কমেন্ট মনিটরিং রিপোর্ট [২৪তম সপ্তাহ]।। ২৪ফেব্রুয়ারি ২০২৩

in আমার বাংলা ব্লগlast year
শুভেচ্ছা সবাইকে আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ হতে

"আমার বাংলা ব্লগ" এর নতুন উদ্যোগ কমেন্ট মনিটরিং এর ২৪ তম পোষ্টটি প্ৰকাশ করতে চলেছি।আমাদের এই অনুসন্ধান শুধুমাত্র Active Super List 【with progressive super list】 এ অন্তর্ভুক্ত সদস্যদের উপর করা হয়েছে।এই রিপোর্টটি সদস্যদের কমেন্ট এর মান উন্নয়নে সহায়তা করবে।

Comment_Motiring2.png


আমার বাংলা ব্লগের এটি একটি নতুন উদ্যোগ, কমেন্ট মনিটরিং এবং ট্রানজেকশন মনিটরিং। প্রতি শুক্রবার একটি লিস্ট প্রকাশিত করা হবে। সেই লিস্টে আপনাদের এক্টিভিটিস এবং কমেন্ট এর উপর ভিত্তি করে একটি পয়েন্ট দেওয়া হবে। কমিউনিটির ভারসাম্য রক্ষার জন্যই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই রিপোর্টটি প্রকাশিত করা হবে। আপনার কমেন্টে কী কী সমস্যা রয়েছে সেগুলো সংক্ষিপ্ত আকারে বর্ণনা দেওয়া থাকবে। আশা করি এই পোস্টটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে এবং পরবর্তীতে আপনাদের ভুলগুলো শুধরে আরো ভালোভাবে কাজ করতে পারবেন। নিম্নে গত সপ্তাহে সুপার একটিভ লিস্টের ইউজারদের পয়েন্ট তুলে ধরা হলো-


Comments Monitoring Report Of Active Super List


SerialUsernamePointsCommentsRemarks
1@nevlu1239.4255কমেন্টসের মান ভালো, মোটামুটি সবকিছুই ঠিক আছে।
2@rahimakhatun9.2209কমেন্টসের মান ভালো, মোটামুটি সবকিছুই ঠিক আছে।
3@shimulakter9.1226কমেন্টসের মান ভালো, মোটামুটি সবকিছুই ঠিক আছে।
4@litonali9.1164মোটামুটি সবকিছুই ঠিক আছে।
5@hiramoni9139মোটামুটি সবকিছুই ঠিক আছে।
6@monira9999185কমেন্টসের মান ভালোো, মোটামুটি সবকিছুই ঠিক আছে।
7@samhunnahar8.9231এই সপ্তাহের বেশিরভাগ কমেন্টই রেসিপি,আর্ট,আর ফটোগ্রাফি পোস্টে রয়েছে। এরপর থেকে জেনারেল পোস্টগুলো পড়বেন।
8@narocky718.8205মোটামুটি সবকিছুই ঠিক আছে।
9@bdwomen8.8169মোটামুটি সবকিছুই ঠিক আছে।
10@joniprins8.7161কমেন্টসের মান ভালো,মোটামুটি সবকিছুই ঠিক আছে।
11@emranhasan8.6168কমেন্টসের মান ভালো, মোটামুটি সবকিছুই ঠিক আছে।
12@parul198.5129সবকিছু মোটামুটি ঠিক আছে।
13@kazi-raihan8.5118জেনারেল পোস্ট এ কমেন্টের সংখ্যা কম বাকি সব কিছু ঠিক আছে।
14@kibreay0018.5116কমেন্টসের মান ভালো, মাঝে মাঝে বানানের একটু সমস্যা হয়ে যায়।
15@ferdous34868.5114মোটামুটি সবকিছুই ঠিক আছে।
16@anisshamim8.4147কমেন্টসের মান ভালো, মোটামুটি সবকিছুই ঠিক আছে।
17@ronggin8.2137কমেন্টের মান ঠিক আছে ।তবে জেনারেল পোস্ট আরও পড়তে হবে।
18@tanjima8177টোটাল ১৭৭ টা কমেন্ট এর ভেতরে এক দিনেই করেছেন 89 টা কমেন্ট আর একটু রেগুলার কমেন্ট করতে হবে।
19@rupaie228115কমেন্ট এর মান ঠিক আছে ।তবে মন্তব্যের সংখ্যা একটু বাড়ালে ভালো হয়।
20@engtariqul8101সবকিছু মোটামুটি ঠিক আছে তবে কমেন্টের পরিমাণ আরো একটু বেশি হলে ভালো হতো
21@sumon097.9187দুই এক জায়গায় ছোটখাটো কিছু বানান ভুল ছাড়া মোটামুটি সবকিছুই ঠিক আছে।
22@ah-agim7.9148কিছু জায়গায় বানান ভুল রয়েছে। তবে কমেন্ট এর মান ঠিক আছে।
23@nirob707.792কমেন্টে ছোটখাটো কিছু ভুল রয়েছে তাছাড়া সব ঠিক আছে।
24@gopiray7.5150ছোটখাটো কিছু বানান ভুল ছাড়া মোটামুটি সবকিছুই ঠিক আছে।
25@haideremtiaz7.5100কমেন্ট এর তুলনায় রিপ্লাই এর সংখ্যা বেশি। চেষ্টা করবেন কমেন্টের সংখ্যা বাড়ানোর জন্য।
26@johir657.585কমেন্ট এর মান আরো ভালো করতে হবে।
27@tasonya7.4212কমেন্টসের মান মোটামুটি ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় ভয়েস টাইপিং এর ফলে পুরো বাক্য এবং শব্দ পরিবর্তিত হয়ে গিয়েছে।
28@green0157.4125বেশিরভাগই শুধু রিপ্লাই রয়েছে ।পরবর্তীতে জেনারেল পোস্টগুলো পড়ার চেষ্টা করবেন।
29@sshifa7.3101এআর্ট আর রেসিপি পোস্টগুলোতে বেশিরভাগ কমেন্ট করেছেন ।এর পরের বার জেনারেল পোস্টগুলো পড়ে মন্তব্য করার চেষ্টা করবেন।
30@tuhin0027.2167কমেন্টসের মান মোটামুটি ঠিক আছে, কিন্তু বানানের অনেক প্রবলেম রয়েছে।
31@rituamin7.296জেনারেল পোস্টে কমেন্টের সংখ্যা বাড়াতে হবে।
32@bristychaki7100দাড়ি কমার ব্যবহারের দিকে নজর দিতে হবে ছোটখাটো কিছু বানান ভুল হয়েছে।
33@mostafezur001779জেনারেল রাইটিং পোস্টে কমেন্ট কম হয়েছে কমেন্ট এর মান আরো ভালো করতে হবে।
34@shyamshundor6.666কমেন্টের মান ভালো তবে অন্যের পোস্টে কমেন্ট এর মান বাড়াতে হবে।
35@miratek6.575অন্যের পোস্ট এবং জেনারেল রাইটিং পোস্টে কমেন্ট কম করেছেন।
36@aflatunn6.271মোটামুটি সবকিছুই ঠিক আছে।
37@maksudakawsar6.1104কমেন্টসের মান ভালো, কিন্তু ছোটখাটো অনেক বানান ভুল রয়েছে।
38@ripon406.095ছোটখাটো কিছু বানান ভুল ছাড়া মোটামুটি সবকিছুই ঠিক আছে।
39@rayhan111670একই জাতিয় কমেন্ট করেন, কমেন্টের মান বাড়াতে হবে, নিয়মিত হতে হবে।
40@alamin-islam5.566নিয়মিত হতে হবে, কমেন্টের মান ও সংখ্যা বাড়াতে হবে।
41@saymaakter5.565নিয়মিত হতে হবে, কমেন্টের মান ও সংখ্যা বাড়াতে হবে।
42@razuahmed558নিয়মিত হতে হবে, কমেন্টের মান ও সংখ্যা বাড়াতে হবে।
43@limon884.551অন্যের পোস্টে কমেন্টের পরিমাণ একেবারেই কম হয়েছে।
44@bristy1479অন্যের পোস্টে কমেন্ট খুবই কম করেছেন কমেন্ট একটিভিটিজে আরও রেগুলার হতে হবে।
45@sajjadsohan00/1016এক্টিভিটিস নেই বললেই চলে। এক্টিভ হতে হবে।

