ভালোবাসার ক্যানভাসে।।

in আমার বাংলা ব্লগ4 months ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাই শুভেচছা জানিয়ে শুরু করছি।আজকে আমি একটা কবিতা শেয়ার করতে চলেছি।আশা করি আপনাদের ভালো লাগবে।


image.png

Image created by AI


বসন্তের হৃদয়ে হঠাৎ উজ্জ্বল হাসি,
রঙের উৎসব, হৃদয় জুড়ানো উৎসব।
ভারতে হোলি যেখানে রঙ উড়ে যায়,
ধনী-গরিব প্রতিটি হৃদয়কে ছুঁয়ে ছুঁয়ে।

রাস্তাগুলি হাসি এবং গানে জীবন্ত হয়,
স্পন্দনশীল বহু মানুষের ভীড়
মিষ্টি সরবত চকলেট এ বর্ণিল এই উৎসব,
আনন্দ এবং বন্ধুত্বের গল্প সাহসের সাথে সাময়িক দুর্ঘটনা।

প্রাচীন কিংবদন্তি থেকে উৎসাহের জোরালো আহ্বান,
কৃষ্ণের কৌতুক এবং হাজারো রাধার লজ্জা।
ভালোবাসার ক্যানভাস রঙে মোড়ানো একটি গল্প
যেখানে হৃদয়ের গহীনে আরো হৃদয় থাকে।

পরিবারগুলি জড়ো হয় ভাগ করে নেওয়ার জন্য একটু আনন্দ,
সন্দেশ মিষ্টির বাতাসে মনটা ভরে যায়।
চশমায় ভাসে হাজারো হাসির ছোঁয়াচে রোগ
বিস্তীর্ণ আকাশের নিচে সবাই করে আলিঙ্গন।

বাচ্চারা পিচকারি নিয়ে ছুটে বেড়ায়,
উল্লাসে মুখোশ পরা মুখ নিষ্পাপ বন্য এবং মুক্ত।
হাসির মাঝে বন্ধন এক এক করে নবায়ন হয়,
অতীতকে ক্ষমা করে নতুন করে সব শুরু হয়।

সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে রং বিবর্ণ হয়ে যায়,
কিন্তু হোলির স্মৃতি চিরতরে বিরাজ করে।
একতা, ভালবাসা এবং মজার উদযাপন,
আগামী বছরের সূর্য ফেরার আগ পর্যন্ত।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 4 months ago 

আনন্দের এই ধারাবাহিকতা বজায় থাকুক যুগের পর যুগ,
উৎসবমুখর সম্পর্কের এই বন্ধন টিকে থাকুক যুগের পর যুগ।

অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন দিদি, উৎসবমুখর পরিবেশ নিয়ে লেখা কবিতাটি দারুণ লেগেছে। ধন্যবাদ

 4 months ago 

রং খেলা কে কেন্দ্র করে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন দিদি। ভালোবাসা ক্যানভাস কবিতাটি খুবই ভালো হয়েছে। এত সুন্দর কিছু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। দিদি শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

দিদি হ্যাপি হোলির শুভেচ্ছা ৷ আসলেই এ দিনটি গরিব ধনি সব মানুষের আনন্দের দিন ৷ রঙের আলো ছায়ায় ভরে উঠুক সবার জীবন ৷ এবং পৃথিবী হোক রঙিনময় এই প্রতার্শা ব্যাক্ত করছি ৷ যা হোক দিদি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ৷ প্রতিটি লাইন ছিল আনন্দ প্রানবন্দর ৷

 4 months ago 

যতদূর জানি শ্রীকৃষ্ণই নাকী এই দোল খেলা বা রঙ খেলার প্রচলণ করে। তারপর থেকে এটা আপনাদের প্রধান একটু উৎসব। সত্যি রঙ মেখে সবাই এক হয়ে যান। পরিবার বন্ধু আত্মীয়স্বজন সবাই। পাশাপাশি বাচ্চাদের পিচকারি নিয়ে ছুটে চলা তাদের অমলিন মুখটা। সবমিলিয়ে দারুণ একটা মূহূর্ত বিরাজ করে আপনাদের মধ্যে। কবিতা টা অনেক সুন্দর লিখেছেন দিদি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

এ আনন্দের ধারা অব্যাহত থাকুক, ভালোবাসায় ভরিয়ে যাক প্রতিটি প্রাণ।

হোলি উৎসবের শুভেচ্ছা রইল দিদিভাই।

 4 months ago 

আসলেই হোলি উৎসবে ধনী গরীব সবাই বেশ আনন্দ করে থাকে। তাছাড়া বাচ্চাদের আনন্দের সীমা থাকে না। এই উৎসবটি আমারও খুব ভালো লাগে। যদিও সামন-সামনি কখনো দেখার সুযোগ হয়নি, তবে ইউটিউবে মাঝেমধ্যে দেখা হয়। যাইহোক একেবারে সময়োপযোগী একটি কবিতা শেয়ার করেছেন বৌদি। কবিতার প্রতিটি লাইন এককথায় দুর্দান্ত হয়েছে। সবমিলিয়ে বেশ উপভোগ করলাম কবিতাটি। যাইহোক এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

দারুন একটি কবিতা লিখেছেন বৌদি পড়ে অনেক ভালো লাগলো। ভালোবাসার ক্যানভাসে কবিতাটির ভেতরে বাস্তবতার ছোঁয়া দিয়ে কবিতাটি লিখেছেন এজন্য পড়তে আরো বেশি ভালো লেগেছে। এই উৎসবগুলো ধনী গরিব প্রতিটি হৃদয়ে ছুঁয়ে যায় আনন্দ। বেশ দারুণ লিখেছেন বৌদি। ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 4 months ago 

হোলি উৎসবের দিনে যেভাবে আপনার জীবনে উৎসবের বৃষ্টি নেমে এসেছিল প্রার্থনা করি এরকম আনন্দ ভরা থাকুক আপনার জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত দিদি। হোলি উৎসবের শুভেচ্ছা রইল দিদিভাই। ভালোবাসার ক্যানভাসে হোলি উৎসবকে কেন্দ্র করে দারুন একটি কবিতা লিখেছেন দিদি।

 4 months ago 

ভালোবাসার ক্যানভাসে মোড়ানো থাকে তাহলে হলি উৎসব। শিশুরা থেকে শুরু করে সবাই হাসি-আনন্দে মেতে উঠে। আশা করছি আপনিও বেশ মজা করেছেন দিদি 🌼 । সকল দুঃখ ভুলে হাসি আনন্দে ভরে উঠুক জীবন।

 4 months ago 

রং খেলা কে কেন্দ্র করে বেশ সুন্দর একটা কবিতা লিখেছো তুমি দিদি। বিশেষ করে এই দিনের যে মুহূর্তগুলো, সেটা তোমার কবিতার মাধ্যমে খুব সুন্দর করে ফুটে উঠেছে। তাছাড়া কবিতার প্রত্যেকটা লাইন এতটাই অসাধারণ ছিল যে, পড়তে পড়তে কখন যে কবিতার ভিতরে ঢুকে গেছিলাম বুঝতে পারিনি। আসলে এই দিনটা আমাদের সকলের মনের ভিতর চিরতরে বিরাজ করে। তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদি, এত সুন্দর একটা কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57810.45
ETH 3116.57
USDT 1.00
SBD 2.43