রঙিন কাগজ দিয়ে টেডি বিয়ার তৈরি//১০% পেআউট লাজুক খ্যাঁককে

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভাল আছেন, সুস্থ আছেন। টেডি বিয়ার সকল বাচ্চাদের খুব পছন্দের ।আমারও ভীষণ পছন্দের।কালকে খবরের কাগজ দিয়ে বিড়াল বানানোর পর আমার নিজেরই সেটি খুবই ভালো লেগেছে ।তাই আজকেও রঙিন কাগজ দিয়ে টেডি বানালাম। আশা করি সকলের খুব ভালো লাগবে ।আর আমি যেভাবে বানিয়েছি সেভাবে কোনো বাচ্চাদেরও বানিয়ে দিলে তাদেরও খুব ভালো লাগবে। আশা করি সকল খুব ভালো লাগবে।


WhatsApp Image 2022-08-23 at 11.58.46 PM.jpeg

কাগজ দিয়ে তৈরি করতে যে সকল জিনিস লেগেছে


উপকরণ


• গোলাপি কাগজ
• কালো রঙের কাগজ
• পেন্সিল
• স্কেল
• কাঁচি
• আঠা



প্রথম ধাপ



• প্রথমে একটি গোলাপি কাগজ, কালো রঙের কাগজ, স্কেল, পেন্সিল, কাঁচি ,আঠা নিয়ে নিলাম।

WhatsApp Image 2022-08-24 at 12.36.46 AM.jpeg


দ্বিতীয় ধাপ


• প্রথমে একটি সাদা কাগজকে দুভাজ করে পেন্সিল দিয়ে লাভ শেপ এঁকে নিলাম।

WhatsApp Image 2022-08-24 at 12.23.28 AM.jpeg


তৃতীয় ধাপ



• এরপর একটি গোলাপী কাগজ নিয়ে কম্পাস দিয়ে গোল করে একে সেটা কেটে নিলাম।

WhatsApp Image 2022-08-23 at 11.58.51 PM.jpeg


চতুর্থ ধাপ


তারপর একটি সাদা কাগজেও কম্পাস দিয়ে গোল করে একে কেটে নিলাম।এরপর যে গোলাপি কাগজটা গোল করে কেটে ছিলাম তার মধ্যে সাদা কাগজটা আঠা দিয়ে লাগিয়ে দিলাম।

WhatsApp Image 2022-08-23 at 11.58.50 PM.jpeg

WhatsApp Image 2022-08-23 at 11.58.49 PM (2).jpeg


পঞ্চম ধাপ



• এরপর গোলাপী কাগজটার মধ্যে আরেকটা গোল একে কেটে নিলাম ,যেটা দিয়ে টেডির কান করবো।

WhatsApp Image 2022-08-24 at 12.05.16 AM.jpeg


ষষ্ঠ ধাপ


• এরপর আঠা দিয়ে টেডির কান দুপাশে লাগিয়ে দিলাম।

WhatsApp Image 2022-08-23 at 11.58.49 PM (1).jpeg

WhatsApp Image 2022-08-23 at 11.58.49 PM.jpeg


সপ্তম ধাপ


• এরপর একটা কালো কাগজ গোল করে কেটে নিলাম।এবং সেটি টেডির চোখ হিসাবে লাগিয়ে দিলাম।

WhatsApp Image 2022-08-23 at 11.58.48 PM (1).jpeg

WhatsApp Image 2022-08-23 at 11.58.48 PM.jpeg


অষ্টম ধাপ



• এরপর গোলাপী কাগজ কেটে টেডির হাত পা আঠা দিয়ে লাগিয়ে দিলাম।

WhatsApp Image 2022-08-23 at 11.58.47 PM (2).jpeg


নবম ধাপ


WhatsApp Image 2022-08-23 at 11.58.47 PM (1).jpeg

WhatsApp Image 2022-08-23 at 11.58.47 PM.jpeg


দশম ধাপ



• এরপর নিজের মতন করে লাভ এঁকে নিলাম ।ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল রঙিন কাগজ দিয়ে টেডি বিয়ার।

WhatsApp Image 2022-08-23 at 11.58.46 PM (1).jpeg


ধন্যবাদ

Sort:  
 2 years ago 

দিদি আপনার টেডি বিয়ারটি আসলেই অনেক সুন্দর হয়েছে। রঙিন কাগজের এ ধরনের কাজ দেখলে সত্যি অনেক ভালো লাগে। টেডি বিয়ার টির কালার ও অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক সুন্দর একটি টেডি বেয়ার তৈরী করেছো তুমি।।অনেক ভালো লাগলো ।।

 2 years ago 

কিউট একটি টেডিবিয়ার বানিয়েছেন দিদি। টেডি বানানোর প্রসেস ধাপে ধাপে খুব সুন্দর করে দেখিয়েছেন। মাঝে মাঝে রঙিন কাগজ দিয়ে কোনো কিছু বানাতে ভালো লাগে। চমৎকার ছিল দিদি

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা এই টেডি বিয়ার টি সত্যিই অনেক কিউট হয়েছে দিদি। টেডি বিয়ার তৈরি করার জন্য আপনি চমৎকার কিছু রঙিন কাগজের ব্যবহার করেছেন একই সাথে প্রত্যেকটি ধাপে ধাপে আপনি আমাদেরকে দেখিয়েছেন কিভাবে এমন চমৎকার একটা টেডি বিয়ার তৈরি করতে হয়।

 2 years ago 

আপনার টেডি বিয়ার তৈরি করা দেখে আমার খুব ভালো লাগলো। রঙিন কাগজ খুব সুন্দর ভাবে কেটে কার্যক্রমটা সমাপ্ত করেছেন। অবশ্য তৈরি করার দৃশ্যটা আমার খুব ভালো লেগেছে। মনোমুগ্ধকর একটি দৃশ্য।

 2 years ago 

ওয়াও আপু আপনি খুব সুন্দর করে রঙ্গিন কাগজ দিয়ে টেডি বিয়ার তৈরি করেছেন। দেখতে সত্যি খুব কিউট লাগছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে দেখিয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে টেডি বিয়ার তৈরি দেখে বোঝা যাচ্ছে আপু আপনি অনেক চমৎকার ভাবে টেডি বিয়ার তৈরি করেছেন।পরে আমাদের মাঝে শেয়ার করেছেন ধাপ গুলো বেশ চমৎকার ছিল ।বোঝা যাচ্ছে আপনার ধৈর্য এবং সৃজনশীলতার কোন শেষ নেই। শুভকামনা রইল এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

রঙিন কাগজের তৈরি টেডি বিয়ার টি অসাধারণ হয়েছে দিদি।কাগজ দিয়ে এত সুন্দর টেডি বিয়ার বানানো যায় সেটা আমার জানা ছিল না। আপনার পোস্টের মাধ্যমে শিখতে পারলাম। আপনার জন্য অনেক শুভকামনা রইল দিদি।

 2 years ago 

আপনার করা রঙিন কাগজ দিয়ে টেডি বিয়ার টি দেখতে বাস্তবে টেডি বিয়ার মত লাগছে খুব চমৎকারভাবে এ কাজটি সম্পন্ন করে আমাদের সাথে তুলে ধরার জন্য ধন্যবাদ

 2 years ago 

ওয়াও,, রঙিন কাগজ দিয়ে তৈরি টেডি বিয়ারটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে হাত এবং পা দিয়েছেন। অনেক ভালো লাগলো আপনার টেডি বিয়ার তৈরী দেখে। ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59452.12
ETH 2603.11
USDT 1.00
SBD 2.39