DIY-এসো নিজে করি: "দিন ও রাত এর সুন্দর দৃশ্য চিত্রাংকন"। //১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভাল আছেন, সুস্থ আছেন।আজ আমি যে ছবিটি অংকন করলাম তা মানুষের জীবনের সুখ-দুঃখ টাকে তুলে ধরলাম।মানুষের জীবনের সুখ-দুঃখ অনেকটা রাত এবং দিনের মতো। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।


রাতের অন্ধকার মানুষের জীবনের শেষ কথা নয়।'প্রতিদিনই সূর্য ওঠে, নতুন ভোর হয়'।


মানুষের জীবনটা বড় অদ্ভুত এবং বিচিত্র।কখন যে কার জীবনে কি ঘটে যায়,সেটা হয়তো সৃষ্টিকর্তা ছাড়া কেউই বলতে পারে না বা জানে না। হাসি-কান্না, আনন্দ-বেদনা,আলো-অন্ধকার নিয়ে জীবন এক নদীর মত বয়ে চলে।কিছু কিছু সময় আমরা কত আনন্দের মধ্যে দিয়ে সময় কাটাই।আবার কিছু সময় জীবনে এমন দুঃখ আসে তখন মনে হয় কেন আনন্দের মুহূর্ত গুলো এত তাড়াতাড়ি চলে যায়। আজ খুব একটা মনটা ভালো নেই, কারণ কাল খুব কাছের একজন মানুষকে হারিয়ে ফেললাম।জানি না নিজেকে কিভাবে সামলাতে পারবো। আশা রাখছি সময়ের সাথে সবটা কাটিয়ে উঠতে পারবো।

মানুষের জীবনআলো-অন্ধকারের মতনই চলে।অন্ধকারের মাঝে আশার আলো লুকিয়ে থাকে।তাই রাতের অন্ধকারে নিজেকে ডুবিয়ে না রেখে ভোরের আলোর সাথে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে একটা সুন্দর আগামীর পথে।তাই আজ আমি আপনাদের সাথে অন্ধকার রাত্রিতে এক আলোকিত সুপ্রভাতের আগমনের সংবাদ বোঝানোর জন্য রাত এবং দিনের ছবিটি অংকন করলাম।


WhatsApp Image 2021-11-29 at 8.38.15 PM.jpeg



উপকরণ


• সাদা কাগজ
• মাসকিং টেপ
• কালো রঙের মার্কার পেন
• হলুদ রঙ
• লাল রং
• ডিপ নীল
• লাল রঙ
• পার্পল রং
• বেগুনি রং
• ইয়েলো অকার রঙ
• কালো রঙ
• সাদা রঙ



প্রথম ধাপ


• প্রথমে আমি একটা সাদা খাতা, নীল রং, আকাশী রং, বেগুনি রং, কমলা রং, পার্পল রং, ইয়েলো অকার রং, লাল রং,একটি মার্কার পেন এবং ইয়ার বাডস নিয়ে নিলাম।

WhatsApp Image 2021-11-29 at 8.36.00 PM (2).jpeg


দ্বিতীয় ধাপ



•তারপর খাতার চারপাশে মাসকিং টেপ লাগিয়ে নিলাম।

WhatsApp Image 2021-11-29 at 8.36.00 PM (1).jpeg


তৃতীয় ধাপ



• যেখানে মাসকিং টেপ লাগালাম তার একপাশে দিনের আলো বোঝানোর জন্য হলুদ রং দিয়ে দিলাম।

