Diy-এসো নিজে করি :বিশেষ ক্রিসমাস সপ্তাহ- ক্রিসমাস স্পেশাল গ্রিটিংস কার্ড //১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভাল আছেন, সুস্থ আছেন।প্রথমেই সকলকে মেরি ক্রিসমাস জানাই।আজ আমি আপনাদের সাথে ক্রিসমাস স্পেশাল গ্রিটিংস কার্ড বানিয়ে দেখালাম। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।


মেরি ক্রিসমাস উপলক্ষ্যে diy প্রতিযোগিতায় এটি আমার প্রথম অংশগ্রহণ। আমার ভীষণ ভালো লাগে এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এবং আমি সবসময় চেষ্টা করি এত সুন্দর সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। দাদার আয়োজিত এই ক্রিসমাস ইভেন্টের কথা জানার পর আমার খুবই ইচ্ছা ছিল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার এবং অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে।

গ্রিটিংস কার্ডের চল এখন আর নেই বললেই চলে😔। মনে আছে যখন আমরা খুব ছোটো ছিলাম তখন এই কার্ডের মাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা জানাতাম সব বন্ধুদেরকে।তখন কার্ড কেনার একটা আলাদাই মজা ছিল,এখন সবার হাতে স্মার্টফোন থাকায় কেউ আর কাউকে কার্ড এর মাধ্যমে শুভেচ্ছা জানায় না,সবাই ফোনের মাধ্যমে সেড়ে নেয়। যাই হোক আমার মনে হয় কার্ড দেওয়ার মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করে। আর যদি সেটা হাতে বানানো হয়ে থাকে তাহলে যেন খুব স্পেশাল লাগে।তা সেই কার্ড বন্ধুদেরকে দেওয়া হোক বা নিজের মানুষকেই দেওয়া হোক না কেন। তাই আজ আমি আপনাদের সাথে ক্রিসমাস উপলক্ষ্যে গ্রিটিংস কার্ড বানিয়ে ভাগ করে নিলাম সবার সাথে।


WhatsApp Image 2021-12-29 at 6.53.03 PM.jpeg

WhatsApp Image 2021-12-29 at 6.53.03 PM (1).jpeg




তৈরী করার পদ্ধতি:


উপকরণ


• একটি সাদা কাগজ
• একটা পেন্সিল
• কালো রঙের মার্কার পেন
• আকাশী রঙের কাগজ
• হলুদ কাগজ
• লাল স্কেচ পেন
• আঠা
• কাঁচি



প্রথম ধাপ


•সবার প্রথমে আমি একটি সাদা কাগজ, সবুজ কাগজ,আকাশী রঙের কাগজ,এবং হলুদ কাগজ, কাঁচি,আঠা, কালো,লাল স্কেচ পেন নিয়ে নিলাম।

WhatsApp Image 2021-12-29 at 6.43.43 PM.jpeg


দ্বিতীয় ধাপ



•এরপর সবুজ কাগজটিকে কাটার জন্য ভাজ করে নিলাম। তার সাথে পেন্সিল দিয়ে একটা ডিজাইন এঁকে নিলাম।

WhatsApp Image 2021-12-30 at 12.29.36 AM (3).jpeg


তৃতীয় ধাপ



•কাগজটা কাটার পর দেখতে ঠিক এইরকম হবে।

WhatsApp Image 2021-12-29 at 6.43.42 PM.jpeg


চতুর্থ ধাপ



•এরপর একটা সাদা কাগজ নিয়ে মাঝখান দিয়ে ভাজ করে নিলাম,তার সাথে যে সবুজ কাগজটা কেটেছিলাম সেটা সাদা কাগজের মাঝখানে আঠা দিয়ে লাগিয়ে দিলাম।

WhatsApp Image 2021-12-30 at 12.29.37 AM.jpeg


পঞ্চম ধাপ



•এরপর উল্টো ধরে স্কেল দিয়ে বক্স বক্স করে তিনটে দাগ কেটে নিলাম।

WhatsApp Image 2021-12-29 at 6.43.42 PM (2).jpeg


ষষ্ঠ ধাপ


•এরপর কাঁচি দিয়ে সেটা মাঝখান দিয়ে কাটলাম।

WhatsApp Image 2021-12-29 at 6.43.42 PM (1).jpeg


সপ্তম ধাপ


• কাটার পর সেটা মাঝখান দিয়ে ভাঁজ করে ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম,দেখতে
ঠিক এই রকম হবে।

WhatsApp Image 2021-12-29 at 6.43.41 PM (1).jpeg


অষ্টম ধাপ



•অপর সাইডটায় সাদা কাগজে আবার পেন্সিল দিয়ে দাগ কেটে নিলাম ডিজাইন করে। দাগ কেটে নেওয়ার পর কাঁচি দিয়ে সেটা কেটে নিলাম। দেখতে ঠিক এরকম হবে।

WhatsApp Image 2021-12-30 at 12.29.37 AM (2).jpeg



নবম ধাপ


•এবার যে হলুদ কাগজ টা নিয়েছিলাম সেটা মাঝখান দিয়ে ভাঁজ করে সাদা কাগজটা মাঝখান দিয়ে ঢুকিয়ে দিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। আঠা দিয়ে লাগানোর পর কাগজটা খুললে দেখতে ঠিক এ রকম লাগবে।

