DIY- টিয়া পাখির চিত্র অংকন।//১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে খুব সহজভাবে টিয়া পাখির চিত্র অঙ্কন করে দেখালাম।আশা করি সকলের ভালো লাগবে ।



টিয়া প্রজাতি অতিপরিচিত ও সুদর্শন পাখি। সবুজ টিয়া সহজেই পোষ মানে এবং মানুষের মতো করে কথা বলতে পারে। এরা সাধারণত বন, বৃক্ষবহুল এলাকা, প্রশস্ত পাতার বন, আর্দ্র পাতাঝরা বন, খোলা বন, পাহাড়ি বন, চা-বাগান, বসতবাড়ির বাগান, আবাদি জমি, পুরোনো বাড়িতে বসবাস ও বিচরণ করে।খাদ্যতালিকায় আছে পত্রগুচ্ছ, ফুল, ফল, লতাপাতা, বীজ ও ফলের মিষ্টি রস।

WhatsApp Image 2022-04-24 at 11.31.58 PM (3).jpeg


উপকরণ



• খাতা
• সবুজ রং
• হলুদ রং
• লাল রং
• খয়রি
• কালো রং

প্রথম ধাপ



• প্রথমে একটি খাতা, হলুদ রং, লাল রং ,সবুজ , খয়রি,কালো রং নিয়ে নিলাম।

WhatsApp Image 2022-04-24 at 11.59.07 PM.jpeg


দ্বিতীয় ধাপ


• প্রথমে টিয়াপাখির মাথার কিছুটা অংশ এঁকে নিলাম।

WhatsApp Image 2022-04-24 at 11.29.37 PM.jpeg


তৃতীয় ধাপ


WhatsApp Image 2022-04-24 at 11.29.37 PM (1).jpeg

WhatsApp Image 2022-04-24 at 11.29.37 PM (2).jpeg


চতুর্থ ধাপ


• এরপর টিয়া পাখির ঠোঁট লাল রঙ দিয়ে এঁকে নিলাম।

WhatsApp Image 2022-04-24 at 11.29.38 PM.jpeg


পঞ্চম ধাপ



• এরপর টিয়া পাখির গায়ের রং সবুজ, হলুদ ও আকাশি করে দিলাম।

WhatsApp Image 2022-04-24 at 11.29.38 PM (2).jpeg


ষষ্ঠ ধাপ


• এরপর টিয়াপাখির পাশ দিয়ে খয়রী রং দিয়ে গাছের ডালে এঁকে ফেললাম।

WhatsApp Image 2022-04-24 at 11.29.39 PM.jpeg


সপ্তম ধাপ


WhatsApp Image 2022-04-24 at 11.29.39 PM (1).jpeg


অষ্টম ধাপ



• এরপর কালো রঙ দিয়ে টিয়া পাখি এবং গাছের ডাল বর্ডার করে নিলাম।

WhatsApp Image 2022-04-24 at 11.29.39 PM (2).jpeg


নবম ধাপ


WhatsApp Image 2022-04-24 at 11.31.58 PM (2).jpeg


দশম ধাপ


• তারপর সবুজ রং দিয়ে গাছের পাতা এঁকে ফেললাম।

WhatsApp Image 2022-04-24 at 11.31.58 PM (3).jpeg


একাদশ ধাপ


WhatsApp Image 2022-04-24 at 11.33.44 PM.jpeg


ধন্যবাদ

Sort:  
 2 years ago 

দিদি আপনার অঙ্কিত টিয়া পাখির চিত্রটি দেখতে কিউট লাগছে। টিয়া পাখি দেখতে অনেক সুন্দর হয় ।আপনার অংকন এর মাধ্যমে সৌন্দর্য তা ভালই উপভোগ করলাম শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে একটি টিয়া পাখির চিত্র অঙ্কন করেছেন। আসলে টিয়েপাখি আমার কাছে অনেক ভালো লাগে। অনেকে ময়না পাখি পছন্দ করেন। তবে আমার কাছে টিয়েপাখি ভীষণ ভালো লাগে। ইচ্ছা ছিল অনেক টিয়ে পাখি পোষার জন্য। তবে ওই ভাবে হয়ে ওঠেনি। খুব সুন্দর ভাবে চিত্রটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন দিদি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আমারও একটা পোষা টিয়া পাখি ছিলো দিদি মনি, তবে কয়েকদিন পরে পাখিটি আমার কাছ থেকে দূরে চলে যায়, যাই হোক আপনি কিন্তু অনেক সুন্দর একটি টিয়া পাখি আর্ট করেছেন দিদি, আপনার উপস্থাপনাও অমন সুন্দর ছিলো শুভকামনা রইলো দিদি মনি।

 2 years ago 

আপু আপনার টিয়া পাখির চিত্র অংকন টি খুবই চমৎকার হয়েছে। আমার কাছেতো খুবই ভালো লেগেছে। আপনি আমাদের সামনে এর প্রতিটি ধাপ তুলে ধরেছেন যা দেখে খুব সহজেই আপনার অঙ্কন পদ্ধতি বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago (edited)

টিয়া পাখি দেখতে আমার খুব ভাল লাগত। তাই এই ভালোলাগা থেকে আমি অনেক চেষ্টা করেছি টিয়া পাখি পোষার জন্য। কিন্তু পরবর্তীতে সেটা আর হয়ে ওঠেনি। যাইহোক আপনার টিয়া পাখির অংকন টি খুব চমৎকার হয়েছে গাছের ডালে বসে থাকা অংকন করাতে বেশ ভালো লাগছে। চিত্রাংকন টি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও আপু পাখির চিত্র অংকন অনেক সুন্দর হয়েছে। অনেক ভালো লাগছে দেখতে। চিত্রাঙ্কনের স্টেপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল

 2 years ago 

আপনার টিয়া পাখির চিত্রটী খুবই সুন্দর হয়েছে দিদি। আসলে আপনারা রঙ এর ব্যবহার খুব সুন্দর পারেন। কি সাবলিল ভাবে একে ফেললেন। আমার তো এমন চিত্র আঁকতে দম বার হয়। খুব চমৎকার হয়েছে দিদি। শুভেচ্ছা নিয়েন।

 2 years ago 

দিদি আপনার টিয়া পাখির চিত্র অংকন। দেখতে অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি কারের টিয়া পাখির মতোই হয়েছে। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

আপনি দারুণ দক্ষতায় টিয়া পাখির চিত্র অঙ্কন করেছেন। আমার তো বেশ ভাল লাগল। কালার কম্বিনেশন টি অনেক সুন্দর ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন।আপনার জন্য শুভকামনা রইলো

 2 years ago 

সত্যি আপু অসাধারণ হয়েছে আপনার অঙ্কন টি। আর সত্যি কথা বলতে এই ধরনের টিয়া পাখির কথা বলা আমার কাছে মাঝেমধ্যে অবিশ্বাস্য লাগে হাহা☺️।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60684.92
ETH 2911.45
USDT 1.00
SBD 2.30