২৫ ডিসেম্বর দিনটিতে

in আমার বাংলা ব্লগ6 months ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজআমি আপনাদের সাথে ২৫ ডিসেম্বর এর কিছু মুহূর্ত ভাগ করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।


২৫শে ডিসেম্বর খ্রীষ্টমাস অর্থাৎ সেই দিনটি যীশু খ্রীষ্টের জন্মদিন এ কথা আমরা সকলেই জানি ।এই ক্রিসমাস উপলক্ষে কলকাতার বিভিন্ন জায়গা সেজে ওঠে। যে জায়গাটি সবচেয়ে বেশি সেজে ওঠে সে জায়গাটি হল পার্ক স্ট্রিট। পুরো পার্ক স্ট্রিট আলোয় আলোকিত করা থাকে। তেমনভাবেই লেকটাউনের ক্লক টাওয়ারের কাছেও খুব সুন্দর ভাবে সাজানো হয়। প্রায় এক সপ্তাহ ব্যাপী ধরে পুরো রাস্তা সাজানো হয় আলো দিয়ে। তার সাথে খাবারের প্রচুর স্টল বসে ।এবং সাত দিন ধরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলতে থাকে।

WhatsApp Image 2024-01-22 at 17.10.16.jpeg

WhatsApp Image 2024-01-22 at 17.10.16 (5).jpeg


২৫শে ডিসেম্বর আমরা সকলেই বাড়িতে কেক কেটে থাকি। সেই দিনটিও আমি বিকেল বেলা কেটে ছিলাম। এবং সেই দিনটিতে সেরকম কোনো প্ল্যান আমার ছিল না। কারণ ব্ল্যাকস তখন কলকাতায় ছিল না তাই ঘুরতে যাওয়ার মতো সেদিন কাউকে পাইনি।

WhatsApp Image 2024-01-22 at 17.10.16 (1).jpeg

WhatsApp Image 2024-01-22 at 17.10.16 (3).jpeg


যেহেতু তার দুদিন পরেই আমাদের পুরী যাওয়ার কথা ছিল। তাই লাগেজ গুছাচ্ছিলাম বলতে গেলে নিজের মতনই ছিলাম। কিন্তু যখন নটা বাজল কাকিমনিরা বললো যে কিছুক্ষণের জন্য লেকটাউন যাবে এবং সেখানে সবাই যাচ্ছে আর যেহেতু আমি সেদিন একা একাই ছিলাম, তাই আমিও চলে গেলাম ।প্রতিবছরই আমি এখানে ঘুরতে আসি। আমার খুব ভালো লাগে।

WhatsApp Image 2024-01-22 at 17.10.17.jpeg

WhatsApp Image 2024-01-22 at 17.10.17 (1).jpeg

WhatsApp Image 2024-01-22 at 17.10.16 (2).jpeg


বহু মানুষ এখানে আসে এবং সারা রাস্তা জুড়ে মানুষের ভিড় থাকে। আমিও গিয়ে পুরো জায়গাটি ঘুরলাম ।প্রচুর বন্ধুদের সাথে দেখাও হয়ে গেল। ওখানে নামকরা একজন গানের আর্টিস্ট এসেছিলেন, কিছুক্ষণ গান শুনলাম। এইভাবেই বেশ অল্প সময়ে ওখানে আনন্দ করে বাড়ি চলে এলাম।

WhatsApp Image 2024-01-22 at 17.10.17 (4).jpeg

WhatsApp Image 2024-01-22 at 16.24.08.jpeg

WhatsApp Image 2024-01-22 at 16.24.08 (1).jpeg




VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 6 months ago 

আনন্দ একা একা করতে ভালো লাগে না পাশে যদি কেউ না থাকে। তবে প্রিয় মানুষটি সঙ্গে না থাকলেও কাকীমাদের সাথে বেড়াতে গিয়ে বেশ ভালই আনন্দ করলেন। সাথে বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি। বড় দিনে পার্ক স্ট্রিট এ ঘুরতে যাওয়ার অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি।

 6 months ago 

ক্রিসমাস ডে উপলক্ষে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা চমৎকার ভাবে সাজানো হয়ে থাকে। সেসব দৃশ্য বিশেষ করে রাতের বেলা দেখতে বেশ ভালো লাগে। যাইহোক আমাদের ছোট দাদা সেদিন কলকাতায় ছিলেন না বলে,রাতের বেলা কাকিমনিদের সাথে গিয়ে বেশ মজা করেছেন বৌদি। সেখানে ঘুরাঘুরি করে এবং গান শুনে এককথায় দুর্দান্ত সময় কাটিয়েছেন। ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।

