DIY-এসো নিজে করি: "ছোটবেলার স্মৃতিচারণে টম এন্ড জেরির চিত্র অংকন"। //১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভাল আছেন, সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে টম এন্ড জেরির চিত্র অংকন শেয়ার করে নিচ্ছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।


শনিবার সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হলেও আজ সারাদিন বৃষ্টি পড়ে যাচ্ছে। শীত হালকা হালকা পড়তে শুরু করেছে,তার মধ্যে বৃষ্টি যখন পড়ছে ঠান্ডাটা একটু বেশি লাগছে। যাই হোক এরকম বৃষ্টি খুব একটা ভালো না লাগলেও খারাপও লাগছে না বললেই চলে। কারন যেহেতু আজ রবিবার সারাদিনই ঘরেই তাই জন্য হয়তো বৃষ্টিটাকে উপভোগ করছি।

আজ বাড়ীতে আমার এক বান্ধবী তার ছেলেকে নিয়ে এসেছিল বিয়ের নেমন্তন্ন করতে। ছেলের বয়স আড়াই হলে কি হবে ভীষন পাকা। সত্যি কথা বলতে আজকের দিনের বাচ্চা গুলো যেমন স্মার্ট তেমন সুন্দর করে কথা বলে। তারমধ্যে আবার তার খাবার সময় ফোনে একটু কার্টুন না দেখলে খাওয়াই চলে না।তার ফেভারিট কার্টুন হলো টম এন্ড জেরি। অগত্যা তাকে আমার ফোনে কার্টুন খুলে দিতে হলে ইউটিউবে। আমি ও তার সাথে বেশ আনন্দের সাথে কার্টুন দেখতে লাগলাম। ভালোই লাগছিলো বেশ।দেখতে দেখতে সেই ছোটবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছিল তখন আমিও স্কুল থেকে এসে সারাদিনে একবার হলেও কার্টুন দেখতাম।সবথেকে মজা লাগতো তখনই যখন জেরিকে ধরার জন্য টম নানারকম কাণ্ডকারখানা করতো তাও জেরিকে কিছুতেই ধরতে পারতো না,এদের খুনসুটির আর শেষ ছিল না🤭। এই টম এন্ড জেরি দেখেই হঠাৎ করে আঁকতে ইচ্ছা করল। তাই আর দেরি না করে খাতা পেন্সিল নিয়ে বসে পরলাম আঁকতে।


WhatsApp Image 2021-12-05 at 5.31.09 PM.jpeg

WhatsApp Image 2021-12-05 at 6.19.44 PM.jpeg
এই হল আমার প্রিয় বান্ধবীর ছেলে


উপকরণ


• সাদা কাগজ
• কালো রঙের মার্কার পেন
• একটা পেন্সিল
•হলুদ রঙ
• সবুজ রং,রঙ
• আকাশী রঙ
• গ্রে রঙ


প্রথম ধাপ


• প্রথমে টম এন্ড জেরি আঁকার জন্য একটা সাদা খাতা, একটা পেন্সিল, মার্কার পেন, একটা হলুদ রং, আকাশী রং,সবুজ রং, গ্রে রং নিয়ে নিলাম।

WhatsApp Image 2021-12-05 at 5.29.56 PM (3).jpeg

দ্বিতীয় ধাপ



• তারপর পেন্সিল দিয়ে টমের মাথার কিছুটা অংশ এঁকে নিলাম।

WhatsApp Image 2021-12-05 at 5.29.56 PM (2).jpeg


তৃতীয় ধাপ



• এরপর মুখে বাকি অংশটা এবং হাত এঁকে নিলাম।

WhatsApp Image 2021-12-05 at 5.29.56 PM (1).jpeg



চতুর্থ ধাপ



• এরপর আরেকটা হাত এঁকে নিলাম, যেখানে হাতের তালুর মধ্যে জেরি দাঁড়িয়ে আছে।

WhatsApp Image 2021-12-05 at 5.29.55 PM (3).jpeg


পঞ্চম ধাপ



•এরপর টমের পায়ের কিছুটা অংশ এখানে এলাম।তার মধ্যে পায়ের আঙুলগুলো এবং লেজটা এঁকে এলাম।

