DIY " এসো নিজে করি "- 3D মাছের অরিগ্যামি //১০% পেআউট লাজুক খ্যাঁককে

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভাল আছেন, সুস্থ আছেন। আজকে আমি রঙিন কাগজ দিয়ে 3D মাছের অরিগ্যামি তৈরি করেছি। আর এই অরিগ্যামি কিভাবে তৈরি করেছি তার সবগুলো ধাপ আপনাদের সাথে শেয়ার করলাম।


আজ সকালের দিকে হালকা রোদ উঠলেও মেঘলা মেঘলাই পুরো দিনটা।আমার কেন জানিনা মেঘলা ওয়েদার একদম পছন্দের না। যাইহোক সকালে ক্লাস করে ওঠার পর ভাবছিলাম কিছু একটা আঁকবো, কিন্তু আঁকতেও ইচ্ছা করছিল না। তাই ভাবলাম কাগজ দিয়ে কিছু একটা বানাবো কিন্তু কি বানাবো সেটাও বুঝতে পারছিলাম না 😒। একটা ইউনিক কিছু বানাতে ইচ্ছা করছিল। তাই আজ 3D মাছের অরিগ্যামি বানিয়ে ফেললাম। তার সাথে নিজের মতো করে মাছটা জলের মধ্যে আছে বোঝানোর জন্য জলের শেওলা, তার সাথে পাথর কাগজ কেটে কেটে তৈরি করে নিলাম।


WhatsApp Image 2022-01-13 at 4.55.25 PM.jpeg

কাগজ দিয়ে তৈরি করতে যে সকল জিনিস লেগেছে


উপকরণ


• হলুদ রঙের কাগজ
• লাল রঙের কাগজ
• আকাশি রঙের কাগজ
• সবুজ রঙের কাগজ
• পেন্সিল
• স্কেল
• কাঁচি
• আঠা
• কালো মার্কার পেন


প্রথম ধাপ



• প্রথমে একটি হলুদ রঙের কাগজ,লাল রঙের কাগজ, একটি কাঁচি, কালো মার্কার পেন নিয়ে নিলাম।

WhatsApp Image 2022-01-13 at 5.23.55 PM.jpeg


দ্বিতীয় ধাপ


•এবার লাল রঙএর কাগজের উপরে পেন্সিল দিয়ে দাগ কেটে নিলাম। তার সাথে মাছের বাইরের অবয়বটা এঁকে এলাম।

WhatsApp Image 2022-01-13 at 4.53.06 PM (2).jpeg


তৃতীয় ধাপ



• এরপর মাঝখান দিয়ে একটা দাগ কেটে নিলাম।

WhatsApp Image 2022-01-13 at 5.28.47 PM.jpeg


চতুর্থ ধাপ



• এবার কাঁচি দিয়ে দাগ অনুযায়ী কাগজ কেটে নিলাম। দেখতে ঠিক এরকম হবে।

WhatsApp Image 2022-01-13 at 4.53.06 PM (1).jpeg


পঞ্চম ধাপ



•এবার কালো পেন দিয়ে মাছের গায়ের আঁশগুলো এঁকে নিলাম।

WhatsApp Image 2022-01-13 at 4.53.06 PM.jpeg


ষষ্ঠ ধাপ



• এই ভাবেই কাগজটাতে মাছের আঁশ গুলো একে নিলাম।

WhatsApp Image 2022-01-13 at 5.30.52 PM.jpeg


সপ্তম ধাপ



• এবার উপরে যে মাঝখান দিয়ে দাগটা কেটে ছিলাম।সেটা দ্বিতীয় কাগজটার মধ্যে প্রথম কাগজটা আঠা দিয়ে লাগিয়ে দিলাম। দেখতে ঠিক এরকম হবে। অনেকটা মাঝখানে উঁচু টাইপের হয়ে থাকবে।

WhatsApp Image 2022-01-13 at 4.53.05 PM (3).jpeg


অষ্টম ধাপ



• এবার হলুদ কাগজের মধ্যে দুটো দাগ কেটে নিলাম। অনুযায়ী কেটেও নিলাম।

WhatsApp Image 2022-01-13 at 4.53.05 PM (2).jpeg


নবম ধাপ



•এবার যে অংশটা কেটে নিলাম সেটা এপিট ওপিট করে ভাঁজ করে নিলাম দেখতে ঠিক এরকমই হবে।

WhatsApp Image 2022-01-13 at 4.53.05 PM.jpeg


দশম ধাপ



•এবার মাছের পাখনা আঁকার জন্য লাল কাগজের মধ্যে মার্কার পেন দিয়ে এঁকে নিলাম। সেই অনুযায়ী কেটে নিলাম।

WhatsApp Image 2022-01-13 at 4.53.05 PM (1).jpeg


একাদশ ধাপ



• এবার মাছের মধ্যে ওই পাখনা দুটো লাগিয়ে দিলাম। যে হলুদ কাগজটা বানিয়েছিলাম ভাজ করে সেটা মাছের লেজ হিসাবে লাগিয়ে দিলাম।তার সাথে মাছের চোখে এঁকে নিলাম।

