"নিরামিষ আলুর দম রেসিপি " তৈরি করার পদ্ধতি।//১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন। সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে নিরামিষ আলুর দম রেসিপি তৈরি করে দেখালাম।আশা করি সকলের ভাল লাগবে।


লুর দম খেতে ভালোবাসে না খুব কম লোকই আছে।আমি তো ভীষণ ভালোবাসি আলুর দম খেতে। আর যদি লুচির সাথে হয় তাহলে তো খুবই ভালো লাগে।লুচি আর আলুর দম জলখাবার হিসাবে খুবই প্রসিদ্ধ। বাঙালির কাছে রবিবারের সকাল মানে হল লুচি আর আলুর দম। লুচি ছাড়াও পোলাও , বাঙালি ফ্রাইড রাইস ইত্যাদি দিয়ে আলুর দম খেতে খুবই ভালো লাগে।অনেক সময় আমরা আমি নিরামিষ আলুর দম করে থাকি, কখনো কখনো নিরামিষ আলুর দমের টেস্ট আমিষ আলুর দমের টেস্ট কে হার মানিয়ে দেয়।সেরকমই একটি রেসিপি আমি আজ আপনি আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি সকলের ভালো লাগবে।


WhatsApp Image 2022-02-09 at 10.58.38 PM (2).jpeg


আলুর দম রেসিপি তৈরী করার পদ্ধতি


উপকরণের নামপরিমাণ
১ নতুন আলু১কেজি
২. টক দই৩-৪চামচ
৩. টমেটো১ টা
৪. কাঁচা লঙ্কা বাটা১ চামচ মতো
৫. তেজপাতা২ টো
৬. আদা বাটা১চামচ
৭. কাশ্মীরি লঙ্কার গুঁড়ো১চামচ
৮. জিরের গুঁড়ো১চামচ
৯. কাজু বাদাম২ টো
১০. চারমগজ১.৫ চামচ
১১. পোস্ত১ চামচ
১২ এলাচ২-৩ টি
১৩ . চিনিস্বাদমতো
১৪.লবণ১চামচ
১৫. হলুদ গুঁড়ো১চামচ
১৬. সাদা তেলসরষের তেল

রন্ধন প্রণালী :



প্রথম ধাপ


•প্রথমে আলুর দমের আলু অর্থাৎ নতুন আলুর খোসা ছাড়িয়ে নিলাম।এবং সেদ্ধ করে নিলাম।

WhatsApp Image 2022-02-09 at 11.53.01 PM.jpeg


দ্বিতীয় ধাপ


•এরপর একটা কড়াইতে তেল গরম করে নিলাম এবং দুটো তেজপাতা ছেড়ে দিলাম।

WhatsApp Image 2022-02-09 at 10.56.35 PM.jpeg

WhatsApp Image 2022-02-09 at 10.56.36 PM.jpeg


তৃতীয় ধাপ


•সাথে সাথে ঐ আলুগুলো ছেড়ে দিলাম ভাজার জন্য। তার অল্প নুন এবং হলুদ দিয়ে দিলাম।

WhatsApp Image 2022-02-09 at 10.56.36 PM (1).jpeg

WhatsApp Image 2022-02-09 at 10.56.37 PM.jpeg

WhatsApp Image 2022-02-09 at 10.56.37 PM (3).jpeg


চতুর্থ ধাপ


• এরপর মিক্সার এ অল্প পোস্ত,চারমগজ ,কাজুবাদাম, কিসমিস দিয়ে দিলাম।এবং ভালো করে বেটে নিলাম। এমন ভাবে বাটলাম যাতে মিহি হয়ে যায়।

WhatsApp Image 2022-02-09 at 11.41.21 PM.jpeg

WhatsApp Image 2022-02-09 at 10.56.38 PM.jpeg


পঞ্চম ধাপ


• আলু গুলো অল্প ভাজা হয়ে এলে আরেকটি পাত্রে তুলে নিলাম।

WhatsApp Image 2022-02-09 at 10.56.41 PM (1).jpeg


ষষ্ঠ ধাপ


•এরপর যে তেলে আলু গুলো ভেজে রেখেছিলাম সেই তেলের মধ্যে তেজপাতা, টমেটো,এলাচ, লঙ্কা বাটা,হলুদ গুঁড়ো, তার সাথে পোস্ত ও বাদাম বাটা ও দিয়ে দিলাম।

WhatsApp Image 2022-02-09 at 10.56.38 PM (2).jpeg

WhatsApp Image 2022-02-09 at 10.56.39 PM.jpeg

WhatsApp Image 2022-02-09 at 10.56.39 PM (1).jpeg


সপ্তম ধাপ


• এরপর অল্প আদাবাটা ও দিয়ে দিলাম।তার সাথে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিলাম। এবং ভালো করে কষিয়ে নিলাম।

WhatsApp Image 2022-02-09 at 11.04.28 PM (1).jpeg

WhatsApp Image 2022-02-09 at 11.04.27 PM.jpeg

WhatsApp Image 2022-02-09 at 10.56.40 PM (1).jpeg


অষ্টম ধাপ


• এরপর ভালো করে কষিয়ে নেওয়ার পর এক চামচ চিনি দিলাম। এর আগে তিন চার চামচ মতো দই মিক্সারে ফেটিয়ে নিয়েছিলাম সেই দইটাও দিয়ে দিলাম।

