নেপালের ফটোগ্রাফি পর্ব-১ //১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।গতবছর ডিসেম্বরের দিকে আমি নেপালে ঘুরতে গিয়েছিলাম। প্রতিবছর আমরা ডিসেম্বরের দিকে কোথাও না কোথাও ঘুরতে যাই, কিন্তু অদ্ভুত ভাবে আমি পুরী ছাড়া অন্য কোথাও ঘুরতে যাইনি।কিন্তু মা-বাবা অমরনাথ, কাশ্মীর, বৈষ্ণব দেবী ,পঞ্চকেদার ঘুরে এসেছে। কিন্তু একটা জায়গাতেও আমি যেতে পারিনি সেই সময়। যখনই ঘোরার প্ল্যান হয়েছে তখনই আমি কোনো না কোনো ভাবে আটকে গিয়েছি ।কিন্তু আগের বছর ভাগ্যক্রমে এই নেপাল যাওয়া আমার ।তাও আমার সেই সময় পরীক্ষা ছিল কিন্তু পরীক্ষা নেপাল যাওয়ার কিছুদিন আগেই শেষ হয়ে গিয়েছিল ।তাই জন্যেই যেতে পেরেছিলাম ।আমরা নেপালে প্রায় ২৫ জন মিলে গিয়েছিলাম। খুব মজা করেছিলাম। নেপালে অনেক দর্শণীয় স্থান রয়েছে ।তারই কিছু ছবি আজ আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি।


আলোকচিত্র: ১

WhatsApp Image 2022-08-25 at 2.35.13 PM.jpeg

লুম্বিনী, বুদ্ধের জন্মস্থান হিসাবে এটি বিশ্বের অন্যতম তীর্থস্থান।


আলোকচিত্র: ২

WhatsApp Image 2022-09-03 at 12.39.26 AM.jpeg

স্বয়ম্ভু নেপালের প্রাচীনতম ধর্মীয় স্থানগুলির মধ্যে একটি । গোপালরাজবংসাবলির মতে , এটি পঞ্চম শতাব্দীর শুরুতে রাজা মানদেবের প্রপিতামহ ,রাজা বৃষদেব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল ।হরতি দেবীর মন্দির সহ স্বয়ম্ভুনাথ স্তূপ এবং সামনের অংশে ছোট স্তূপ ও প্যাগোডা।


আলোকচিত্র: ৩

WhatsApp Image 2022-08-25 at 2.35.14 PM (1).jpeg


আলোকচিত্র: ৪

WhatsApp Image 2022-09-03 at 12.26.16 AM (2).jpeg

লুম্বিনীর মায়ানমার স্বর্ণ মন্দির শহরের প্রাচীনতম স্থাপনা। বার্মিজ স্থাপত্যশৈলীতে নির্মিত, মন্দিরটি ভগবান বুদ্ধকে উৎসর্গ করা হয়েছে। বাগানের মন্দিরের পরে স্টাইল করা চিত্তাকর্ষক কর্নকোব-আকৃতির শিখরা পুরো কাঠামোটিকে একটি রাজকীয় চেহারা দেয়। ভবনের ভিতরে তিনটি প্রার্থনা হল এবং একটি লোকমণি পুলা প্যাগোডা রয়েছে।


আলোকচিত্র: ৫

WhatsApp Image 2022-09-03 at 12.26.16 AM (1).jpeg


আলোকচিত্র: ৬

WhatsApp Image 2022-08-25 at 2.35.13 PM (1).jpeg


আলোকচিত্র: ৭

WhatsApp Image 2022-09-03 at 12.32.01 AM.jpeg
কালভৌরব
হিন্দু পুরাণ, বজ্রযানী বৌদ্ধ শাস্ত্র এবং জৈন ধর্মগ্রন্থগুলি জানায়, মহাজগতের বিশেষ স্থানগুলি ভৈরব রক্ষা করেন। ভৈরবের মোট সংখ্য ৬৪। তাদের ৮টি শ্রেণিতে ভাগ করা হয়। প্রতিটি শ্রেণির আবার একজন করে প্রধান ভৈরব রয়েছেন। প্রধান ৮ ভৈরবকে ‘অষ্টাঙ্গ ভৈরব’ বলা হয়। এই আটজন মহাবিশ্বের আটটি দিকের অধিপতি। এই আট জন আবার নিয়ন্ত্রিত হন মহা স্বর্ণ কালভৈরবের দ্বারা। তিনি সাধারণভাবে কালভৈরব নামেই পরিচিত।কালভৈরব স্বয়ং বরাহরূপী ষড়রিপুকে নিয়ন্ত্রণ করেন বলে তন্ত্রে বিশ্বাস করা হয়।


