DIY-এসো নিজে করি:'শীতের আলসেমিতে মাখা সকাল' এর একটি চিত্রাংকন//১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা,



আশা করি সবাই ভাল আছেন, সুস্থ আছেন।শীতের আলসেমিতে মাখা সকালে গরম গরম কফির কাপে চুমুকে সকালটাই যেন বদলে যায়।শীতের সকাল আসে কুয়াশার চাদর মুড়ি দিয়ে।আমার মত যারা শীতকাতুরে তাদের একটু সকালে কফি না হলে চলে না,আমার তো ভীষণ ভালো লাগে কফি খেতে।কিছুটা নিজের কথা ভেবেই চিত্রটি অঙ্কন করলাম 🤭। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।



WhatsApp Image 2022-01-09 at 2.54.49 PM (1).jpeg




অংকন পদ্ধতি:


উপকরণ


• একটি সাদা কাগজ
• একটা পেন্সিল
• রবার
• কালো রঙের মার্কার পেন
• সবুজ রঙ
• খয়েরি রঙ
• স্কিন রং
• গ্রে রং
• কম্পাস
• একটা স্কেচ পেন



প্রথম ধাপ


• প্রথমে একটি সাদা খাতা,পেন্সিল,রাবার, মার্কার পেন,স্কেচ পেন, সবুজ রং, খয়েরি রং, আকাশী রং,লাল রং, স্কিন কালার, গ্রে রং নিয়ে নিলাম।

WhatsApp Image 2022-01-09 at 2.46.33 PM.jpeg


দ্বিতীয় ধাপ



•এরপর মেয়ের মুখ আকার জন্য পেন্সিল দিয়ে মুখ এঁকে নিলাম।

WhatsApp Image 2022-01-09 at 2.46.08 PM (7).jpeg


তৃতীয় ধাপ



•এরপর চাদর মুড়ি দেওয়া আছে এরকম ভাবে পেন্সিল দিয়ে দাগ কেটে নিলাম ।

WhatsApp Image 2022-01-09 at 2.46.08 PM (6).jpeg


চতুর্থ ধাপ



•এরপর মেয়েটির হাত এবং পা এঁকে নিলাম।

WhatsApp Image 2022-01-09 at 2.46.08 PM (5).jpeg


পঞ্চম ধাপ



•এরপর মেয়েটির পায়ের পাতা ও কাপ এঁকে নিলাম।

WhatsApp Image 2022-01-09 at 2.46.08 PM (4).jpeg


ষষ্ঠ ধাপ


•এরপর মেয়েটির পাশে একটি গাছের টব এঁকে নিলাম।

WhatsApp Image 2022-01-09 at 2.46.08 PM (2).jpeg

WhatsApp Image 2022-01-09 at 2.46.08 PM (1).jpeg


সপ্তম ধাপ


• এবার কম্পাস দিয়ে মেয়েটির পাশ দিয়ে গোল একে নিলাম।

WhatsApp Image 2022-01-09 at 2.46.08 PM.jpeg

WhatsApp Image 2022-01-09 at 2.46.07 PM (4).jpeg


অষ্টম ধাপ



•এরপর স্কিন কালার দিয়ে মেয়ের মুখ রং করে দিলাম।

WhatsApp Image 2022-01-09 at 2.46.05 PM (2).jpeg



নবম ধাপ


•এরপর চাদর মুড়ি দেওয়া আছে বোঝানোর জন্য চাদরের ভাঁজের কিছু কিছু অংশ রং করে দিলাম।

WhatsApp Image 2022-01-09 at 2.46.07 PM (3).jpeg

WhatsApp Image 2022-01-09 at 2.46.07 PM (2).jpeg


দশম ধাপ


•এরপর গাছের পাতা আঁকার জন্য সবুজ রং দিলাম।

WhatsApp Image 2022-01-09 at 2.46.05 PM.jpeg



একাদশ ধাপ


•এরপর মেয়েটির পায়ে মোজা এঁকে নিলাম।

WhatsApp Image 2022-01-09 at 2.46.06 PM (2).jpeg


দ্বাদশ ধাপ


• এবার স্কেচ পেন দিয়ে পুরো মেয়েটি বর্ডার করে নিলাম।

WhatsApp Image 2022-01-09 at 2.46.06 PM (1).jpeg

WhatsApp Image 2022-01-09 at 2.46.06 PM.jpeg


ত্রয়োদশ ধাপ



• তার সাথে গাছ বর্ডার করে নিলাম কালো স্কেচ পেন দিয়ে, এবং মেয়েটির পাশে যে গোল এঁকেছিলাম সেখানে নিজের মতন করে কিছু ডিজাইন দিলাম।

