ভাবিনি
নমস্কার বন্ধুরা,
একজন মানুষ শব্দের মাধ্যমে ও চিত্র আঁকে।আর সেই ছবি শুধু স্রষ্টার নয় কথা বলে হাজারো মানুষের না বলা অনেক কিছু নেই।সেই চিত্র মাঝে মাঝে হয়ে ওঠে সত্যিকারের জ্যান্ত কবিতা।আর আজকে আমার পরিবেশনা একটা সেরকমই জ্যান্ত কবিতা।
ভাবিনি—
আমি কখনো তোমার দিকে অভিমান ছুঁড়ে দেবো,
যেন জ্বলন্ত পাথর নদীর বুকে ফেলে দিচ্ছি—
নদী জানে, সে তাকে ঠান্ডা করবে,
কিন্তু আমার বুকের আগুন কি থেমে যায়?
তুমি ছিলে আশ্রয়, অনন্ত আকাশের মতো,
যেখানে ভোরের আলোয় মিশে যেতো আমার সমস্ত অন্ধকার।
আজ সেই আকাশে মেঘ জমে আছে,
আমি অবাক হই—
কেন যে কথার কাঁটা হাতছানি দিলো আমাদের কাছে!
অভিমান তো আসলে কোনো অস্ত্র নয়,
এ এক নিঃশব্দ আর্তনাদ,
একটা দাগ—
যা রঙিন দিনের মাঝে কালো রেখা এঁকে দেয়।
তবুও আমি জানি—
তোমার চোখের ভেতরে লুকোনো সমুদ্র
আমার অভিমানকেও ভিজিয়ে নেবে ধীরে ধীরে,
আর আমরা দু’জন
আবার নতুন ভোরে খুঁজে নেবো
শান্তির নীলাভ বিস্তার।
VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


@swagata21, নমস্কার! What a beautifully evocative piece of art and poetry! The imagery created by OpenAI perfectly complements your words, creating a truly "জ্যান্ত কবিতা" (living poem) as you say. The raw emotion in your writing, the অভিমান (hurt/resentment), and the hope for reconciliation resonate deeply. The metaphor of the burning stone and the river is particularly striking. Thank you for sharing such a personal and powerful expression of feelings. I encourage everyone to read this beautiful piece and share their thoughts. আপনার কবিতা হৃদয় ছুঁয়ে যায়! Keep creating and sharing your wonderful work with us!
Congratulations, your post has been upvoted by @nixiee with a 8.519198294506788 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.