WhatsApp Image 2022-01-13 at 5.34.51 PM.jpeg


দ্বাদশ ধাপ



• এরপর আরেকটা মাছ একইভাবে তৈরি করে নিলাম।

WhatsApp Image 2022-01-13 at 5.36.48 PM.jpeg


ত্রয়োদশ ধাপ



• তারপর আমি পাখনার মধ্যে লাল এবং হলুদ পেন দিয়ে দাগ কেটে নিয়েছিলাম।এইভাবে দুটো 3D মাছ তৈরি করা হয়ে গেল।

WhatsApp Image 2022-01-13 at 5.39.12 PM.jpeg


চতুর্দশ ধাপ



•এবার আমি মাছ দুটো জলের মধ্যে আছে বোঝানোর জন্য একটি পিচ বোর্ড কেটে তার মধ্যে আকাশী রঙের কাগজ দিয়ে মুড়িয়ে দিলাম।

WhatsApp Image 2022-01-13 at 4.53.07 PM (2).jpeg


পঞ্চদশ ধাপ



• এবার জলের মধ্যে শ্যাওলা বোঝানোর জন্য সবুজ রঙের কাগজ কুচি কুচি করে কেটে আঠা দিয়ে লাগিয়ে দিলাম।

WhatsApp Image 2022-01-13 at 4.53.07 PM (1).jpeg


ষোড়শ ধাপ



• এবার মাছ দুটো পিচবোর্ডের মধ্যে আঠা দিয়ে লাগিয়ে দিলাম।

WhatsApp Image 2022-01-13 at 5.42.37 PM.jpeg


সপ্তদশ ধাপ



• তার সাথে জলের বুদবুদ বোঝানোর জন্য আকাশি প্যাস্টেল রং দিয়ে রং করে দিলাম এবং শেওলা বোঝানোর জন্য সবুজ রঙ দিয়ে শেওলা এঁকে নিলাম।

WhatsApp Image 2022-01-13 at 4.53.07 PM.jpeg


অষ্টদশ ধাপ



• ব্যাস তৈরি হয়ে গেল 3D মাছের অরিগ্যামি

WhatsApp Image 2022-01-13 at 4.53.07 PM (3).jpeg

WhatsApp Image 2022-01-13 at 4.53.08 PM (2).jpeg






WhatsApp Image 2022-01-13 at 6.16.12 PM.jpeg

3D মাছের অরিগ্যামির সাথে নিজস্বী

আশা করি আমার কাগজের তৈরি 3D মাছ আপনাদের কাছে ভালো লাগবে।আমার নিজের কাজটি করার পর নিজেরই খুব ভালো লাগছিল 🤭🤭আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু।


ধন্যবাদ

Sort:  
Loading...
 3 years ago 

খুব সুন্দর করে আপনি এই অরিগামি তৈরি করেছেন আপু। আসলেই কাগজের তৈরি মাছের অরিগেমি দেখতে বেশ দারুন লাগতেছে। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। হলুদ আর লাল রং করার কারণে এটি বেশি সুন্দর দেখাচ্ছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দরভাবে মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

ভিন্ন ধরনের একটি কাজ দেখলাম আপনার কাছ থেকে। মাছগুলো সত্যিই অনেক সুন্দর হয়েছে। একেবারে জীবন্ত একুরিয়ামের মাছের মতো। আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার আজকের এই কাজ আমাকে অনেকটা মুগ্ধ করেছে। আপনার তৈরি মাছের এই অরিগেমি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে রঙের কারণে এটি বেশ উজ্জ্বলতা পেয়েছে। খুব ভালো লাগলো আমার কাছে আপনার আজকের এই ক্রাফটের কাজ।

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দরভাবে প্রশংসা করে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

আপু আপনার প্রশাংসা নাহ করে পারলাম নাহ। ওয়াও আপু অসাধারণ হয়েছে আপনার 3D মাছের অরিগ্যামি চিত্র টি দেখে। রঙ্গিন কাগজের কালার গুলো অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। এই রকম সুন্দর সুন্দর পোষ্ট আমাদের মাঝে শেয়ার করারর আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

You have been upvoted by @tarpan, a Country Representative of Bangladesh. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the quality contents on steemit.


Follow @steemitblog for all the latest update and
Keep creating qualityful contents on Steemit!

Steem On

 3 years ago 

দিদি এত চমৎকার ভাবে কাজটি করেছেন আমি পুরো হাঁ হয়ে দেখলাম 👌👌👌👌👌👌। মনে হচ্ছে আমার একুরিয়ামের রাখা মাছগুলো আপনার বাড়িতে বেড়াতে গেছে 🥰🥰। আপনার উপস্থাপনা সব সময় আমার খুবই ভালো লাগে। ভালোবাসা রইলো ❤️❤️❤️

 3 years ago 

হ্যাঁ দিদি আমিও যখন কাজটা পুরো কমপ্লিট করেছিলাম আমারও খুব ভালো লাগছিল।অনেক ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দরভাবে উৎসাহিত করার জন্য।ভালোবাসা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68168.17
ETH 3256.43
USDT 1.00
SBD 2.67