বড়দিনের আকর্ষণ পার্ক স্ট্রিটের আলোকসজ্জা।পর্ব -১ । //১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভাল আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে ক্রিসমাস উপলক্ষ্যে পার্কস্ট্রিটে আলোকসজ্জার কিছু ছবি ভাগ করে নিলাম।


বড়দিনের ছুটিতে আমার ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা চলছিল। তাই মা বাবার সাথে যে ঘোরার প্ল্যান ছিল সেটা ক্যানসেল করতে হয়েছিল।একদিনের গ্যাপে চারদিন পরীক্ষা ছিল দুটো করে তাই জন্যই সেইভাবে বড়দিনের ছুটিটা কাটিয়ে উঠতে পারিনি।২৫ তারিখ কলকাতার প্রায় মানুষজন পার্কস্ট্রিট গেলেও আমার সেভাবে যাওয়ার ইচ্ছা ছিল না। তাই আর যাইনি শুধুই চার্চ এ ঘুরে চলে এসেছিলাম। বোন যেহেতু আমার সাথে বাড়িতেই ছিল তাই হঠাৎ করেই পার্কস্ট্রিট যাবো বলে বায়না ধরে বসে।তাই জন্য ২৮ তারিখ তাড়াতাড়ি করে দুটো পরীক্ষা দিয়ে ঠিক করলাম ঐদিন পার্কস্ট্রিট যাব।ঐদিন আমি সত্যি ভাবিনি পাঁচটার মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে। ওই যে কোথাও ঘুরতে যাওয়ার সময় তখন সবকিছুই তাড়াতাড়ি হয়ে যায়🤭। তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম ছটা দশে মোটামুটি সাতটার মধ্যে পৌঁছে গেলাম। সেই দিন খুব একটা ভীড় না থাকলেও মোটামুটি ভিড় ছিল। যেহেতু ২৫থেকে ৩১এর মাঝামাঝি দিনে গিয়েছিলাম তাই জন্য সেই ভাবে সেই দিনকে ভিড় ছিল না।

WhatsApp Image 2022-01-19 at 7.41.41 PM.jpeg

WhatsApp Image 2022-01-19 at 7.40.28 PM.jpeg

WhatsApp Image 2022-01-19 at 7.40.25 PM (2).jpeg




পার্কস্ট্রিটে পুরো কলকাতা মেতে ওঠে এই বড়দিনের উৎসবে।ক্রিসমাস ডে উপলক্ষে যে আলোর রোশনাই তা দেখার জন্য মানুষের ভিড় একেবারে উপছে পড়ে।গোটা রাস্তাই যেন আলো দিয়ে মোড়ানো থাকে।


WhatsApp Image 2022-01-19 at 7.43.46 PM.jpeg

WhatsApp Image 2022-01-19 at 7.40.27 PM (2).jpeg

WhatsApp Image 2022-01-19 at 7.40.27 PM.jpeg


আলো ঝলমলে রাস্তা, তার সাথে রঙিন টুপির বাহার ছোট থেকে বড় সকলেই যেন এই উৎসবে মেতে ওঠে।রংবাহারি আলোয় উৎসবের মেজাজে চিরকাল মেতে উঠতে ভালোবাসে মহানগরবাসী। আলোর সাজসজ্জা দেখতে ভালোবাসে না এমন লোক খুবই কম আছে। চারিদিকে আলোয় মোড়ানো যে রাস্তা তা দেখার জন্য লোক এখানে ছুটে আসে। আর তার সাথে খাওয়া-দাওয়া,ফটো তোলা তো আছেই।


WhatsApp Image 2022-01-19 at 7.41.41 PM (2).jpeg

WhatsApp Image 2022-01-19 at 7.44.03 PM.jpeg

WhatsApp Image 2022-01-19 at 7.42.37 PM (1).jpeg

WhatsApp Image 2022-01-19 at 7.42.37 PM.jpeg

WhatsApp Image 2022-01-19 at 7.40.26 PM (1).jpeg

WhatsApp Image 2022-01-19 at 7.40.26 PM (2).jpeg

WhatsApp Image 2022-01-19 at 7.40.26 PM.jpeg


পার্কস্ট্রিট এ ক্রিসমাসের এবারের সবচেয়ে বড় আকর্ষণ ছিল এপিজে গ্রুপের ৫৪ ফুটের ক্রিসমাস ট্রি আর তার সঙ্গে ছিল ৭ ফুট লম্বা পরী।৫৪ ফুট এই ক্রিসমাস ট্রি-টির মধ্যে ১৬১টি ছোট এবং বড় তারা, ৩৫০টি বল, ৩০০টি ঘণ্টা, ১০০টি গিফট বক্স রয়েছে। সেই সঙ্গে ১২ হাজার এলইডি স্পার্কল লাইট এবং দেড় লক্ষ এলইডি টুনি লাইট ব্যবহার করা হয়েছে। ২৫ জন কর্মী ১০ দিন ধরে এই ক্রিসমাস ট্রি তৈরি করেছেন।