WhatsApp Image 2021-12-05 at 5.29.55 PM (2).jpeg


ষষ্ঠ ধাপ


• এরপর জেরির চোখ এঁকে নিলাম।

WhatsApp Image 2021-12-05 at 5.29.55 PM.jpeg


সপ্তম ধাপ



• তারপর টমের পাশ দিয়ে মেঘের কিছুটা অংশ এঁকে নিলাম এবং পায়ের নিচে ঘাসের কিছুটা অংশ একে নিলাম।

WhatsApp Image 2021-12-05 at 5.29.54 PM (2).jpeg


অষ্টম ধাপ



• এরপর টমের চোখ,মুখ, নাক একে নিলাম।

WhatsApp Image 2021-12-05 at 5.29.54 PM (1).jpeg



নবম ধাপ



• এরপর টমের গায়ের রং আঁকার জন্য গ্রে কালার দিলাম কিছুটা অংশ।

WhatsApp Image 2021-12-05 at 5.29.54 PM.jpeg


দশম ধাপ



• তারপর মার্কার পেন দিয়ে পুরো টম এন্ড জেরিকে বর্ডার করে দিলাম।

WhatsApp Image 2021-12-05 at 5.54.53 PM.jpeg



একাদশ ধাপ



• এরপর টমের গায়ের যে অংশে কিছুটা গ্রে কালার দিয়েছিলাম, সেখানে পুরো গায়ের রংটা গ্রে কালার করে দিলাম। তার সাথে লেজও মুখ এবং পায়ের কিছুটা অংশ করে দিলাম।

WhatsApp Image 2021-12-05 at 5.29.53 PM (2).jpeg

WhatsApp Image 2021-12-05 at 5.29.53 PM (1).jpeg


দ্বাদশ ধাপ



• এরপর কানে হালকা গোলাপী কালার চোখে হালকা হলুদ এবং সবুজ এবং জেরির রঙ ইয়েলো অকার দিলাম।

WhatsApp Image 2021-12-05 at 5.29.53 PM.jpeg


ত্রয়োদশ ধাপ



• এরপর টমের পেটের অংশে হালকা গ্রে কালার, মেঘের রং নীল, এবং ঘাসের রং সবুজ করে দিলাম।

WhatsApp Image 2021-12-05 at 5.29.52 PM (3).jpeg


চতুর্দশ ধাপ



• ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সবার প্রিয় কার্টুন টম এন্ড জেরি❤️।

WhatsApp Image 2021-12-05 at 5.29.52 PM (1).jpeg


WhatsApp Image 2021-12-05 at 6.15.34 PM.jpeg

চিত্রটির সাথে আমার একটি নিজস্বী


ধন্যবাদ

Sort:  

আপনার টম এন্ড জেরি চিত্রটি দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল ‌। ছোটবেলায় কমবেশি সবাই রে কার্টুন দেখার অভ্যাস ছিল। অন্যদের মতো আমিও কার্টুন দেখতাম। তবে টম এন্ড জেরি দেশি দেখতাম কেননা টম এন্ড জেরির যুদ্ধ আমাকে খুবই ভালো লাগতো।

আপনার টম এন্ড জেরির চিত্রটি অসাধারণ হয়েছে আপু এবং ধাপে ধাপে বর্ণনা দিয়েছেন অনেক সুন্দর ভাবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি টম এন্ড জেরির চিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ছোটবেলায় সবারই একটু না একটু কার্টুন দেখার অভ্যাস থাকে। কারণ ছোটবেলা দুনিয়াটাই রঙিন মনে হয়। সবকিছুই ভালো লাগে, ছোটবেলায় দুষ্টুমি করাটা হচ্ছে একটা কাজ। আর আমরা বড়রা মনে করি এটা হচ্ছে দুষ্টামি। আমাদের সময় টিভির তেমন একটা প্রচলন না থাকলেও আমরা সব সময় খেলাধুলা নিয়ে সারাদিন মেতে থাকতাম। যাইহোক আপনি অনেক সুন্দর করে অনেক চিন্তা ভাবনার পরে বান্ধবীর ছেলেকে নিয়ে কার্টুন দেখার পর টম এন্ড জেরি অনেক সুন্দর করে চিত্র অঙ্কন করেছেন। এবং আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করেছেন। সত্যি অসাধারণ চিত্র অঙ্কন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 3 years ago 

