DIY-এসো নিজে করি: "একটি মেয়ের মুখ অঙ্কন ম্যান্ডালা আর্ট এর মাধ্যমে"। //১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভাল আছেন, সুস্থ আছেন।আজ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি একটি মেয়ের খুব সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট। *শুধুমাত্র পেন দিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।


আগে ম্যান্ডেলা আর্ট আমি খুব কমই করতাম। কিন্তু এখন এই আর্ট করতে করতে দেখছি যে খুব ভালো লেগেছে। তাই জন্য যখনই অবসর সময় পাই তখনই ম্যান্ডেলা অঙ্কন করতে বসে যাই। তাই জন্যই আজকে আমি একটি মেয়ের মুখের চিত্র অংকন করলাম ম্যান্ডেলা আর্ট এর মাধ্যমে, আপনারা আমাকে অবশ্যই বলবেন,কেমন হয়েছে।


WhatsApp Image 2021-11-14 at 1.31.12 PM.jpeg


উপকরণ


• সাদা কাগজ
• কালো রঙের মার্কার পেন
• লাল রঙের স্কেচ পেন
• কালো রঙের স্কেচ পেন


প্রথম ধাপ



• প্রথমে একটি খাতা, একটি মার্কার পেন,আর একটি লাল রঙের স্কেচ পেন নিয়ে নিলাম।

WhatsApp Image 2021-11-14 at 1.31.51 PM (1).jpeg


দ্বিতীয় ধাপ



• তারপর একটা কালো পেন দিয়ে মুখের একটা সাইড আঁকার জন্য দাগ কেটে নিলাম।

WhatsApp Image 2021-11-14 at 1.31.51 PM.jpeg


তৃতীয় ধাপ



• এরপর একটা সাইট দিয়ে একটা ফুলের অংশ এঁকে নিলাম।

WhatsApp Image 2021-11-14 at 1.31.21 PM (1).jpeg


চতুর্থ ধাপ



• আঁকার ভিডিওটি শেয়ার করলাম।



পঞ্চম ধাপ



• এরপর পাতা তার পাশ দিয়ে আর একটা ফুলের পাপড়ি এঁকে নিলাম।

WhatsApp Image 2021-11-14 at 1.31.21 PM.jpeg


ষষ্ঠ ধাপ



• এরপর পাতার উপরের অংশ দিয়ে আরেকটা ফুলের পাপড়ির অংশ এঁকে নিলাম।

WhatsApp Image 2021-11-14 at 1.31.20 PM (3).jpeg


সপ্তম ধাপ


• তারপর পাতাতে দাগ দাগ দিয়ে লাইন কেটে নিলাম ডিজাইন করার জন্য।

WhatsApp Image 2021-11-14 at 1.31.20 PM (2).jpeg

WhatsApp Image 2021-11-14 at 1.31.20 PM (1).jpeg

WhatsApp Image 2021-11-14 at 1.31.20 PM.jpeg


অষ্টম ধাপ



• এরপর আস্তে আস্তে মেয়েটির চোখ,নাক, ঠোঁট এবং ভ্রু এঁকে নিলাম।

WhatsApp Image 2021-11-14 at 1.31.19 PM.jpeg


নবম ধাপ



• তারপর আগে যে একটা ফুল এঁকে ছিলাম সেই ফুলে নিজের মতন করে ডিজাইন দিলাম।

WhatsApp Image 2021-11-14 at 1.31.18 PM (2).jpeg


দশম ধাপ



• এরপর আস্তে আস্তে পাতার ডিজাইন দেওয়া শুরু করলাম।

WhatsApp Image 2021-11-14 at 1.31.18 PM (1).jpeg


একাদশ ধাপ



• তারপর পাতার আরো কিছুটা অংশ ডিজাইন করলাম।

WhatsApp Image 2021-11-14 at 1.31.17 PM (3).jpeg


দ্বাদশ ধাপ


• এরপর ফুলের অংশগুলোতে একটু ডিপ কালো করে দিলাম এবং চোখের পাতা ও এঁকে নিলাম তার সাথে।

WhatsApp Image 2021-11-14 at 1.31.17 PM (2).jpeg


ত্রয়োদশ ধাপ


• এরপর পাতা এবং ফুল কিছুটা ভরাট করে দিলাম নিজের মত ডিজাইন দিয়ে।

WhatsApp Image 2021-11-14 at 1.31.17 PM.jpeg

WhatsApp Image 2021-11-14 at 1.31.17 PM (1).jpeg


চতুর্দশ ধাপ


• এরপর ঠোঁটের রংটা লাল স্কেচ পেন দিয়ে রং করে দিলাম এবং নাক আকার জন্য পেন্সিল দিয়ে হালকা সেড করে দিলাম।

