২৫ তম বিবাহবার্ষিকীতে

in আমার বাংলা ব্লগlast year (edited)

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে বড় কাকা আর কাকিমনির ২৫ তম বিবাহ বার্ষিকীর কিছু মুহূর্ত ভাগ করে নিচ্ছি ।আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।


কিছুদিন আগে বেশ ব্যস্ততার মধ্যে সময় গুলো কেটেছিল । তার মধ্যে আমার বড় কাকা আর কাকিমনির ২৫ তম বিবাহ বার্ষিকী ছিল। এই বিবাহ বার্ষিকী নিয়ে কত দিনের কত প্ল্যান প্রোগ্রাম যে চলছিল তা বলার বাইরে ।আসলেই কোনো অনুষ্ঠান হলে আমাদের বাড়িতে এত প্ল্যান প্রোগ্রাম চলতে থাকে আর তাতেই বিশাল আনন্দ হয়। সেদিন কে কি ড্রেস পড়বে! কিরকম সাজবে !ভাই বোনরা এক সাথে থাকলে যা হয় আর কি ।আর কোনো অনুষ্ঠান হলে সবকিছুর একটা আলাদাই তোর জোর শুরু হয়ে যায়।

WhatsApp Image 2023-08-14 at 2.42.44 AM.jpeg

বিবাহ বার্ষিকীর তোরজোর কিন্তু আমাদের পাঁচ ছয় মাস আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। আসলেই আমরা একটা সুন্দর দিনের অপেক্ষায় কত অপেক্ষা করে থাকি । আমার মনে হয় এই অপেক্ষা করাটাই সবচেয়ে বেশি আনন্দের হয় । এই বিবাহ বার্ষিকী প্ল্যান আমাদের অনেকদিন আগে থেকেই ছিল ,তাই আমরা ভেবেছিলাম যেহেতু ২৫ বছরের বিবাহ বার্ষিকী সেহেতু আমরা বিয়ের মতন করে আবার সবটা করবো ।তাই বিবাহ বার্ষিকীর আগের দিনকে মেহেন্দি অনুষ্ঠান করেছিলাম ।

WhatsApp Image 2023-08-14 at 2.42.45 AM.jpeg

মেহেন্দি অনুষ্ঠানের জন্য ছাদে প্যান্ডেল করে সাজানো ,তারপর মেহেন্দির লোক আনা ,মেহেন্দি পরা সব মিলে একটা বিশাল আয়োজন ।আর তার সাথে তো নাচ গান রয়েছে ।

WhatsApp Image 2023-08-14 at 2.42.45 AM (1).jpeg

WhatsApp Image 2023-08-14 at 2.42.45 AM (2).jpeg

WhatsApp Image 2023-08-14 at 2.42.46 AM.jpeg

WhatsApp Image 2023-08-14 at 2.42.47 AM.jpeg

WhatsApp Image 2023-08-14 at 2.42.46 AM (2).jpeg

WhatsApp Image 2023-08-14 at 2.42.46 AM (1).jpeg


মেহেন্দি অনুষ্ঠানের দিন সন্ধ্যে হতেই আমরা সবাই খুব সুন্দর ভাবে রেডি হয়ে গেলাম। তারপরে ছাদে চলে গেলাম ।যেখানে প্যান্ডেল করা হয়েছিল এবং ওখানে একজন মেয়েকে আনা হয়েছিল মেহেন্দি পড়ানোর জন্য। একে একে মেয়েটি সবাইকে মেহেন্দি পরিয়ে দিল ।আমি সেই দিন মেহেন্দি পড়িনি ।তার আগের দিন পরে নিয়ে ছিলাম। যেহেতু মেহেন্দি পরলে অনেকটা সময় হাতে রাখতে হয়। তাই জন্য আগের দিন পরে চলে এসেছিলাম🤭।

WhatsApp Image 2023-08-14 at 2.43.19 AM.jpeg

WhatsApp Image 2023-08-14 at 2.42.44 AM (1).jpeg



বিকেল বেলা ফিস পাকোড়া আর কফির সাথে মেহেন্দি অনুষ্ঠান চললো। অনেক নাচ ,গান করলাম সবাই। তারপর ফটো তোলার সেশন চললো বেশ অনেকক্ষন ধরে। এরপর সবাই মিলে একসাথে সেই দিনটা ডিনার করলাম।

WhatsApp Image 2023-08-14 at 2.59.59 AM.jpeg



ডিনার হয়ে গেলে বারোটা বাজার সাথে সাথেই কাকা আর কাকিমণি কেক কাটলো ।আর তারপরের দিনও বিশাল বড় অনুষ্ঠান ছিল। এবং সেখানে আমরা খুব মজা করেছি। আর এই দিনটার জন্যই আমাদের এত প্ল্যান প্রোগ্রামিং চলে ছিল আর সেই দিনটাই আমি আপনাদের সাথে পরের পর্ব ভাগ করে নেবো।