আপনি খুবই সুন্দর চিত্র অঙ্কন করেছেন। টম এন্ড জেরি আমার খুবই প্রিয় একটি কাটুম। আমি খুবই দেখি, আপনি এই টম এন্ড জেরি চিত্র অংকন দেখে আমি মুগ্ধ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপু চমৎকার হয়েছে আপনার আঁকা টম এন্ড জেরির চিত্রাংকন টি। অনেক সুন্দর করে প্রত্যেকটি ধাপ উপস্থাপন করেছেন। সত্যিই আপনার চিত্রাঙ্কন টি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেছে। কত সময় ই না পার করেছি এই টমে এন্ড জেরি দেখে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি চিত্রাংকন আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অসাধারণ সুন্দর হয়েছে টম জেরি অংকন। দেখতে খুবই চমৎকার লাগছে। প্রতিটি ধাপের বর্ণনাগুলো পড়ে সম্পূর্ণ মুগ্ধ হয়ে গেলাম। ফটোগ্রাফির গুলা দেখতে অনেকটা সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

টম এন্ড জেরি আমার খুবই প্রিয়। যখন ফ্রী থাকি তখনই আমি টম এন্ড জেরি দেখে থাকি। আর আপনি টম এন্ড জেরি কে খুব সুন্দর ভাবে এঁকেছেন উপস্থাপন করেছেন আমাদের মাঝে। আমার খুব ভালো লেগেছে আজকের অংকন। শুভকামনা রইল আপনার জন্য

টেম জেরি সিরিয়ালটা আমার অনেক ভালো লাগে।আপনি অনেক সুন্দর করে আঁকছেন দিদি। দেখতে অনেক চমৎকার লাগছে। আঁকার সাথে উপস্থাপনা বেশ ভালো হয়েছে।এতে পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দিদি।

 3 years ago 

দিদি অনেক সুন্দর হয়েছে আপনার টম ও জেরির চিত্র অংকন। টম ও জেরি দেখে ছেলেবেলার কথা মনে পড়ে গেল। আমার টম দেখতে খুব ভালো লাগে।এই টম ও জেরি দেখে কত সময় কাটিয়েছি।আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।আপনার অঙ্খন আমার খুব ভালো লেগেছে। এত সুন্দর অঙ্কন আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

টম এবং জেরিকে তো আমার ভীষণ ভালো লাগে। সত্যি কথা বলতে গেলে আমি এখনো মাঝে মাঝে কার্টুন দেখি🤭। অনেক ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দর ভাবে মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু এত সুন্দর করেন চিত্র অংকন করেন কিভাবে? অবিকল কার্টুনের টম এন্ড জেরির মতো লাগছে। ধাপ আকারে খুব সুন্দর ভাবে অংকন করার পদ্ধতিও দেখিয়েছেন। অংকনের রঙও খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার অঙ্কনে অসাধারণ দক্ষতা রয়েছে আপু। এত সুন্দর অঙ্কন করতে পারেন, দেখেই মুগ্ধ হয়ে যাই। যদিও কার্টুন খুব একটা দেখা হয় না তবে টম এন্ড জেরি কার্টুন মাঝে মাঝে দেখি। একদম মনে হচ্ছে যেন টিভিতে দেখা টম এন্ড জেরি। এত সুন্দর অঙ্কন ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65970.26
ETH 2696.32
USDT 1.00
SBD 2.88