কিছু কথা ।।আমার বাংলা ব্লগ।।১৫ জুন ২০২৩
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি।
মাঝে মাঝে আমরা অনেক কিছুই চিন্তা করি আর সেই চিন্তা ভাবনা থেকে আমরা অনেক কিছু অনুধাবন করতে পারি।সেটা কতটা সঠিক আর কতটা ভুল ধারণা সেটা সময় বলতে পারবে কিন্তু সেটা যে একটা গুরুত্ব রাখে এটা নিঃসন্দেহে বলা যায়।আমরা সবাই জানি মানুষ সামাজিক জীব।মানুষ একে অপরের সহযোগিতায় জীবনযাপন করে।এই ভাবে একটা সুস্থ বসবাসের পরিবেশ গড়ে ওঠে।আর এই কারণেই আমরা জঙ্গলে বাস না করে সমাজে বসবাস করি।কিন্তু দুঃখের বিষয় হলো আজকে সমাজের অবস্থা জঙ্গলের থেকে ও ভয়ংকর।আমি কোনো নিরাশার কথা বলতে চাই না বিশ্বাস করুন।আমি ও ইতিবাচক চিন্তা ধারণায় বিশ্বাসী।কিন্তু প্রতিনিয়ত যা দেখছি আমাদের এই সমাজে,যা ঘটে চলেছে আমাদের চারিপাশে সেটা খুবই মর্মান্তিক ,হতাশাজনক ও বিপদজনক।
দিন দিন মানুষ হিসেবে আমরা একটু নিচের দিকে নেমে যাচ্ছি।আমি বলছি না সবাই সমান।কিন্তু একটা সিংহ ভাগ মানুষ তো এই সমাজকে নিচের দিকে ধাবিত করছে সেটা তো খুবই সত্যি।আর আমাদের বিশ্বাস চিন্তা ভাবনা ও জীবনযাত্রায় সেটা দারুণ প্রভাব ফেলছে।আজকাল সহযোগিতা বিষয়টা একটা শুধুমাত্র একটা ব্যবসায় পরিণত হয়েছে।বিনিময় ব্যবসায়।আপনি কিছু দিলেই তবে আমি সহযোগিতা করবো।কিন্তু কেন?
গিভ অ্যান্ড টেক ছাড়াও তো জীবনে মানুষ মানুষকে সাহায্য করতো।তখন ও তো ব্যবসায়িক ধারণা ছিলো সমাজ ব্যবস্থায় কিন্তু মানুষ সব কিছুকে ব্যবসায়িক দৃষ্টিতে দেখেনি।এখন কোথাও ঘুরতে গেলে সবাই চিন্তা করে নিজের লাভ।কেউ ভাবে না আমরা একটা বড় পরিবার এই ট্যুরের কয়েকদিন।শুধু নিজের স্বার্থের কথাই ভাবে। যাই হোক মানুষের ভিতর সেই সহমর্মিতা আর নেই।তবে ব্যতিক্রম মানুষ আছে।আর সংখ্যায় ও অনেক।কিন্তু সেটা তো কোনো কথা নয়।আমরা একটা সুন্দর স্বাভাবিক সহযোগিতা পূর্ণ সমাজ চাই।আর তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
সমাজের বেশিরভাগ মানুষ দিন দিন প্রচন্ডরকম স্বার্থপর হয়ে যাচ্ছে। কোনো লাভ বা নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝে না। কাউকে সাহায্য সহযোগিতা করার আগেই ভাবে এতে করে আমি কি পাবো,আমার কি লাভ। মোটকথা বেশিরভাগ মানুষ দিন দিন মনুষ্যত্বহীন এবং বিবেকহীন হয়ে যাচ্ছে। যা মোটেই আমাদের কাম্য নয়। কারণ আমরা সামাজিক জীব। আমরা সবাই সমাজে বসবাস করি। কেউ বিপদে পড়লে নিঃস্বার্থভাবে এগিয়ে যাওয়া উচিত। যাইহোক দারুণ একটি টপিক তুলে ধরেছেন দিদি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
মানুষ এখন নিজের লাভ ছাড়া আর কোন কিছুই চিন্তা করে না। সমাজের জন্য বা অন্য মানুষের জন্য কিছু করার ভিতরে যে মানসিক তৃপ্তি রয়েছে সমাজের বেশিরভাগ মানুষ যেন সেটা ভুলেই গিয়েছে। অবস্থা হয়তো দিন দিন আরো খারাপ হবে। তখন আমাদের কি অবস্থা হবে সেটা চিন্তা করছি।
আমরা সমাজে বাস করি এবং সমাজের ভালোবাসায় আমরা একটি বাসস্থান তৈরি করি। কিন্তু বর্তমান সমাজে মানুষ বিবেকহীন এবং পশুর চেয়েও বেশী কিছু হয় যাচ্ছে। কারণ সবার মাঝে কাজ করছে স্বার্থপর ও মনুষত্বহীন। যা আমাদের জন্য আসলেই ঠিক না। আমাদের নিঃস্বার্থভাবে মানুষের বিপদে এগিয়ে যাওয়া উচিত। যাই হোক অনেক সুন্দর একটি পোষ্ট লিখেছেন দিদি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ দিদি আপনাকে
দিদিভাই এমন লেখায় আসলে কি মন্তব্য করব তা এই মুহূর্তে খুঁজে পাচ্ছিনা, তবে ঐ যে বললেন ব্যতিক্রম মানুষগুলো খুবই কম, এই ব্যতিক্রম মানুষগুলোই এখন প্রচুর দরকার প্রতিনিয়ত, তাহলে হয়তো সমাজটা পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে। বেশ বাস্তব সম্মত লেখা লিখেছেন, ভালো লাগলো পুরো লেখাটা পড়ে।
আপু আপনি ঠিকই বলেছেন, আমরা মানুষ জাতি দিন দিন খুবই নিচের দিকে নেমে যাচ্ছি। আর নিচের দিকে নেমে যাওয়ার কারণ হচ্ছে আমাদের নিজের স্বার্থকে বড় করে দেখা। আসলে আমাদের মধ্যে সহমর্মিতাটুকু একেবারেই বিনষ্ট হয়ে যাচ্ছে। যাহোক আমরা যেন সকলে মনুষ্যত্ববোধে জাগ্রত হয় এবং সহযোগিতামূলক আচরণের মাধ্যমে আমাদের সমাজকে উন্নত করে গড়ে তুলতে পারি, এমনটাই আমি প্রত্যাশা করি। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।