কমেন্ট মনিটরিং রিপোর্ট[ ১১৩ তম সপ্তাহ] ।। ১৭ই নভেম্বর ২০২৪

in আমার বাংলা ব্লগlast month (edited)
শুভেচ্ছা সবাইকে আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ হতে

"আমার বাংলা ব্লগ" এর নতুন উদ্যোগ কমেন্ট মনিটরিং এর ১১৩তম পোষ্টটি প্ৰকাশ করতে চলেছি।আমাদের এই অনুসন্ধান শুধুমাত্র Active Super List 【with progressive super list】 এ অন্তর্ভুক্ত সদস্যদের উপর করা হয়েছে।এই রিপোর্টটি সদস্যদের কমেন্ট এর মান উন্নয়নে সহায়তা করবে।

Comment_Motiring2.png


আমার বাংলা ব্লগের এটি একটি নতুন উদ্যোগ, কমেন্ট মনিটরিং এবং ট্রানজেকশন মনিটরিং। প্রতি শুক্রবার একটি লিস্ট প্রকাশিত করা হবে। সেই লিস্টে আপনাদের এক্টিভিটিস এবং কমেন্ট এর উপর ভিত্তি করে একটি পয়েন্ট দেওয়া হবে। কমিউনিটির ভারসাম্য রক্ষার জন্যই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই রিপোর্টটি প্রকাশিত করা হবে। আপনার কমেন্টে কী কী সমস্যা রয়েছে সেগুলো সংক্ষিপ্ত আকারে বর্ণনা দেওয়া থাকবে। আশা করি এই পোস্টটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে এবং পরবর্তীতে আপনাদের ভুলগুলো শুধরে আরো ভালোভাবে কাজ করতে পারবেন। নিম্নে গত সপ্তাহে সুপার একটিভ লিস্টের ইউজারদের পয়েন্ট তুলে ধরা হলো-


