চিঠির ক্যালিগ্রাফি ।।//১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।সময়ের সাথে সাথে জীবনযাত্রার মান প্রযুক্তির উন্নয়ন ঘটছে।আমাদের প্রতিদিনের জীবন যাত্রাকে সহজ থেকে আরো সহজতর করার জন্য নানান ধরনের উপাদান চলে এসেছে।নতুন নতুন প্রযুক্তি হয়তো আমাদের জীবনযাত্রাকে অনেক সহজ করেছে কিন্তু ভালোবাসা,আবেগ, বিশ্বাস, অনুভূতি,গুলো কেমন যেন কমিয়ে দিচ্ছে।তেমনই এক মাধ্যম হলো চিঠি ,কালের বিবর্তনে যা হারিয়ে যেতে বসেছে। একটা সময় ছিল যখন নিজেদের মানুষের কাছে চাওয়া-পাওয়া গুলো জানানো হতো চিঠির মাধ্যমে। হাসি-কান্না ,সুখ-দুঃখ সমস্ত কিছু সংমিশ্রণ থাকতো এই হলুদ খামের ভিতর ভরা চিঠিতে। প্রযুক্তির উন্নয়নে মানুষ এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে নিজেদের মনের ভাব আদান প্রদান করে। কাগজে-কলমে নিজেদের মনের ভাব আদান প্রদান করতে বলতে গেলে ভুলেই গেছে ।এখন আর প্রিয়জনের চিঠি পেতে প্রহর গুনতে হয় না। সবকিছুই মুহূর্তের মধ্যে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খবর চলে যাচ্ছে। সবকিছু সহজ হলেও ভার্চুয়ালে হাতে লেখা চিঠি সেই অনুভূতি আজ আর নেই,নেই চিঠির অধীর অপেক্ষা ,নেই প্রহর গণনা, নেই চিঠির সেই স্বাদ।


WhatsApp Image 2022-06-03 at 11.57.26 PM.jpeg


উপকরণ



• সাদা খাতা
• পেন্সিল
• হলুদ রং
• গোলাপি স্কেচ পেন
• লাল স্কেচ পেন
• সবুজ স্কেচ পেন
• কালো মার্কার পেন

প্রথম ধাপ



• প্রথমে একটি খাতা, পেন্সিল ,রাবার ,হলুদ রং, গোলাপি স্কেচ পেন ,লাল ,সবুজ স্কেচ পেন ,ও কালো মার্কার পেন নিয়ে নিলাম।

WhatsApp Image 2022-06-04 at 12.03.07 AM.jpeg


দ্বিতীয় ধাপ


WhatsApp Image 2022-06-03 at 11.53.37 PM (1).jpeg


তৃতীয় ধাপ


WhatsApp Image 2022-06-03 at 11.53.37 PM.jpeg


চতুর্থ ধাপ


WhatsApp Image 2022-06-03 at 11.53.36 PM (3).jpeg


পঞ্চম ধাপ


WhatsApp Image 2022-06-03 at 11.53.36 PM (2).jpeg


ষষ্ঠ ধাপ


WhatsApp Image 2022-06-03 at 11.53.36 PM (1).jpeg


সপ্তম ধাপ


WhatsApp Image 2022-06-03 at 11.53.36 PM.jpeg

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

আপনি খুব চমৎকারভাবে চিঠির ক্যালিগ্রাফিটি বানিয়েছেন। ক্যালিগ্রাফিটির ডিজাইন বেশ দারুণ হয়েছে। প্রতিটি ধাপ আমাদের সামনে বেশি সাজিয়ে উপস্থাপন করেছেন।

 2 years ago 

আপনি খুবই চমৎকার করে চিঠির ক্যালিগ্রাফি পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। চিঠির ক্যালিগ্রাফি অংশটি আমার কাছে দেখতে খুব ভালো লেগেছে। আপনি খুব চমৎকার করে ক্যালিগ্রাফি তৈরির ধাপগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

দিদি আপনি আজকে চমৎকার ভাবে চিঠির ক্যালিগ্রাফি তৈরি করেছেন। আপনার হাতের কাজ দেখে পুরানো দিনের কথা মনে পরে গেলো। কবুতরের মাধ্যমে আগে চিঠি দেওয়া নেওয়া হতো। ধন্যবাদ আপনাকে দিদি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

দিদি মনি সত্যি বলতে চিঠি দেওয়ার একদম হারিয়ে গিয়েছে, এখন আর কেউ খামে করে চিঠি পাঠায় না, দিদি মনি আপনার চিঠির ক্যালিগ্রাফি আর্টটি আমার খুবই ভালো লেগেছে, অনেক পুরোনো দিনের একটি জিনিস শেয়ার করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, সেই সাথে অনেক অনেক ভালোবাসা রইলো দিদি মনি।

 2 years ago 

দিদি আপনার চিঠির ক্যালিগ্রাফি দেখতে খুবই সুন্দর হয়েছে। একদম ঠিক কথা বলেছেন নতুন নতুন প্রযুক্তি হয়তো সবকিছু সহজ করে দিয়েছে কিন্তু ভালোবাসা আবেগ এগুলো কমে গেছে। প্রযুক্তির উন্নতির কারণে মানুষ চিঠির আদান প্রদান ভুলে গেছে। আপনার পোস্ট দেখে ছোটবেলার কথা খুব মনে পড়ে গিয়েছে হয়ত কবুতরকে দিয়ে চিঠি আদান-প্রদানে কখনো দেখা হয়নি কিন্তু ডাক বিভাগ থেকে চিঠি এসেছে মানুষের বাড়িতে সেটি দেখেছিলাম। খুব সুন্দর একটি দৃশ্য আমাদের সাথে শেয়ার করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি পুরনো স্মৃতিগুলো মনে করে দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আমাদের কমিউনিটিতে ক্যালিগ্রাফি খুব একটা করতে দেখা যায় না। তবে আপনার পোস্ট দেখে হয়তো এই বিষয়টা সবার নজরে আসতে পারে। আমার কাছে আপনার চিঠির ক্যালিগ্রাফি অসাধারণ লেগেছে দিদি। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

যদিও চিঠির আদান-প্রদান এখন নেই বললেই চলে. কিন্তু আপনি খুব সুন্দর করে চিটির কেলোগ্রাফী তৈরি করেছেন অনেক সুন্দর লাগছে। আর খুব সুন্দর করে এটা তৈরীর পদ্ধতি ধাপে ধাপে উপস্থাপন করেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার জন্য অনেক শুভকামনা রইল

 2 years ago (edited)

আপনি খুবই চমৎকার ভাবে চিঠির ক্যালিগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ।আপনার এই চিঠির ক্যালিগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে খুবই দক্ষতার সঙ্গে আপনি এটা তৈরি করেছেন। এত চমৎকার একটি চিঠির ক্যালিগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এত্তো বেশি কিউট লাগছে দেখতে!আমার খুব শখ আমায় কেও চিঠি দেবে।তবে সে শখ কখনো পূরণ ই হলোনা।

 2 years ago 

খুব সুন্দর ছিল দিদি পুরো ব্যাপারটা। চিঠির পাখি উড়তে উড়তে কই যাচ্ছে, এটাই ভাবছি🙈

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60147.92
ETH 2613.63
USDT 1.00
SBD 2.55