বিকেলের দিকে গঙ্গার পাড়ে।। //১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে বাগবাজার মায়ের ঘাটে কাটানো কিছু মুহূর্ত ভাগ করে নিলাম।


বাগবাজার ঘাট হল উত্তর কলকাতায় হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত একটি প্রাচীন ও বিখ্যাত ঘাট। এই ঘাটটি রঘু মিত্র ঘাট নামে পরিচিত ছিল। এই ঘাট ব্রিটিশ শাসনকালে কলকাতার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।সাধারণ ধারণা অনুযায়ী 'বাগ' (উদ্যান) বা 'বাঘ' শব্দ থেকে বাগবাজার শব্দটির উদ্ভব। তবে ভাষাতাত্ত্বিক সুকুমার সেন মনে করেন বাগবাজার শব্দটি 'বাঁক বাজার' শব্দের অপভ্রংশ। কারণ এই অঞ্চলের নিকটে হুগলি নদীর একটি প্রকাণ্ড বাঁক অবস্থিত।

WhatsApp Image 2022-07-29 at 10.15.27 PM (2).jpeg

কিছুদিন আগে হঠাৎ করেই কোনো প্ল্যান ছাড়াই ব্ল্যাকসের সাথে আমার দেখা হয়। তখন আমার প্রজেক্টের খুব চাপ ছিল তার মধ্যে পরীক্ষাও ছিল। হাতেও খুব কম সময় ছিল । তো হঠাৎ করেই ঠিক করলাম বাগবাজার ঘাটে ঘুরতে যাবো। সত্যি কথা বলতে গঙ্গার ধারে বসে থাকতে আমার ভীষণ ভালো লাগে। আর সেটা যদি হয় ঠিক বিকেল বেলা ,গোধূলি লগ্নে সূর্য যখন পশ্চিম আকাশে একটু একটু করে ডুবতে থাকে তখন দেখতে ভীষণ সুন্দর লাগে। আর তাই জন্যেই যখনই এই গঙ্গার ঘাটে আসি ঠিক বিকেল বেলাতেই আসি, শুধুমাত্র এই সময়টাকে উপভোগ করার জন্য ।তাই জন্য ঠিক করলাম যে বাগবাজার ঘাটেই যাবো। ওখানে গিয়ে আধ ঘন্টা মত বসলাম। প্রচুর ভিড় ছিল কারণ এই বিকেলের সময়টাতে অনেকেই এখানে আসে ।এরপর আমরাও ওখানে বসে কিছুক্ষণ গল্প করলাম, সন্ধ্যে হওয়া পর্যন্ত সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম।

WhatsApp Image 2022-07-29 at 10.15.28 PM (1).jpeg

WhatsApp Image 2022-07-29 at 10.15.28 PM (2).jpeg

WhatsApp Image 2022-07-29 at 10.15.28 PM.jpeg

WhatsApp Image 2022-07-29 at 10.15.26 PM (1).jpeg

WhatsApp Image 2022-07-29 at 10.15.29 PM.jpeg



যেহেতু হাতে খুবই কম সময় ছিল সেহেতু বেশিক্ষণ বসলাম না। উঠে গেলাম। ফেরার পথে কফি খাওয়ার জন্য একটি ক্যাফেতে ঢুকলাম। এখানেও খুব একটা বেশিক্ষণ থাকিনি । খুব কম সময়ের মধ্যে খুব সুন্দর একটা সন্ধ্যা কাটিয়ে বাড়ি চলে এলাম।


WhatsApp Image 2022-07-29 at 11.04.14 PM.jpeg

ধন্যবাদ

Sort:  
 2 years ago (edited)

সত্যি দিদি অসাধারণ একটি মুহূর্ত কাটিয়েছেন আপনি। গঙ্গার পাড়ে প্রথমের ছবিগুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। ছবিগুলি দেখে বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর সময়টা কাটিয়েছেন আপনারা। সুন্দর মুহূর্তটাকে আমাদের সামনে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনাদের জন্য।

 2 years ago 

প্রথমত বলবো দিদি বাগবাজার হাটের নামকরণ সম্পর্কে বেশ ভালো ধারণা দিয়েছেন আর তাছাড়া প্রিয় মানুষকে নিয়ে নদীর পাড়ের সময়টা যে ভালো ছিল , তা নিঃসন্দেহে বোঝা যাচ্ছে।

শুভেচ্ছা রইল দুজনের জন্যই।

 2 years ago 

অনেক ধন্যবাদ দাদা😊।

 2 years ago 

বাগবাজার ঘাট সম্পর্কে এই প্রথম শুনলাম দিদি ।বাগবাজার ঘাট আসলেই খুবই সুন্দর , বিশেষ করে সন্ধ্যার পূর্বে দৃশ্য উপভোগ করার মত । দাদাকে নিয়ে আপনি খুব সুন্দর একটি সময় কাটিয়েছেন বাগবাজার ঘাটে । সেই মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি । আপনার এবং দাদার সুস্থতা কামনা করছি ❤️

 2 years ago 

দিদি বাগবাজার হাট সম্পর্কে অনেক ধারণা পেয়েছি ।গঙ্গার তীরে গিয়ে সুন্দর সময় অতিবাহিত করতে কিনা পছন্দ করে। যেখানে গিয়ে প্রায়ই আপনি দারুন মুহূর্ত অতিবাহিত করে থাকেন। যেটা দেখে ভালো লাগলো দিদি।

 2 years ago 

দিদি গোধূলি বেলায় ব্ল্যাকস ভাইয়ের সাথে আপনার চমৎকার একটি সময় কেটেছে দেখে খুব ভালো লাগলো। বাগবাজার হাটের নামকরণ সম্পর্কে জেনে ভালো লাগলো। আরো ভালো লাগলো আপনার আনন্দগণ আমাদের মাঝে সময় করার জন্য। সব সময় ভালো থাকুন দিদি এই কামনা করছি।

 2 years ago 

দিদি নমস্কার আশা করছি ভালো আছেন ৷সত্যি বলতে দাদা সহ গঈার ধারে বেড়াতে গেছেন দেখে খুব ভালো লাগলো ৷আর খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন ৷ছবিগুলো অসাধারণ ঠিক বিকেলের গোধুলি লগ্নে ছবিগুলো দেখে অনেক ভালো লাগলো ৷
যাই হোক এভাবেই ভালো থাকুন সবসময়

 2 years ago 

পোস্ট দেখেই বোঝা যাচ্ছে বিকেলের দিকে গঙ্গার পরে অনেক চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করেছেন। বিশেষ করে বিকেল সময়টাতে নদীর পাড়ে কাটাতে সব থেকে বেশি ভালো লাগে। সুন্দর এই মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আসলেই হঠাৎ করে দাদার সাথে দেখা হয় আপনারা গঙ্গা করে আসলেন এবং আপনাদের হাতে খুব কম সময়ে ছিল। যার কারণে বেশিক্ষণ থাকেনি। কিন্তু গঙ্গার পাড়ে মুহূর্তগুলো ছিল অসাধারণ। সত্যি এরকম মুহূর্ত দুজনে একসাথে খুবই আনন্দের সাথে পার করেছেন। দেখে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74