। এবং সবার সমস্যার কথা জানার জন্য এক একজনকে প্রশ্ন করতে বলছিলেন। হাত তোলার একটা অপশন ছিল,সেখানে যার যা প্রশ্ন আছে সেখানে ক্লিক করে প্রশ্ন করতে বলছিল। উনি আমাদের লেভেল ১ এর ভেরিফিকেশন করার জন্য অনেকগুলো জিনিস বুঝিয়ে বলে দেন. যেমন- স্প্যামিং করা বিষয়ে অর্থাৎ কোন জায়গা থেকে কোনো কিছু কপি করা যাবে না,একেবারে নিজের ভাষায় যতটুকু জানি ততটুকুই লিখতে হবে,এছাড়া ফার্মিং করা যাবে না।মানে একজনের অনেক একাধিক অ্যাকাউন্ট থাকলে সেটা কখন ও ভেরিফাইড হবে না। তখন আমি @swagata21 দাদাকে প্রশ্ন করি যে এখানে আমি কোনো বইয়ের সম্পর্কে রিভিউ দিতে পারব কিনা তখন উনি বলেন যে, অবশ্যই। সমস্ত রকম বই সম্পর্কে আমি আমার মতামত দিতে পারি কিন্তু সেটা যেন আমার নিজের মতামত হয়।অন্য কারো কপি করা না হয়।এছাড়া আমি কি ধরনের পোস্ট করতে চাই? তা সম্পর্কে জানতে চায় এবং দাদা সমস্ত রকম পোস্ট করার নিয়ম এবং কি ধরনের পোস্ট করা উচিত? এছাড়া কিভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হবে? সবকিছু খুব সুন্দরভাবে গুছিয়ে বলে দেন।তারপর বলেন যে আমি বুঝতে পেরেছি কিনা এবং কোনো প্রশ্ন আছে কিনা?আমি বললাম যে আমার কোন প্রশ্ন নেই। এভাবে আমি আমার কথা এখানেই শেষ করি।
এছাড়া সবশেষে উনি বলেন ২ তারিখ অর্থাৎ মঙ্গলবার ৯:৩০টার ক্লাস জয়েন করার জন্য। সেখানে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন। এটা শুধুমাত্র নতুন মেম্বারদের জন্য।
দাদার কথামতো কাল আমি ঠিক সাড়ে নটায় জয়েন করে যাই দ্বিতীয় ক্লাসের জন্য।সেখানে দাদা আরও কিছু নতুন নতুন তথ্য দেন যেগুলো শোনা আমার খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে।
যেমন -
১) কোন কপিরাইট করা ছবি, ব্যবহার করা যাবে না।
২) স্প্যামিং করা যাবে না।
৩) ফার্মিং করা যাবে না।
৪) plagiarism করা যাবে না
৫) ডিসকর্ড এ যতটা সম্ভব একটিভ থাকতে হবে।
৬) সকলকে গঠনমূলক মন্তব্য করতে হবে।
এই সমস্ত কথা বলার পর দাদা আমাদের ভেরিফিকেশন করার জন্য অর্থাৎ লেভেল ১ এ যাওয়ার জন্য পোস্ট করতে বলেন । আমি আমার মতো করে যথাসম্ভব ভাবে এই ভেরিফিকেশন পোস্টটি করার চেষ্টা করলাম।কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আমার বাংলা ব্লগ এ আপনার ভেরিফিকেশন পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আপনার পরিচিতি, দক্ষতা এবং কমিউনিটির কিছু নিয়মকানুন খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অনেক ধন্যবাদ।
আপনার উপস্থাপনা ভালো ছিল । শুভেচ্ছা রইল আপনার জন্য।
অনেক ধন্যবাদ দাদা আপনাকে।
দিদি আপনি @abb-school এর ভেরিফিকেশন পোস্টটি অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করছেন।আর আমার বাংলা ব্লগের অনেক নিয়ম কানুন চমৎকার ভাবে তুলে ধরছেন।সব মিলে অনেক সুন্দর হয়েছে।আপনার জন্য অনেক শুভ কামনা রইল।
অনেক ধন্যবাদ আপনাকে।
খুব সুন্দর পোস্ট ছিলো।
শুভকামনা রইলো দিদি