Posted using SteemPro Mobile

 6 months ago 

দাদা যেহেতু বাইরে ছিলেন তাইতো আপনার একটু মন খারাপ ছিল বুঝতেই পারছি দিদি। ক্রিসমাস ডে সবার জন্য অনেক আনন্দের। আর সবকিছুই সুন্দরভাবে সেজে ওঠে। সবাই মিলে ঘুরতে গিয়েছেন দেখে ভালো লাগলো দিদি। আপনাকে দেখতে কিন্তু বেশ মিষ্টি লাগছে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 6 months ago 

স্ট্রিট পার্ক দেখছি বড়দিন উপলক্ষে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। ব্ল্যাকস দাদা পাশে থাকলে হয়তো আরও উপভোগ করতে পারতেন। চারদিকে রঙিন আলোকসজ্জায় সবকিছু সুন্দর লাগছে 🌼

 6 months ago 

ক্রিসমাস ডে উপলক্ষে বিভিন্ন জায়গায় অনেক সুন্দর এবং অনেক লাইটিং এর ব্যবস্থা করা হয় আর এই বিষয়গুলো দেখতে অনেক ভালো লাগে।আর যেহেতু দাদা আপনার পাশে ছিলেন না তাই হয়তোবা অনেক মনটা খারাপ ছিল কিন্তু সবার সঙ্গে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে হয়তো বা আপনি অনেক আনন্দ উপভোগ করেছেন।তবে আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগছে প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে দিদি।

 6 months ago 

আশা করি দিদি ভালো আছেন? ক্রিসমাস ডে উপলক্ষে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন সবাইকে নিয়ে দিদি। আসলে এমন মুহূর্ত অতিবাহিত করার অনুভূতি সত্যি বেশ দারুন। আনন্দঘন মুহূর্ত গুলো বেশ সুন্দর ভাবে পার করেছেন। ফটোগ্রাফি গুলো বেশ দুর্দান্ত হয়েছে। ক্রিসমাস ডে তে সুন্দর মুহূর্ত পার করার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন দিদি।

 6 months ago 

আসলে ২৫ডিসেম্বর গ্রাম বাংলার প্রতিটি অঞ্চলে ও প্রভাব পড়ে। আমরাও ২৫ ডিসেম্বর বেশ ভালোভাবেই উপভোগ করি। এখানে অনেক সুন্দর করে সাজসজ্জা করা হয় যা দেখার মতই পরিবেশ তৈরি হয়ে যায়। আপনি অনেক সুন্দর ভাবে উপভোগ করলেন। আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখে বোঝা যাচ্ছে অনেক মানুষের ভিড় ছিল। তো সেই ভিড়ের মাঝখানে অনেক বন্ধু-বান্ধবের সাথে সুন্দর সময় কাটালেন। অনেক ধন্যবাদ আপু।

 6 months ago 

২৫ ডিসেম্বর দারুণ একটি দিন , কারণ এদিনে যীশু খ্রীষ্টের জন্মদিন ছিলো ৷ আর এই দিনটি আপনি দারুণ ভাবে উপভোগ করেছেন জেনে ভীষণ ভালো লাগলো ৷ কাকিমনিদের সাথে লেকটাউন আপনাদের কাটানো সুন্দর মুহূর্ত গুলো দেখে ভীষণ ভালো লাগলো দিদি ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 6 months ago 

ক্রিসমাস ডে উপলক্ষে আমাদের এখানে ও বেশ উৎসব উৎসব ভাব দেখা যায়। আপনাদের ওখানে তো আরো বেশী আয়োজন, লোকজনের সমাগম ঘটেছে।দাদা তখন ছিল না তাই পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে গেলেন।ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো দিদি।আপনাদের পরিবারের এই বন্ধন আমার ভীষণ ভালো লাগে। এই বন্ধনটাকে আমি খুব ই পছন্দ করি।অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 6 months ago 

দিদি ভাই, ২৫শে ডিসেম্বর পার্ক স্ট্রিটে যে বেশ ভালোই সময় কাটিয়েছেন, তা কিন্তু আপনার ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে। বেশ ভালই উপভোগ করলাম ব্লগটি। শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57839.82
ETH 3132.70
USDT 1.00
SBD 2.43