DIY " এসো নিজে করি "- রঙিন কাগজ দিয়ে পাখি তৈরি : //১০% পেআউট লাজুক খ্যাঁককে

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

নমস্কার বন্ধুরা,



আশা করি সবাই ভাল আছেন, সুস্থ আছেন। আজকে আমি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি পাখি তৈরি করেছি। আর এই পাখিটি কিভাবে তৈরি করেছি তার সবগুলো ধাপ আপনাদের সাথে শেয়ার করলাম।

WhatsApp Image 2021-11-01 at 8.27.30 PM (1).jpeg

কাগজ দিয়ে তৈরি করতে যে সকল জিনিস লেগেছে :


উপকরণ



•রঙিন পেপার
•পেন্সিল
•স্কেল
•আঠা
•কাঁচি
•প্লাস্টিকের চোখ



WhatsApp Image 2021-11-01 at 8.27.41 PM.jpeg

প্রথম ধাপ



• প্রথমে কমলা রঙের একটা কাগজ নিলাম।



দ্বিতীয় ধাপ


• তারপর কাগজটিকে স্কেল দিয়ে ২৮ সেন্টিমিটার হিসেব করে,মেপে নিয়ে কেটে নিলাম।কাগজটিকে এরপর কোনাকুনিভাবে ভাঁজ করে নিলাম।



তৃতীয় ধাপ



• দেখতে ঠিক ত্রিভুজের মতো করলাম।

WhatsApp Image 2021-11-01 at 8.27.40 PM.jpeg


চতুর্থ ধাপ



• চারদিকটা এইভাবে ভাঁজ করার পর কোথাও রেখে দেখতে হবে এইভাবে ঘুরছে কিনা।
https://www.youtube.com/shorts/3SCAJliFfd8

পঞ্চম ধাপ



• চারকোনা এইভাবে ভাঁজ করে নিচে দেখানো ছবিটার মতো আনলাম।

WhatsApp Image 2021-11-01 at 8.27.39 PM (1).jpeg

https://www.youtube.com/shorts/84XhJFngbJk

ষষ্ঠ ধাপ



• এরপর প্রথম কাগজটিকে উপরের দিকে তুলে মাঝে কাগজটিকে দু সাইডে ভাঁজ করে নিলাম।

WhatsApp Image 2021-11-01 at 8.27.38 PM (1).jpeg


সপ্তম ধাপ



• একইভাবে দুদিক দিয়েই ভাজ করে নিলাম।

WhatsApp Image 2021-11-01 at 8.27.38 PM.jpeg


অষ্টম ধাপ



• এরপর ভাজ করে নিয়ে নিচের ছবিটার মতো দেখতে হবে অর্থাৎ তিনটে ভাগ করে নিলাম।

WhatsApp Image 2021-11-01 at 8.27.37 PM (1).jpeg

https://www.youtube.com/shorts/c3u3nLRAckk

নবম ধাপ



• এরপর পাখির ডানার দুদিক ভাঁজ করে নিলাম।

WhatsApp Image 2021-11-01 at 8.27.36 PM (1).jpeg


দশম ধাপ



•দেখতে পুরো ত্রিভুজের মত হবে।

WhatsApp Image 2021-11-01 at 8.27.36 PM.jpeg


একাদশ ধাপ



• এরপর মাঝের কাগজটি সাইড দিয়ে দুটো কাগজ বের করে নিলাম।অর্থাৎ একটা দিক পাখির লেজ হবে আরেকটা দিক পাখির মুখ।

WhatsApp Image 2021-11-01 at 8.27.35 PM (2).jpeg


দ্বাদশ ধাপ



• পাখির মুখের কাছে তার ঠোঁট করার জন্য কিছুটা অংশ ভাজ করে নিলাম।

WhatsApp Image 2021-11-01 at 8.27.35 PM (1).jpeg


ত্রয়োদশ ধাপ



• এইভাবে ঠোঁট করে নিয়ে পাখির চোখ আঁকার জন্য কালো পেন নিয়ে গোল গোল করে নিলাম। এছাড়াও চোখের জন্য
দোকান থেকে প্লাস্টিকের চোখ নিয়ে এসেছিলাম।

WhatsApp Image 2021-11-01 at 8.27.35 PM.jpeg

WhatsApp Image 2021-11-01 at 8.27.31 PM (2).jpeg


চতুর্দশ ধাপ



• ব্যাস তৈরি হয়ে গেল পাখি🐥।

WhatsApp Image 2021-11-01 at 8.27.32 PM (2).jpeg




WhatsApp Image 2021-11-01 at 9.39.47 PM.jpeg
পাখির সাথে নিজস্বী

আশা করি আমার কাগজের তৈরি পাখি টি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


