নিশ্চিত প্রেম

in আমার বাংলা ব্লগlast month

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাই শুভেচছা জানিয়ে শুরু করছি।কবিতায় মানুষ কল্পনায় অনেক কিছু বলে যায়।তার মনের অনুভূতি কখনো কখনো কল্পনায় বাসা বাঁধে।ভালোবাসা হোক কিংবা বিরাহ সব কবিতায় পরম নিশ্চিন্তে আশ্রয় পায়।আমার আজকের কবিতায় এমনি কিছু প্রতিফলিত হয়েছে।


image.png

Image created by AI



একটা বাড়ন্ত হৃদয়ে হাহাকার এলেই
নিশ্চিত বসন্তের প্রবেশ ঘটে মহা সমারোহে,
কত ফুল বিছিয়ে প্রেম আসে নীরবে
খুব বিশ্বাস আর একান্ত কিছু অনুভব নিয়ে,
তবুও এই প্রেম মিথ্যে আর সত্যে ভরে যাবে।
একটু একটু করে প্রেম জমে হয় কাব্য
সেই কাব্যে কত ফাঁকা ময়দানে গোলাপ জন্মে
কত ভালোবাসার চারায় জল জমে,
তবুও সবাই সবটা জেনে নিশ্চিত প্রেমে পড়ে।
মন্দিরের দেবতায় যে ফুল লাগে
সেটাও বাসি হয়ে ভেসে যায় ওই দূরে।
আমি অনেক বার প্রেমের হাটে হাঁটাহাঁটি করি
দেখি আজব দুনিয়ার বিচিত্র কাহিনী,
এই যে যে বৃদ্ধা এখনো মৃত্যুর জন্য অপেক্ষা করে আছে
সেও বোঝে একটা প্রেম ভেঙে গেলে কটা মন্দির কেঁপে ওঠে!
তবুও মানুষ ঠকায় মানুষ কেই
আনন্দে কিছু পৈশাচিক পরমানন্দে।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 last month 

অসাধারণ একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন কবিতাটি পড়ে আমার অনেক ভালো লাগলো। কবিতার প্রতিটা লাইন অসাধারণ ছিল এবং লাইনের অনেক মিল ছিল। আসলে কিছু কিছু প্রেম আছে যেখানে নিশ্চিত পরাজয় জেনেও আঁকড়ে ধরে থাকে। কবিতার কথাগুলো একদমই ঠিক ফুল দেবতার কাজে মন্দিরে ব্যবহার করা হয়। আবার সেই ফুলটা বাসি হয়ে গেলে অযোগ্য হয়ে যায়, সুন্দর একটি কবিতা পোস্ট দেখে আমার অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 last month 

প্রেম ভালোবাসা আমার কাছে একদম অদ্ভুত লাগে। পাওয়া না পাওয়ার কোন গ্যারান্টি নেই তাও মানুষ ভালোবেসে যায়। বিষয়টা সত্যিই অদ্ভুত। এরই মাঝে একজন আরেকজনকে ছেড়ে দিয়ে চলে যায়। এতে একজন কষ্টে কুকরে মরে আর অন্যজন আনন্দে উল্লাসে জীবন যাপন করে। সত্যি বড়ই অদ্ভুত এই প্রেম ভালবাসা। প্রেমে পাওয়া না পাওয়া ঠকে যাওয়া বিষয় নিয়ে সুন্দর অনুভূতির কবিতা লিখেছেন দিদি। প্রতিটা চরণে যেন সেই ভাব স্পষ্ট ভাবে প্রকাশিত হচ্ছে। এরকম কবিতাগুলি করতে ভালই লাগে।

 last month 

এই যে যে বৃদ্ধা এখনো মৃত্যুর জন্য অপেক্ষা করে আছে
সেও বোঝে একটা প্রেম ভেঙে গেলে কটা মন্দির কেঁপে ওঠে!
তবুও মানুষ ঠকায় মানুষ কেই
আনন্দে কিছু পৈশাচিক পরমানন্দে।