WhatsApp Image 2022-01-09 at 2.46.05 PM (1).jpeg


চতুর্দশ ধাপ



• ব্যাস তৈরি হয়ে গেল শীতের আলসেমিতে মাখা সকাল

WhatsApp Image 2022-01-09 at 3.17.28 PM.jpeg

WhatsApp Image 2022-01-09 at 3.15.42 PM.jpeg




WhatsApp Image 2022-01-09 at 3.21.48 PM.jpeg

শীতের আলসেমিতে মাখা সকাল এর একটি চিত্রাংকন এর সাথে আমার একটি নিজস্বী



ধন্যবাদ

Sort:  
 3 years ago 

শীতের আলসেমিতে মাখা সকালে বসে থাকা একটি মেয়ের অনেক সুন্দর একটি দৃশ্য অঙ্কন করে আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আপনার এই অংকন গুলো প্রতিনিয়ত এই আমাকে মুগ্ধ করে। পরবর্তী বারের মত এবারও আপনার পেইন্টিং আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে । ধন্যবাদ আপনাকে এরকম একটি অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর একটি মন্তব্যের জন্য। সত্যিই আপনাদের কমেন্ট গুলো আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

ওয়াও দারুন দিদি শীতের আলসেমিতে মাখা সকাল' এর একটি চিত্রাংকন করেছেন দারুন হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। রং করার কারনে অনেক বেশি সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর একটি প্রশংসামূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

শীতের সকালে চাদর জড়িয়ে থাকা খুব সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন ।দেখতে দারুণ দেখাচ্ছে ।কালার কম্বিনেশন টাও দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। সত্যি এ রকম চিত্র যে কতদিন দেখা হয় না। আপনার চিত্রের প্রশংসা করতেই হয়। ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন ।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।আপনাদের কমেন্ট গুলো সত্যিই আমার ভালো কাজের অনুপ্রেরণা।

 3 years ago 

🥀🥀

 3 years ago 

  • এটি আমার খুবই ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে এটি ফুটিয়ে তুলেছেন। আলসেমিতে মাখা সকাল মাখা এই মেয়েটিকে খুবই অসাধারণ দেখাচ্ছে। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে বর্ণনা দিয়েছেন। শুভকামনা রইল আপনার জন্য।
 3 years ago 
  • চিত্রটি দেখে সত্যিই আমার হাসি পাচ্ছে, কারণ চিত্রটি একদম বাস্তব। আসলেই শীতের সকালে এরকম আলসেমি সবারই হয়। লেপের মধ্যে থেকে ওঠতে ইচ্ছা করে না। আপনার চিত্রটি সত্যি অসাধারণ হয়েছে। খুবই ভালো লাগলো। আপনার জন্য রইল শুভকামনা।
 3 years ago 

সত্যিই এই চিত্রটিতে বাস্তবটাকেই তুলে ধরেছি🤭। অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

শীতের সকাল মানে হলে দেরি করে ঘুম থেকে উঠা।শীতের সকালে বিছানা যেন ঘুম থেকে উঠতে দেয় না।বিছানা বলে উঠিস না উঠিস না। অনেক সুন্দর হয়েছে আপু আপনার শীতের সকালের ছবিটা অনেক সুন্দর হয়েছে।আরো সুন্দর করে রং করার কারণে আরো বেশি সুন্দর লাগছে আপু।

 3 years ago 

হাহাহা। অনেক ধন্যবাদ ভাইয়া এত মজাদার এবং সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

শীতকালের জন্য একেবারে দারুণ একটি আর্ট শেয়ার করেছেন আপু। মনে হচ্ছে কোন কাজ না করার জন্য চাদর মুড়ি দিয়ে বসে আছে। এই দৃশ্যটা দেখে মনে হচ্ছে সত্যি সত্যি আমরাও এরকম আলসেমি করি হি হি হি। আপনার আঁকা চিত্র গুলো অসম্ভব ভালো লাগে। শীতকালের জন্য এটি অনেক বেস্ট ছিল।

 3 years ago 

হ্যাঁ দিদি ঠিকই বলেছেন আমার অবস্থা তো রোজ সকালে এরকমই হয় 🤭। কম্বল গায়ে জড়িয়ে বসে থাকি। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে একটি মন্তব্যের জন্য অনেক শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

ওয়াও আপু আপনার চিত্রাংকন টি খুবই সুন্দর হয়েছে। আসলেই আপু শীতের সকালে কম্বলের ভেতর থেকে বের হতে ইচ্ছে করে না। সত্যিই আপনি খুব বাস্তব চিত্র তুলে ধরেছেন আপনার চিত্রাংকন টির মাধ্যমে। আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার এই চিত্র অংকন টি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অসাধারণ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

সময়উপযোগী একটি চিএ ছিল দিদি এটা। আমার দারুণ লেগেছে চিএটা। শীতের সকালে আলসেমি করে এইরকম বসে থাকতে পারলে মন্দ হয় না তবে সে সময় আর নেই। এখন একপ্রকার ব‍্যস্ততম সময় কাটাচ্ছি।

দারুণ একেছেন দিদি। এবং ধাপে ধাপে উপস্থাপনা টাও অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

আসলে শীতের সকালটা এইরকমই, ব্যস্ততা থাকে বলে আমরা কেউই পারি না এভাবে বসে থাকতে😒। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64689.90
ETH 3450.92
USDT 1.00
SBD 2.50