ভাই বোনদের নিয়ে কিছুটা সময় কাটানো

in আমার বাংলা ব্লগlast month

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে ভাই বোনদের নিয়ে কিছুটা সময় কাটানোর মুহূর্ত ভাগ করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।



হঠাৎ করে কোনো কিছু প্ল্যান করলে সেটা বেশ মজারই হয় । মাতৃ দিবসের দিন আমাদের একটা জায়গায় নেমন্তন্ন ছিল আর সেখান থেকে আসতে অনেকটা দেরি হয়ে গেছিল ।এটা এর আগের পোস্টে আমি বলেছিলাম। তবে যাই হোক যেহেতু মায়ের জন্য যে কেকটা এনেছিলাম সেটা কাটাতেও একটু দেরি হয়ে গেছিল।

WhatsApp Image 2024-05-16 at 01.19.12.jpeg


এই কেক কাটার পর আমি নিচে কাকিমনিদের কেক দিতে গিয়েছিলাম ।আর ততক্ষণে আমি আর ব্ল্যাকস মনে মনে প্ল্যান করেছিলাম যে সব ভাইবোনরা একসাথে খাওয়া দাওয়া করবো ।সেটা সম্পূর্ণই আমাদের প্ল্যান ছিল ।আগে থেকে কাউকে জানাই ও নি। রাত এগারোটা বাজতে আমি সবাইকে বললাম যে তারা একসাথে খাবে কিনা; আর হয়তো জিজ্ঞেস করার দরকার ছিল না তবুও করে নিয়েছিলাম, কারণ সেই দিনটা ভাই বোনরাও মাকে নিয়ে বেরিয়েছিল তাই খেয়ে এসেছিল কিনা তার জন্যই আগে দিয়ে জানাটা দরকার ছিল ।

WhatsApp Image 2024-05-16 at 01.20.09.jpeg

যখনই একসাথে খাবারের কথা বললাম সবাই মিলে তখন রাজি হয়ে গেল ।আর একসাথে খাওয়ার যে কি মজা সেটা আমি মুখে প্রকাশ করতে পারবো না। এই শুনে আমিও তাড়াতাড়ি করে অনলাইন অর্ডার দিয়ে দিয়েছিলাম। সকলেই নিজের নিজের পছন্দের খাবার বললো ।আর যে যেটা বলেছে সেটাই অর্ডার করে দেওয়া হয়েছে। তাতেই সকলে বলেছিল যে ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন খাবে ।আর সেই মত অর্ডার করেছিলাম। অর্ডার করার তিরিশ মিনিট পরেই আমাদের খাবার চলে এসেছিল।

WhatsApp Image 2024-05-16 at 01.19.15.jpeg

আর ওই ৩০ মিনিটে ভাইবোনরা কিছু খেলা খেলছিল ।তখন আমি ছিলাম না ;কারণ যেহেতু খাবার আসবে তাই বারবার উঠতেও হবে তাই ওরাই খেলছিল।

WhatsApp Image 2024-05-16 at 01.19.16.jpeg

আর একসাথে থাকলে তো আগেও বলেছিলাম প্রচুর মজা হয়। আর কিছুক্ষণের জন্য যেন আমাদের খুব ভালো লাগছিল। যখন খাবার এসে গিয়েছিল ততক্ষণে ওদের খেলা ও শেষ হয়ে গিয়েছিল। তারপর একসাথে খাওয়া দাওয়া করলাম। প্রচুর গল্প করলাম। হাসাহাসি করলাম। খাওয়া শেষে আমাদের প্ল্যান হলো যে রাত্রেবেলা ঘুরতে বেরোবো ।আর যখন আমাদের খাওয়া শেষ হয়েছিল তখন অলরেডি বারোটা বেজে গিয়েছিল। আর রাত্রেবেলার প্ল্যান করাতে তো বিশাল খুশি সবাই ।ঘুরতে যাওয়ার প্ল্যান আর ঘোরার সবটাই আমি পরে কোনো একটি পর্বে আপনাদের সাথে ভাগ করে নেব।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 last month (edited)

