DIY-এসো নিজে করি: "'মুক্ত পাখির চিত্র অঙ্কন '"। //১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভাল আছেন, সুস্থ আছেন।আজ আমি প্রতিটি মানুষের মনের অবস্থা বোঝানোর জন্য এই মুক্ত পাখির চিত্রটি অঙ্কন করেছি। । আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।


বন্ধন যে কি পরিমান দুর্বিষহ হয়ে উঠতে পারে তা আমরা কভিডের দৌরাত্ম্যে বিগত দু বছরে উপলব্ধি করেছি।প্রতিনিয়ত কুরে-কুরে আমাদের সার্বিকভাবে পরাস্ত করেছে এক আণুবীক্ষণিক ভাইরাস।শুধু মৃত্যু নয়,সার্বজনীন আবদ্ধতায় আটকে গেছি আমরা। এক পাশবিক শৃংখল যেন আমাদের আড়ষ্ঠ করে নিক্ষেপ করেছে এক মননহীন খামারে । মাঝেমধ্যেই বোধ হয়েছে হৃদয় যেন বিষবাষ্প যুক্ত যন্ত্র,অবিশ্বাসের নজর নিক্ষেপ করেছে নিজেদের উপর।চলমান জীবন হয়ে উঠেছে নীরব জড়তার সাক্ষী।


এক শিশু যেমন নিজের কল্পনায় জগৎ -সংসার সজ্জিত করে,ঠিক তেমনভাবেই আমরা সকলে মিলে ব্যাধির এই কারাগার ভেঙে মুক্ত বিহঙ্গের মত আকাশে ভাসবো আবারও। জড়তার শিকল ছিড়ে বন্ধনহীন সাগরে পাড়ি জমাবো। ফুলের সৌরভ আর মেঘের চঞ্চলতায় মুখরিত হয়ে উঠবো।


'বন্দি থেকে মুক্তির পথে ' এই মূলভাবটা বোঝাতে আমি এই চিত্রটি অঙ্কন করেছি।


main photo.jpeg



উপকরণ


• সাদা কাগজ
• কালো রঙের মার্কার পেন
• হলুদ রঙ
• লাল রঙ
• গোলাপি রঙ
• ইয়েলো অকার রঙ
• কালো রঙ


প্রথম ধাপ



• প্রথমে আমি একটি সাদা খাতা,স্কেচ পেন,একটা মার্কার পেন,আর একটা হলুদ,কমলা,লাল,গোলাপি রঙ নিয়ে নিলাম।

WhatsApp Image 2021-11-24 at 7.11.14 PM.jpeg


দ্বিতীয় ধাপ



• তারপর খাতার চারদিকে কালো পেন দিয়ে দাগ কেটে নিলাম।

WhatsApp Image 2021-11-24 at 7.11.13 PM (3).jpeg


তৃতীয় ধাপ



• তারপর তারপর একটা হলুদ রং দিয়ে আকাশের রং করলাম।

WhatsApp Image 2021-11-24 at 7.11.13 PM (2).jpeg

WhatsApp Image 2021-11-24 at 7.11.13 PM (1).jpeg


চতুর্থ ধাপ



• তারপর একটা ইয়োলো অকার রং দিয়ে হলুদের সাথে মিশিয়ে রংটা একটু ডিপ করলাম।

WhatsApp Image 2021-11-24 at 7.11.12 PM (2).jpeg


পঞ্চম ধাপ



• এরপর গোলাপি রং দিয়ে হলুদের নিচে রং করলাম দেখতে ঠিক এরকম হবে।

WhatsApp Image 2021-11-24 at 7.11.12 PM (1).jpeg

WhatsApp Image 2021-11-24 at 7.11.12 PM.jpeg


ষষ্ঠ ধাপ


• তারপর একটা লাল রং দিয়ে গোলাপি রঙের সাথে মিশিয়ে দিলাম।

WhatsApp Image 2021-11-24 at 7.11.11 PM (2).jpeg

WhatsApp Image 2021-11-24 at 7.11.11 PM (1).jpeg


সপ্তম ধাপ



• এরপর হলুদ রঙের উপর কালো মার্কার পেন দিয়ে গাছের ডালে এঁকে নিলাম।

WhatsApp Image 2021-11-24 at 7.11.11 PM.jpeg

WhatsApp Image 2021-11-24 at 7.11.10 PM (2).jpeg


অষ্টম ধাপ



• এরপর গাছের ডালের মধ্যে পাতা এঁকে নিলাম।



নবম ধাপ



• এরপর একটা উড়ে যাওয়া পাখির চিত্র অঙ্কন করলাম।

WhatsApp Image 2021-11-24 at 7.11.10 PM (1).jpeg


দশম ধাপ



• এরপর আরেকটা পাখি এঁকে নিলাম এবং তার সাথে একটা খাঁচার বাইরে অবয়ব টাও এঁকে নিলাম।

