চিলি চিকেন রেসিপি তৈরি করার পদ্ধতি।//১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন। সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে চিলি চিকেন রেসিপি তৈরি করে দেখালাম।আশা করি সকলের ভালো লাগবে।


চাইনিজ খাবার গুলোর মধ্যে বাঙালির অন্যতম সেরা পছন্দ হল চিলি চিকেন। আমার তো সবচেয়ে ভালো লাগে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে।তাই জন্যই আজকে চিকেন এর আরেকটি রেসিপি তৈরি করলাম।আশা করি সকলের ভাল লাগবে।


WhatsApp Image 2022-03-02 at 11.38.10 PM.jpeg


চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটি।


চিলি চিকেন রেসিপি তৈরী করার পদ্ধতি


উপকরণের নামপরিমাণ
১. চিকেন১ কেজি
২. আদা রসুন বাটা২ টেবিল চামচ
৩. গোল মরিচ গুঁড়ো১টেবিল চামচ
৪.ভিনিগার২টেবিল চামচ
৫. ডিম১টা
৬. আরারুট /কর্ন ফ্লাওয়ার পাউডার৩টেবিল চামচ
৭.ময়দা২টেবিল চামচ
৮. পেঁয়াজ২টা মাঝারি ডুমো করে কাটা
৯. সয়া সসপরিমান মতো
১০. আদাকুচি১ টা
১১. ক্যাপসিকাম১টা ডুমো করে কাটা
১২.. টমেটো সসপরিমান মতো
১৩ আদা কুচি রসুন কুচি১টেবিল চামচ
১৪. নুনপরিমান মতো
১৫. সাদা তেলপরিমান মতো

রন্ধন প্রণালী :



প্রথম ধাপ


•প্রথমে ১কেজি মত চিকেন নিয়ে নিলাম এবং ধুয়ে নিলাম ভালো করে।

WhatsApp Image 2022-03-02 at 11.35.26 PM.jpeg


দ্বিতীয় ধাপ


•এরপর চার থেকে পাঁচটা পিঁয়াজ কেটে এই ভাবে আলাদা করে ছাড়িয়ে রাখলাম।

WhatsApp Image 2022-03-03 at 12.00.41 AM.jpeg


তৃতীয় ধাপ


•এরপর আদা রসুনবেটে নিলাম এবং সেই আদা রসুন চিকেন এর মধ্যে ভালো করে ম্যারিনেট করলাম।তার সাথে গোলমরিচ ও কনফ্লাওয়ার ও নুন দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম।

WhatsApp Image 2022-03-02 at 11.35.27 PM (2).jpeg

WhatsApp Image 2022-03-02 at 11.38.10 PM (3).jpeg


চতুর্থ ধাপ


• এরপর একটা কড়াইতে আলাদা করে পরিমাণমতো তেল বসালাম।

WhatsApp Image 2022-03-02 at 11.35.28 PM (1).jpeg


পঞ্চম ধাপ


• কিছুক্ষণ এইভাবে রেখে দেওয়ার পর গরম তেলে ম্যারিনেট করা চিকেন গুলোকে ভালো করে ভেজে নিলাম। তারপর হালকা লাল লাল হয়ে গেলে তুলে একটা আলাদা পাত্রে রাখলাম।

WhatsApp Image 2022-03-02 at 11.35.30 PM (1).jpeg

WhatsApp Image 2022-03-02 at 11.35.29 PM.jpeg

WhatsApp Image 2022-03-02 at 11.35.31 PM.jpeg


ষষ্ঠ ধাপ


• এরপর আলাদা একটি পাত্রে সয়া সস ও টমেটো সস মিশিয়ে রাখলাম।

WhatsApp Image 2022-03-02 at 11.35.30 PM (2).jpeg


সপ্তম ধাপ


• এরপর ক্যাপসিকাম লঙ্কা কুচি কুচি করে কেটে রাখলাম।

WhatsApp Image 2022-03-02 at 11.35.28 PM (3).jpeg

WhatsApp Image 2022-03-02 at 11.35.32 PM (1).jpeg


অষ্টম ধাপ


• এরপর ওই ভাজা পকোড়া গুলো তুলে রাখার পর আগে থাকতে কেটে রাখার পিয়াজ এবং ক্যাপসিকাম হালকা হালকা ভেজে নিলাম। ভেজে নিয়ে তার উপরে টমেটো সসও সয়া সসের মিশ্রণটি ঢেলে দিলাম।

WhatsApp Image 2022-03-02 at 11.35.31 PM (3).jpeg

WhatsApp Image 2022-03-02 at 11.35.32 PM (2).jpeg

WhatsApp Image 2022-03-02 at 11.35.32 PM.jpeg

WhatsApp Image 2022-03-02 at 11.36.42 PM.jpeg


নবম ধাপ


• এরপর ভাজা পকোড়া গুলো একসাথে দিয়ে দিলাম।

WhatsApp Image 2022-03-02 at 11.38.10 PM (2).jpeg

WhatsApp Image 2022-03-02 at 11.36.43 PM (1).jpeg


দশম ধাপ


•এরপর একটা আলাদা পাত্রে দু চামচ মতো কর্নফ্লাওয়ার ও জল মিশিয়ে নিলাম।এবং সেই মিশ্রণটি চিকেন এর মধ্যে ঢেলে দিলাম।