WhatsApp Image 2022-01-19 at 7.50.08 PM.jpeg

WhatsApp Image 2022-01-19 at 7.40.24 PM.jpeg

WhatsApp Image 2022-01-19 at 7.40.25 PM (1).jpeg

WhatsApp Image 2022-01-19 at 7.40.25 PM.jpeg

WhatsApp Image 2022-01-19 at 7.40.27 PM (1).jpeg

WhatsApp Image 2022-01-19 at 7.44.03 PM.jpeg





আজ এটুকুই আমি আপনাদের সাথে ভাগ করে নিলাম।পরবর্তী পর্বে অ্যালেন পার্কের ছবিগুলো ভাগ করে নেবো।


ধন্যবাদ

Sort:  
 3 years ago 

খুব সুন্দর সাজসজ্জা ছিল এই পার্কে। রাতের বেলায় এভাবে সজ্জিত শহর দেখতে বেশ ভালো লাগে। আপনাদের ঘুরে আসার মূহুর্তটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

সত্যিই তাই রাতের বেলা খুবই সুন্দর লাগে এরকম শহর দেখতে।অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ওয়াও আপনার ফটোগ্রাফিগুলো খুব সুন্দর হয়েছে দিদি । ভিডিও টি এড করে পোস্টটি আরও ইউনিক করে তুলেছেন।পার্কস্ট্রীট এ আপনার সময় ভালোই কেটেছে তা দেখেই বুঝতে পারছি । রাস্তার আলোকসজ্জার মতো আপনাকেও খুব সুন্দর লাগছে দিদি । মুহূর্ত গুলো আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । ভালোবাসা রইলো দিদি ❤

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

পার্ক স্ট্রিটের অসাধারণ কিছু ছবি আমাদের মাঝে শেয়ার করেছেন। খুব ভালো লাগলো। খুব সুন্দর করে বর্ণনা করেছেন। আর ভিডিওটি ভাল ছিল।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু সুন্দর একটা মূহুর্ত কাটিছেন পরিবারের সাথে। আপনার পোস্ট টি পরে খুব ভালো লাগলো। আপু আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। রাতে বেলা যেন ফুটে উঠেছে ফটোগ্রাফি গুলো। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

হ্যাঁ দাদা পার্কস্ট্রিট তো রাতেই দেখার মতো হয়। অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

দিদি আপনার হাসিটা অনেক চমৎকার। আর পার্কের কথা কি বলব বাপরে বাপ অসাধারণ লাইটিং খুব ভালো লেগেছে আমার। পরের পর্বগুলোর জন্য অপেক্ষা করছি।🤟

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর করে প্রশংসার জন্য।

 3 years ago 

অসাধারণ কিছু দেখতে পেলাম। রাতের বেলায় যেন আলোর ছড়াছড়ি।পার্কস্ট্রীট এত সুন্দরভাবে সাজানো আমার কাছে তো ছবিতে দেখেই ভালো লাগলো। যেমন ভাল দিয়ে সব সাজানো তিনি সবকিছুর মাঝে আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। এত সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার শেয়ার করার জন্য আমিও অনেক উপভোগ করলাম।

 3 years ago 

যতটা পেরেছি ছবির মাধ্যমে আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি কিন্তু সামনে থেকে যে কি অসাধারণ লাগে বলে বোঝাতে পারবো না। অনেক ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

চোখে ধাঁধা লেগে যাচ্ছিল দিদি, কোনটা রেখে কোনটা দেখবো। কি সুন্দর সাজসজ্জা। আমার ছবিতে দেখেই এই অবস্থা , জানিনা সামনা সামনি থাকলে আরো কি হত। আর আপনাদের সবাইকে কি মিষ্টি লাগছে 🥰👌

 3 years ago 

সত্যিই তাই। সামনে থেকে এরকম সাজসজ্জা আর লাইটিং যে কি অসাধারণ দেখতে লাগে আমি হয়তো বলে বোঝাতে পারবো না। অনেক ধন্যবাদ এত মিষ্টি একটি মন্তব্যের জন্য।

দিদি পোস্টটি পড়ে বুঝতে পারলাম,আপনি খুব সুন্দর ভাবে দিনটি কাটিয়েছেন। আপনার পোস্টটি ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে।তার সাথে উপস্থাপনা অনেক সুন্দর। ধন্যবাদ দিদি এতে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

সত্যিই দিনটা খুব সুন্দরভাবে কাটিয়েছিলাম। অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর একটি মন্তব্যের জন্য।

You have been upvoted by @tarpan, a Country Representative of Bangladesh. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the quality contents on steemit.


Follow @steemitblog for all the latest update and
Keep creating qualityful contents on Steemit!

Steem On

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59993.26
ETH 2312.53
USDT 1.00
SBD 2.49