চোরবাগান সর্বজনীন
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে চোর বাগান সর্বজনীন পূজা মন্ডপের কিছু কিছু ছবি ভাগ করে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
সমস্ত শক্তিরই জন্ম হয় ভাবনা থেকে ।ভাবনার জন্ম হয় মন থেকে। মন ভালো কিছু ভাবলে ভালো হয়। মন্দ কিছু ভাবলে অবশ্যই মন্দ প্রকাশ পায় ।মন থেকে ভালো-মন্দ যাই সৃষ্টি হোক না কেন, তা আত্মশক্তিরই স্ফূরণ। এই মনের অন্তরে ,গভীরে সৃষ্টি হওয়া শক্তিরই অপর নাম অন্তর্শক্তি । তাইতো কবি বলেছেন "তোমার অন্তরে যে শক্তি আছে তারই আদেশ পেলেছ "।কাচের ভাঙ্গা অংশ, অবহেলিত অংশবিশেষের শিল্প-সম্মত উপস্থাপনাই অন্তর্শক্তি অন্দর সজ্জার উপকরণ
এই কাঁচ যখন গোটা থাকে তখন যে যৌলুস ও আকর্ষণীয় হয় ।যেই মুহূর্তে সে ভেঙে যায় তখনই সে ব্রাত্য, অবহেলিত ।কিন্তু তার সেই উজ্জ্বলতার কি কোনো ঘাটতি থাকে ।তার আত্মশক্তি যা আগে ছিল ভঙ্গুর অবস্থা তো তা অটুট। এমনই এক পরিবেশ ও শিল্পের প্রকাশ ঘটেছে চোর বাগান সর্বজনীন আয়োজনে ।
এই প্যান্ডেলটির থিম হলো অন্তর্শক্তি।
এই চোরবাগানের পূজো আমরা প্রত্যেক বছরই দেখতে যাই।লাস্ট কয়েক বছর ধরে চোরবাগানের পূজো যেন নজর কেড়েছে সকলের।নর্থ কলকাতায় এই চোরবাগানের পূজো না দেখলে কিন্তু অনেক বড় একটা পুজোর থিম দেখা মিস হয়ে।এটা আমার মনে হয় ।
এই পূজা মন্ডপ দেখার জন্য আমরা প্রায় এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে ছিলাম। যখন মন্ডপ দেখার জন্য ঢুকি চোখ সরাতে পারছিলাম না এই মণ্ডপ থেকে। শুধু মনে হচ্ছিল এত সুন্দর কারুকার্য কিভাবে সম্ভব। আমার কাছে তো ২০২২ সালে চোরবাগানের পুজো মন্ডপ ভীষণ ভালো লেগেছিল।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
চোরবাগান সর্বজনীন পূজো মণ্ডপের যে কনসেপ্ট বা থিম, সেটা সত্যি প্রশংসাযোগ্য। তাছাড়া তুমি এই পূজো মন্ডপের থিম সম্পর্কে যে বিস্তারিত আলোচনা করেছো, সেটাও খুব সুন্দর ছিল দিদি। আসলে ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে যে মন্ডপটা কত সুন্দরভাবে সাজানো হয়েছিল। যাই হোক, যেহেতু পূজো মন্ডপটা সুন্দর ছিল তাই বলবো যে, তোমাদের এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে পূজো দেখাটা সার্থক হয়েছে বলে আমি মনে করি দিদি।
চোরবাগানের পূজা প্যান্ডেলের ডেকোরেশন ও আলোকসজ্জা একদম দুর্দান্ত।
এ কথার সঙ্গে একদম সহমত পোষণ করছি দিদিভাই।