সুস্বাদু ঘুগনি রেসিপি//১০% পেআউট লাজুক খ্যাঁককে

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন।বাঙালির একটি অত্যন্ত জনপ্রিয় ও নিত্য দিনের পদ হলো ঘুগনি।ঘুগনি সাধারণত সকালে জলখাবার কিংবা সন্ধ্যাবেলার জলখাবার হিসেবে বিশেষ জনপ্রিয়।বিশেষ করে এই ঘুগনি কলকাতা এবং উড়িষ্যায় বহুল পরিচিত একটি রেসিপি। ঘুগনি স্ট্রিটফুড হিসেবেও যথেষ্ট পরিচিত। টক ঝাল স্বাদে ভরা ঘুগনি সাধারণত ঘুগনি বিক্রেতারা শালপাতার বাটিতে পরিবেশন করে থাকে। তবে যেকোনো ধরনের ঘুগনি হোক না কেন পরিবেশনের সময় ওপর থেকে লঙ্কা কুচি ,শসা কুচি ,পেঁয়াজ কুচি , ভাজা গুঁড়া মসলা এবং তেঁতুল জল দিয়ে দেওয়া হলে তার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়।আজ আমি সকলের সঙ্গে ঘুগনি তৈরির রেসিপিটি ভাগ করে নিচ্ছি।আশা করি সকলের ভালো লাগবে।


WhatsApp Image 2022-09-04 at 11.30.18 PM.jpeg


চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটি।


সুস্বাদু ঘুগনি রেসিপি তৈরী করার পদ্ধতি


উপকরণের নামপরিমাণ
১. ঘুগনি মটর৩০০ গ্রাম
২. সাদা তেলপরিমাণ মতো
৩. তেজ পাতা২ টো
৪ গোটা জিরে১ চামচ
৫. হলুদ গুঁড়োপরিমাণ মতো
৬. লঙ্কা গুঁড়োপরিমাণ মতো
৭. আদা-রসুনের পেস্ট৩ চামচ
৮. পেঁয়াজ১টা
৯. কাঁচা লঙ্কা২ টো
১০. লবণ১ চামচ
১১. চিনি১ চামচ
১২. চানা মশলাপরিমাণ মতো

রন্ধন প্রণালী :



প্রথম ধাপ


• প্রথমে 300 গ্রাম মত ঘুগনি মটর নিয়ে প্রায় চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেই মটরটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি।

WhatsApp Image 2022-09-04 at 11.29.09 PM.jpeg


দ্বিতীয় ধাপ


• এরপর পরিমাণমতো তেল কড়াইতে দিলাম।

WhatsApp Image 2022-09-04 at 11.29.09 PM (1).jpeg


তৃতীয় ধাপ


• তেল হালকা গরম হয়ে এলে গোটা জিরে দিলাম।

WhatsApp Image 2022-09-04 at 11.29.08 PM.jpeg


চতুর্থ ধাপ


• এরপর পেঁয়াজ কুচি কুচি করে কাটলাম এবং আদাও বেটে নিলাম।

WhatsApp Image 2022-09-04 at 11.29.09 PM (2).jpeg

WhatsApp Image 2022-09-04 at 11.29.09 PM (3).jpeg


পঞ্চম ধাপ


• জিরে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কুচি কুচি করে রাখা পিঁয়াজ ও দিয়ে দিলাম এবং হালকা লাল লাল করে ভেজে নিলাম।

WhatsApp Image 2022-09-04 at 11.29.07 PM.jpeg


ষষ্ঠ ধাপ


• তারপর আদা পেস্টের সাথে রসুন পেস্ট ও হলুদ গুঁড়ো মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করলাম।

WhatsApp Image 2022-09-04 at 11.29.08 PM (2).jpeg

WhatsApp Image 2022-09-04 at 11.29.08 PM (3).jpeg


সপ্তম ধাপ


• তারপর সেই মিশ্রণটিকে কড়াইতে ঢেলে দিলাম এবং কষিয়ে নিলাম।

WhatsApp Image 2022-09-04 at 11.29.07 PM (2).jpeg


অষ্টম ধাপ


WhatsApp Image 2022-09-04 at 11.29.06 PM (2).jpeg


নবম ধাপ


• মিশ্রণটি একটু টেনে এলে তাতে ওই সেদ্ধ করে রাখা মটর গুলোকে ঢেলে দিলাম।

WhatsApp Image 2022-09-04 at 11.29.05 PM.jpeg

WhatsApp Image 2022-09-04 at 11.29.04 PM.jpeg


দশম ধাপ


• এরপর একটু জল দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে ফুটিয়ে নেওয়ার পর চানা মশলা দিয়ে দিলাম।