Comments Monitoring Report Of Active Super List


SerialUsernamePointsCommentsRemarks

SerialUsernamePointsCommentRemark
01@tasonya9.2/10291কমেন্টস এর মান ভালো, সবকিছুই ঠিক রয়েছে।
02@mohinahmed9.1289কমেন্টস এর মান ভালো, সবকিছুই ঠিক রয়েছে।
03@monira9999.0253কমেন্টস এর মান ভালো, সবকিছুই ঠিক রয়েছে।
04@neelamsamanta8.9249কমেন্টসের মান ভালো, সব কিছুই ঠিক রয়েছে।
05@narocky718.7190কমেন্টসের মান ভালো, ছোটখাটো কিছু ভুল ছাড়া মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে।
06@isratmim8.6212কমেন্টসের মান ভালো, সব কিছুই ঠিক রয়েছে।
07@kausikchak1238.5174কমেন্টস এর মান ভালো, মোটামুটি সবকিছুই ঠিক রয়েছে।
08@bdwomen8.3206ছোটখাটো ভুল ছাড়া মোটামুটি সবকিছুই ঠিক রয়েছে।
09@emon428.1195কমেন্টসের মান ভালো, ছোটখাটো কিছু ভুল ছাড়া মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে।
10@purnima148144কমেন্টের মান মোটামুটি ঠিক আছে।
11@samhunnahar8129কমেন্টস এর মান ভালো, সবকিছুই ঠিক রয়েছে।
12@selina757.9146কমেন্টস এর মান ভালো, মোটামুটি সবকিছুই ঠিক রয়েছে।
13@bijoy17.8143কমেন্টসের মান ভালো, মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে।
14@jannatul017.7163ছোটখাটো বেশ কিছু বানান ভুল রয়েছে, এছাড়া বাকি সবকিছুই মোটামুটি ঠিক রয়েছে।
15@polash1237.6121কমেন্টস এর মান ভালো, সবকিছুই ঠিক রয়েছে।
16@tanjima7.4136কমেন্টস এর মান ভালো, মোটামুটি সবকিছুই ঠিক রয়েছে।
17@tania697.3118কমেন্টসের মান ভালো, মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে।
18@riyadx27.2116কমেন্টসের মান ভালো, মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে।
19@kibreay0017.1115কমেন্টসের মান ভালো, মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে।
20@saymaakter7.1115মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে।
21@aongkon7.0122কমেন্টসের মান ভালো, ছোটখাটো কিছু ভুল ছাড়া মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে।
22@rahnumanurdisha7.9108কমেন্টসের মান ভালো, ছোটখাটো কিছু ভুল ছাড়া মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে।
23@jamal77.7156ছোটখাটো প্রচুর বানান ভুল, কমেন্টস সাবমিট করার আগে আরও একবার ভালোভাবে পড়ে নিতে হবে।
24@ah-agim7.5167বিভিন্ন পোস্টে কমেন্টের রিপ্লাই দিয়ে কমেন্ট সংখ্যা বাড়ানোর চেষ্টা করেছেন.
25@tanha0017.5127কমেন্টের মান মোটামুটি ঠিক আছে।
26@green0157.579কমেন্টস এর মান ভালো, মোটামুটি সবকিছুই ঠিক রয়েছে।
27@sumon097.196বানানের প্রতি খেয়াল রাখতে হবে ছোটখাটো প্রচুর বানান ভুল রয়েছে।
28@shapladatta7136কমেন্টস এর মান আরও বৃদ্ধি করতে হবে, [টি আর এক্স অ্যাড্রেস লিংকআপ করেননি]
29@hiramoni7110সপ্তাহের বেশিরভাগ সময় ইনটেক্টিভ ছিলেন এবং শেষ মুহূর্তে এসে খুব বেশি কমেন্ট করেছেন
30@kazi-raihan7102ছোটখাটো বেশ কিছু বানান ভুল রয়েছে, এ ছাড়া বাকি সব কিছুই মোটামুটি ঠিক রয়েছে।
31@parul19799কমেন্ট এর মান মোটামুটি ভালো কিন্তু কমেন্ট সংখ্যা বৃদ্ধি করতে হবে।
32@selinasathi1776জেনারেল রাইটিং গুলোতে কমেন্ট কম, এছাড়া মোটামুটি সবকিছু ঠিক আছে।
33@mahfuzur8886.9107ইরেগুলার কমেন্ট এক্টিভিটিস, এছাড়া মোটামুটি সবকিছু ঠিক আছে
34@ayaan0016.8102কমেন্ট এর তুলনায় রিপ্লাই এর সংখ্যা বেশি
35@mohamad7866.796ইরেগুলার কমেন্ট এক্টিভিটিস, এছাড়া মোটামুটি সবকিছু ঠিক আছে
36@shopon7006.6100আর্ট, রেসিপি, ফটোগ্রাফি ও ডাই জাতীয় পোস্টে শুধু কমেন্টস, বিভিন্ন ধরনের রাইটিংগুলোতে কমেন্টস অনেক কম.
37@bristy16.698ইরেগুলার কমেন্ট এক্টিভিটিস,
38@alif1116.597কমেন্ট এর মান বৃদ্ধি করতে হবে
39@joniprins6.589ইরেগুলার কমেন্ট এক্টিভিটিস অন্যের পোস্টে কমেন্টের পরিমাণও কম হয়েছে
40@rayhan111688কমেন্ট অতি সংক্ষিপ্ত হয়ে গেছে
41@nazmul01561ছোটখাটো বেশ কিছু বানান ভুল রয়েছে, অন্যের পোস্টে কমেন্ট কম হয়েছে।
42@mdemaislam00558অন্যের পোস্টে কমেন্ট কম হয়েছে।
43@tuhin002553কমেন্টের পরিমান বাড়াতে হবে।
44@nilaymajumder5.049কমেন্টস এর মান ভালো,মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে কিন্তু কমেন্টস সংখ্যা তুলনামূলকভাবে খুব কম।
45@fasoniya459ইরেগুলার কমেন্ট এক্টিভিটিস, কমেন্ট এর মান বৃদ্ধি করতে হবে
46@tauhida444অন্যের পোস্টে কমেন্ট কম হয়েছে।
47@ronggin3.113শুধু লাস্ট একদিনে কমেন্ট করেছেন, এর আগে কোন কমেন্টস নেই।
48@maria470001কোনো অ্যাক্টিভিটিস নেই
49@nevlu1230000কোনো অ্যাক্টিভিটিস নেই

