মকর সংক্রান্তি উপলক্ষ্যে একটি ম্যান্ডেলা আর্ট
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভাল আছেন, সুস্থ আছেন।প্রথমে সকলকে জানাই পৌষ সংক্রান্তির আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
পৌষ সংক্রান্তি হল বাঙালি সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন। পৌষ মাসের শেষের দিনে এই উৎসব পালন করা হয়। পৌষ সংক্রান্তি মানেই হলো নতুন ফসলের উৎসব, নতুন ধান খেজুরের গুড় দিয়ে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা তৈরি করা হয়।আমাদের বাড়িতে সারাদিন পিঠা তৈরি চলছে, প্রায় তিন থেকে চার ধরনের পিঠা তৈরি হচ্ছে। এই দিনটাতে আমি আলাদা আনন্দের মধ্যেই থাকি।যেহেতু এই একটা দিনই মা পিঠা তৈরি করে, তাই পিঠে খাওয়ার একটা আলাদা আনন্দ কাজ করে।আজকে এই পিঠা তৈরিতে মা কে সাহায্য করতে ব্যস্ততার মধ্যেই আছি। তাও আজ আমি আপনাদের সাথে পৌষ সংক্রান্তি উপলক্ষে একটি ম্যান্ডেলা আর্ট করলাম।। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।
অংকন পদ্ধতি:
উপকরণ
• একটি সাদা কাগজ
• একটা পেন্সিল
• রবার
• কালো রঙের মার্কার পেন
• গোলাপি রং
• সবুজ রং
• আকাশী রং
• হলুদ রং
• কম্পাস
• কালো মার্কার পেন
প্রথম ধাপ
• প্রথমে একটি পেন্সিল, রবার, আকাশী রং, হলুদ ,গোলাপি, সবুজ এবং সবশেষে কম্পাস ও একটি কালো মার্কার পেন নিয়ে নিলাম।
দ্বিতীয় ধাপ
• প্রথমে একটি হাঁড়ির কিছুটা অংশ একে নিলাম।
তৃতীয় ধাপ
• এরপর ওই হাঁড়ির পাশ দিয়ে আরেকটি হাঁড়ি এঁকে নিলাম।।
চতুর্থ ধাপ
পঞ্চম ধাপ
• এরপর হাড়িগুলোতে নিজের মতন করে কিছু রং করে দিলাম।
ষষ্ঠ ধাপ
সপ্তম ধাপ
অষ্টম ধাপ
•এরপর নিজের মতন করে কিছু মেন্ডেলা আর্ট এর ডিজাইন দিলাম।
নবম ধাপ
দশম ধাপ
একাদশ ধাপ
দ্বাদশ ধাপ
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আপু আপনার মকর সংক্রান্তি উপলক্ষে ম্যান্ডেলা আর্ট টি দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুবই চমৎকার একটি ম্যান্ডেলা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ম্যান্ডেলা তৈরির প্রতিটি ধাপ গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করেছেন।এটা দেখে দেখে যে কেউ সহজেই ম্যান্ডেলাটি আর্ট করতে সক্ষম হবে ধন্যবাদ আপনাকে আপু সুন্দর রঙিন ম্যান্ডেলা পোস্টটি শেয়ার করার জন্য।
ম্যান্ডেলা আর্টটি দারুন হয়েছে দিদি। বাংলা মাসের হিসাবটা আমার প্রায়ই এলোমেলো হয়ে যায়। যার ফলে মনই ছিল না যে এখন কি মাস চলছে। পৌষের বিদায় মানেই মাঘের আগমন। মানে সামনে শীতের তিব্রতা বাড়তে চলেছে। শহরে থাকার কারণে আমরা পৌষ সংক্রান্তির তেমন কোন আয়োজন দেখতে পাই না। আপনাদের ওদিকে তো এখনো দেখা যাচ্ছে পৌষ সংক্রান্তি বেশ ভালোভাবেই উদযাপন করা হয়।
