ঢেউসাগর পার্কে
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।গত পর্বে আমি উদয়পুর বিচের কিছু মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নিয়েছিলাম। আজকে আমি আপনাদের সাথে ঢেউ সাগর জায়গাটির কিছু মুহূর্ত ভাগ করে নিচ্ছি।আশা করি সকলের ভালো লাগবে।
দীঘায় পর্যটকদের জন্য নতুন একটি আকর্ষণ হলো ঢেউসাগর। অনেক বছর আগে এই জায়গাটি বিশাল ঝাউ বন দিয়ে একটি পার্ক মতো তৈরি করা হয়েছিল। তখন পর্যটকরা অত বেশি এই জায়গাটি চিনতো না।কিন্তু পরে এই জায়গাটির নাম চেঞ্জ করে রাখা হয় ঢেউসাগর পার্ক ।
দীঘার সাইড সিন গুলোর মধ্যে এই ঢেউ সাগর পার্ক ও পড়ে ।আমরা যখন উদয়পুর বিচ থেকে এই ঢেউসাগর পার্কে এসেছিলাম ,ভেবেছিলাম হয়তো অনেক কিছু দেখার আছে কিন্তু সেই ভাবে এখানে দেখার কিছুই নেই। সত্যি কথা বলতে কিছু নেই কথাটা বললেও হয়তো ভুল হবে এই পার্কটি পুরোটাই বাচ্চাদের জন্য। যারা বিশেষ করে তিন থেকে সাত আট বছরের বাচ্চা তাদের জন্যই অনেক রকম রাইড এর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এই ঢেউ সাগর পার্কে আসার আগে কেউই বলতে চাইছিল না পার্কটি কেমন ।আসলেই এই পার্কে কোনো বাচ্চা থাকলে বা তাদের নিয়ে গিয়ে থাকলে তাদের অনেক আনন্দ লাগবে।না হলে খুব একটা প্রয়োজন নেই এই ঢেউসাগর জায়গাটিতে যাওয়ার। যদি আমরা আগে থেকে জানতাম যে শুধুমাত্র বাচ্চাদের জন্য তৈরি পার্কটা তাহলে হয়তো যেতাম না । ওই সময়টা হয়তো অন্যান্য বিচগুলোতে কাটাতে পারতাম।কিন্তু হ্যাঁ যেহেতু এটি একটি সুন্দর ঘোরার জায়গা তাই খুব অল্প সময়ই কাটিয়েছিলাম।এখানে প্রবেশ করতে কুড়ি টাকা করে টিকিট নিয়েছিল। এই জায়গাটিতে মনোরঞ্জনের জন্য সপ্তাহে দুদিন অর্থাৎ শনি এবং রবিবার সাংস্কৃতিক আসর বসে। এছাড়াও বিনোদনের জন্য এখানে টয়ট্রেন এবং বোটিং এর ব্যবস্থা রয়েছে।
এই ঢেউ সাগর জায়গাটি দেখে আমরা আবার দিঘার হোটেলে ফিরে এসেছিলাম ।মোটামুটি প্রায় দিঘার প্রত্যেকটি সাইড সিনই আমাদের দেখা হয়ে গেছিল। তারপরের দিন যেহেতু আমাদের বাড়ি ফেরার পালা ছিল তাই সেই রাতে খুব তাড়াতাড়ি হোটেলে চলে এসেছিলাম।
দিঘা থেকে ফেরার ট্রেন ছিল সকাল দশটায় এবং নামার সময় ছিল দুপুর দুটোয়। যেহেতু হাওড়ায় নেমেছিলাম সেহেতু হাওড়া থেকে ফেরার সেরকম কোনো গাড়ি পায়নি ।তাই আমরা সবাই হাওড়া থেকে লঞ্চে করে বাগবাজার নেমেছিলাম। সেখান থেকে গাড়ি করে বাড়ি ফিরেছিলাম ।সেই অভিজ্ঞতাটা ও ভীষণ সুন্দর হয়েছিল। সব মিলিয়ে আমাদের ফুল ফ্যামিলির দীঘা যাওয়ার জার্নি খুব সুন্দর ছিল এবং আমরা সবাই খুব মজা করেছিলাম। আর এখানেই দীঘা যাওয়ার পর্ব শেষ করলাম। আশা করি সকলের খুব ভালো লেগেছে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
ঢেউ সাগর পার্ক নামটি অনেক সুন্দর কিন্তু ছোট বাচ্চাদের জন্য অনেক প্রিয় জায়গা। সেখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা উপভোগ্য জিনিস রয়েছে । আপু এর আগে একটি পার্কে গিয়েছিলেন সেই পার্কটি আপনার কাছে খুবই পছন্দের ছিল এখানে এসে তেমন একটা আনন্দ বা মজা করতে পারেননি। যাইহোক, আমার কাছেও মোটামুটি ভালো লাগলো।