WhatsApp Image 2021-12-30 at 12.29.37 AM (1).jpeg


দশম ধাপ


•এরপর একটা সবুজ কাগজ নিয়ে তিনটে ত্রিভুজ এঁকে নিলাম।

WhatsApp Image 2021-12-29 at 6.43.40 PM (1).jpeg



একাদশ ধাপ


•এবার সেই ত্রিভুজ গুলো কেটে নিয়ে পরপর আঠা দিয়ে এইভাবে বসে নিলাম দেখতে ঠিক ক্রিসমাস ট্রি এর মতো লাগবে।

WhatsApp Image 2021-12-29 at 6.51.18 PM (1).jpeg


দ্বাদশ ধাপ


•এবার একটা সাদা কাগজে স্টার একে নিলাম। সেইমতো কেটে নিলাম এবং তাতে লাল স্কেচ পেন দিয়ে রং করে দিলাম।যে ক্রিসমাস ট্রি টা বানিয়েছিলাম তার মাথার উপর লাগিয়ে দিলাম।

WhatsApp Image 2021-12-30 at 12.29.36 AM (6).jpeg


ত্রয়োদশ ধাপ



•এবার একটা স্নোম্যান করার জন্য দুটো গোল করে কাগজ কেটে নিলাম। এবং সেটা আঠা দিয়ে লাগিয়ে দিলাম। স্নোম্যান এর টুপি করার জন্য একটা কাগজ কেটে নিলাম।এবং সেটাও স্কেচ পেন দিয়ে রং করে লাল করে নিলাম। এরপর ওই কাগজটা স্নোম্যান এর মাথায় লাগিয়ে দিলাম।

WhatsApp Image 2021-12-30 at 12.29.38 AM.jpeg


চতুর্দশ ধাপ


•যে ক্রিসমাস ট্রি টা বানিয়েছিলাম সেরকম আরেকটা ক্রিসমাস ট্রি বানিয়ে কার্ডটা বানানোর সময় মাঝখানে যে তিনটে ভাজ দিয়েছিলাম তারমধ্যে দুটো ভাঁজে ক্রিসমাস ট্রি টা লাগিয়ে দিলাম এবং মাঝখানের ভাজে স্নোম্যানটা লাগিয়ে দিলাম।

WhatsApp Image 2021-12-29 at 6.51.17 PM.jpeg

WhatsApp Image 2021-12-29 at 6.51.16 PM.jpeg

WhatsApp Image 2021-12-30 at 12.29.36 AM (1).jpeg


পঞ্চদশ ধাপ


•এবার ক্রিসমাস ট্রি এর মাঝখান লাগানোর জন্য একটা গোলাপী কাগজ রাউন্ড করে কেটে তাতে মেরি ক্রিসমাস লিখে লাগিয়ে দিলাম।

WhatsApp Image 2021-12-30 at 12.27.46 AM.jpeg



ষোড়শ ধাপ


•মোটামুটি গিটিংস কার্ড এর মাঝখানে যে কাজটা করার ছিল সেটা করা হয়ে গেছে। এবার সামনের দিকে ক্রিসমাস সংক্রান্ত ডিজাইন একে নিলাম নিজের হাতে।

WhatsApp Image 2021-12-29 at 6.51.14 PM.jpeg

WhatsApp Image 2021-12-30 at 12.29.36 AM.jpeg



সপ্তদশ ধাপ


•এবার কার্ডটা খুলে ভিতরে কিছু গিফট বক্স বানানোর জন্য আকাশি,সবুজ, গোলাপি, হলুদ কাগজ কেটে নিলাম। এবং সেটা আঠা দিয়ে লাগিয়ে দিলাম।

WhatsApp Image 2021-12-30 at 12.29.38 AM (1).jpeg



অষ্টদশ ধাপ


•সবশেষে কার্ডের ফ্রন্টএ যে আঁকাটা এঁকেছিলাম সেখানে মেরি ক্রিসমাস লিখে দিলাম।

WhatsApp Image 2021-12-29 at 6.51.14 PM (1).jpeg

WhatsApp Image 2021-12-29 at 6.53.03 PM.jpeg


১৯তম ধাপ


•ব্যাস তৈরি হয়ে গেল ক্রিসমাস স্পেশাল গ্রিটিংস কার্ড

WhatsApp Image 2021-12-29 at 6.53.03 PM.jpeg

WhatsApp Image 2021-12-29 at 6.53.03 PM (1).jpeg




WhatsApp Image 2021-12-29 at 8.03.46 PM (2).jpeg

WhatsApp Image 2021-12-29 at 8.03.46 PM.jpeg

গ্রিটিংস কার্ড এর সাথে আমার একটি নিজস্বী


ধন্যবাদ

Sort:  
 3 years ago 

আপু আপনার তৈরি করা স্পেশাল গ্রিটিংস কার্ড আমার খুব ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন যা দেখে সবাই খুব সহজে এটি তৈরি করতে পারবে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আমার খুব ভালো লাগলো আপু আপনি আমার পোস্টটি পুরোটা দেখেছেন এবং তার সাথে গঠনমূলক একটি মন্তব্য করেছেন,অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76491.95
ETH 2940.27
USDT 1.00
SBD 2.64