চাকলা মেলায় কিছুক্ষণ

in আমার বাংলা ব্লগ10 months ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি চাকলা মেলায় যাওয়ার কিছু মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।


মেলা কথাটা শোনার সাথে সাথে মনের মধ্যে কিন্তু একরকম আনন্দের অনুভূতি হয়। মেলা শব্দটির আক্ষরিক অর্থ হলো মিলন ।অনেক সময় এই মেলার মধ্যে দিয়ে বিভিন্ন মানুষের চেনা পরিচিতি , দেখা হওয়া ভাব বিনিময় তৈরি হয় । বর্তমান সময় দাঁড়িয়ে এখন দেশের সব জায়গাতেই প্রায় মেলা হয় ।হয়তো কোনো কোনো জায়গায় মেলা খুব ক্ষুদ্র ,আবার কোনো কোনো জায়গায় মেলা অনেক বড় করে হয় ।কিন্তু কোনো ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে বিশেষ করে এই মেলাগুলো বসে । যেমন -বাঙ্গালীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো ,এছাড়াও কালীপুজো ,রথযাত্রা, দোলযাত্রা ,জন্মাষ্টমী ,এরকম অনেক অনুষ্ঠানকে কেন্দ্র করে এই মেলাগুলো হয়ে থাকে ।

WhatsApp Image 2023-09-17 at 4.53.33 PM (3).jpeg


তেমনভাবেই আমরা যখন কচুয়া গিয়েছিলাম এর আগের পর্বে বলেছিলাম ।যেহেতু আমরা জন্মাষ্টমীর ঠিক আগে আগে গিয়েছিলাম তাই জন্মাষ্টমী উপলক্ষে তখন অনেক রকম প্রস্তুতি চলছিল। আর এই প্রস্তুতি হচ্ছে মেলারই প্রস্তুতি চলছিল।

WhatsApp Image 2023-09-17 at 4.53.33 PM (9).jpeg

WhatsApp Image 2023-09-17 at 4.53.33 PM (8).jpeg

WhatsApp Image 2023-09-17 at 4.53.33 PM (7).jpeg

WhatsApp Image 2023-09-17 at 4.53.33 PM (6).jpeg

WhatsApp Image 2023-09-17 at 4.53.33 PM (5).jpeg

আমরা যখন চাকলা এসে পৌঁছলাম সেখানেও দেখলাম জন্মাষ্টমী উপলক্ষে অলরেডি মেলা বসে গেছে ।তাই জন্য কিছুটা সময় বার করে মেলায় গিয়েছিলাম । গ্রামের দিকে মেলা হলে কিন্তু অনেক নতুন নতুন জিনিস দেখতে পাওয়া যায় যেটা আমার খুব ভালো লাগে।তার মধ্যে যেহেতু দুপুর বেলায় গিয়েছিলাম তাই অতটা ভিড় ছিল না ফাঁকা ছিল। তাই কিছুক্ষণ ঘুরে টিনটিনের জন্য দুটো খেলনা কিনে চলে এলাম।

WhatsApp Image 2023-09-17 at 4.53.33 PM (12).jpeg

WhatsApp Image 2023-09-17 at 4.53.33 PM (2).jpeg

WhatsApp Image 2023-09-17 at 4.53.33 PM (1).jpeg

WhatsApp Image 2023-09-17 at 4.53.33 PM.jpeg




VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 10 months ago 

মেলায় ঘুরতে পছন্দ করে না এমন মানুষ কমই আছে। আমার তো মেলায় ঘুরাঘুরি করতে খুব ভালো লাগে। তাইতো ছোট বড় সব ধরনের মেলায় চলে যাই আমি। তবে মেলায় দুপুরের সময় মানুষ কম থাকে। বিকেলে বা সন্ধ্যায় সবচেয়ে বেশি মানুষ থাকে মেলার মধ্যে। যাইহোক টিনটিন বাবুর জন্য খেলনা কিনেছেন,এটা জেনে খুব ভালো লাগলো। সবমিলিয়ে দারুণ সময় কাটিয়েছেন দিদি। পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ঠিক বলেছেন দিদি মেলার নাম শুনলেই মনের ভিতর অন্যরকম অনুভূতি কাজ করে। মেলায় গেলে অনেক চেনা পরিচিত মানুষের সাথে দেখা হয়ে যায়। আমার কাছেও মেলায় যেতে অনেক ভালো লাগে। কিছু কেনা হোক বা না হোক মেলায় ঘোরাঘুরি করতে আর জিলাপি খেতে কিন্তু দারুণ লাগে। গ্ৰামের মেলায় যেতে আরও বেশি ভালো লাগে আর সেখানে নতুন নতুন জিনিস দেখতে পাওয়া যায়। আমাদের গ্ৰামে ছোটবেলায় দেখেছি জন্মাষ্টমীর সময় অনেক বড় করে মেলা হতো। এখন হয় কিনা জানিনা তবে সেই মেলায় যাওয়ার জন্য আগে থেকে টাকা জমানো শুরু করতাম। দিদি চাকলা মেলায় ঘোরাঘুরির খুব সুন্দর মুহূর্ত শেয়ার করেছেন।

