কলকাতাপ্রেমীদের আবেগের জায়গা কুমোরটুলি //১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে কলকাতাপ্রেমীদের আবেগের জায়গা কুমোরটুলির কিছু প্রতিমা আপনাদের সাথে ভাগ করে নিলাম।


কুমোরটুলিকে উত্তর কলকাতায় ইমোশন বলা চলে।কুমোরটুলি কলকাতার ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটা।কলকাতাবাসী ও কলকাতাপ্রেমীদের কাছে এই জায়গা আবেগের অপর নাম। এই অঞ্চল থেকে মৃৎ শিল্পীদের বসতি অঞ্চল বলা হয় ।কলকাতার এই অঞ্চল থেকে দেব দেবীর প্রতিমা সব জায়গায় সরবরাহ করা হয়, শুধু কলকাতার বিভিন্ন জায়গায় নয় দেশের বাইরেও বিভিন্ন জায়গায় এই অঞ্চল থেকে মুক্তি পেতে রপ্তানি করা হয়। কুমোরটুলি পশ্চিমবঙ্গের বিখ্যাত মৃৎশিল্প কেন্দ্র।

কুমোরটুলি শিল্পীদের দুর্গা প্রতিমার বিশেষ খ্যাতি রয়েছে দেশ বিদেশ জুড়ে। শুধু দুর্গা প্রতিমাই নয় বাঙ্গালীদের সমস্ত পূজার প্রতিমা এই কুমোরটুলিতেই কিন্তু তৈরি হয়ে থাকে। বর্তমানকালে কুমারটুলির দুর্গা প্রতিমা আমেরিকা থেকে শুরু করে আফ্রিকা,ইউরোপ, জাপান ইতালি সমস্ত প্রবাসী বাঙালিদের কাছে সরবরাহ করা হয়। প্রতিবছর বিশ্বের ৯৩ টি রাষ্ট্রে কলকাতার এই পটুয়াপাড়া থেকে প্রতিমা প্রেরণ করা হয়ে থাকে।

WhatsApp Image 2022-04-11 at 11.04.20 PM (1).jpeg

WhatsApp Image 2022-04-11 at 11.34.25 PM.jpeg

WhatsApp Image 2022-04-11 at 11.14.49 PM.jpeg


উত্তর কলকাতার কুমোরটুলি মানেই সরু গলি যারা এক প্রান্ত দিয়ে ঢুকলে আরেক প্রান্তে গিয়ে পড়ে ।আর সেইসব গলির দুই দিকে সারিবদ্ধ ভাবে সাজানো রয়েছে অসংখ্য প্রতিমা।

WhatsApp Image 2022-04-11 at 11.04.20 PM.jpeg

WhatsApp Image 2022-04-11 at 11.43.57 PM.jpeg

WhatsApp Image 2022-04-11 at 11.12.53 PM.jpeg

আমি বেশ কিছু মাস আগে সরস্বতী পুজোর আগে আগেই বলা যেতে পারে ওই সময় কুমোরটুলিতে গিয়েছিলাম সেখানে যখন গেছিলাম তখন প্রতিমা পুরোপুরি তৈরি ছিল না। সমস্ত মৃৎশিল্পীরা প্রতিমা বানাতে ব্যস্ত ,আবার কেউ কেউ নিজের হাতে আলপনা তৈরির কাজে ব্যস্ত ,আবার কেউ কেউ সোলার কাজে ব্যস্ত । আবার অনেকেই ছিলেন যারা এই মৃৎ শিল্পী দের কাছ থেকে প্রতিমা কিনতে ব্যস্ত ।


WhatsApp Image 2022-04-11 at 11.04.21 PM.jpeg

WhatsApp Image 2022-04-11 at 11.35.16 PM.jpeg

WhatsApp Image 2022-04-11 at 11.04.15 PM.jpeg

WhatsApp Image 2022-04-11 at 11.04.20 PM (2).jpeg

WhatsApp Image 2022-04-11 at 11.04.17 PM.jpeg

WhatsApp Image 2022-04-11 at 11.05.14 PM.jpeg



এখানে প্রতিমা নির্মাণের পাশাপাশি কারিগরেরা অন্যান্য মাটির জিনিসেও তাদের পটুত্বের ছাপ রেখে চলেন সারা বছর।


ধন্যবাদ

Sort:  
 2 years ago 

উত্তর কলকাতার কুমোরটুলি কথা আমি এর আগে অনেক শুনেছি। কিন্তু এভাবে ফটোগ্রাফি করা কখনও দেখিনি। আপনার পোষ্টের মাধ্যমে আমি বেশ কিছু প্রতিবার ফটোগ্রাফি দেখতে পেলাম। আপনার প্রত্যেকটা প্রতিমার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে দ্বিতীয় প্রতিমার ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। দেখেই মনে হচ্ছে আপনি কুমোরটুলি গিয়ে খুব আনন্দ করেছেন। আপনার আনন্দঘন মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাদের মাধ্যমে কলকাতার সুন্দর সুন্দর জায়গা দেখার সৌভাগ্য হয়। কুমোরটুলি দেখতে পেলাম আপনার মাধ্যমে দিদি। প্রতিমার কিছু অসাধারন ছবি শেয়ার করেছেন। কারিগরগন নিপুন হাতে কি চমৎকার ভাবে প্রতিমা গড়ছেন। ভালো ছিল আপনার পোস্টটি। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দিদি ।

 2 years ago 

একবার কুমোরটুলি তে যাওয়ার ইচ্ছে আছে।

 2 years ago 

আচ্ছা পুজোর আগে যাবো একবার ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58661.64
ETH 2723.56
USDT 1.00
SBD 2.32