কমেন্ট মনিটরিং রিপোর্ট (ষষ্ঠ সপ্তাহ) ১৪-১০-২০২২

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভেচ্ছা সবাইকে আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ হতে,

"আমার বাংলা ব্লগ" এর নতুন উদ্যোগ কমেন্ট মনিটরিং এর ষষ্ঠ রিপোর্টটি প্ৰকাশ করতে চলেছি।আমাদের এই অনুসন্ধান শুধুমাত্র Active Super List 【with progressive super list】 এ অন্তর্ভুক্ত সদস্যদের উপর করা হয়েছে।এই রিপোর্টটি সদস্যদের কমেন্ট এর মান উন্নয়নে সহায়তা করবে।

Comment_Motiring2.png


আমার বাংলা ব্লগের এটি একটি নতুন উদ্যোগ, কমেন্ট মনিটরিং এবং ট্রানজেকশন মনিটরিং। প্রতি শুক্রবার একটি লিস্ট প্রকাশিত করা হবে। সেই লিস্টে আপনাদের এক্টিভিটিস এবং কমেন্ট এর উপর ভিত্তি করে একটি পয়েন্ট দেওয়া হবে। কমিউনিটির ভারসাম্য রক্ষার জন্যই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই রিপোর্টটি প্রকাশিত করা হবে। আপনার কমেন্টে কী কী সমস্যা রয়েছে সেগুলো সংক্ষিপ্ত আকারে বর্ণনা দেওয়া থাকবে। আশা করি এই পোস্টটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে এবং পরবর্তীতে আপনাদের ভুলগুলো শুধরে আরো ভালোভাবে কাজ করতে পারবেন। নিম্নে গত সপ্তাহে সুপার একটিভ লিস্টের ইউজারদের পয়েন্ট তুলে ধরা হলো-