WhatsApp Image 2021-11-14 at 1.31.16 PM (3).jpeg


পঞ্চদশ ধাপ


• এরপর চোখের উপরের অংশ এবং যে ডিজাইন গুলো দিয়েছিলাম পাতা ফুলের তার পাশ দিয়ে কিছু কিছু অংশ লাল রং করে দিলাম।শেষে চোখের পাতার জায়গাটা একটু কালো করে দিলাম।

WhatsApp Image 2021-11-14 at 1.31.15 PM (1).jpeg


ব্যস তৈরি হয়ে গেল মেয়েটির ম্যান্ডেলা আর্ট।

WhatsApp Image 2021-11-14 at 1.31.12 PM.jpeg




WhatsApp Image 2021-11-14 at 1.31.13 PM (2).jpeg
চিত্রটির সাথে আমার একটি নিজস্বী

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

একটি মেয়ের সুন্দর চিত্র অংকন দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি খুব সুন্দর ভাবে অংকন করেছেন। আমার অনেক ভালো লেগেছে।আপনার জন্য শুভেচ্ছা রইলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে।

অনেক অনেক ধন্যবাদ আপু।ছবিটি যে এতে সুন্দর হয়েছে তা বলার বাইরে।এই ছবিটির নাম যে ম্যান্ডেলা আর্ট তা আমি আপনার পোস্ট না পড়লে জানতাম না।সত্যি ই অনেক অসাধারণ হয়েছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার ছবি আকার হাত বেশ ভালো। কারন বেশ সুন্দর ভাবে ছবিটি ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ছবি আকার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

বাহ আপু একটি মেয়ের মুখ অঙ্কন ম্যান্ডালা আর্ট এর মাধ্যমে সুন্দরভাবে দেখিয়েছেন। এটা দেখতে অনেক সুন্দর হয়েছে। দক্ষতার সাথে সুন্দর একটা আর্ট করেছেন আপনি। যা আমার কাছে সত্যি প্রতিভা জনক। অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর একটা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক সুন্দর ভাবে একটা মেয়ের ম্যান্ডেলা আর্ট এঁকে ফেলেছেন। আমার কাছে তো সব থেকে বেশি মেয়েটা চোখটা ভালো লেগেছে। এক কথায় অসাধারণ হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ম্যান্ডেলার তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু খুবই চমৎকার হয়েছে আপনার আর্টটি ।লাল রং করার পর অনেক বেশি আকর্ষণীয় লাগছে। কত সুন্দর ভাবে ছোট ছোট করে নিখুঁত করে আপনি ডিজাইনগুলো করেছেন সত্যিই অসাধারণ হয়েছে । ম্যান্ডেলা ডিজাইন করা অনেক কঠিন কিন্তু আঁকা র পরে যখন জিনিসটার দিকে তাকাই তখন দেখতে খুবই ভালো লাগে ।শুভকামনা রইল।

 3 years ago 

হ্যাঁ ম্যান্ডেলা আর্ট করার পর যখন জিনিসটার দিকে তাকাই খুব সুন্দর লাগে তখন দেখতে।অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

দিদি অনেক সুন্দর হয়েছে আপনার ম্যান্ডেলা আর্ট। অনেক নিখুঁত ভাবে আর্ট টি করেছেন। এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ দিদি।

 3 years ago 

দিদি আপনি যে অনেক গুণী সেটা প্রথম দিনই বুঝেছি। আজ আর তাই বেশি অবাক হলাম না। শুধু এটা বলবো যে, একটা নতুন ধরনের কাজ দেখলাম অনেক দিন পর। খুব ভালো লাগলো। খুব যত্ন আছে পুরো কাজে। ভালো থাকবেন দিদি।

 3 years ago 

আমার কাজ কারো ভালো লাগলে সেটা শুনতে আমারও খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ দিদি আপনাকে।

 3 years ago 

আপনি পেন্সিল ব্যবহার করে একটি মেয়ের মুখের অনেক সুন্দর একটি মান্ডালা আর্ট করেছেন দেখে খুবই ভালো লাগলো আপনি অনেক দারুন মান্ডালা আর্ট করেন যেটা দেখে বোঝাই যাচ্ছে আপনার মান্ডালা আর্ট শুরু থেকে শেষ পর্যন্ত আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে প্রতিটি ধাপ স্টেপ বাই স্টেপ তুলে ধরেছেন আমি আপনার 8 দেখে সত্যিই অবাক হয়ে গেলাম শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

না দাদা পেন্সিল ব্যবহার করিনি। শুধু পেন দিয়ে। অনেক ধন্যবাদ দাদা আপনাকে।

 3 years ago 

একটি মেয়ের মুখমন্ডল অঙ্কন করেছেন। আপনার তৈরি মান্ডেলা আর্ট টি সত্যি অনেক সুন্দর দেখতে লাগছে। আপনার আর্টের দক্ষতা অনেক। আপনার কাজের জন্য অনেক অনেক প্রসংসা রইলো। শুভেচ্ছা নিবেন

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57408.28
ETH 3079.77
USDT 1.00
SBD 2.31