ফুল দিয়ে আসন সাজানোর কিছু ছবি

in আমার বাংলা ব্লগ2 months ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে সরস্বতী পূজা উপলক্ষে সরস্বতী মায়ের সামনে যে আসন সাজিয়েছিলাম তারই কিছু ছবি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি।আশা করি সকলের খুব ভালো লাগবে।


গত পরশুদিন সরস্বতী পুজো ছিল ।আর সরস্বতী পুজো মানেই প্রত্যেক বাঙালি ঘরে মায়ের থেকে ছেলে মেয়েরাই এই পুজোতে সবথেকে বেশি এগিয়ে আসে। সব থেকে বেশি উত্তেজনা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মধ্যেই থাকে। স্কুল থেকে শুরু করে বাড়িতে এই পুজোর মধ্যে সবথেকে বেশি তারাই আনন্দ উপভোগ করে ।আর এই সরস্বতী পুজো হয়ে থাকে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে। সরস্বতী দেবী হল বিদ্যা ,বুদ্ধি ,জ্ঞান সবকিছুতেই সত্বগুণময়ী তাছাড়াও বাক শক্তির প্রতীক হিসাবে বাগ দেবী নামেও তিনি পরিচিত। সংগীত শিল্প এবং বিদ্যার দেবী হিসেবে এক হাতে পুস্তক বা বই থাকে এবং আরেক হাতে থাকে বীণা ।


WhatsApp Image 2023-01-29 at 12.43.17 AM.jpeg


এই সরস্বতী পুজো উপলক্ষ্যে আমাদের বাড়িতে প্রত্যেকটি বাচ্চাদের মধ্যে একটা আলাদা উত্তেজনা কাজ করে। কারণ এই দিনটাতে ভোর ভোর সবাই উঠে যায় এবং ছোটো থেকে বড় আমরা সবাই অঞ্জলি দিই এবং মায়ের কাছে একাগ্রচিত্তে জ্ঞান-বিদ্যা অর্জনের আকাঙ্ক্ষা জানাই ।

WhatsApp Image 2023-01-29 at 12.52.04 AM.jpeg


যাই হোক আমাদের বাড়িতে সরস্বতী পূজার আয়োজন আমার মা এবং আমার বোনেরা করে। আর আমি পুজোর আয়োজন খুব কম করলেও পুজো উপলক্ষে ঘর সাজানোর দায়িত্বে আমিই থাকি। এইবারও ঠিক তাই, সরস্বতী পূজার আগের দিনকে প্রত্যেক বছরই প্রায় সারা রাত জেগেই ঘর সাজাই, সেই ঘর সাজানোর ছবি আমি অন্য কোনো দিন আপনাদের সাথে ভাগ করে নেবো।কিন্তু আজকে আমি যে জায়গায় পুজা হবে সেই জায়গায় ঠাকুরের সামনে ফুল দিয়ে সাজিয়েছিলাম। ফুল দিয়ে ঘর সাজালে খুব সুন্দর লাগে এবং আমার কাছে মনে হয় ঘরের সৌন্দর্য আরো বৃদ্ধি পায় আর সেখানে পুজোর সময় ফুল দিয়ে কোনা কাজ করলে দেখতে আরো সুন্দর লাগে। তাই আমি পুজোর আগের দিনকে গোলাপ ফুল, গাঁদা ফুল এবং কিছু সাদা ফুল দিয়ে আলপনা আকারে সাজিয়েছিলাম এবং আমি কিভাবে সেই ফুল দিয়ে আসন সাজিয়েছিলাম তারই কিছু ছবি আমি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি।



এই আসন সাজাতে আমার যা যা লেগেছিল সেগুলি হল কমলা গাঁদা, হলুদ গাঁদা ,গোলাপ ফুলের পাপড়ি এবং জিনিয়া ফুল।

WhatsApp Image 2023-01-28 at 10.34.45 PM.jpeg
আমি পুজোর আগের দিন এই চার ধরনের ফুল কিনতে গিয়েছিলাম। আমি প্রথমে কমলা রং এর গাদা ফুল দিয়ে বাইরেটা গোল করে সাজিয়ে নিলাম।

WhatsApp Image 2023-01-28 at 10.34.45 PM (1).jpeg

WhatsApp Image 2023-01-28 at 10.34.45 PM (2).jpeg

WhatsApp Image 2023-01-28 at 10.34.45 PM (4).jpeg
এরপরে গাঁদা ফুলের ভিতরে গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে নিলাম গোল করে।

WhatsApp Image 2023-01-28 at 10.34.45 PM (5).jpeg
এরপর গোলাপের পাপড়ি দিয়ে সাজানোর পর তার ভিতরে হলুদ রঙের গাদা দিয়ে আবার গোল করে সাজিয়ে নিলাম।

WhatsApp Image 2023-01-28 at 10.34.45 PM (6).jpeg
তারপর গোলাপ ফুলের পাপড়ির উপরে সাদা রংয়ের জিনিয়া ফুল দিয়ে দিলাম।

WhatsApp Image 2023-01-28 at 10.34.45 PM (8).jpeg
এরপর আবার গোলাপের পাপড়ি দিলাম তারপর আবার মাঝখানটাতে ভরাট করে দিলাম কমলা গাঁদা ফুলের পাপড়ি দিয়ে।

