বসন্ত এসে গেছে

in আমার বাংলা ব্লগ2 months ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে বসন্ত উত্সবের একটি চিত্র অংকন করে ভাগ করে নিলাম।। আশা করি সকলের ভালো লাগবে।


আবারও কয়েকদিন পর আঁকা নিয়ে বসে পড়লাম । কিছুদিন পরে দোল উৎসব ।এই দোল উৎসবে সবাই নিজেকে রঙে মাতিয়ে তোলে। দোল উৎসব খুব আনন্দের উৎসব। এই দিন জাতি -ধর্ম নির্বিশেষে সকলেই রঙের খেলায় মেতে ওঠে। তাই আজ আমি আমার আপনাদের সঙ্গে রঙের উৎসব নিয়ে একটা আঁকা এঁকে ভাগ করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

WhatsApp Image 2024-03-20 at 23.26.25_48a3467d.jpg




অংকন পদ্ধতি:


উপকরণ


• খাতা
• লাল রং পেন্সিল
• নীল রং পেন্সিল
• কমলা রং পেন্সিল
• হলুদ রং পেন্সিল
• কলো রং পেন্সিল
• গোলাপি রং পেন্সিল



প্রথম ধাপ


প্রথমে মেয়েটির মুখ এবং হাতের অবয়ব এঁকে নিলাম।

WhatsApp Image 2024-03-20 at 23.26.24_42159c5c.jpg


দ্বিতীয় ধাপ


এরপর মেয়েটির পা ও হাতে থাকা রঙের একটি বাটি এঁকে নিলাম।

WhatsApp Image 2024-03-20 at 23.26.24_a243622a.jpg

WhatsApp Image 2024-03-20 at 23.26.24_3a33724d.jpg


তৃতীয় ধাপ


এরপর মেয়েটির পাশে একটি পিচকিরির বালতি এঁকে নিলাম।

WhatsApp Image 2024-03-20 at 23.26.24_b3b97342.jpg

WhatsApp Image 2024-03-20 at 23.26.24_31c9f59d.jpg


চতুর্থ ধাপ


এরপরে মেয়েটির মুখের, হাতের, এবং পায়ের রং করে নিলাম।

WhatsApp Image 2024-03-20 at 23.26.24_9d6dc057.jpg


পঞ্চম ধাপ


এরপরে মেয়েটির গায়ের রং লেগে আছে বলে বিভিন্ন রং করে দিলাম। আর তার সাথে মাটিতে কিছু রং করে দিলাম।

WhatsApp Image 2024-03-20 at 23.26.25_7a454c5c.jpg


ষষ্ঠ ধাপ


সবশেষে চোখ, নাক, মুখ এঁকে আঁকাটি কমপ্লিট করলাম

WhatsApp Image 2024-03-20 at 23.26.25_3e975c2c.jpg


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 months ago 

হলি কে সামনে রেখে বেশ দারুন একটি আর্ট শেয়ার করেছেন আপনি আমাদর মাঝে। বেশ সুন্দর করে ধাপে ধাপে একটি রমনীর আর্ট শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফির মধ্যে একজন কিশোরীর হলি করা আনন্দের চিত্র বেশ সুন্দর করে ফুটে উঠেছে । দারুন ছিল আজকের পোস্টি দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ এমন সুন্দর একটি দৃশ্য শেয়ার করার জন্য।

 2 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। বসন্ত আমাদের মাঝে এসেছে দিন জাতি ধর্ম নির্বিশেষে সকলেই আমরা রঙের খেলায় মেতে ওঠি। আপনি বেশ দারুন একটি পোস্ট তৈরি করেছেন আপু। বিভিন্ন স্টাইলে রং করার কারণে পোস্ট দেখতে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

