দোলের দিন বিকেলে কাটানো কিছু মুহূর্ত//১০% পেআউট লাজুক খ্যাঁক-কে
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন। আজ আপনাদের সাথে দোলের দিন বিকেলে কাটানো কিছু মুহূর্ত ভাগ করে নিলাম।
দোলের দিন সকালবেলা রং খেলার পরে হঠাৎ করেই বিকেলবেলা ঠিক করলাম কোথাও থেকে ঘুরে আসি। যেই ভাবা সেই কাজ ।দোলের দিন রাস্তাঘাটে গাড়ি চলে না বললেই চলে । বলতে গেলে রাস্তাঘাট একেবারে ফাঁকাই থাকে।তাই ভাবলাম যেখানেই যাবো তাড়াতাড়ি গিয়ে চলে আসতে পারবো। সেদিন একটু দূরে কোথাও যেতে ইচ্ছা করছিল। তাই ভাবলাম বর্তির বিল অর্থাৎ বেড়াবেরিয়া গ্রাম থেকে ঘুরে আসি।একদিকে বারাসাত অন্যদিকে বারাকপুর। যোগ সুত্র নীলগঞ্জ রোড। সেই নীলগঞ্জের ভিতরে বারবেড়িয়া গ্রাম। বিকেল চারটের সময় বেরিয়ে পাঁচটায় সেখানে পৌছে গেছিলাম। রাস্তা যেহেতু একেবারেই ফাঁকা ছিল তাই পৌঁছাতেও খুব একটা দেরি হয়নি।
লোকমুখে শোনা যায় ৩২ টি গ্রামের জল যায় এই বিল থেকে তাই এর নাম বত্রিশ থেকে অপভ্রংশ হয়ে ভর্তি হয়েছে।বর্তমানে এই বিলে প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয় , শীতকালে জল কমে গেলে আশেপাশের মাঠগুলোতে ধান , ডাল ও সর্ষে চাষ করা হয়। এছাড়াও এখানে নানান ধরনের চেনা অচেনা পাখি ও দেখতে পাওয়া যায়।
এই জায়গায় একটু তাড়াতাড়ি আসলে বেশ ভালই লাগে। প্রকৃতির এত সুন্দর রূপ এখানে দেখতে পাওয়া যায় যা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস হবেনা ।এখানে আসা মানেই হঠাৎ করে যেন শহর থেকে গ্রামে চলে আসা ।আর এই জায়গাটার সাথে পরিচয় আমার খুব বেশিদিনের না। তাও যতবারই এসেছে ততোবারই যেন নতুন নতুন ভাবে ভালো লাগে।বলতে গেলে ভীষণ প্রিয় একটি জায়গা আমার।
যাইহোক বর্তির বিলে পৌঁছাতে একটু দেরী হয়ে গেছিলো। এই জায়গায় তাড়াতাড়ি গেলে বেশ অনেকটা সময় কাটানো যায়। যেহেতু এই জায়গাটা ভীষণ ফাঁকা তাই বেশিক্ষণ থাকাও যায় না । সন্ধ্যে হতে হতেই এখানে অন্ধকার হয়ে যায় ।এখানে যতদূর চোখ যায় শুধু জমি আর জমি। নানান ধরনের ফসলও এখানে চাষ করা হয় ।আর এই জায়গায় সবথেকে সুন্দর লাগে বর্ষাকালে। যে জায়গা গুলোতে শীতকালে জল শুকিয়ে যায় সেই জায়গাগুলোতে বর্ষাকালে টলমল করে জল।
বেশিক্ষণ আর ওখানে থাকতে পারলাম না । যেহেতু অনেকটা সন্ধ্যে হয়ে গেছিল তার মধ্যে অন্ধকারও হয়ে এসেছিল তাই কিছুক্ষণ থেকে বেরিয়ে গেলাম ওখান থেকে।
তারপর ফেরার পথে ব্যারাকপুরে দাদা বৌদি রেষ্টুরেন্ট থেকে খাওয়া-দাওয়া করলাম । যেহেতু দোল ছিল সেই হিসেবে ভিড় থাকারই কথা ছিলো যেহেতু আমরা সন্ধ্যার দিকে গিয়েছিলাম ,তাই অতটা ভিড় পাইনি। কিছুক্ষন পর মাটন বিরিয়ানি , ক্রিসপি চিকেন আর চিকেন কষা নিয়ে নিলাম । খাবার টেস্ট দারুন ছিল । এরপর খাওয়া দাওয়ার পরে বেরিয়ে গেলাম ।বেরোনোর সময় দেখলাম অনেকটাই লাইন পড়ে গিয়েছিল ।
যাই হোক দোলের দিন সকালে যেমন খুব ভালো কেটেছিল ,বিকেলেও ততটাই ভালো কেটেছে ।সব মিলিয়ে দোলের দিনটা বেশ ভালই কেটেছিল।