WhatsApp Image 2022-09-04 at 11.29.04 PM (1).jpeg

WhatsApp Image 2022-09-04 at 11.32.52 PM (2).jpeg


একাদশ ধাপ


• আর কিছুক্ষণ পর পরিমাণ মতো লবণ এবং চিনি দিয়ে দিলাম।

WhatsApp Image 2022-09-04 at 11.29.03 PM.jpeg

WhatsApp Image 2022-09-04 at 11.32.52 PM (1).jpeg


দ্বাদশ ধাপ


• এরপর কিছুক্ষণ ঢেকে রাখলাম ।ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল ঘুগনি রেসিপি ।

WhatsApp Image 2022-09-04 at 11.32.52 PM.jpeg

WhatsApp Image 2022-09-04 at 11.30.18 PM.jpeg



ধন্যবাদ



Sort:  
 2 years ago 

সুস্বাদু ঘুগনি রেসিপি দেখে তো আমার জিভে জল চলে এলো।কারণ অনেকদিন ঘুগনি রেসিপি খাইনি। প্রতিটি ধাপ চমৎকারভাবে আমাদের মাঝে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন শুভকামনা রইল এত সুন্দর একটি পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

দিদি ঘুগনি রেসেপি টা বেশ চমৎকার করে রেসেপি করছেন ৷কিন্তু আসলে ঘুগনি নাম আজ প্রথম শুনলাম ৷তবে দেখে বুঝতে এই ঘগনি কে আমাদের এই দিক ছোলা বা মটর কালাই বলা হয় হয়তো বা ৷

 2 years ago 

ধন্যবাদ দিদি। আমি এতদিন জল দেওয়ার সময় তেতুল জল দিতাম।আজ সঠিক পদ্ধতি টি জানলাম।

 2 years ago 

ওয়াও দিদি সুস্বাদু ঘুগনি রেসিপি দেখে জিভে জল চলে এলো। আপনার মতো এভাবে কখনো ঘুগনি তৈরি করে দেখিনি।আপনার টা দেখে শিখে নিলাম একদিন অবশ্যই বাসায় তৈরি করব।ধন্যবাদ দিদি এতো সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 
দিদি আপনার ঘুগনি রেসিপিটি দেখতে চমৎকার লাগছে। আপনার তৈরি ঘুগনি রেসিপিটি আমাদের এখানকার অনেকটা চটপটির মতো লাগছে এবং আমাদের এখানে ঘুগনি অনেকটা শুকনো থাকে।তারপরও ওপার বাংলার নতুন এই ঘুগনি রেসিপিটি আপনার কাছ থেকে শিখে নিলাম। অসংখ্য ধন্যবাদ দিদি এত সুস্বাদু ও মজাদার করে টক,জাল মিষ্টি দিয়ে ঘুগনি রেসিপিটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
 2 years ago 

ঘুগনি সবসময় হাই প্রেওরিটি পায় আমার কাছে টিফিনের মধ্যে , সে সন্ধ্যে , সকাল যখনই হোক না কেনো। আর আপনি ধাপে ধাপে চমৎকার ভাবে উপস্থাপন ও করেছেন।

 2 years ago 

ঘুগনি আমার ও খুব ভালো লাগে।একদিন খাওয়ার ইচ্ছে রইলো।।

 2 years ago 

অও,ঘুগনি রেসিপি দেখেই খেতে মন চাইছে দিদি।খুব সুন্দর কালার হয়েছে, সেই টেস্টি হয়েছে বোঝা যাচ্ছে।শালপাতায় খাওয়ার মধ্যে মজা আছে অন্যরকম।সুন্দর রেসিপি তৈরি করেছেন, ধন্যবাদ দিদি।

 2 years ago 

ঘুগনির নাম অনেক শুনেছি কিন্তু কখনো খাওয়া হয়নি আপু। যাক আপনার আজকের রেসিপি দেখে শিখে নিলাম কিভাবে ঘুগনি তৈরি করতে হয়। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে দেখিয়েছেন যে কেউ দেখেই রেসিপিটি তৈরি করতে পারবে। ঘুগনির কালারটা কিন্তু বেশ হয়েছে। দেখে বোঝা যাচ্ছে খেতে কতটা মজা হয়েছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমাদের এইদিকে এটাকে ঘুমনি বলে দিদি। এটা রোজার সময় ইফতারিতে বহুত চলে। আমরা তো মুড়ির সাথে মাখিয়ে খেয়ে থাকি। এতে মুড়ি নরম হয়। আবার ঝাল মুড়িতেও ব্যবহার করে খাওয়া হয়। আপনার এই রেসিপিটি সত্যি দারুণ দিদি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59446.26
ETH 2613.63
USDT 1.00
SBD 2.41