WhatsApp Image 2022-02-09 at 10.56.39 PM (2).jpeg

WhatsApp Image 2022-02-09 at 11.04.27 PM (1).jpeg

WhatsApp Image 2022-02-09 at 10.56.40 PM (2).jpeg

WhatsApp Image 2022-02-09 at 10.56.40 PM (3).jpeg


নবম ধাপ


• এরপর অল্প জল দিয়ে ভালো করে আরো কিছুক্ষণ কষিয়ে নিলাম।

WhatsApp Image 2022-02-09 at 10.56.41 PM.jpeg


দশম ধাপ


•এরপর ভাজা আলু গুলোকে কড়াইতে দিয়ে দিলাম।

WhatsApp Image 2022-02-09 at 11.04.28 PM.jpeg


একাদশ ধাপ


•এরপর কিছুক্ষন একটা পাত্র দিয়ে ঢেকে রাখলাম। জল দিয়ে সমস্ত কিছু সাথে মিশিয়ে দিলাম এবং গ্যাসের আচ কমিয়ে নিয়ে ৫-১০ মিনিট ঢাকা দিয়ে রাখলাম।তার সাথে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম।

WhatsApp Image 2022-02-09 at 10.56.41 PM (2).jpeg


দ্বাদশ ধাপ


•এই ভাবে এই ভাবেই তৈরি হয়ে গেল নিরামিষ আলুর দম

WhatsApp Image 2022-02-09 at 10.58.37 PM.jpeg

WhatsApp Image 2022-02-09 at 10.58.38 PM (1).jpeg




ধন্যবাদ



Sort:  

আপনার নিরামিষ রেসিপি টা অনেক সুন্দর হয়েছে। এটি অনেক টেস্টি এবং সুস্বাদু হবে বলে মনে হচ্ছে। ধন্যবাদ আপনার আগামীর জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ্ আপু আপনার যত্নসহকারে তৈরি করা নিরামিষ আলুর দম রেসিপিটা বেশ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর একটি প্রশংসা মূলক মন্তব্যের জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনি সত্যিই একটি খুব সুস্বাদু খাবার তৈরি করেছেন, আমি যখন এই রেসিপিটি দেখেছিলাম তখন আমি ক্ষুধার্ত হয়ে গিয়েছিলাম এবং সত্যিই এটি চেষ্টা করতে চেয়েছিলাম, একটি খুব সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ দিদি আপনাকে।

 2 years ago 

আপনাকে স্বাগতম

 2 years ago 

নিরামিষ আলুর দম রেসিপি দারুন হয়েছে দিদি। আপনি অনেক মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন। দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। আপনার এই রেসিপি দেখে আমিও এই মজাদার রেসিপি শিখেনিলাম। রেসিপি তৈরির প্রসেস দেখেই বুঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। অনেক মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দিদি।

 2 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি যেভাবে আলুর দম রেসিপি রান্না করেছেন দেখে মনে হচ্ছে এটি সুস্বাদু হয়েছে। কারণ যে সকল উপকরণ আমি দেখলাম এই সকল উপকরণ যদি একসাথে দিয়ে রান্না করা হয় তাহলে তো খেতে অসাধারণ হবে এটা নিশ্চিত। অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন।

 2 years ago 

হ্যাঁ দিদি খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। একবার ট্রাই করে দেখবেন।খুব ভালো লাগবে।

 2 years ago 

আলুর দমের কথা শুনলেই জিভে জল চলে আসে । কারণ আলুর দম খেতে অনেক মজা লাগে । তাছাড়া আপনার তৈরি করা আলুর দম টি দেখেই জিভে পানি চলে আসলো । আলুর দম অনেক সুন্দর করে তৈরি করেছেন আপনি । তাছাড়া রেসিপিটি করার সাথে সাথে ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ দাদা আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার আলুর দম রেসিপি খুব দারুন হয়েছে দিদি। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে চমৎকারভাবে রন্ধনপ্রণালী শেষ করেছেন । দেখে মনে হচ্ছে নিশ্চয়তা অনেক মজাদার এবং সুস্বাদু হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল‌।। ধন্যবাদ, ভালো থাকবেন

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

দিদি,আলুর দমের কি সুন্দর একটি রেসিপি দেখালেন।আমার কাছে আলুর দম খেতে খুবই ভালো লাগে,কারণ আলু খেতেই বেশ মজা লাগে। আর যেভাবে আপনি রান্না করেছেন তা দেখেই তো মন চাচ্ছে খেয়ে নিতে।অসাধারণ আর লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর কমেন্টের জন্য।

 2 years ago 

আলুর দম রেসিপি আমার কাছে খুব ভালো লাগে। আপনার রেসিপির ছবি দেখে আমার জিহ্বায় জল চলে আসছে।আপনি প্রতিটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দিদি।

 2 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনার সুন্দর মন্তব্যের জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

ওয়াও আপু লোভনীয় একটা রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। বিশেষ করে আলুর দম রেসিপি আমার কাছে খুবই ভালো লাগে খেতে। আর আপনার আলুরদম রেসিপি দেখতে খুবই লোভনীয় লাগছে। আপনি খুবই সুন্দর করে তৈরি করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমাদের মাঝে এতো সুন্দর একটা লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইলো আপু আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর একটি উৎসাহমূলক মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 55258.26
ETH 2459.89
USDT 1.00
SBD 2.19