আপনি দোলের দিন অনেক সুন্দর সময় কাটিয়েছেন।
বিশেষ করে সন্ধ্যার মুহূর্তটা আমার কাছে দারুন লেগেছে। দোল মানেই আনন্দ ।
ধন্যবাদ দিদি আপনাকে আপনার দোলের দিনের মুহূর্তগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য ।
আপনার জন্য শুভকামনা রইল।
যাইহোক দোলের দিন আপনি অনেক মজা করেছেন দেখেই বোঝা যাচ্ছে। আর বিকেল বেলা ঘুরতে সবাই একটু ভাল লাগে। অনেক সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে আপু আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভেচ্ছা রইলো আপনার প্রতি দোলযাত্রার।
দিদি আপনি দোলের দিন বিকেলে কাটানো কিছু মুহূর্ত কাটিয়েছি। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো
বাহ অনেক সুন্দর সময় কাটিয়েছেন দেখছি। পরিবেশটা অনেক সুন্দর ছিল। অনেক সুন্দর ভাবে ঘুরা ফেরা করেছেন। এইরকম সময়গুলো কাটাতে বেশ ভালই লাগে। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কথা অনেক ভালো লাগলো। তাছাড়া সব শেষে খাওয়া-দাওয়া করলেন দেখে ভালো লাগলো। খাবারের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। আমাদের মাঝে এই রকম একটা মুহুর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার তো মনে হচ্ছে দোলের দিন সকালে আপনি যেরকম মজা করেছেন তারচেয়ে বেশী মজা হয়েছে বিকেলে ঘুরতে গিয়ে। আপনার বিকেল বেলা ঘুরাঘুরির পর ভালোই খাওয়া-দাওয়া হয়েছে বুঝতে পারছি। যাইহোক আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি অত্যন্ত ভালো হয়েছে বিশেষ করে সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহূর্তের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
খুবই সুন্দর ছিল আপনার বিকেলে কাটানো মুহূর্তগুলো। এবং খুবই চমৎকার ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। এবং ফটোগ্রাফি গুলো ও কিন্তু মন্দ ছিল না বেশ ভালই ক্যামেরাবন্দি করেছেন। শুভেচ্ছা রইল আপু আপনার জন্য।
আপনার ছবিগুলো দেখে মনে হচ্ছে দোলের দিন বিকেলে আপনি খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল অসাধারণ সাথে খুব সুন্দরভাবে তা বর্ণনা করেছেন। সর্বোপরি পোস্টটি অনেক সুন্দর ছিল। শুভকামনা রইল আপনার জন্য।
বিলটি সত্যিই অনেক সুন্দর।ওই বিলের পাশে বিকালবেলা কিংবা গোধুলি লগ্নে সময় কাটাতে বেশ ভালই লাগবে।প্রকৃতির দৃশ্যের প্রতিটি ছবি জোশ ছিল।রেস্টুরেন্ট এর খাবারের মুহূর্তটিও ভালই ছিল।ছবিতে আপনাকে অনেক কিউট লাগছে।শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
বিকেলবেলা অপরূপ সৌন্দর্যময় সবুজ প্রকৃতির মধ্যে ভ্রমণ করেছেন। সত্যিই এই ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। আসলে গ্রামের বিকেল বেলায় অপরূপ সৌন্দর্য ফটোগ্রাফি গুলো দেখে মন ভরে গেল। শুভকামনা রইল আপনার জন্য।
দোলের দিন খুব সুন্দর মুহূর্ত পার করলেন আপু। আমার কাছে অনেক ভালো লেগেছে। এত সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।