বাহ্ দারুন তো দিদি। এমন সুন্দর কথা তো আগে মনে আসে নাই। আপনি তো কবিতার মাধ্যমে সত্য কে আমাদের মাঝে উপস্থাপন করেছেন বেশ সুন্দর করে। আমার কাছে তো বেশ ভালোই লাগলো কবিতার ভাষায় লেখা কথা গুলো।

 last month 

ভালোবাসা কিংবা বিরহের অনুভূতি গুলো হৃদয় ঠাই পায়। যেটা কল্পনার জগতে নিয়ে যায় সেই অনুভূতি যখন কবিতার মধ্যে তুলে ধরা হয় তখন পড়তে অনেক ভালো লাগে। ভালোবাসার অনুভূতিগুলো খুবই সুন্দর হয় যেটা একমাত্র কবিতার মাধ্যমে প্রকাশ করলে অনেক ভালো লাগে। আপনার লেখা কবিতাটি অনেক অনুভূতি প্রকাশ করে অনেক সুন্দর হয়েছে লেখা কবিতা।

 last month 

অল্পদিনের এই পৃথিবীতে কত কিছুইনা ঘটে। ভালোবাসা,আঘাত সবকিছু যেন বিস্তর ভাবে প্রকাশিত হচ্ছে।প্রেম ভালোবাসায় ব্যর্থতা এক বিশাল কষ্টের পাহাড় গড়ে তোলে।যাইহোক আপনার কবিতাটি পড়ে খুব ভালো লাগলো দিদি। ছোট দাদাও কিন্তু দারুণ কবিতা লেখে,মাঝে মাঝে পড়া হয়। তার পাশাপাশি আপনার আজকের কবিতাটাও খুব ভালো লেগেছে আমার কাছে।

 last month 

"নিশ্চিত প্রেম" কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো।প্রতিটি লাইন খুবই সাবলীল ভাষায় ছন্দ মিলে উপস্থাপনা করেছেন দিদি। কবিতায় মানুষ কল্পনায় অনেক কিছু বলে যায়, যা আমাদেরকে হৃদয় দিয়ে বুঝতে হবে। আপনি অনেক বার প্রেমের হাটে হাঁটাহাঁটি করেছেন এবং আজব দুনিয়ার বিচিত্র কাহিনী দেখেছেন। তাই আপনি নিশ্চিত প্রেম নামক চমৎকার একটি কবিতা অনুভূতির মাঝে প্রকাশ করেছেন। পড়ে ভীষণ ভালো লাগলো, আপনার জন্য শুভকামনা রইল দিদি।

 last month 

এই যে যে বৃদ্ধা এখনো মৃত্যুর জন্য অপেক্ষা করে আছে
সেও বোঝে একটা প্রেম ভেঙে গেলে কটা মন্দির কেঁপে ওঠে!
তবুও মানুষ ঠকায় মানুষ কেই
আনন্দে কিছু পৈশাচিক পরমানন্দে।

এতদিন আপনার যত কবিতা পড়েছি দিদিভাই, আজকের কবিতাটা সব থেকে দারুণ ও চমৎকার ছিল।

কবিতার প্রতিটি কথাগুলো ছিল গভীর অর্থবহ।

 last month 

ভালোবাসার অভিনয় করে কাউকে ঠকানো মোটেই উচিত নয়। এতে করে মানুষের মন ভেঙ্গে একেবারে চুরমার হয়ে যায়। আর কথায় আছে মন ভাঙ্গা এবং মসজিদ ভাঙ্গা সমান। তবে কিছু কিছু মানুষ অন্যের মন ভেঙ্গে চরম আনন্দ পায়। তাদেরকে অবশ্যই একদিন হিসাব দিতে হবে। কারণ সৃষ্টিকর্তা আমাদেরকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। যাইহোক কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো বৌদি। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

মানুষ কষ্ট পাবে জেনেও আসলে তারা প্রেমে পড়ে, এটাই তো প্রেমের মেইন আকর্ষণ দিদি। তোমার কবিতা গুলো বরাবরই আমার অনেক ভালো লাগে দিদি। আজকের কবিতাটাও অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে কবিতার এই লাইনগুলো এতটাই অর্থবহ এবং সুন্দর ছিল, যেটা বলে বোঝানো যাবে না।

এই যে যে বৃদ্ধা এখনো মৃত্যুর জন্য অপেক্ষা করে আছে
সেও বোঝে একটা প্রেম ভেঙে গেলে কটা মন্দির কেঁপে ওঠে!
তবুও মানুষ ঠকায় মানুষ কেই
আনন্দে কিছু পৈশাচিক পরমানন্দে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64182.86
ETH 3531.12
USDT 1.00
SBD 2.53