সিঁথিরমোড় মেলায়। //১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে সিঁথিরমোড় মেলার কিছু মুহুর্ত ভাগ করে নিচ্ছি। আশা করি সকলের ভালো লাগবে।


রাত পোহালেই মহালয়া। কাশ ফুল, শিউলি ফুল আর নীল আকাশের ছোঁয়ায়ে মেতে উঠেছে প্রাণ।ঢাকের আওয়াজ ছাড়া যেমন দুর্গাপূজা সম্পন্ন হয় না ঠিক তেমনি মহালয়ার দিন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চন্ডীপাঠ ছাড়া সম্পূর্ণ হয় না । মহালয়ার ভোরের আলো ফোটার আগে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে ' আশ্বিনের শারদ প্রাতে ...।এর মধ্যে এক অন্য আবেগ রয়েছে ,রয়েছে এক অনন্য অনুভূতি । আর এই মহালয়ার দিন থেকে শুরু হল দেবীপক্ষ। অলরেডি বাঙালির মনে প্রাণে পুজো ভাব এসে গেছে । এই মহালয়ার দিনই মায়ের চক্ষুদান করা হয়।

WhatsApp Image 2022-09-25 at 1.55.09 AM (1).jpeg

WhatsApp Image 2022-09-25 at 2.05.10 AM.jpeg


যাইহোক কাল মহালয়া বলে ভীষণ আনন্দ হচ্ছে। অনেক প্ল্যান রয়েছে কালকে, ভীষণ ব্যস্ত থাকবো সারাটা দিন। আজ হঠাৎ করেই কলেজের বন্ধুরা ঠিক করলাম সিথির মোড়ে মেলায় যাওয়ার জন্য । আসলেই অনেক দিন ধরেই ঠিক করেছিলাম কিন্তু যাওয়া আর হয়ে উঠছিল না ,যেহেতু পূজোর মধ্যেও মেলায় যাওয়া সম্ভব নয় তাই জন্যই আজ গেলাম। সন্ধ্যে ছটার সময় আমরা সিঁথির মোড়ে মিট করলাম আর আমি সব কিছুতেই লেট তাই আমার যেতে সাড়ে ছটা বেজে গেল ।যাই হোক মেলা যত দেরি করে যাওয়া যায় ততই ভালো লাগে ,ফাঁকায় ফাঁকায় মেলায় যেতে আমার খুব একটা ভালো লাগে না। কিন্তু আমরা যখন আজকে মেলায় ঢুকেছি তখন ফাঁকাই ছিল। তাই একটু তাড়াতাড়ি ঘোরা হয়ে গেছিল পুরো মেলাটা ।কিন্তু ওই যে যত তাড়াতাড়ি মেলা ঘোরা হোক না কেন ! আমার দুজন বান্ধবী রয়েছে যাদের মধ্যে একজন কানের দুলের দোকানে দাঁড়ালে সেখানে কিছু কিনুক বা না কিনুক ১০-১৫ মিনিট করে সময় নষ্ট করবেই। আর সেখানেও কিছু বলা যায় না ।দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হয় বেশির ভাগ সময়টাই।আর দাঁড়াতেই আমার সবচেয়ে বিরক্তিকর লাগে 😟।আমি যতই বলি না কেন কিছু কেনার হলে তাড়াতাড়ি কিনে নিবি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানে সময় নষ্ট করার কোনো মানেই হয় না । কিন্তু কে কার কথা শোনে।বারবার ঘুরে ফিরে একই জিনিস দেখতে থাকবে আর পরবর্তীতে কিছুই কিনবে না। মাঝে মাঝে মনে হয় যে আমি একাই আছি যার খুব তাড়াতাড়ি সবকিছু কেনাকাটি হয়ে যায়। এই জন্যই মনে হয় বেশিরভাগ ছেলেরা বলে মেয়েদের শপিং নিয়ে যাওয়া খুব ভয়ংকর ব্যাপার ,এই জিনিসটা আমিও মানি😝 ।