 10 months ago 

ঠিকই বলেছেন দিদি,মেলা কথা শোনার সাথে অন্য রকমের অনুভূতি মনের মাঝে কাজ করে।আমাদের এখানেও মেলা হয়।আর মেলা হলেই যাওয়ার জন্য মনটা ছটফট করে। তাই বন্ধুদের সাথে নিয়েও মেলায় যাওয়া হয়।চাকতা মেলায় নিশ্চয়ই খুবই আনন্দময় কিছুটা সময় আপনার কেটেছে দিদি।অসংখ্য ধন্যবাদ দিদি,কিছুটা সময় চাকতা মেলায় ঘুরতে যাওয়ার অনুভূতি এত সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

মেলায় গেলে আসলেই অনেক পরিচিত জনের সাথে দেখা হয় তখন সত্যি খুব ভালো লাগে । আপনি জন্মাষ্টমী উপলক্ষে মেলায় গিয়েছেন দেখে ভালো লাগলো দিদি ।সত্যি বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে মেলা হয়ে থাকে । বিশেষ করে পূজা গুলোতে যে মেলাগুলো হয় সেই মেলাগুলো ভালই হয় । আগে ছোটবেলায় অনেক যাওয়া হয়েছে মেলাতে ইদানিং আর যাওয়া হয় না । আপনার মেলায় ঘোরাঘুরি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল ।

 10 months ago 

মেলা ভ্রমণ করতে গিয়ে বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনি এ মেলায় ভ্রমণ করেছেন এবং সেখান থেকে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করেছেন বলেই সুন্দর এই দৃশ্যগুলো দেখার সুযোগ মিললো আমার। খুবই ভালো লেগেছে অচেনা জায়গার মেলা সম্পর্কে ধারনা লাভ করে।

 10 months ago 

সাধারণত এই মেলাগুলো গ্রামের দিকে বেশি হয়। এবং গ্রামের মেলাগুলো এককথায় চমৎকার হয়ে থাকে। আর ঠিকই বলেছেন দিদি মেলায় গেলে নানারকম নতুন জিনিস দেখা যায় যেগুলো সাধারণত বাইরে পাওয়া যায় না। অনেক সুন্দর একটা পোস্ট ছিল। চাকলা মেলায় বেশ সুন্দর সময় অতিবাহিত করেছেন দিদি। এবং আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো ভালো ছিল।।

Posted using SteemPro Mobile

 10 months ago 

জন্মাষ্টমী উপলক্ষ্যে চাকলা মেলায় গেলেন।আসলে মেলায় গেলে অনেক কিছু দেখা যায়। যার মধ্যে নতুন কিছুও থাকে।গ্রামের মেলায় আমার কখনো যাওয়া হয়নি।মেলার স্টলগুলো দেখে খুব ভালো লাগলো দিদি।আপনি টিনটিনের জন্য খেলনাও নিলেন জেনে ভীষণ ভালো লাগলো।বাচ্চা মানুষ খেলনা খুব পছন্দ করে।অনেক ভালো লাগলো দিদি আপনার লেখা পোস্ট পড়ে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।

 10 months ago 

মেলাতে অনেক সুন্দর কিছু সময় অতিবাহিত করেছেন দিদি। মেলা মানেই আনন্দ আর মনে মানেই মিলন। এই ধরনের মেলা হলে সেখানে অনেক মানুষের সমাগম হয় যেটা খুবই ভালো লাগার মত। দুপুরে গিয়েছিলেন বললে আপনারা ভিড় কম পেয়েছিলেন।

 10 months ago 

জন্মাষ্টমী উপলক্ষে মেলা বসেছে দেখে অনেক ভালো লাগলো দিদি। মেলায় গিয়ে ঘুরাঘুরি করছেন আর টিনটিনের জন্য খেলনা কিনেছেন জেনে খুশি হলাম দিদি। মেলা হচ্ছে বাঙ্গালীদের মিলন মেলা। অনেক ভালো লাগলো দিদি আপনার পোস্ট পড়ে।

 10 months ago 

আশা করি দিদি ভালো আছেন? আসলে মেলা যেতে আমার কাছে খুব ভালো লাগে। আপনি চাকলা মেলায় গিয়েছেন শুনে খুব ভালো লাগলো। মেলাতে নিশ্চয়ই বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। মেলাতে গেলে অনেক রকম জিনিসপত্র দেখা যায়। অনেক জিনিস কেনার আগ্রহ জাগে। স্নেহের টিনটিন বাবুর জন্য খেলনা কিনেছেন বেশ ভালো হয়েছে। মেলাতে যাওয়ার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন দিদি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68228.72
ETH 3279.36
USDT 1.00
SBD 2.67