আইফেল টাওয়ার এর চিত্র অঙ্কন।।//১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে আইফেল টাওয়ার এর চিত্র অঙ্কন করে ভাগ করে নিলাম।।


WhatsApp Image 2022-05-19 at 12.24.06 AM.jpeg


উপকরণ



• সাদা খাতা
• পেন্সিল
• হলুদ রং
• গোলাপি রং
• খয়রি রং
• তুলি
• কালো পেন

প্রথম ধাপ



• প্রথমে একটি খাতা, পেন্সিল ,রাবার ওহলুদ রং, গোলাপি রং , খয়রি রং,তুলি,কালো পেন নিয়ে নিলাম।

WhatsApp Image 2022-05-19 at 12.32.24 AM.jpeg


দ্বিতীয় ধাপ


WhatsApp Image 2022-05-18 at 11.59.31 PM (2).jpeg


তৃতীয় ধাপ


WhatsApp Image 2022-05-18 at 11.59.31 PM (1).jpeg


চতুর্থ ধাপ


WhatsApp Image 2022-05-18 at 11.59.31 PM.jpeg


পঞ্চম ধাপ


WhatsApp Image 2022-05-18 at 11.59.30 PM (3).jpeg


ষষ্ঠ ধাপ


WhatsApp Image 2022-05-18 at 11.59.30 PM (1).jpeg

WhatsApp Image 2022-05-19 at 12.19.59 AM.jpeg


সপ্তম ধাপ


• পুরো চিত্রটি পেন্সিল দিয়ে আঁকার পর কালো পেন দিয়ে বর্ডার করে নিলাম।

WhatsApp Image 2022-05-18 at 11.59.29 PM (2).jpeg


অষ্টম ধাপ


• এরপর গোলাপী রং দিয়ে কিছু কিছু জায়গা রং করে নিলাম ।

WhatsApp Image 2022-05-18 at 11.59.29 PM (1).jpeg


নবম ধাপ


WhatsApp Image 2022-05-18 at 11.59.29 PM.jpeg


দশম ধাপ


• এইভাবে পুরো চিত্রটি অঙ্কন করে নিলাম ।

WhatsApp Image 2022-05-19 at 12.23.32 AM.jpeg

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

আইফেল টাওয়ারের চিত্র অংকন অনেক সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগলো। খুব দক্ষতার সাথে কাজটি সম্পন্ন করলেন। এত সুন্দর চিত্র অঙ্কন করে আমাদের মাঝে উপহার দেয়ার জন্য ধন্যবাদ।

 3 years ago 

সবচেয়ে ভালো লাগছিল গাছের পাতার ফাঁক দিয়ে টাওয়ার দেখার দৃশ্যপট টি।দুদন্ত এঁকেছেন,সাথে অঙ্কন বিবরণী মোটামুটি ভালোই ছিল।

 3 years ago 

দিদি আপনি আজকে চমৎকার ভাবে আইফেল টাওয়ার এর চিত্র অঙ্কন করেছেন। দেখতে অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 3 years ago 

আইফেল টাওয়ারের চিত্র টা দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরা যখন পড়ালেখা করতাম তখন খাতা বইয়ের উপর আইফেল টাওয়ারের পিকচার টা দেওয়া থাকতো। মনে মনে অনেক স্বপ্ন ছিল। বাইরে যাব আইপিএল টাওয়ার দেখব আনন্দ করবো। আর স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়। শুভেচ্ছা রইল এত সুন্দর একটি আইফেল টাওয়ার এর চিত্র অংকন করার জন্য। এবং আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য।

 3 years ago 

ফ্রান্সের প‍্যারিসে আইফেল টাওয়ার
রয়েছে শুনেছি আমি তাই
দাম টিকিটের জোটেনি তাই
সে টাওয়ার দেখা হয় নাই

অনেক সুন্দর একেছেন আইফেল টাওয়ার টা।।

 3 years ago 

আইফেল টাওয়ারের সুন্দর চিত্র অংকন দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি আপনার দক্ষতা যত দেখি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। আজকে খুবই সুন্দর একটি চিত্র আমাদের মাঝে উপহার দিলেন। শুভকামনা রইল।

 3 years ago 

দিদি রং তুলি দিয়ে আপনি খুব চমৎকার করে আইফেল টাওয়ারের ছবি অঙ্কন করেছেন। আইফেল টাওয়ারের চিত্রাংকন টা আমার কাছে খুব ভালো লেগেছে। আইফেল টাওয়ারের চিত্রাঙ্কনের পাশে গোলাপি কালারের গাছ ফুল ও পাতার অংশটি সংযোগ করায় চিত্রটি অনেক দৃষ্টিনন্দন হয়েছে। চিত্রাঙ্কনের সবগুলো ধাপ পর্যায়ক্রমে চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার নিজ হাতে অঙ্কিত আইফেল টাওয়ারের চিত্রাঙ্কন দেখে খুবই ভালো লাগছে।চিত্র অংকনটি দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক নিখুঁতভাবে চিত্র অঙ্কনরি করেছেন।আইফেল টাওয়ারের সামনে গাছের ডালপালা এবং পাতা এঁকেছেন দেখে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে।সর্বোপরি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমাদের মাঝে এত সুন্দর ভাবে আইফেল টাওয়ারের চিত্র অঙ্কন উপস্থাপন করার জন্য।

 3 years ago 

বাহ! দারুণ ড্রয়িং করেছেন তো দিদি, সত্যি পুরো দৃশ্যটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে কিন্তু আইফেল টাওয়ার এর চেয়ে পাশের প্রকৃতির দৃশ্যটি বেশী দারুণ লেগেছে। আপনি সত্যি খুব ভালো ড্রয়িং করেন।

 3 years ago 

ওয়াও আইফেল টাওয়ার এর চিত্র অংকন দেখতে অসম্ভব সুন্দর লাগছে আপু। এর আগেও আমি আপনার চিত্র অংকন দেখেছি আমার কাছে অনেক ভালো লেগেছিল। আজকেও আপনি অনেক সুন্দর চিত্র অংকন আমাদের মাঝে তুলে ধরেছেন। প্রতিটি ধাপ দেখতে অনেক সুন্দর লাগছে আপু। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.039
BTC 93230.61
ETH 3270.53
USDT 1.00
SBD 3.26