দোল উৎসবকে কেন্দ্র করে আপনি একটি দারুণ আর্ট আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন দিদি। আপনি ঠিকই বলেছেন এই উৎসবকে কেন্দ্র করে ধর্ম বর্ণ সবকিছু উপেক্ষা করে সবাই আনন্দে মেতে উঠে। আর্ট করার প্রসেসগুলি একদম অসাধারণ ছিল। খুবই সাবলীলভাবে উপস্থাপন করেছেন আপনি। যে কেউ এই আর্ট প্রসেসটি দেখে নতুন করে একে নিতে পারবে। ধন্যবাদ দিদি সুন্দর একটি আর্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 months ago 

বাগানে ফুটিছে ফুল বাতাসে বহিসে নেশা কারা ডাকিল এসে বসন্ত এসে গেছে। গানটা সম্ভবত এইরকমই হবে। হোলি বা দোল আপনাদের প্রধান একটা উৎসব। এটা রঙের উৎসব। সবাই রঙ বা আবির নিয়ে উৎসবে মেতে উঠে। হোলিকে কেন্দ্র করে আপনার আর্টটা বেশ সুন্দর ছিল দিদি। বেশ চমৎকার লাগছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 months ago 

দিদি চমৎকার এঁকেছেন ৷ দোল যাত্রার রং খেলার যে সুখ , আনন্দ তা আপনি আর্টের মাঝে চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন ৷ ভীষণ ভালো লাগলো আর্টটি দেখে ৷ হ্যাঁ দিদি আর মাত্র কয়েক দিন , তারপরই দোলযাত্রা রঙের উৎসব ৷ ধন্যবাদ দিদি এতো সুন্দর একটি আর্ট মাধ্যমে সেই আনন্দঘন মুহূর্ত গুলোর কথা মনে করিয়ে দেওয়ার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 months ago 

বসন্ত এসে আবার শেষ হয়ে যাচ্ছে দিদি। চৈত্র মাসের কয়েকটা দিন পার হয়ে গেল। যাক, আপনাদের হোলি উৎসবও সামনে চলে আসছে। সেই উপলক্ষে চমৎকার একটি আর্ট করে ফেলেছেন আপনি। ভালো ছিল দিদি। 🌼

 2 months ago 

বৌদি হলি উৎসবে আপনারা বেশ মজা করে থাকেন। অনেক মুভিতে হলি উৎসব দেখেছি, বেশ ভালোই লাগে দেখতে। যাইহোক বরাবরের মতো এককথায় দুর্দান্ত একটি আর্ট করেছেন বৌদি। সম্পূর্ণ আর্টটি একেবারে নিখুঁতভাবে করেছেন। কালার কম্বিনেশনটাও একেবারে পারফেক্ট হয়েছে। সবমিলিয়ে বেশ উপভোগ করলাম আর্টটি। যাইহোক এতো চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।

Posted using SteemPro Mobile

 2 months ago 

উৎসবে জীবন হোক আরও আনন্দমুখর, দারুণ আর্ট করেছেন দিদিভাই।

 2 months ago 

এই দোল উৎসবটা টিভিতে সব সময় দেখেছি। বাস্তবে কখনো সামনাসামনি দেখা হয়নি। বেশ মজা করে সবাই এই উৎসবটি পালন করে। দোল উৎসব উপলক্ষে খুব কালারফুল একটি আর্ট করেছেন আপু।। মেয়েটিকেও সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 months ago 

বেশ সুন্দর একটা ড্রইং হয়েছে দিদি। তোমার আঁকা ড্রয়িং টা দেখে মনে হচ্ছে বাচ্চাটা খুব খুশি মনে সবাইকে রং লাগিয়ে বেড়াচ্ছে। তাছাড়া আর্টের ভেতরে যে কালার গুলো ব্যবহার করেছ, সেগুলো একেবারেই মিল খায় হোলির দিনের রংগুলোর সাথে। তাছাড়া তোমার উপস্থাপনাও অনেক সুন্দর ছিল দিদি।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 68118.27
ETH 3793.84
USDT 1.00
SBD 3.46