কোরালের ফটোগ্রাফি
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে জলের তলার কিছু কোরালের ছবি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি । আশা করি আপনাদের ভালো লাগবে।
আন্দামান জায়গাটা খুব সুন্দর এবং আন্দামানের পোর্ট ব্লেয়ারে সামুদ্রিক তলদেশ দেখার জন্য এবং সেখানে কিছু সামুদ্রিক মাছ দেখার জন্য আলাদা ভাবে মিউজিয়াম করে রাখা হয়েছে। যেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে । খুব কম টাকায় এই মিউজিয়ামটা ভিজিট করা যায়। যেখানে দেখার মত অনেক কিছু রয়েছে ।বিশেষ করে আমার তো মাছ গুলো খুব ভালো লেগেছিল ।তাছাড়াও কোরাল যে এত রকমের হয় যেটা আমরা সমুদ্রের তলদেশে তো সবাই গিয়ে দেখতে পারি না ।তারই কিছু নমুনা যখন এইভাবে মিউজিয়ামে সংরক্ষিত করে রাখা হয়েছে তা দেখার মত ছিল। এবং এরম জিনিস সংরক্ষণ করে রাখলেও আমরা অনেক কিছু শিখতে এবং জানতে পারি।
আজকে আমি কিছু কোরালের ছবি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি ।আশা করি আপনাদের খুব ভালো লাগবে।
ডিভাইস | iphone 13pro max |
---|---|
লোকেশন | (আন্দামান ) |
ক্রেডিট | @swagata21 |
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
প্রতিটি কোরালের ছবি ভীষণ ভালো। সাধারণত এগুলো সমুদ্রের তলদেশে থাকে বলে আমরা কখনোই সামনে থেকে দেখতে পাই না। কিন্তু আপনি যেভাবে ছবি তুলে সবকটি চোখের সামনে নিয়ে এলেন তা ভীষণ ভালো লাগলো। দীঘার মেরিন মিউজিয়ামে দু একটি জীবন্ত কোরাল দেখেছি। আন্দামান যাওয়া হয়নি। তাই এই মিউজিয়ামটি ও চোখের সামনে কখনো দেখা হয়নি।
বৌদি ,আজ প্রথমবারের মতো কোরালের ফটোগ্রাফি দেখলাম।আর নতুন ধারণা পেলাম এগুলো কত ধরনের হতে পারে।শেষেরটি একটু ভয়ংকর ছিল কিন্তু 5 নং এর টা দারুণ লাগলো।সমুদ্রের তলদেশে এগুলোর প্রাণ থাকে সেসময় আরো অনেক সুন্দর দেখতে লাগে,মাঝে মাঝেই এই দৃশ্যগুলি ইউটিউবে দেখার চেষ্টা করি।খুবই ভালো লাগলো অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখে, ধন্যবাদ বৌদি।
আসলেই মিউজিয়ামে এমন জিনিস সংরক্ষণ করে রাখলে আমরা দেখার এবং জানার সুযোগ পাই। যাইহোক এতো ধরনের কোরাল রয়েছে, সেটা আমার জানা ছিলো না। নতুন নতুন জিনিস দেখলে সত্যিই খুব ভালো লাগে। ফটোগ্রাফি গুলো দারুণভাবে ক্যাপচার করেছেন বৌদি। পোস্টটি দেখে আসলেই খুব ভালো লাগলো। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।