Comments Monitoring Report Of Active Super List

SerialUser NamePointComment CountRemark
01@monira9999.7 out of 10178সব ধরনের পোস্টে কমেন্ট করেন। কমেন্টের মান ভালো।
02@roy.sajib9.4 out of 10126পোস্ট পড়ে ভালো মানের কমেন্ট করেন।
03@rahimakhatun9 out of 10150মোটামুটি সবকিছুই ঠিক রয়েছে তবে রেসিপি পোস্টে বেশি কমেন্ট হয়ে যায়।
04@wahidasuma9 out of 10126মোটামোটি ভালো কমেন্ট করেন, পোস্ট পড়ে কমেন্ট করেন।
05@rita1359 out of 10114সবকিছুই মোটামুটি ঠিকঠাক রয়েছে। তবে দাঁড়ি এবং কমার ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হতে হবে।
06@mostafezur0019 out of 10113কমেন্টের মান ভালো। সব ধরনের পোস্টে কমেন্ট করেন।
07@ripon409.0 out of 10112কমেন্টসের মান মোটামুটি ভালই, সব ধরনের পোস্টেই কমেন্টস করার চেষ্টা করেছেন।
08@narocky718.9 out of 10133কমেন্টসের মান মোটামুটি ভালোই আছে, সবধরনের পোস্টেই কমেন্টস করার চেষ্টা করেছেন।
09@selinasathi18.9 out of 1088পোস্ট পড়ে ভালো মানের কমেন্ট করেন।
10@morioum8.8 out of 10127কমেন্টেসের মান মোটামুটি ভালই আছে, কিন্তু রেসিপি পোস্টে কমেন্টেস একটু বেশি।
11@gopiray8.8 out of 10126আগের থেকে ভুলের পরিমাণ কমেছে। সব ধরনের পোস্টে কমেন্ট করেন।
12@mohamad7868.7 out of 10109কমেন্টসের মান মোটামুটি ভালোই আছে, তবে কিছু কিছু কমেন্টস প্রায় একই ধাঁচের।
13@aflatunn8.6 out of 10120কমেন্টসের মান অনেক ভালো, কিন্তু রেসিপি ও আর্ট জাতীয় পোস্টে কমেন্টস বেশি।
14@robiull8.5 out of 10132মোটামুটি সবকিছুই ঠিক আছে কমেন্টের মান একটু বাড়াতে হবে।
15@limon888.5 out of 10123কমেন্টের মান মোটামুটি। আর্ট ও রেসিপি পোস্টে বেশি কমেন্ট করেন।
16@isratmim8 out of 10146রেসিপি ও ড্রইং পোস্টে বেশি কমেন্ট করা হয়। চেষ্টা করবেন সব ধরনের পোস্টে কমেন্ট করার জন্য।
17@ronggin8 out of 10127মন্তব্যের সংখ্যা বাড়াতে হবে ও বিভিন্ন পোস্ট পড়তে হবে
18@rayhan1118 out of 10113বেশিরভাগ কমেন্ট আর্ট ও রেসিপি পোস্টে ।
19@tania698 out of 10110মোটামুটি ভালো কমেন্ট করেন কিন্তু মন্তব্যের সংখ্যা আরো বাড়াতে হবে।
20@amitab8 out of 10102মোটামুটি সবকিছু ঠিক আছে তবে ভোট দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক অবস্থানে থাকবেন। আপনার আইডি থেকে ডাউনভোট পড়েছিল একটি।
21@tauhida8 out of 1095কমেন্টের মান ভালো তবে মাঝে মাঝে দাঁড়ি কমার ব্যবহারে একটু সমস্যা হয়ে যায়। তাছাড়াও চেষ্টা করবেন প্রতিদিন আর কিছু হলেও কমেন্ট করার। ১-২ দিন পর পর কমেন্ট না করাই ভালো।
22@litonali7.5 out of 10151অনেক কমেন্টে বানান ভুল রয়েছে সেগুলো খেয়াল রাখতে হবে।
23@rupaie227.5 out of 1099কমেন্টের সংখ্যা আরো বাড়াতে হবে +সব রকমের পোস্ট পড়ে মন্তব্য করতে হবে।
24@naimuu7.5 out of 1094কমেন্ট এর মান বেশ ভালো কিন্তু কমেন্টের থেকে রিপ্লাই এর সংখ্যা অনেক বেশি।
25@engtariqul7.5 out of 1092আর্ট, রেসিপি ও পাওয়ার আপ পোস্টে বেশি কমেন্ট করেছেন।
26@emranhasan7.5 out of 1085কমেন্টের মান ভালো। তবে আর্ট ও রেসিপি পোস্টে বেশি কমেন্ট করেন।
27@haideremtiaz7.5 out of 1064কমেন্টসের মান মোটামুটি ভালোই আছে, সবধরনের পোস্টেই কমেন্টস করার চেষ্টা করেছেন।
28@parul197.4 out of 10100কমেন্টসের মান মোটামুটি ভালোই।কিন্তু রেসিপি পোস্টে কমেন্টস বেশি।
29@nevlu1237 out of 10129অন্যের পোস্টে তুলনা মূলক ভাবে কমেন্টের সংখ্যা কম।
30@md-razu7 out of 10127বেশিরভাগ কমেন্ট রেসিপি পোস্টে। কমেন্টের মান আরো ভালো করতে হবে।
31@rituamin7 out of 10123রেসিপি পোস্টে বেশি কমেন্ট করা হয়। প্রায় এক জাতীয় কমেন্ট হয়ে যায়, এ বিষয়টি লক্ষ্য রাখবেন।
32@bdwomen7.0 out of 10121কমেন্টসের মান মোটামুটি, নিজের পোস্টে রিপ্লাই বেশি।
33@tasonya7 out of 10111মোটামুটি সব ঠিকই আছে কিন্তু মন্তব্য সংখ্যা আর একটু বাড়ালে ভালো হয়।
34@joniprins7 out of 1097কিছু কমেন্টে বানান ভুল রয়েছে, এছাড়াও এডমিন মডারেটরদের পোস্টে কমেন্ট বেশি করেন।
35@anisshamim7 out of 1090আরো বেশি পোস্ট করে কমেন্ট করতে হবে, এছাড়া সব ঠিক আছে।
36@emon427 out of 1081কমেন্টের মান বাড়াতে হবে এবং এক্টিভিটিস ও বাড়াতে হবে। চেষ্টা করবেন প্রতিদিন কিছু কমেন্ট করার জন্য। দুই তিনদিন পরে পরে একেবারে বেশি কমেন্ট করাটা ঠিক নয়।
37@ah-agim6.5 out of 10171পুরাই অবাক কমেন্টস দেখে,এক দিনেই 137 টি কমেন্টস! এরপর একদিন কমেন্টস করে দুই দিন রেস্ট।
38@shahin056.5 out of 10131কমেন্টে প্রচুর বানান ভুল। এই বিষয়টি লক্ষ্য রাখবেন এবং সব ধরনের পোস্টে কমেন্ট করার চেষ্টা করবেন।
39@razuahmed6.5 out of 1092কমেন্টের সংখ্যা খুবই কম , এছাড়াও অনেক শর্ট কমেন্ট করেন ।
40@shyamshundor6.5 out of 1088প্রাসঙ্গিক মন্তব্য করতে হবে তার সাথে মন্তব্য সংখ্যা আরও বাড়াতে হবে ।
41@saymaakter6.5 out of 1062সব ধরনের এক্টিভিটিস বাড়াতে হবে।
42@mahbubul.lemon6.2 out of 1055কমেন্টসের মান ভালো, কিন্তু নিজের পোস্টে রিপ্লাই বেশি।
43@shipracha5.5 out of 1089বানানের ব্যাপারে সতর্ক হতে হবে, প্রচুর পরিমাণে বানানের ভুল।
44@miratek5 out of 1096কমেন্টে ভিন্নতা আনতে হবে + বিভিন্ন ধরনের পোস্ট পড়ে মন্তব্য করতে হবে। এছাড়া মোটামুটি ঠিক আছে।
45@green0155 out of 1072কমেন্টের থেকে রিপ্লাই এর সংখ্যা বেশি +শুধুমাত্র এডমিন মডারেটর এবং এবিবি ফান পোস্ট এ কমেন্ট বেশি ।
46@sajjadsohan5 out of 1043খুবই কম কমেন্ট করেছেন।
47@bristy13.5 out of 1025কমেন্টসের খুবই করুণ দশা, কমেন্টস নেই বললেই চলে, যা আছে শুধু নিজের পোস্ট এর রিপ্লাই।
48@ashikur500 out of 1000এই সপ্তাহে কোন এক্টিভিটিস নেই।

