DIY " এসো নিজে করি "-রঙিন কাগজ দিয়ে টিয়া পাখির অরিগ্যামি //১০% পেআউট লাজুক খ্যাঁককে

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভাল আছেন, সুস্থ আছেন। আজকে আমি রঙিন কাগজ দিয়ে টিয়া পাখির অরিগ্যামি তৈরি করেছি। আর এই অরিগ্যামি কিভাবে তৈরি করেছি তার সবগুলো ধাপ আপনাদের সাথে শেয়ার করলাম।


টিয়া প্রজাতি অতিপরিচিত ও সুদর্শন পাখি। সবুজ টিয়া সহজেই পোষ মানে এবং মানুষের মতো করে কথা বলতে পারে। এরা সাধারণত বন, বৃক্ষবহুল এলাকা, প্রশস্ত পাতার বন, আর্দ্র পাতাঝরা বন, খোলা বন, পাহাড়ি বন, চা-বাগান, বসতবাড়ির বাগান, আবাদি জমি, পুরোনো বাড়িতে বসবাস ও বিচরণ করে।অনেকদিন হলো অরিগ্যামি বানাইনি। কাগজ দিয়ে যে কোনো জিনিস বানাতে আমার খুবই ভালো লাগে। তাই জন্যই আজকে একটা রঙিন কাগজ দিয়ে টিয়া পাখির অরিগামি তৈরি করে দেখালাম।


WhatsApp Image 2022-02-18 at 4.14.03 PM.jpeg

WhatsApp Image 2022-02-18 at 4.14.05 PM.jpeg

কাগজ দিয়ে তৈরি করতে যে সকল জিনিস লেগেছে


উপকরণ


• সবুজ রঙের কাগজ
• পেন্সিল
• স্কেল
• কাঁচি
• আঠা
• কালো মার্কার পেন


প্রথম ধাপ



• প্রথমে একটি সবুজ রঙের কাগজ, স্কেল, পেন্সিল, কালো স্কেচ পেন, কাঁচি ,আঠা নিয়ে নিলাম।

WhatsApp Image 2022-02-18 at 4.20.37 PM.jpeg


দ্বিতীয় ধাপ


• প্রথমে কাগজটিকে ১০সেন্টিমিটার মতো করে কেটে নিলাম।

WhatsApp Image 2022-02-18 at 4.20.38 PM (2).jpeg


তৃতীয় ধাপ



• তারপর কোনাকুনিভাবে ভাঁজ করে নিলাম।

WhatsApp Image 2022-02-18 at 4.20.39 PM (1).jpeg

WhatsApp Image 2022-02-18 at 4.20.39 PM (2).jpeg


চতুর্থ ধাপ


WhatsApp Image 2022-02-18 at 5.12.09 PM.jpeg


পঞ্চম ধাপ



•এইভাবে টিয়া পাখির দেহের অংশটা তৈরি হয়ে গেলে পায়ের জায়গাটা তৈরি করলাম। ভাঁজ গুলো কর্নার বরাবর এমন হবে করতে হবে যাতে সামঞ্জস্যপূর্ণ হয়।

WhatsApp Image 2022-02-18 at 5.25.25 PM.jpeg


ষষ্ঠ ধাপ


WhatsApp Image 2022-02-18 at 5.12.08 PM (1).jpeg


সপ্তম ধাপ


• এবার আস্তে আস্তে টিয়া পাখির পায়ের ভাঁজ গুলো পরপর দেখালাম।

WhatsApp Image 2022-02-18 at 5.12.08 PM.jpeg


অষ্টম ধাপ



• এইভাবে পাখির ডানার অংশটা ভাঁজ দিলাম।

WhatsApp Image 2022-02-18 at 4.20.45 PM.jpeg

WhatsApp Image 2022-02-18 at 4.20.45 PM (1).jpeg

WhatsApp Image 2022-02-18 at 4.22.07 PM.jpeg


নবম ধাপ



• সবশেষে টিয়া পাখির ঠোঁটের অংশটা ভাজ করে নিলাম।এবং কালো স্কেচ পেন দিয়ে চোখ এঁকে নিলাম।