WhatsApp Image 2021-11-29 at 8.36.00 PM.jpeg

WhatsApp Image 2021-11-29 at 8.35.59 PM (1).jpeg


চতুর্থ ধাপ



•হলুদের নিচে ইয়েলো অকার দিয়ে রং করলাম।

WhatsApp Image 2021-11-29 at 8.35.59 PM.jpeg


পঞ্চম ধাপ



•তারপর ইয়েলো অকারের নিচে কমলা রং করলাম।

WhatsApp Image 2021-11-29 at 8.35.58 PM (2).jpeg


ষষ্ঠ ধাপ


•তার নিচে লাল রং করে দিলাম।

WhatsApp Image 2021-11-29 at 8.35.58 PM.jpeg


সপ্তম ধাপ



• লাল রংয়ের নিচে ডিপ লাল রং দিলাম।

WhatsApp Image 2021-11-29 at 8.35.57 PM (1).jpeg

WhatsApp Image 2021-11-29 at 8.35.56 PM (2).jpeg


অষ্টম ধাপ



•এরপর আরেকটা পাশে রাতের অন্ধকার বোঝানোর জন্য আকাশী রং করলাম।

WhatsApp Image 2021-11-29 at 8.35.55 PM (1).jpeg



নবম ধাপ



• আকাশী রং এর নিচে হালকা নীল রং দিলাম।

WhatsApp Image 2021-11-29 at 8.35.55 PM.jpeg

WhatsApp Image 2021-11-29 at 8.35.54 PM (2).jpeg


দশম ধাপ



•হালকা নীল রঙের নিচে ডিপ নীল করলাম।

WhatsApp Image 2021-11-29 at 8.35.54 PM.jpeg



একাদশ ধাপ



• এরপর নীলের সাথে পারপেল কালার মিশিয়ে রং করলাম।

WhatsApp Image 2021-11-29 at 8.35.53 PM (1).jpeg


দ্বাদশ ধাপ



• পারপেল কালার এর নিচে ডিপ বেগুনি কালার দিয়ে রং করলাম।

WhatsApp Image 2021-11-29 at 8.35.53 PM.jpeg

WhatsApp Image 2021-11-29 at 8.35.52 PM (2).jpeg


ত্রয়োদশ ধাপ



•এর পরেই দিনের এবং রাতের রংটাকে টিসু পেপার দিয়ে মুছে প্লেন করে দিলাম।

WhatsApp Image 2021-11-29 at 8.35.52 PM.jpeg


চতুর্দশ ধাপ



•এরপর দিন এবং রাতের মাঝখানে পেন্সিল দিয়ে গাছের গুড়ির অংশটা করলাম।

WhatsApp Image 2021-11-29 at 8.35.51 PM (2).jpeg

WhatsApp Image 2021-11-29 at 8.35.51 PM (1).jpeg


পঞ্চদশ ধাপ



•গুঁড়ির সাইড দিয়ে ডাল বার করলাম।

WhatsApp Image 2021-11-29 at 8.35.50 PM.jpeg


ষোড়শ ধাপ



•এরপর ডালের পাশ দিয়ে ছোট ছোট শাখা-প্রশাখা বার করলাম।

WhatsApp Image 2021-11-29 at 8.38.14 PM.jpeg

WhatsApp Image 2021-11-29 at 8.38.13 PM (2).jpeg

WhatsApp Image 2021-11-29 at 8.38.13 PM (1).jpeg


সপ্তদশ ধাপ



•গাছের গুড়ির নিচ দিয়ে ঘাস আঁকার জন্য ছোট-ছোট ঘাস একে দিলাম।

WhatsApp Image 2021-11-29 at 8.38.13 PM.jpeg

WhatsApp Image 2021-11-29 at 8.38.12 PM (1).jpeg

WhatsApp Image 2021-11-29 at 8.38.12 PM.jpeg


অষ্টাদশ ধাপ



•এরপর ইয়ারবাডস দিয়ে গাছের ডাল গুলিতে সাদা রঙের ছোট ছোট ফুল একে দিলাম।

WhatsApp Image 2021-11-29 at 8.38.11 PM.jpeg

WhatsApp Image 2021-11-29 at 8.38.16 PM (2).jpeg

WhatsApp Image 2021-11-29 at 8.38.16 PM.jpeg


১৯তম ধাপ



•এইভাবে রাতের জায়গাতে গাছগুলোতে ফুল আঁকলাম এবং ছোট ছোট তারা একে দিলাম।একইভাবে দিনের জায়গা তো গাছগুলিতে ফুল আঁকলাম।

WhatsApp Image 2021-11-29 at 8.38.14 PM (1).jpeg

WhatsApp Image 2021-11-29 at 7.09.00 PM.jpeg


২০তম ধাপ



ব্যাস আজকে অঙ্কনটি আমার এখানেই শেষ হলো

WhatsApp Image 2021-11-29 at 7.15.56 PM.jpeg


WhatsApp Image 2021-11-29 at 8.57.43 PM.jpeg

চিত্রটির সাথে আমার একটি নিজস্বী


ধন্যবাদ

Sort:  
 3 years ago (edited)

