অক্ষয় তৃতীয়ার দিন বিকেলবেলা
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে অক্ষয় তৃতীয়ার দিন বিকেলবেলা কেনাকাটার কিছু মুহূর্ত ভাগ করে নিলাম ।আশা করি আপনাদের ভালো লাগবে।
কিছুদিন আগে ছিল অক্ষয় তৃতীয়া ।এই উপলক্ষেই সবাই কিছু না কিছু সোনার জিনিস কিনে রাখে। বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথি হলো শুভ অক্ষয় তৃতীয়া তিথি। অক্ষয় শব্দের অর্থ, যা ক্ষয়প্রাপ্ত হয় না চিরস্থায়ী। বিশ্বাস, অক্ষয় তৃতীয়া তিথিতে কোনও শুভ কর্ম করলে তার শুভ ফল দীর্ঘস্থায়ী হয়।
আমরাও অক্ষয় তৃতীয়ার দিন আমাদের বাড়ির সামনে সোনার গিয়েছিলাম ।সোনার গয়নার দোকানের মধ্যে সেনকো আর পি সি চন্দ্র জুয়েলার্স আমার সবথেকে পছন্দের দোকান। বিয়ের প্রত্যেকটা গয়না এই দুটো দোকান থেকে কেনা ।কিন্তু এখন বেশিরভাগটাই আমি সেনকো গোল্ড থেকেই কিনি সবকিছু। এমনিতেই সোনার দাম অনেকটা বেড়ে গেছে ।তাই এখন থেকে ছোট ছোট কিছু বানিয়ে রাখি ।
ব্ল্যাকস।দোকানে আসার সাথে সাথেই দিদি ভাইকে বলল যে কি নেবে ,দিদিভাই বললো ভালোবেসে যা দেবে তাই নেবে।
এই কথা শুনে দিদিভাই একটা আংটি পছন্দ করলো। তার সাথে সাথে ,ও আমাকেও একটা আংটি পছন্দ করতে বললো ।দুজনেই খুব তাড়াতাড়ি আমরা আংটি পছন্দ করে ফেলেছিলাম । দুজনেরই নিজের নিজের পছন্দের আংটি পছন্দ করেছিলাম ।আর যেটাই পছন্দ করেছিলাম সেটাই নিয়েছিলাম।তার মধ্যে যে কথাটা একেবারেই না বললে নয় যেহেতু আমরা অক্ষয় তৃতীয় দিন গিয়েছিলাম ,এই আংটি কিনে বিল করতে মোটামুটি দু'ঘণ্টা লেগে গিয়েছিল ।এত লাইন ছিল যে কোনো ভাবেই জায়গা পাচ্ছিলাম না।
এত ভিড়ের মধ্যে কোনো ভাবে একটু জায়গা পেয়ে বেরিয়ে এসেছিলাম। আসলেই এই দিনটাতে সোনার দোকানগুলোতে অসম্ভব ভিড় থাকে ।তবুও যে আমরা নিজের পছন্দমত জিনিস কিনেছিলাম ।এটাই আমাদের কাছে অনেক আনন্দের।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
দিদিভাই আগে, জি বাংলা টিভি চ্যানেলে অনেক বিজ্ঞাপন দেখেছি এই senco গোল্ডের দোকানের। দুটো আংটি অনেক সুন্দর হয়েছে। তবে দোকানে যে পরিমাণ ভিড় দেখছি, বাপ রে বাপ। সবমিলিয়ে দারুণ উপভোগ করলাম ব্লগটি।
শুভেচ্ছা রইল।
ভারতে সেনকো এবং পি সি চন্দ্র জুয়েলার্সের জনপ্রিয়তা ব্যাপক,সেটা অনেকের মুখ থেকেই শুনেছি। যাইহোক আংটি দুটি দারুণ হয়েছে বৌদি। তবে ভিড় দেখে তো অবাক হয়ে গেলাম। এতো ভিড় থাকলে তো বিল মেটাতে সময় লাগবেই। আমাদের দেশের গোল্ডের দোকানগুলোতে এতো ভিড় দেখা যায় না। যাইহোক পোস্টটি দেখে ভীষণ ভালো লাগলো বৌদি। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ দিদি, বর্তমানে সোনার দাম যে হারে বাড়ছে, তাতে একটু একটু করে বানিয়ে রাখাই ভালো। তবে তোমার এবং বৌদির আংটি দুটো কিন্তু বেশ ভালোই হয়েছে। তাছাড়া ওই দিন এমনিতেই যে কোন সোনার দোকানে প্রচন্ড পরিমাণে ভিড় থাকে। এজন্য হয়তো তোমাদের অনেক বেশি দেরি হয়ে গেছিলো বিল করতে।