WhatsApp Image 2023-08-14 at 2.42.47 AM (1).jpeg

WhatsApp Image 2023-08-14 at 3.01.37 AM.jpeg




VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Sort:  
 last year 

দিদি আপনার কাকা আর কাকিমনির ২৫ তম বিবাহ বার্ষিকী উপলক্ষে ভালই আনন্দ করেছেন। সবাই ঐদিন মেহেদী পড়লো আর মেহেদী নিয়েই অনুষ্ঠান উপভোগ করেছে। আপনি এডভান্স আগের দিনই মেহেদী পড়ে নিয়েছেন। আপানার কাকা আর কাকিমনির জন্য শুভ কামনা রইলো। ধন্যবাদ।

 last year 

যৌথ পরিবারের অনুষ্ঠান আর সেখানে মজা হবে না এটা ভাবাই যায়না।আসলেই অনুষ্ঠানের দিনটির জন্য অপেক্ষা করা আর প্ল্যান করাতেই বেশি মজা।যদিও আপনারা অনুষ্ঠানের দিনেও অনেক মজা করেছেন।আমি প্রার্থনা করি আমারো আপনাদের মত ভাতিজা-ভাতিজি হোক।আপনার কাকার বিবাহ বার্ষিকীর ব্লগটি পড়ে অনেক ভাল লাগল।ধন্যবাদ দিদি এমন আনন্দঘন মুহুর্ত আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।

 last year 

সবাই মিলে দারুন মজা করেছেন ফটোগ্রাফিতে বেশ বুঝতে পেরেছি।আপনার কাকা আর কাকিমনির বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান খুব সুন্দর ভাবে পালন করেছেন মনে হচ্ছে।সবাই মেহেদি পরেছেন হাতে।আপনি আগের দিন ই মেহেদি পরেছেন।সবাইকে খুব সুন্দর লাগছে।রাত ১২ টার সময় কেক কাটা হলো। সবাই এক সাথে থাকার মজাই অন্য রকম। অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দিদি।

 last year 

পাচঁ মাস আগে হতে সব আয়োজন করায় আপনারা ব্যস্ত ছিলেন! বেশ ভালোই তো লাগলো। সুন্দর একটি আয়োজন করতে গেলে কত কষ্টই না করতে হয়। আর এত জল্পনা কল্পনার পড়ে দেখছি বেশ সুন্দর একটি প্রোগ্রাম করেছেন আপনারা। মেহেদী পড়া, রাতের ডিনার, কেক কাটা সব মিলিয়ে একটি প্রাণবন্ত অনুষ্ঠান হয়েছির সেদিন। আর ফটোগ্রাফি গুলো কিন্তু বেশ।

 last year 

বর্তমান সময়ে যৌথ পরিবার দেখাটা অনেক ভাগ্যের ব্যাপার। আমাদের এদিকে তেমন যৌথ পরিবার দেখা যায় না। কিন্তু দিদি আপনারা যৌথ পরিবারে বসবাস করেন এটা যেন অনেক ভালো লাগলো। এই আয়োজনের জন্য পাঁচ মাস আগে থেকে আপনারা ব্যস্ত ছিলেন। আসলে কোন কিছু ভালো করতে হলে তার পূর্ব প্রস্তুতি দরকার আছে। আপনার কাকা কাকিমার বিবাহ বার্ষিকীতে রাত বারোটার পরে কেক কেটে ছিলেন। এবং সবাই মিলে অনেক মজা করেছেন দেখেই বোঝা যাচ্ছে। তবে দিদি আপনার শাড়িতে খুবই সুন্দর দেখাচ্ছিল। আপনার কাকা কাকিমা বিবাহ বার্ষিকীর আনন্দঘন মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

আসলে বিশেষ দিনের জন্য অপেক্ষা করতে খুব ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগলো আপনাদের বন্ডিং দেখে। সবাই মিলে মিশে থাকার মতো আনন্দ আর কিছুতেই নেই। যাইহোক আপনার বড় কাকা এবং কাকিমণির জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আপনারা বেশ মজা করেছেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম দিদি। ভালো থাকবেন সবসময়।

Posted using SteemPro Mobile

 last year 

দিদি আপনার বড় কাকা আর কাকিমনির ২৫ তম বিবাহ বার্ষিকীতে সবাই মিলে চমৎকার মহূর্ত উপভোগ করেছেন। সবাই দেখতছি অনেক সুন্দর করে সাজ গোজ করেছেন। অনেক নাচ ,গান করেছেন জেনে ভালো লাগলো। অনেক অনেক দোয়া রইল।

 last year 

দিদিভাই, আপনাদের পরিবারের এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে, যে আপনারা এই সময়ে এসেও সবাই একত্রে থাকেন। আমি অবশ্যই এটাকে সাধুবাদ জানাই। তাছাড়া এটা সত্য যে, এমন ঘরোয়া পরিবেশে নিজেদের লোকজনদের সঙ্গে এরকম আনন্দঘন মুহূর্ত ভাগ করে নেওয়ার মজাই আলাদা।

আপনার, কাকা আর কাকির জন্য শুভেচ্ছা রইল। 🙏

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58551.09
ETH 2617.32
USDT 1.00
SBD 2.44