WhatsApp Image 2023-01-29 at 12.43.16 AM.jpeg

সবশেষে বাইরেটা আবার গোলাপ ফুলের পাপড়ি দিয়ে রাউন্ড করে সাজিয়ে দিলাম এবং সমস্ত ফুলের পাপড়ির উপরে জিনিয়া ফুলগুলো বসিয়ে দিলাম ,যাতে আরো বেশি দেখতে সুন্দর লাগে।


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 months ago 

ফুল দিয়ে খুবই সুন্দর আসল সাজিয়েছে সত্যিই দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ভাবে ফুল দিয়ে আসন সাজানো হয়েছে সত্যিই দক্ষতার প্রশংসা করে শেষ করা যাবে না। ফটোগ্রাফি গুলো ছিল অসাধারণ।

 2 months ago 

দিদি আপনি ঠিক বলেছেন ফুল দিয়ে ঘর সাজালে অনেক ভালো লাগে। আর আপনি পূজোর জন্য অনেক সুন্দর করে ঠাকুরের আসন সাজিয়েছেন যা দেখে অনেক ভালো লাগল। আপনি কয়েক ধরনের ফুল দিয়ে সাজিয়েছেন যা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ দিদি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

ফুল হলো সৌন্দর্যের প্রতীক। আরে ফুল দিয়ে আপনি যা তৈরি করবেন তাই দেখতে অনেক সুন্দর লাগবে। কারণ ফুলের সৌন্দর্য টাই তার সৌন্দর্য বৃদ্ধি করে দিবে।প্রথমে আপনি গাঁদা ফুল দিয়ে একটি রাউন্ড করে নিয়েছেন।এরপরে গোলাপ ফুল দিয়ে রাউন্ড করেছেন।আপনার ফুলগুলো সাজানোটা অনেক দারুন হয়েছে। জিনিয়া ফুল গুলো উপরে দেয়ার কারণে এর সৌন্দর্যটা আরেকটু বেশি বৃদ্ধি পেয়েছে।ফুল দিয়ে খুবই সুন্দর একটি আসন তৈরি করেছেন এবং সেটা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি আপনাকে ।

 2 months ago 

সরস্বতী পুজো উপলক্ষে দারুন ভাবে সাজিয়েছেন দিদি। দিদি আপনার হাতের কাজ সত্যিই অনেক সুন্দর। সেই জন্যই আপনার উপর ঘর সাজানোর দায়িত্ব পরে। ফুল দিয়ে যে এত সুন্দর ভাবে ডেকোরেশন করা যায় তা আজকে প্রথম দেখলাম। সত্যি দিদি আপনার গুণের কথা বলে শেষ করার মত নয়। আপনার ওই দুটি হাতে জাদু আছে। গোলাপ ফুলের পাপড়ি গুলো খুব সুন্দর ভাবে সাজিয়েছেন। আর মাঝের অংশে হলুদ গাঁদা ফুল দেওয়াতে আরও বেশি সুন্দর লাগছে।

 2 months ago 

দিদি পুজো তে সবাই সবটা করলেও আপনি ঘর সাজানোর কাজ করেন।আপনার আসন সাজানো দেখে আমার চোখ জুড়িয়ে গেলো। আপনি খুব সুন্দরভাবে ফটোগ্রাফি গুলো তুলে ধরেছেন, দারুন লাগলো। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দিদি আপনাকে।

 2 months ago 

ফুল দিয়ে চমৎকার ভাবে আসন সাজানোর কিছু ছবি শেয়ার করেছেন। এধরনের ফুল গুলো একসাথে দেখতে ভীষণ ভালো লাগে। দিদি আপনি চমৎকার একটি পোস্ট শেয়ার করার। আপনার পোস্ট পড়ে ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন।

 2 months ago 

আপনি বিভিন্ন রঙের ফুল দিয়ে দারুন একটি আসন তৈরি করে আমাদের মাঝে দেখিয়েছেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে এত সুন্দর একটা দক্ষতা দেখে। এখন শীতের সময় বিভিন্ন ফুলের সমারহ চারিদিকে। আপনি গাঁদা ফুলের ভেতরে গোলাপের পাপড়ি দিয়ে আরো সৌন্দর্য বৃদ্ধি করেছেন আসন বিন্যাসে।

 2 months ago 

দিদি আপনার ফুল দিয়ে আসন সাজানোর ছবি গুলো অনেক সুন্দর হয়েছে। গত ২৬ তারিখ মনে হয় সরস্বতী পুজা গেছে। গোলাপ ফুলের সাথে দুই জাতের গাদা আর জিনিয়া ফুল গুলো খুব মানিয়েছে। আসনটা এতসুন্দর হয়েছে যে আমি প্রথমে ভেবেছিলাম কোথাও থেকে ছবি সংগ্রহ করেছেন। পরে দেখি আপনি নিজের হাতে আসনটি সাজিয়েছেন। ধন্যবাদ দিদি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.06
JST 0.025
BTC 27138.22
ETH 1715.25
USDT 1.00
SBD 2.74