WhatsApp Image 2022-09-25 at 2.04.15 AM.jpeg

WhatsApp Image 2022-09-25 at 1.55.10 AM (2).jpeg

WhatsApp Image 2022-09-25 at 1.55.10 AM (1).jpeg

যাইহোক অনেকক্ষণ ঘোরা ফেরার পর অলরেডি আমরা ক্লান্ত হয়ে গেছি। এবার ঢুকলাম শাড়ির দোকানে ।সবচেয়ে মজার ব্যাপার আমরা একটা শাড়ির দোকানে ঢুকেকিছু শাড়ি দেখাতে বলেছিলাম যেগুলো ওনার কাছে সেদিন ছিল না। বলেছিল যে পরের দিন চলে আসবে তাই আমরা বেরিয়ে যাচ্ছিলাম।এরপর উনি আমাদের সেই দোকানে কিছুক্ষণ বসতে বললেন তো আমরা কোনো কিছু না বলেই বসলাম, যেহেতু পা ও ব্যথা করছিল। যেই কিছু লোক ওখানে শাড়ি দেখতে আসলো ব্যাস আমাদেরকে বললে এবার তোমরা যাও । উনি বোঝাতে চাইলেন যে আমরা ওখানে শাড়ি কেনার জন্য ভিড় করে বসে আছি এটা দেখে যেন বাকি লোকেরাও সেই দোকানে আসে এই ব্যাপারটা আমার বেশ ভালোই লেগেছে। আর কিছু না বলে আমরাও সেখান থেকে উঠে গেলাম ।

WhatsApp Image 2022-09-25 at 1.55.10 AM.jpeg

WhatsApp Image 2022-09-25 at 2.10.15 AM (1).jpeg

WhatsApp Image 2022-09-25 at 2.10.17 AM.jpeg

মেলা থেকে সেদিন আর কিছু খাইনি ।কিছুক্ষণ ঘোরাঘুরি করে আর ছবি তুলে বেরিয়ে গেলাম। বেরিয়ে সামনে মিও আমোরে থেকে স্যান্ডউইচ আর ফিস রোল খেলাম ।তারপর একসাথে সবাই মিলে বাসে করে বাড়ি চলে এলাম।এরকম বন্ধুদের সাথে অল্প সময়ের জন্য মিট করলে বেশ ভালই লাগে আর সাথে মনটাও খুব ভালো হয়ে যায়।


WhatsApp Image 2022-09-25 at 1.55.09 AM.jpeg

WhatsApp Image 2022-09-25 at 2.10.15 AM.jpeg

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

খারাপ বলেনি!আপনিই একজন ব্যাতিক্রম,আমরা মেয়েরা ব্যাতিক্রম নই আবার।😜😜তাড়াতাড়ি শপিং করাতে মজা আছে নাকি কোনো আবার!

 2 years ago 

দোকানে গিয়ে কিনলে ভালো লাগে কিন্তু ১৫ মিনিট দাঁড়িয়ে থেকে যখন বলে কিছু কিনবো না তখন 😭😭😭😭।

 2 years ago 

ওটাও শান্তি😜😜, দশ দোকান ঘুরে এক দোকান থেকে কেনা।

 2 years ago 

ওমাগো 😒😒। আপনাদেরই কিছু হবে 🤭😜।

 2 years ago 
দিদি আপনার বন্ধুদের নিয়ে সিঁথির মোড়ে উপস্থিত হয়েছেন। মেলাতে আপনার অনেক ঘোরাঘুরি করেছেন।দিদি মেয়েদের তো শর্ট টাইমে কোন কিছু ক্রয় করতে পারে না।

ছেলেরা বলে মেয়েদের শপিং নিয়ে যাওয়া খুব ভয়ংকর ব্যাপার।

দিদি এই বিষয়টা আপনি খুব ভালো মতো উপলব্ধি করতে পেরেছেন তার জন্য ধন্যবাদ।ছেলেরা ভুল বলে না।যায় হোক শুভকামনা রইল।