ডিভাইসvivo v21
লোকেশননেপাল
ক্রেডিট@swagata21

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

নেপালের ভ্রমণ করে চমৎকার কিছু ফটোগ্রাফি ধারণ করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দিদি। কোন সময় নেপালে ভ্রমণ করার সৌভাগ্য হয়নি তাই নেপালের দৃশ্য গুলো দেখার সৌভাগ্য হয়েছিল না কিন্তু আপনার মাধ্যমে তা পূরণ হয়ে গেল। লুম্বিনীর স্বর্ণ মন্দিরের ছবিটা আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

সব ছবিই সুন্দর হয়েছে , তবে লুম্বিনীর স্বর্ণ মন্দিরের ছবিটা বেশ ভালো লেগেছে । এইটা সত্য যখন পরিবারের লোকজন সবাই একত্রে ঘুরতে যায় , তখন তাদের সঙ্গে একত্রে না যেতে পারলে খারাপ ই লাগে । তবে ভাগ্যসুপ্রন্ন হয়েছিল বিধায় , নেপাল ট্যুরে যেতে পেরছিলেন দিদি ।

 2 years ago 

বাহ আপনারা অনেক মানুষ একসাথে ঘুরতে গিয়েছিলেন। নেপোলিয়নের বাসা শুনলে আমার কেমন যেন লাগে কি যে‌ বলে তারা। ভালোই লাগে। যাই হোক আপনার ফটোগ্রাফির মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পেলাম আপু।

 2 years ago 

প্রাকৃতিক সৌন্দর্যের রানী বলা হয় নেপালকে। অপরূপ সৌন্দর্য মন্ডিত নেপাল। আপনার মাধ্যমে দিদি নেপালের সৌন্দর্যমন্ডিত দর্শনীয় স্থান দর্শন করতে পারলাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

বাহ,নেপালেও ঘুরেছেন।দেখে তো ভালোই হিংসে হচ্ছে আমার।তিন নাম্বার ছবিটির দিকে তাকালেই যেনো জাস্ট চোখ জুড়িয়ে যায়।কেমন একটা আলাদা শান্তি।

 2 years ago 

শুনে অনেক ভালো লাগলো দিদি প্রতি ডিসেম্বর মাসেই আপনারা ঘুরতে যান, তবে আমরা গৃষ্ম এবং বর্ষাকালের মাঝামাঝি অবস্থায় একটা ফ্যামিলি ট্যুর দিয়ে থাকি। অনেক চমৎকার ভাবে নেপালের পরিবেশ গুলো ফটোগ্রাফির মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করলেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দিদি নমস্কার,
দিদি আপনি নেপালে গিয়ে দারুন কিছু মন্দিরে দর্শন করেছেন ৷এগুলো প্রায় সময়ে টিভিতে দেখেছি ৷কিন্তু আজকে আপনি বেশ চমৎকার করে উপস্থাপন করলেন ৷

 2 years ago 

জি আপু আমিও শুনেছি নেপালে অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান রয়েছে। নেপালের অসাধারণ সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। স্বর্ণ মন্দিরের ফটোগ্রাফি টা আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। অসাধারণ একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

দারুন ছিল সবগুলো ছবি। নেপালে সৌন্দর্য দিয়ে ভরপুর।লুম্বিনীর মায়ানমার স্বর্ণ মন্দির শহরের প্রাচীনতম স্থাপনার ছবিটি অনেক ভালো লেগেছে। আসলে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে যাওয়া মজাটা অন্যরকম। আপনি ঘুরতে যেতে পারেন বিষয়টি খারাপ লাগলো। নেপালে যাওয়া কারণে সুন্দর সুন্দর কিছু ছবি দেখতে পেলাম।বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর সুন্দর কিছু ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

এত জন একসাথে ঘুরতে গেলে যে কতটা মজা হতে পারে এটা ভাবতেই অন্য রকম লাগছে। কি চমৎকার এক একটা জায়গা। কোনটা রেখে কোনটা দেখব ! তবে কাল ভৈরব নিয়ে এত কিছু জানতাম না। একদম নতুন ভাবে জানা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59325.16
ETH 2609.11
USDT 1.00
SBD 2.41