কপালে কলকা ডিজাইন ।।//১০% পেআউট লাজুক খ্যাঁক-কে
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ একদম নতুন ধরনের একটি পোস্ট করলাম। পুরোনো আভিজাত্য বজায় রেখে বাঙালি বিয়েতে কনের সাজে অনেকে কনে আজ ও সারা কপাল জুড়ে চন্দন এর নকশা করে। আজ তারই কিছু ডিজাইন করলাম। প্রথম বার চেষ্টা করলাম। আশা করি সকলের ভাল লাগবে l।
প্রথম ধাপ
• আমি কালো কাগজের উপর করলাম যাতে স্পষ্টভাবে ডিজাইন বোঝা যায়। প্রথমে কাগজের মাঝখানে একটি লাল রঙের টিপ বসিয়ে নিয়েছি।
দ্বিতীয় ধাপ
• তারপর টিপের সাইড দিয়ে গোল গোল বিন্দি এঁকেছি।
তৃতীয় ধাপ
• এরপর একটি কলকা আঁকলাম।
চতুর্থ ধাপ
• এরপর মাঝখানে যে ডিজাইন টা দিলাম তার পাশ দিয়ে দাগ কেটে আরো কিছু ডিজাইন দিলাম।
পঞ্চম ধাপ
• তারপর নিজের মত কিছু ডিজাইন দিলাম।
দিদি সাজসজ্জা সম্বন্ধে আমি অত কিছু বুঝি না শুধু দেখতে ভালো লাগলো কি মন্দ লাগলো সেটা বলতে পারি। যাইহোক আপনি চমৎকার করে কপালের কলকা ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছেন। কপালের কলকা ডিজাইনটি আমার কাছে খুব ভালো লেগেছে। কপালের কলকা ডিজাইন এর প্রত্যেকেটি ধাপ আপনি খুব চমৎকার করে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার সুন্দর উপস্থাপনার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপু আপনার করার ডিজাইন আমার খুবই ভালো লেগেছে ।এত সুন্দর একটি ডিজাইন আমাদের মাঝে খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আমার খুবই ভালো লেগেছে আমি মনি মুগ্ধ হয়ে আপনার এই ডিজাইনের দিকে তাকিয়ে ছিলাম।এত সুন্দর একটি ডিজাইন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তার জন্যই তো বলি এই ডিজাইন কে এত পরিচিত পরিচিত লাগে কেন 😍।
যাইহোক সুন্দর ছিল আপু আর্ট টি। এবং আপনার উপস্থাপনা ও দারুন ছিল
যদি কপালের কলকা টি সত্যি অসাধারন লাগছিল। অনেক ভালো লাগলো নতুন একটা ডিজাইন দেখি।
এত সুন্দর একটি কপালের কলকা টিপের ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
কপালে কলকা ডিজাইন খুবই সুন্দর হয়েছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি আপনার দক্ষতা যত দেখি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। শুভকামনা রইল সুন্দরভাবে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ।
এই কলকার ডিজাইন সবসময় ই আমার খুব ই পছন্দের।দেখতেও মিষ্টি লাগে।
আগের দিনে কনে রা বেশি কপাল থেকে শুরু করে গালে এই রকম কলকা নকশা করতো।যদিও এখন মানুষ কম করে,তবে কিছু কিছু কনে কে দেখা যায়।আমার কাছে ভালোই লাগে দেখতে।আজকে আপনি খুব সুন্দর করে কলকা নকশা করেছেন।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন।ধন্যবাদ
দিদি ডিজাইনটি দুর্দান্ত হয়েছে । বিশেষ করে মাঝে লাল টিপ ব্যবহারের আইডিয়াটা চমৎকার হয়েছে । টিপটার জন্য ডিজাইন টি দেখতে আরো অনেক সুন্দর লাগছে । ধন্যবাদ আপনাকে ।
অনেক ধন্যবাদ দাদা। আসলেই দাদা আমাদের বাঙালি বিয়েতে ঠিক এই ভাবেই কপালে কলকা করে সাজানো হয়। দেখতে ভীষন সুন্দর লাগে।
কপালের কালকা ডিজাইন দেখতে খুবই সুন্দর হয়েছে তা দেখে চোখ ফিরানোর কোন সুযোগ নেই।