মানুষের জীবনের সুখ-দুঃখ অনেকটা রাত এবং দিনের মতো।

যেমন সুন্দর আর্ট,তেমন সুন্দর আপনার কথাগুলি, আমার কাছে খুবই ভালো লেগেছে।অনেক ধন্যবাদ সুন্দর এই পোষ্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা মন্তব্যের জন্য।

বাহ সত্যি সত্যি অনেক সুন্দর দিবারাত্রির অঙ্কন করেছেন আপনি। এটি দেখতেও বেশ ভালই লাগতেছে। আমার কাছে তো অসম্ভব সুন্দর হয়েছে। প্রত্যেকটা ধাপ সুন্দর করে উপস্থাপন করে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

বাহ আপনার দিবারাত্রির অঙ্কনটি আমার কাছে খুবই ভালো লেগেছে। খুবই সুন্দর করে আপনি প্রতিটি ধাপ অঙ্কন করেছেন ।শুরু থেকে শেষ পর্যন্ত ভাল করে পর্যবেক্ষণ করে দেখলাম আপনার আর্টটি আমার কাছে দারুন সুন্দর লাগেছে ।প্রতিটি ধাপ আপনি আমাদের সামনে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু মানুষের জীবনের কোন ঠিক নেই। এই দেখা যায় মানুষের জীবনে আনন্দ আবার এই দুঃখ। আপনি খুব সুন্দর করে আপনার আর্ট এর মাধ্যমে সেই জিনিসটি ফুটিয়ে তুলেছেন। আপনার আর্টটি আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। খুব সুন্দর করে আপনি আপনার আর্টটের প্রতিটি ধাপ উল্লেখ করেছেন যা দেখে আসলেই ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্যের জন্য।

জীবন নিয়ে খুব সুন্দর কিছু কথা বলে চমৎকার একটি অংকন উপহার দিলেন । উপস্থাপনা এবং কথাগুলো সাথে আপনার অঙ্কিত ছবিটি এক কথায় অসাধারণ হয়েছে আপু । 👌👌❤️👌👌

 3 years ago 

চেষ্টা করেছি ভাইয়া আমার কথাগুলোর সাথে চিত্রটিকে অঙ্কন করার। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাহ্ জল রং ব্যবহার না করেই অনেক সুন্দর একটি দৃশ্য অংকন করেছেন আপনার মাথায় অনেক বুদ্ধি আছে বলে আমি মনে করি আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে একটি মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

খুব সুন্দর একটি পেইন্টিং এঁকেছেন আপনি আপু। ছবিটি যেমন দারুন হয়েছে ঠিক তেমনি চমৎকারভাবে আপনি মানুষের জীবনের উত্থান-পতন এর বিষয়টি তুলে ধরেছেন। রাত যত গভীর হবে বুঝতে হবে খুব তাড়াতাড়ি সূর্য উদয়ের সময় হয়ে এসেছে । অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের উপহার দেবার জন্য। অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

দিন ও রাতের খুব সুন্দর চিত্র অঙ্কন করেছেন। আমার দেখে খুবই ভালো লাগলো। আপনার এই চিত্রটি আমার অনেক ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

ওয়াও দিদি আপনার দিন রাতের চিএ অংকনটি বেশ দারুণ।আপনি অনেক সুন্দর করে কালার কমিনিকেশন করছেন।প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপনা করছেন।অনেক ধন্যবাদ ।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

জল রং দিয়ে এত সুন্দর একটি দৃশ্য অঙ্কন করেছেন দেখে খুব ভালো লাগলো। দিন এবং রাতের মধ্যে পার্থক্য আপনার চিত্রটিতে খুব ভালোভাবে দেখিয়েছেন। চিত্রটি অঙ্কন করার পদ্ধতিও ধাপে ধাপে খুব সুন্দরভাবে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দাদা আমি জল রং দিয়ে করিনি। প্যাস্টেল রঙ দিয়ে করেছি। আপনাকেও অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার অংকন করার দৃশ্য দেখে মনে হয়েছে জলরং দিয়ে করেছিলেন। আসলে অঙ্কনে তেমন একটা ধারণা না থাকায় এমনটা হয়েছে। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66028.29
ETH 2694.36
USDT 1.00
SBD 2.89