ধন্যবাদ

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনার পাখিটি খুবই সুন্দর হয়েছে। মনে হচ্ছে পাখিটি উড়ে কোন গাছে যেয়ে বসছে ।প্রতিটি ধাপ খুব সুন্দর করে বর্ণনা করেছেন, যা দেখে খুব সহজেই বোঝা যাচ্ছে আপনি কিভাবে পাখিটি তৈরি করেছেন ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে মন্তব্য করার জন্য 😊।

 3 years ago 

রঙ্গীন কাগজ দিয়ে পাখিটি সুন্দর বানিয়েছেন।
তবে আপু ছোট বোন হিসেবে সামান্য এডভাইস দেওয়া হিসেবে বলবো পোস্টের শুরুতে অল্প কিছু কথা লিখবেন। তাহলে পোস্টটি দেখতে ভালো লাগবে। অন্যের পোস্ট পড়লে তা আপনি নিজেই বুঝতে পারবেন।
এটা সম্পূর্ণই আমার অভিমত ছিলো।ভুল হলে ক্ষমা করবেন আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে আমাকে গাইড করার জন্য। আপনি ঠিকই বলেছেন। আসলে আমি প্রথম তো তাই বুঝতে পারিনি,এবার থেকে চেষ্টা করবো এই ধরনের পোস্ট করার আগে কিছু কথা লিখে দেওয়ার।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপু আপনার এই পাখি বানানটা। কারণ আমরা সব সময় সবাইকে পাখি খাতায় আঁকতে দেখি। খুব কম মানুষই পাখি বানাতে পারে। যেমন আজকে আপনিও অনেক সুন্দর একটা পাখি বানিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে😊।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে একটা গঠনমূলক মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাহ!আপনার রঙিন কাগজের তৈরি করা পাখিটি তো খুব সুন্দর হয়েছে দিদি।আর ধাপগুলোও বেশ ভালোভাবেই উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

খুবই সুন্দর হয়েছে রঙ্গিন কাগজ দিয়ে বানানো পাখিটি, তাও আবার আমাদের সাথে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগছে। এভাবেই আমাদের সাথে মজার মজার সময় ঘটনা গুলো শেয়ার করেন আশা রাখি। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

অও,
দারুণ হয়েছে কাগজের পাখিটি দিদি।আর সঙ্গে ভিডিও টি।মনে হচ্ছে পাখিটি ঠোঁট দিয়ে ফুলের পাপড়ির থেকে কিছু একটা খাচ্ছে।আপনার জন্য শুভকামনা রইলো দিদি।

 3 years ago 

আমি আসলে এভাবেই হাতে বানানো পাখিটাকে তুলে ধরতে চেয়েছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর পাখি তৈরি করেছেন। পাখি তৈরীর পর চতুর্থ ধাপে পাখিগুলো মনে হচ্ছে সবুজের সমাহারে উড়ে বেড়াচ্ছে। সুন্দর পোস্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই।

 3 years ago 

আমি আসলে এই ভাবেই তুলে ধরতে চেয়েছিলাম হাতের কাজটাকে। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে পাখি তৈরি অনেক সুন্দর হয়েছে। আপনি ধাপে ধাপে উপস্থাপন করেছেন।আমিও চেষ্টা করবো রঙিন কাগজ দিয়ে পাখি তৈরি করার।আপনাকে ধন্যবাদ জানাচ্ছি রঙিন কাগজ দিয়ে পাখি তৈরি করে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

বাহ দিদি আপনার হাতের অনেক যাদু আছে।রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ভাবে পাখির তৈরি করছেন দিদি।দেখে আমার অনেক ভালো লাগলো।আপনার জন্য অনেক শুভ কামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সত্যি কি সুন্দর চিন্তাধারার রঙিন কাগজ দিয়ে আপনি পাখি তৈরি করেছেন। খুবই ভালো লাগলো এবং আসলেই এগুলো তৈরি করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আমি খুবই আনন্দিত আপনি সুন্দর একটি পাখি তৈরি করেছেন কাগজ দিয়ে। খুবই ভালো লাগলো

 3 years ago 

আপনাদের ভালো লাগলে আমারও খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 60728.44
ETH 2653.23
USDT 1.00
SBD 2.59