সারা বছর মানুষ অপেক্ষা করে কবে শীতকাল আসবে আর পিঠাপুলি খাবে।আর শীতকালের মধ্যে পৌষ মাস এই পিঠা পুলি খাওয়া উপযুক্ত সময়। আপনি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি ম্যান্ডলা আর্ট করেছেন দিদি।ম্যান্ডেলা আর্ট টি দেখে মুগ্ধ হয়েছি।কালার টাও অনেক সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ দিদি সুন্দর ম্যান্ডেলা আর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।
পৌষ মাস মানেই চারিদিকের শীতের আমেজ আর নতুন চালের পিঠা খাওয়ার ধুম। মকর সংক্রান্তিকে কেন্দ্র করে আপনি সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করলেন, খুব সুন্দর ফুটে উঠেছে চিত্রটি।উপস্থাপনা দারুন লাগলো। আপনি ধাপে ধাপে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন অনেক ধন্যবাদ দিদি। মা কে সাহায্য করছেন জেনে ভাল লাগলো। অনেক ধন্যবাদ।
সত্যি বলতে দিদি অনেক চমৎকার একটা মেন্ডেলা আর্ট করেছেন। আসলে অনেক সময় দিয়ে কাজটি করেছেন। তবে পৌষ মাসে গ্রামবাংলায় অনেক ধরনের পিঠা তৈরি হয় । অনেকেই আমজ করে পিঠাপুলি খেয়ে থাকে। যাইহোক অনেক ভালো ছিল আপনার আজকের এই মেন্ডেলা আর্টটি। ধন্যবাদ আমাদের মাঝে তুলে ধরার জন্য।
আসলে শীত কালের এই একটি মাস যখন বাঙ্গালিরা পিঠা উৎসবে মেতে উঠে। রং বে রং এর পিঠা পুলিতে ভরিয়ে তুলে পরিবারের মন কে। আর আপনি এত ব্যস্ততম সময়ে আমাদের জন্য এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করার সময়টা পেলেন কোথায় দিদি? আসলে আপনার এনার্জি আছে বলতে হয়। অনেক অনেক সুন্দর হয়েছে। আপনার ম্যান্ডেলা আর্টটি। আশা করি আগামিতে আরও সুন্দর সুন্দর আর্ট দেখতে পাবো।
পৌষ মাস মানেই নতুন ফসল আর পিঠাপুলি তৈরির উৎসব। বাঙ্গালীদের ঘরে ঘরে শুরু হয় পিঠা উৎসব। মকর সংক্রান্তি উপলক্ষে করা আপনার এই আর্ট অসাধারণ হয়েছে দিদি। সুন্দরভাবে মেন্ডেলা আর্টের মাধ্যমে সম্পূর্ণ অংশটি একেবারে নিখুঁত ভাবে উপস্থাপন করেছেন। খুবই সুন্দর এবং নিখুঁত হয়েছে। দারুন একটি চিত্র আর্ট করে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দিদি।
দিদি মকর সংক্রান্তি উপলক্ষ্যে করা ম্যান্ডেলা আর্ট টি অত্যন্ত সুন্দর হয়েছে। ম্যান্ডেলা আর্টের ডিজাইন ও কালার কম্বিনেশন টাও বেশ ভালো লাগছে। স্টপ বাই স্টেপ খুব সুন্দর করে উপস্থাপন করেছ।
হুম এই পৌষ পার্বনের দিনে বাঙালিদের একটি জনপ্রিয় উৎসব ৷ পৌষের শেষে নতুন ধানের চাল খেজুরের গুড়ে নানা রকম পিঠা ৷ তবে এই পৌষ পার্বনের ছোট্ট বেলার মুহূর্ত গুলো ছিল দারুন ৷
যা হোক এই দিনে ব্যস্ততার মধ্যে দিয়ে ও যে এতো মেন্ডেলা শেয়ার করেছেন ৷ এ জন্য অসংখ্য ধন্যবাদ ৷
মকর সংক্রান্তি উপলক্ষে অনেক সুন্দর একটি ম্যান্ডেলা চিত্র অংকন তৈরি করেছেন আপু। পৌষ মাস মানে বিভিন্ন রকম পিঠা পুলির খাওয়ার উৎসব। সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি ম্যান্ডেলার চিত্র অংকন দেখতে পেলাম। ধন্যবাদ আপনাকে দিদি সুন্দর ম্যান্ডেলা চিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য।