হ্যাঁ দিদি আপনি ঠিকই বলেছেন হঠাৎ করে প্লান করার মজাই আলাদা। আর সাথে যদি ভাই বোনেরা একসাথে থাকে তাহলে তো তার ফিলিংসটা অন্যরকম। হঠাৎ করেই আপনি দেখছি ভাই-বোনদের সাথে আরও ভালো সময় উপভোগ করার জন্য কিছু খাবারের আইটেম তৈরি করলেন। আপনার খাবারের আইটেমের মধ্যে যে লুডুস ছিল এটা আমার খুবই পছন্দের একটি খাবার। আর এভাবে ভাই-বোনদের সাথে খাওয়া দাওয়া করে বেশ সুন্দর একটি মুহূর্ত উপভোগ করলেন সেই সাথে আমাদের মাঝে শেয়ার করলেন দেখে তো বেশ লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি শেয়ার করার জন্য।

 last month 

আপনাদের ওখানে ফ্রাইড রাইসটা সবসময় দেখি বাসমতি চাল দিয়ে করে। আমাদের এখানে অন্য চাউল দিয়ে ফ্রাইড রাইস তৈরি করে। তাই আপনাদের ফ্রাইড রাইসটা দেখে আমার খেতে খুব ইচ্ছা করে। কোলকাতায় গেলে অবশ্যই আপনাদের এই ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়ে দেখবো। কারণ খাবার গুলোর চেহারা দেখেই মনে হয় দারুন মজা হবে খেতে। আর এইভাবে ভাই বোনের সাথে একসাথে আড্ডা দেয়া আর খাওয়া-দাওয়ার বা মাঝে যে মজা রয়েছে সেটার সাথে আর কোনো কিছুর তুলনা হয় না। পোস্টটি পড়ে ভালো লাগলো। ধন্যবাদ দিদি আপনাকে।

 last month 

ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে সবাই মিলে কতোটা মজা করেছেন।ভাই-বোনদের সাথে কাটানো মূহুর্তগুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দিদি।এভাবে হাসি আনন্দে কাটুক সারাটি জীবন এই আশির্বাদ করি সব সময়।খাওয়া -দাওয়া শেষ করে সবাই কোথায় ঘুরতে বের হলেন এতো রাতে। পরবর্তী পর্বে হয়তো জানবো।ধন্যবাদ দিদি চমৎকার অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 last month 

ভাইবোনরা সবাই এক সাথে যেকোন খাবার খেতেই অনেক ভালো লাগে। সবাই এক সাথে কোন কিছু খাওয়ার মজাই আলাদা। আর এখন যেহেতো চাইলে অনলাইন থেকে খাবার অর্ডার করা যায়, রান্না বান্নার কোন জামেলাও নেয়। আপনার অনুভূতি দারুন ছিল। ধন্যবাদ।

 last month 

মাঝেমধ্যে অনলাইনে অর্ডার করে খাবার খেতে বেশ ভালোই লাগে। আর ভাইবোনদের সাথে এভাবে সময় কাটাতে পারলে সত্যিই খুব ভালো লাগে। ফটোগ্রাফি গুলো দেখেই বুঝা যাচ্ছে আপনারা দারুণ সময় কাটিয়েছিলেন। খাওয়া দাওয়া শেষ করে রাতের বেলায় আপনারা তো মনে হচ্ছে গঙ্গার ঘাটে ঘুরতে গিয়েছিলেন। যাইহোক রাতের বেলা ঘুরতে যাওয়ার পর্বের অপেক্ষায় রইলাম বৌদি।

 last month 

সত্যি কথা বলতে এইভাবে প্ল্যান করে ভাই বোনদের নিয়ে একসাথে বসে খাওয়া-দাওয়া করার মজাটাই আলাদা। তোমার এবং দাদার প্ল্যানে আশা করি, ছোট ভাই-বোনরা অনেক খুশি হয়েছিল। যাইহোক, তোমরা সবাই মিলে ফ্রাইড রাইস, চিলি চিকেন এবং চাওমিনও খেয়েছিলে যা দেখছি দিদি। অভারাল তোমরা সবাই মিলে যে সুন্দর সময় কাটিয়েছিল , এটা দেখে বেশ ভালো লাগছে দিদি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.030
BTC 60843.73
ETH 3406.11
USDT 1.00
SBD 2.57