WhatsApp Image 2021-11-24 at 7.11.10 PM.jpeg

WhatsApp Image 2021-11-24 at 7.11.09 PM (3).jpeg



একাদশ ধাপ



• এরপর খাঁচার বাইরে বসে থাকা একটা পাখির চিত্র অঙ্কন করলাম

WhatsApp Image 2021-11-24 at 7.11.09 PM (2).jpeg


দ্বাদশ ধাপ



• এরপর গাছের ডাল সহ খাঁচা,এবং পাখিগুলো কালো মার্কার পেন দিয়ে ডিপ করে নিলাম।

WhatsApp Image 2021-11-24 at 7.11.09 PM.jpeg

WhatsApp Image 2021-11-24 at 7.11.08 PM (1).jpeg

WhatsApp Image 2021-11-23 at 7.47.45 PM (2).jpeg



• অবশেষে আমার মুক্ত পাখির চিত্র অঙ্কনটি এখানে শেষ হলো।

WhatsApp Image 2021-11-23 at 7.47.44 PM (1).jpeg


WhatsApp Image 2021-11-23 at 7.47.44 PM.jpeg
চিত্রটির সাথে আমার একটি নিজস্বী


ধন্যবাদ

Sort:  
 2 years ago 

আপনার মুক্ত পাখির চিত্রাংকন টি অনেক বেশি সুন্দর হয়েছে ।খাঁচা থেকে পাখি গুলো উড়ে যাচ্ছে দেখতে অনেক ভালো লাগছে ।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন যা দেখে আপনার আর্ট টি অনেক বেশি ভালো লেগেছে ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও আপু অসাধারণ হয়েছে আপনার আর্ট টি।আপনি খুব সহজেই আপনার আর্ট টি কমপ্লিট করেছেন। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আপনার আর্ট করা গাছের ডাল টি।আপনার উপস্থাপনাটি দারুন ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আর্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার জন্য শুভকামনা রইল আপু।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটা গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার আঁকা চিত্রটি খুবই চমৎকার হয়েছে। চিত্রাঙ্কনের প্রণালীটি খুবই সুন্দর সহজ ভাবে আমাদের সঙ্গে তুলে ধরেছেন আপনি। সময় নিয়ে এত সুন্দর একটি আর্ট তৈরি করে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভেচ্ছা রইল।

এত সুন্দর করেও যে অঙ্কন করা যায় জানা ছিলো না আমার। খুব ভালো লেগেছে আপু। অসাধারণ ছিলো। শুভ কামনা রইলো আপনার জন্য। এভাবে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর পেইন্টিং দেখতে চাই।

 2 years ago 

অবশ্যই চেষ্টা করবো এর থেকেও ভালো ভালো পেইন্টিং করার।অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দারুন এঁকেছেনতো আপু মুক্ত পাখির চিত্রটি মনে হচ্ছে পাখিটি খাঁচা থেকে বের হয়ে একেবারে হাপ ছেড়ে বাঁচল। আপনি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন মনে হচ্ছে সত্যি সত্যি পাখি খাঁচার ভিতর থেকে উড়ে চলে যাচ্ছে। দারুন হয়েছে ছবিটি। কালার কম্বিনেশনটাও খুব সুন্দর হয়েছে ।

 2 years ago 

মুক্ত পাখি দেখতে সবচেয়ে সুন্দর লাগে। অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

পাখিদের যতই আদর করা যাক, সুন্দরী খাঁচা রাখা হক, তারা কখনোই খাঁচায় বন্দী থাকতে ভালোবাসে না। তারা মুক্ত আকাশে ঘুরে বেড়াতে চাই, আপনি মুক্ত আকাশের পাখির সুন্দর চিত্র অংকন দেখে আমি সত্যিই আনন্দিত। আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

পাখিকে কখনো খাঁচায় দেখতে ভালো লাগে না,তাদের সবসময় মুক্ত দেখতেই ভালো লাগে। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

এটি একটি খুব অসাধারণ পেইন্টিং বন্ধু, আমি সত্যিই এটি দেখতে চাই.

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ অসাধারণ হয়েছে আপু। উড়ন্ত অবস্থায় পাখিগুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। বিশেষ করে গাছের ডাল এবং পাতা গুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। এবং কালার কম্বিনেশন টা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি ড্রয়িং শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

আপু সত্যি অনেক অসাধারণ হয়েছে আপনার এই চিত্রাঙ্কন টি বিশেষ করে আমার কাছে কনসেপ্ট অনেক ভালো লেগেছে আপনার চিত্রাংকনের। আসলেই পাখিদেরকে খাঁচায় আটকে রাখা উচিত নয় তাদেরকে মুক্তভাবে ছেড়ে দেওয়া উচিত এবং স্বাধীনভাবে চলতে দেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর একটি চিত্রাংকন আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

মুক্ত পাখির সৌন্দর্যই সবচেয়ে বেশি। সত্যিই তাই তাদের স্বাধীনভাবে চলতে দেওয়া উচিত।অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

অসাধারণ সুন্দর ভাবে পেইন্টিং তৈরি করতে পারেন আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি পেইন্টিং উপস্থাপন করার জন্য। আপনার পোষ্টটি পড়লাম অনেক মানসম্মত একটি পোস্ট হয়েছে সেইসাথে ভিডিওগুলো অনেক ভালো হয়েছে। ভিডিও গুলোতে ব্যাকগ্রাউন্ড মিউজিক না থাকলেও অনেক ভালো লাগছে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

চেষ্টা করেছি যতটা সুন্দর ভাবে কাজটি করা যায়।অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা গঠনমূলক মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 62184.89
ETH 2995.49
USDT 1.00
SBD 3.97