একটি কবিতা।। কাছাকাছি।। আমার বাংলা ব্লগ
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি আরেকটি নতুন পোস্ট নিয়ে।
আজকে আমি একটা কবিতা আপনাদের সাথে শেয়ার করে নিয়ে এসেছি।ভালোবাসা মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ উপাদান।সব সম্পর্কের ভিত্তি হলো এই ভালোবাসা।সেই ভালোবাসার কথা বলা হয়েছে এই কবিতায়।আশা করি আপনাদের ভালো লাগবে।
এই সন্ধ্যায় এই ভিজে হাওয়ায়,
তোমাকে ভীষণ মনে পড়ছে
তুমি গেছো দূরে রেখে গেছো সব যন্ত্রণা।
তবুও তো আমরা বাঁচি
এই বাঁচার অদ্ভুত নিয়মে আমি ও বাঁচি।
প্রত্যেকটা রাস্তায় একটা গল্প আছে
আছে অনেক পাওয়া আর না পাওয়া,
অনেক স্বপ্ন দেখা অনেক এগিয়ে যাওয়া।
কেউ আসে কিছু শিখিয়ে যায়,
কেউ বা আসে ভালোবেসে ভাসিয়ে দিতে।
তুমি এলে অসম্ভবকে দারুণ চোখ রাঙিয়ে,
আমি তো অনেক বাধা দিয়েছি তোমায়,
তুমি মেনে নিলে ,আমি জন্ম জন্মান্তরে তোমার।
এখনো বইছে সমীরণ হাওয়াতে অনেক আয়োজন,
তুমি আমি অনেক কাছাকাছি,
বিশ্বাসে বিশ্বাস রেখে পাড়ি দেবো জীবন নদী।
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
সত্যি দিদি সব সম্পর্কের ভিত্তি হলো ভালোবাসা। একে অপরের প্রতি ভালোবাসা যখন গভীর হয় তখন সম্পর্কের ভিত্তি আরো মজবুত হয়। দিদি আপনার লেখা কবিতার লাইন গুলো অসাধারণ হয়েছে। এই কবিতা পড়ে হৃদয়ের মাঝে ভালোবাসা দোলা দিয়ে গেল। অনেক অনেক ধন্যবাদ দিদি দারুন একটি কবিতা শেয়ার করার জন্য।
দিদি অনেকদিন পর আপনার একটি নতুন কবিতা পড়লাম।চমৎকার হয়েছে আপনার লেখা এই কবিতাটি। আমার খুব ভালো লেগেছে। কবিতায় ভালোবাসার মানুষটিকে নিয়ে দারুন অনুভূতি শেয়ার করলেন।এটা খুব সত্যি কথা ভালোবাসা অসম্ভবকে সম্ভব করতে পারে।মনের অনুভূতি দিয়ে সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
দুজনার ভালোবাসা পূর্ণতা পাক,
দুজন হোক দুজনার জন্য, এ বন্ধন অটুট থাকুক সারা জীবন, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি দিদিভাই। 🙏
আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার নাম যেমন সুন্দর ছিল তেমনি কবিতাটি অনেক বেশি ভালো লেগেছে। এত সুন্দর একটি কবিতা শেয়ার করুন অসংখ্য ধন্যবাদ।
বেশ সুন্দর অনুভূতির কিছু ছন্দময় আবেগ পেলাম আপনার কবিতায়, শুরুটা এবং শেষটা সত্যি বেশ দুর্দান্ত হয়েছে দিদি। বেশ সুন্দর লিখেন আপনি এটা আগেও বলেছি। আজকের কবিতাটিও অনেক ভালো লেগেছে। ধন্যবাদ
অনেক সুন্দর একটি কবিতা রচনা করে আমাদের মাঝে শেয়ার করেছেন দিদি। ভালো লাগলো এত সুন্দর মেল রেখে মনের অনুভূতিটা প্রকাশ করার মতো করে লিখেছেন কবিতা। কবিতা আবৃত্তি করতে গিয়ে অল্পতেই শেষ হয়ে গেল তাই যেন আমার কাছে আরো কিছু লাইন পাবার আশা ছিল। অনেক ভালো লেগেছিল আবৃত্তি করতে গিয়ে।