Team Leader
@swagata21

Executive Member
@alsarzilsiam
@winkles
@tangera

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

image.png

Heroism_3rd.png

*

Posted using SteemPro Mobile


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

1000158488.jpg

PUSS COIN:BUY/SELL

Sort:  
 last month 

রিপোর্টটি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এই রিপোর্টের মাধ্যমে আমি আমার অবস্থা সম্পর্কে জানতে পারলাম। আশা করছি আগামী সপ্তাহে ভালো করব।

 last month 

কমেন্ট মনিটরিং রিপোর্টটি আমাদের প্রত্যেক ইউজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে কমেন্টের সংখ্যা জানা যায়। তাছাড়া কোন ভুল ত্রুটি আছে কিনা সবকিছু বিস্তারিত জানা যায়। সম্পূর্ণ তথ্য আমাদের সাথে বিস্তারিত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

 last month 

সবাই কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখে খুব ভালো লাগলো। চেষ্টা করবো নিজের কমেন্টের মান বৃদ্ধি করার জন্য। নিজের ভুল ত্রুটি সংশোধন করে নিবো। কমেন্ট মনিটরিং রিপোর্ট আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন দিদি।

 last month 

এই সপ্তাহে কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখে খুবই ভালো লাগলো। এই সপ্তাহে আমার কমেন্ট অনেক কম হয়েছে, চেষ্টা করবো আগামী সপ্তাহে বৃদ্ধি করতে। ধন্যবাদ দিদি সুন্দর ভাবে গুছিয়ে পোস্ট উপহার দেওয়ার জন্য।

 last month 

গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে কমেন্ট মনিটরিং রিপোর্টে সামান্য উন্নতি হয়েছে আশা করি পরের সপ্তাহে আরো ভালো করতে পারব ইনশাল্লাহ।

 last month 

অবশেষে কমেন্ট মনিটরিং রিপোর্টটি পেয়ে গেলাম। আসলে পুরো এক সপ্তাহের কাজের ভুল এবং গতি দেখার জন্য কমেন্ট মনিটরিং রিপোর্ট টি আমাদের প্রত্যেক ইউজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি যাদের ভুল রয়েছে তারা নিজেদের সংশোধন করে ভালো করে কাজ করবে। অসংখ্য ধন্যবাদ দিদি কমেন্ট মনিটরিং রিপোর্টটি গোছালোভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last month 

এই সপ্তাহের কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে দিদি। আমি প্রতিনিয়ত এভাবেই চেষ্টা করছি ধারাবাহিকতা বজায় রেখে কমেন্ট করে যাওয়ার জন্য। আমার কমেন্টের মান এবং পয়েন্ট সংখ্যা দেখে অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ দিদি এই রিপোর্টটা এত সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

কমেন্ট মনিটরিং রিপোর্টি দেখে অনেক ভালো লাগলো।এই রিপোর্ট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।এই রিপোর্টের মাধ্যমে আমরা আমাদের সকল কাজের ভুল ত্রুটির তথ্যগুলো পেয়ে থাকি।রিপোর্টের তথ্য অনুযায়ী সব ঠিক আছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ দিদি রিপোর্টি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ।

 last month 

বরাবরের মতো এই সপ্তাহে কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখে অনেক ভালো লাগলো। আমরা কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখে বুঝতে পারি সারা সপ্তাহ জুড়ে কেমন কমেন্ট করেছি। যাই হোক নিজের কমেন্টের মন ধরে থাকার চেষ্টা করি। ধন্যবাদ দিদি পোস্ট টি শেয়ার করার জন্য।

 last month 

প্রত্যেক সপ্তাহে ন্যায় এই সপ্তাহেও আমার বাংলা ব্লগ কমিউনিটির ইউজারদের কমেন্ট মনিটরিং রিপোর্ট প্রকাশ করা হয়েছে। প্রত্যেক সপ্তাহের তুলনায় এই সপ্তাহে নিজের অবস্থানটা ভালো জায়গা রয়েছে দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। চেষ্টা করব সব সময় নিজের কাজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.24
JST 0.037
BTC 96305.83
ETH 3315.31
USDT 1.00
SBD 3.19