WhatsApp Image 2022-03-02 at 11.36.44 PM (2).jpeg

WhatsApp Image 2022-03-02 at 11.36.44 PM.jpeg


একাদশ ধাপ


• এরপর পরিমাণমতো নুন, মিষ্টি দিয়ে দিলাম।
WhatsApp Image 2022-03-02 at 11.36.44 PM (1).jpeg


দ্বাদশ ধাপ


•এরপর একটা আলাদা পাত্রে দু চামচ মতো কর্নফ্লাওয়ার ও জল মিশিয়ে নিলাম।এবং সেই মিশ্রণটি চিকেন এর মধ্যে ঢেলে দিলাম।

WhatsApp Image 2022-03-02 at 11.36.44 PM.jpeg


ত্রয়দশ ধাপ


• ব্যাস এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রাখার পরেই চিলি চিকেন তৈরি হয়ে গেল।

WhatsApp Image 2022-03-02 at 11.36.44 PM (2).jpeg

WhatsApp Image 2022-03-02 at 11.38.09 PM.jpeg




ধন্যবাদ



Sort:  

লোভনীয় একটা রেসিপি তৈরি করেছে। এভাবে চিলি চিকেন বাসায় কখনো রান্না করে খাই নি। বাজারে কয়েকবার গিয়েছিলাম তার স্বাদ এখনো মুখে লেগে আছে। আপনার ছবিটা দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আবার সেগুলো খেতে হবে। তা না হলে আর সহ্য করতে পারবো না। আপু আপনি অনেক সুন্দর করে একটি তৈরি করেছে। আপনাকে অনেক ধন্যবাদ সুস্বাদু ও মজাদার থেকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দেখেই তো লোভ লাগছে আপু। একটু টেস্ট করে দেখতে পারলে ভালো লাগতো। জিভে জল চলে এসেছে আপনার রেসিপি দেখে। কালার টা খুবই সুন্দর এসেছে। চিলি চিকেন আমারও খুব পছন্দ। তবে এভাবে বাসায় তৈরি করে খাওয়া হয়নি। আপনাকে অনেক ধন্যবাদ আপু সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অবশ্যই এই ভাবে বাসায় তৈরি করে দেখবেন দিদি খুব ভালো লাগবে।অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আসলে আপু ছবি দেখেই অনেক লোভ হচ্ছে। কালাটা এতো ভালো এসেছে।তাছাড়া এমনেও চিলি চিকেন খেতে আমার খুব ভালো লাগে।বিশেষ করে ফ্রাইড রাইস এর সাথে। ভালো ছিলো।আপু।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ দিদি আমারও ভীষণ ভালো লাগে চিলি চিকেন এর সাথে ফ্রাইড রাইস খেতে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

সাধারণ বাঙালি রান্না খেতে খেতে যখন বিরক্তি এসে যায় তখন চাইনিজ রেস্টুরেন্টের খাবার গুলো কিন্তু সত্যিই ভীষণ ভালো লাগে। তবে বাসায় রান্না করা খাবারগুলো আসলে চাইনিজ রেস্টুরেন্টের মতো স্বাদ হয় না। আপনার রান্না করা চিলি চিকেন রেসিপি দেখে অবশ্য খুবই ভালো লাগছে। আশা করি খেতেও খুব একটা খারাপ হবে না। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চিলি চিকেন রেসিপি তৈরি করার পদ্ধতি। দেখে তো লোভ সামলাতে পারলাম না খেতে ইচ্ছা করছে। আমিও শিখে নিলাম। ধন্যবাদ আপনাকে দিদি

 2 years ago 

অবশ্যই দাদা একবার রান্নাটা করে দেখবেন বাড়িতে। আশা করি খুব ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চিলি চিকেন রেসিপি আমার অনেক পছন্দের একটা রেসিপি আপনি রেসিপিটা আমাদের মাঝে দারুন ভাবে উপস্থাপন করেছেন। এমন রেসিপি গুলো খেতে বেশ মজাদার লাগে বিশেষ করে সকাল বেলায় গরম ভাতের সঙ্গে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে । যাই হোক আপনি সব মিলিয়ে পোস্টটি আমাদের মাঝে দারুণভাবে তুলে ধরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

চিলি চিকেন রেসিপি এর আগে কখনো খাওয়া হয়নি তবে আপনার রেসিপি প্রস্তুত দেখে খুবই ভালো লাগলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল বিশেষ করে ভাজি করার চিকেন গুলা দেখে তো লোভ সামলাতে পারছিনা ইচ্ছে করছে তুলে খেয়ে নেই

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

চিলি চিকেন রেসিপি তৈরীর পদ্ধতি টা ভালো ছিল। আপনি প্রয়োজনীয় উপকরণ গুলি সঠিক মাত্রায় তুলে ধরেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল ।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।শুভকামনা রইল।

 2 years ago 

আপু, এই চিলি চিকেন দেখতেই তো খুব লোভনীয়, জানিনা খেতে কতটা সুস্বাদু হয়েছে।আপনার এই রেসিপিটি আমার খুব পছন্দ হয়েছে আপু,তৈরি করার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ দিদি অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন, খুব ভালো লাগবে রান্নাটি। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্যের জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58802.33
ETH 3158.99
USDT 1.00
SBD 2.42