WhatsApp Image 2022-02-18 at 4.22.07 PM (1).jpeg

WhatsApp Image 2022-02-18 at 4.22.08 PM.jpeg


দশম ধাপ



• ব্যাস তৈরি হয়ে গেল রঙিন কাগজ দিয়ে টিয়া পাখির অরিগ্যামি

WhatsApp Image 2022-02-18 at 4.14.05 PM.jpeg

WhatsApp Image 2022-02-18 at 4.14.03 PM.jpeg


ধন্যবাদ

Sort:  
 2 years ago 

আপু আপনার টিয়া পাখি টি কথা কয়? আরে এটা দেখি রঙিন কাগজ দিয়ে বানানো। আমি প্রথমে ভাবছি টিয়া পাখির ছবি তুলছেন। এত সুন্দর করে রঙিন কাগজ দিয়ে টিয়া পাখি বানিয়েছেন বুঝাই যাচ্ছে না এটি বানানো। খুব সহজ পদ্ধতিতে বানালেন বলে সহজে শেখা যাবে। অনেক ধন্যবাদ এত চমৎকার ভাবে টিয়া পাখি বানিয়ে আমাদের মাঝে উপহার দেয়ার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটা টিয়ে পাখির অরিগ্যামি তৈরি করলেন। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো এটাই সত্যি কারের একটা টিয়া পাখি। একেবারে সত্যি কারের টিয়ে পাখির মতো মনে হচ্ছে। কি অসাধারণ ভাবে তৈরি করলেন এটি। যেই দেখবে তারই খুবই ভালো লাগবে। বিশেষ করে আমার কাছে তো একেবারে অসাধারণ লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍😍

 2 years ago 

অনেক ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দর একটি মন্তব্যের জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপু আপনার টিয়াপাখির অরিগামিটা খুবই সুন্দর হয়েছে। টিয়া পাখির রং টা দেখে মনে হচ্ছে সত্যি কারের একটি টিয়া পাখি। অনেক যত্ন এবং সময় নিয়ে পাখিটি বানিয়েছেন বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ দিদি অনেকটাই সময় লেগেছিল টিয়া পাখিটি বানাতে। এত সুন্দর ভাবে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

বাহ আপু অসাধারণ তো আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ভাবে টিয়া পাখি তৈরি করেছেন যা দেখতে অসাধারণ লাগছে। এর কালার টি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে অসাধারণ ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অসম্ভব সুন্দর একটি টিয়া পাখি তৈরি করেছেন। আমার কাছে তো একদম অসাধারণ লেগেছে। টিয়া কালারের কাগজ দিয়ে তৈরি করাতে বেশি সুন্দর লাগছিল। এরকম কাগজের তৈরি করা অরিগ্যামি এগুলো দেখতে ভীষণ ভালো লাগে। অনেক ভালো লাগলো আপু, অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক ধন্যবাদ দিদি আপনাকে।

 2 years ago (edited)
যেকোনো ধরনের অরিগেমি তৈরি আসলে অনেকটা সময় সাপেক্ষ এবং সহজ। আপনার তৈরি রঙিন কাগজের টিয়া পাখির এই অরিগামি টি খুবই সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ চমৎকার ভাবে উপস্থাপন করেছেন আপনি।
 2 years ago 

বাহ খুব সুন্দর একটি অরিগামি তৈরি করেছেন। আমি ভেবেছিলাম দেওয়ালের উপর একটি টিয়া পাখি বসে আছে এখন দেখছি আপনি এটি কাগজ দিয়ে তৈরি করেছেন। সত্যিই অসাধারণ লাগছে দেখতে 😍 খুব সুন্দর ভাবে এটি তৈরি করেছেন আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি পাখির অরিগামি বানানো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল 🤗🤗

 2 years ago 

অনেক ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দরভাবে একটি মন্তব্যের জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি টিয়া পাখির অরিগ্যামই তৈরি করেছেন আপনি দেখতে বেশ চমৎকার লাগছে। এবং আপনার এই টিয়া পাখিটি তৈরীর প্রত্যেকটা ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে নতুন নতুন অনেক কিছু দেখতে পাচ্ছি। আসলে একমাত্র আর্টিস্ট্রিরা পারে নিত্য নতুন জিনিস এভাবে তুলে ধরতে। অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা থাকবে আমার পক্ষ থেকে আপনার জন্য সব সময়।

 2 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর একটি মন্তব্যের জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

সত্যি বলতে আপু।অনেক ভালো লাগলো রঙ্গিন কাগজ ব্যবহার করে আপনি টিয়াপাখির অরিগামি তৈরি করেছেন। নিজের দক্ষতা খাটিয়ে প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61297.02
ETH 2687.45
USDT 1.00
SBD 2.59