দিদি ঢেউসাগর নাম শুনতে যেমন সুন্দর তেমনি জায়গাটাও বেশ সুন্দর। বাচ্চাদের জন্য সত্যি খুব সুন্দর একটি জায়গা। আমার তো আপনার এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে ছেলেকে নিয়ে এখনি চলে যেতে ইচ্ছে করছে। আপনার দীঘা ভ্রমণের মোটামুটি সব পর্বই দেখেছি আর আপনার পোস্টের মাধ্যমে সেই জায়গার ফটোগ্রাফি দেখে আমরাও উপভোগ করেছি। প্রতিটা বিচের ফটোগ্রাফি খুব সুন্দর লেগেছে। আমার কাছেও এখন লঞ্চ দিয়ে চলাচল করতে অনেক ভালো লাগে। ধন্যবাদ দিদি আপনার দীঘা ভ্রমণের সবগুলো পর্ব এত সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য।
যদিও জায়গাটি প্রথম দিকে ঝাউবন দিয়ে একটি পার্ক তৈরি করা হয়েছিল। এর ফলে এই জায়গাটিকে কেউ চিনত না।পরে এই জায়গাটির নাম দিয়েছে ঢেউ সাগর পার্ক। এ পার্কে প্রবেশ করার জন্য জন প্রতি কুড়ি টাকা করে নিয়েছিল। আসলে পার্কটি ছিল ছোট বাচ্চাদের জন্য। আর এর কারণে আপনারা খুব একটা আনন্দ করতে পারেননি।তবে শনি ও রবিবারে আসলে একটু মনোরঞ্জন ভালই হয়, কারণ এই দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। দীঘায় যাওয়ার জার্নিটা অনেক ভাল ছিল আপনাদের। আপনার পুরো ফ্যামিলি নিয়ে অনেক সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ।
পার্কের নাম অতি সুন্দর। পাশাপাশি আপনি সুন্দরভাবে বর্ণনা করেছেন যেখানে ঘুরতে গিয়েছিলেন আর ঘুরতে গিয়েছিলেন একাধিক বন্ধু-বান্ধবীদের সাথে। আপনার আজকের এই এত সুন্দর একটি ঘোরাঘুরির পোস্ট আমাকে মুগ্ধ করেছেন। নতুন কোন স্থান সম্পর্কে অবগত হতে পারলাম এবং জানতে পারলাম বিশেষ তথ্য। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
দিদি দীঘা পর্ব শেষ করার পূবে ঢেউসাগর পার্কে গিয়ে তাহলে বেশি মজা হয়নি। খুজখুবর নিয়ে গেলে ভাল হতো। যাক না গেলে আফসোস থাকতো। গিয়ে ঘুরে এসেছেন,মনে আর কোন সন্দেহ থাকবে না। লাষ্ট হাওড়া আর লঞ্চ ঘাটের ফটো গুলো সুন্দর ছিল। ধন্যবাদ দিদি।
ঢেউ সাগর পার্ক নামটি কিন্তু দারুন। নাম শুনে মনে হয় সবাই এখানে ঢেউ এ ঢেউ এ ভাসবে।ছোট বাচ্চাদের জন্য ভাল জায়গা মজা করার।। বিভিন্ন রাইড আছে বাচ্চাদের জন্য। যাক তবুও ঘুরে গেলেন নয়ত আফসোস থাকতো।দীঘা নিয়ে ঘুরতে যাওয়ার অনুভূতি খুব ভাল ছিল জেনে ভাল লাগলো দিদি।অনেক ধন্যবাদ অনুভূতিগুলো শেয়ার করার জন্য।
টেউ সাগর পার্কে বেশ সুন্দর সব অতিবাহিত করেছেন দিদি ৷ যদিও পার্কটি শিশুদের জন্য তবে পার্কটি দেখতে ভালোই সুন্দর ৷ টেউ সাগর পার্কের আলোকচিত্র এবং আপনার অনুভুতি বেশ ভালো ছিলো ৷ ষাই হোক , আপনার ফুল ফ্যামিলির দীঘা যাওয়ার জার্নি খুব সুন্দর ছিল এবং আপনারা সবাই খুব মজা করেছিলেন জেনে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ দিদি শেয়ার করার জন্য ৷