আমার কবিতা।। যুদ্ধ শেষে

in আমার বাংলা ব্লগ7 months ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাই শুভেচছা জানিয়ে শুরু করছি।সময়ের সাথে সাথে পরিবর্তন অবশ্যম্ভাবী।এই প্রকৃতির নিয়মে সর্বদা মান্যতা দেওয়ায় আমাদের কাম্য।কিন্তু জীবন কি সব সময় পরিবর্তন আশা করে কিংবা পরিবর্তন মেনে নিতে পারে?মজার ব্যাপার হলো পরিবর্তন মানতে পারি বা না পারি ,মানতে হবেই।জীবনের প্রত্যেকটা পদক্ষেপ এ আসে পরিবর্তন।আজকের কবিতায় এই পরিবর্তন কেই তুলে ধরা হয়েছে।


image.png

Image taken from pixabay.com


একটা হাওয়ায় খবর এলো তুমি বদলে গেছো
আমি তখন সীমান্তে অবিরত যুদ্ধে,
শত্রুর বন্দুকের সামনে
আমাদের কারো জীবনের কোনো গ্যারান্টি নেই,
তবুও দেশ আমাদের কাছে সবার আগে,
দেশের জন্য হাজারো বার জান বাজি।
অনেক আর্তনাদ এর শেষে
যুদ্ধের সমাপ্তি করে ফিরছি বাড়ি।
অনেক অনেক দুঃখবোধ আর ক্লান্তির মাঝে
হাসিমুখে আমাদের এই প্রত্যাবর্তন।
তুমি আনন্দে আটখানা হবে
আমি ফিরেছি জীবিত বেশে বিজয়ী হয়ে।
বাড়ি ফিরলাম তখন সবে সন্ধ্যা নামে
অন্ধকার ঘরে আলো জ্বালাবার কেউ নেই,
আমি আবার যুদ্ধের ময়দানে।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 7 months ago 

প্রতিটা মানুষের জীবন পরিবর্তনশীল। প্রকৃতি যেমন পরিবর্তনশীল ঠিক তেমনই মানুষের জীবন পরিবর্তনশীল। এই পরিবর্তন অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে। আর এটাকে আমাদের মেনে নিয়ে চলতে হবে। দিদি আপনি আজকে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে, ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

দিদি একেবারে মনের মত একটা কবিতা আজ আপনি আমাদের সাথে শেয়ার করলেন। সত্যি কিন্তু তাই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন অবধারিত। তাই আমার মনে হয় আমরা জীবনে প্রতিটি ক্ষেত্রেই যুদ্ধে লিপ্ত হয়ে থাকি।বেশ সুন্দর গুছিয়ে কবিতার ভাষায় বিষয়টি তুলে ধরেছেন দিদি।ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আশা করি দিদি ভালো আছেন? আজ বেশ চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে দিদি আপনার কবিতার প্রতিটি ছন্দে অনেক অর্থ বহন করে। আমাদের জীবন অনেক পরিবর্তনশীল। প্রকৃতির নিয়ম আমাদেরকে মানতে হবে।

আমি ফিরেছি জীবিত বেশে বিজয়ী হয়ে।
বাড়ি ফিরলাম তখন সবে সন্ধ্যা নামে
অন্ধকার ঘরে আলো জ্বালাবার কেউ নেই,
আমি আবার যুদ্ধের ময়দানে।

এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন দিদি।

 7 months ago 

অনেক দিনপর অনেক সুন্দর একটি কবিতা পড়লাম।আসলেই পরিবর্তন মানতে পারি বা না পারি, পরিবর্তন টা আব্যশক।প্রতিটি লাইন খুব চমৎকার হয়েছে। ভালো লাগলো।ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 7 months ago 

আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসে এবং এটা একেবারে স্বাভাবিক। কিন্তু আমরা কিছু পরিবর্তন মেনে নিতে না পারলেও, একটা সময় ঠিকই মেনে নিতে হয়। যুদ্ধে জীবিত হয়ে ফিরে আসার মতো আনন্দ আর কিছুতেই নেই। কবিতার প্রতিটি লাইন জাস্ট অসাধারণ হয়েছে বৌদি। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি। ভালো থাকবেন সবসময়।

Posted using SteemPro Mobile

 7 months ago 

অনেকেই অনেকের প্রিয়তমাকে হারিয়েছে যুদ্ধের সময়ে দিদিভাই, তারপরেও বিজয় এসেছে এটাই অনেকটা বড় প্রাপ্তি। দারুন লিখেছেন কবিতাটি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 67050.87
ETH 3252.29
USDT 1.00
SBD 2.64