 2 years ago 

আপনাদের ওদিকে এত জমজমাট মেলাও বসে গেছে আর আমাদের এদিক এখনো প্রস্তুতি চলছে মাত্র।অনেক ভাল লাগল দেখে। আর বন্ধবীরা এরকমই হয়।কিনুক না কিনুক ১৫মিনিট দেখবে।আপনারা অনেক মজা করেছেন দেখে ভাল লাগল।ধন্যবাদ সুন্দর মুহুর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এই জন্যই মনে হয় বেশিরভাগ ছেলেরা বলে মেয়েদের শপিং নিয়ে যাওয়া খুব ভয়ংকর ব্যাপার ,এই জিনিসটা আমিও মানি😝 ।

যাক দিদি কথাটা শেষ পযর্ন্ত স্বীকার করলেন তাহলে হিহি। মেলায় সন্ধ‍্যার পর গেলে বেশি ভালো লাগে অনেক মানুষের সমাগম হলে মেলাটা যেন আরও জমে উঠে। এবং শাড়ির দোকানদার বেশ ভালো বুদ্ধি করে আপনাদের বসিয়ে রেখেছিল। সিথিরমোড় মেলায় দারুণ সময় কাটিয়েছেন দিদি। মহালয়ার শুভেচ্ছা।।

 2 years ago 

দিদি তাহলে অবশেষে আপনিও মানলেন যে মেয়েদের শপিং নিয়ে যাওয়া খুব ভয়ংকর ব্যাপার হা হা হা হা।যাক তাহলে আমাদের সাথে এক মত হলেন ধন্যবাদ।

 2 years ago 

বান্ধবীদের দলে দিদি বেশ কয়েকজন থাকে। জিনিস গুলো দেখতে থাকবে কিন্তু কিনবে। শাড়ি দোকানারকে বেশ হাসি ও পাইছে ভালো লাগল যেহেতু আপনার পা ব্যাথা করতেছে, আপনার পা একটু রেস্ট নেয়া হল।যাক সিঁথি মোড় সবকিছু মিলিয়ে সব বান্ধবীরা ভালো মূহুর্ত কাটিয়েছেন।আপনার সুন্দর মুহুর্ত আমাদের সাথে শেয়ার করাব জন্য অনেক ধন্যবাদ দিদি।

 2 years ago 

দিদি প্রথমেই মহালয়ার শুভেচ্ছা রইল। বান্ধবী ধরে নিয়ে বেশ মার্কেট ঘুরলেন। আপনার সকল বান্ধবীদের একসঙ্গে দেখে খুবই ভালো লাগলো। চির অটুট থাক আপনাদের বন্ধুত্ব। আপনাদের সকলের জন্য শারদীয় শুভেচ্ছা আবারও।

 2 years ago 

শপিংএর কথা শুনলেই মনটা খুশি হয়ে যায় ,আর আপনি দেখছি বান্দুবীদের নিয়ে ভালোই মজা করছেন ,আর আমি কেন যেন খাবার দেখলে আর লোভ সামলাতে পারি না। তবে শপিং থেকে বড় নয়। হিহিহি

 2 years ago 

হ্যা দিদি মজা হয়েছিল সেদিন ❤️।

 2 years ago 

একেই বলে বন্ধুত্ব দিদি । আপনার বান্ধবীর ঘটনাটা বেশ মজার ছিল । তবে বন্ধুদের মধ্যে এমন মানুষ গুলো বেশ মজার হয়ে থাকে । সবাইকে দেখতে বেশ ভালোই লাগছিল। ভালো লাগলো আপনার মেলায় ঘোরার অনুভূতি জেনে ।

 2 years ago 

দিদি প্রথমেই জানাই মহালয়ার শুভেচ্ছা ও অভিনন্দন ৷ আর মাত্র সাত দিন তার আগেই মহালয়া এলেই পুজোর আমেজ যেন পড়ে যায় ৷ বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো ৷

দিদি আপনি তো আপনার বান্ধবীদের সাথে বেশ চমৎকার সময় কাটিয়েছেন ৷ আর অনেক কিছু কেনাকাটও করেছেন ৷
তবে দিদি একটা আপনার বন্ধুদের দেখতে একদম অসাধারণ!!!!
ধন্যবাদ দিদি

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 64038.60
ETH 3148.89
USDT 1.00
SBD 3.97