Team Leader
@swagata21

Executive Member
@alsarzilsiam
@rupok
@tangera

New_Benner_ABB-6.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

image.png

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

প্রতিনিয়ত একটি স্বচ্ছ কমেন্ট মনিটরিং রিপোর্ট প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে। এই রিপোর্টের মাধ্যমে সকল ইউজার তাদের ভুলগুলি সঠিকভাবে নিরূপণ করতে পারছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago (edited)

দিদি, এই ব্যাপারটা সামনে থেকে অবশ্যই খেয়াল রাখব। দাঁড়ি কমাতে কোনরকমের যেনো ভুল না হয়। ধন্যবাদ, এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য 🙏

 2 years ago 

কমেন্টের রিপোর্টটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। খুবই সুন্দর ভাবে রিপোর্টে প্রকাশ করেছেন। এই রিপোর্টের মাধ্যমে আমাদের অবস্থান সম্পর্কে ভালোভাবে ধারণা পেলাম। সত্যিই এটি খুবই সুন্দর একটি উদ্যোগ।

 2 years ago 

এই রিপোর্টের মাধ্যমে আমি আমার অবস্থান সম্পর্কে জানতে পারলাম। সত্যিই খুবই সুন্দর একটি উদ্যোগ। এই রিপোর্টের মাধ্যমে আমরা সবাই আমাদের অবস্থান ধারণা পাবো। আজকের রিপোর্টটি দেখে ভালো লাগলো।

 2 years ago 

আমরা আগে যখন সকলের পোস্টে কমেন্ট করতাম তখন আমরা আমাদের ভুলগুলো সঠিকভাবে চিহ্নিত করতে পারতাম না, আপনার এই রিপোর্টের ফলে আমরা আমাদের ভুলগুলো ভালোভাবেই বুঝে নিয়ে ভুলটাকে শুধরে নিতে পারি। এটা আমার বাংলা ব্লগের দারুন একটি উদ্যোগ আর এই উদ্যোগটিকে আপনি খুবই দক্ষতার সাথে পরিচালনা করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

 2 years ago 

বরাবরের মতো নিজের জায়গাটা আজও ধরে রাখতে পেরেছি৷ এটাই সবচেয়ে বড় পাওয়া প্রথম সপ্তাহ থেকে ষষ্ঠ সপ্তাহ পর্যন্ত আমার ভুলগুলো আমি বেশ ভালোভাবেই সামলে উঠতে পেরেছি৷ এবং কি আরো ভালো কিছু করতে চাই এমনটাই প্রত্যাশা করি৷ সর্বোপরি আমার বাংলা ব্লগের সকল সদস্য মডারেটর ভাই বোনদের সবার সুস্বাস্থ্য কামনা করছি৷

 2 years ago 

আগের তুলনায় এ সপ্তাহে ভালো মন্তব্য করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। এখন থেকে প্রতি সপ্তাহে ভালো কাজ করব। এক্টিভিটি সব সময় বজায় রাখবো।

 2 years ago 

মোটামুটি সবাই অনেক ভালো কমেন্ট করেছে তবে Remark এ যেসব বিষয় উল্লেখ করা হয়েছে এসব বিষয়গুলো অবশ্যই ঠিক করার চেষ্টা করবেন। সবার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

দিদি কমেন্ট মনিটরিং রিপোর্টটি দেখে অনেক ভালো লাগল। অনেক সুন্দর ভাবে রিপোর্টি করা হয়েছে। এই রিপোটের মাধ্যমে আমরা নিজেদের ভুল ত্রুটি সংশোধন করে নিতে পারবো।আমি চেষ্টা করব সব ধরনের পোস্টে কমেন্ট করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি উদ্যাগ নেওয়ার জন্য।

 2 years ago 

এই রিপোর্ট প্রকাশের পর থেকে আমার কমেন্টের কোয়ালিটি অনেক পরিবর্তন হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। আশা করি আরো ভালোভাবে আমার কমেন্টের কোয়ালিটি রক্ষা করব। যেন পরবর্তী সময়ে নিজেকে আরো ভালো অবস্থানে নিয়ে আসতে পারি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.14
JST 0.028
BTC 59117.70
ETH 2597.31
USDT 1.00
SBD 2.43