Team Leader
@swagata21

Executive Member
@alsarzilsiam
@rupok
@tangera

New_Benner_ABB-6.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

image.png

Heroism_3rd.png

*

Sort:  
 last year 

কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখে সব সময়ই খুব ভালো লাগে। নিজেদের ভুল ত্রুটি গুলো বোঝা যায়।অনেক ধন্যবাদ দিদি এত সুন্দর রিপোর্ট টা প্রকাশ করার জন্য। ভালো থাকবেন।

 last year 

এ সপ্তাহে নিজের কমেন্ট রিপোর্ট দেখে মনটা খারাপ হয়ে গেল। আমি প্রতিবারের মতোই ভালোভাবে কমেন্টগুলো করার চেষ্টা করেছি জানিনা কিভাবে ভুল হয়ে গেল। তবে আবারো ভালভাবে দেখে শুনে কমেন্ট করার চেষ্টা করব। কমেন্ট রিপোর্টে নিজের ভুল ধরিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখলে খুব ভালো লাগে। কারণ এই মনিটরিং এর মাধ্যমে রিমার্ক্স দেখে সবাই যার যার কাজের গতি বাড়াতে পারে। যাদের সমস্যা রয়েছে তারা সামনের দিকে নতুন উদ্যমে কাজ করতে পারে। ধন্যবাদ রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 last year 

কমেন্ট মনিটরিং রিপোর্টের দেখে খুবই ভালো লাগলো। এই রিপোর্টের মাধ্যমে আমি আমার অবস্থান সম্পর্কে জানতে পারলাম।

 last year 

কমেন্ট মনিটরিং রিপোর্ট এর মাধ্যমে নিজের অবস্থান সম্পর্কে জানতে পেরে অনেক ভালো লাগল । আশাকরি নিজের এই ধারাবাহিকতা বর্জায় রাখার চেষ্টা করবো।আপনাকে অনেক ধন্যবাদ পুরো রিপোর্ট আমাদের মাঝে সুন্দর করে শেয়ার করার জন্য।

 last year 

কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখে অনেক ভালো লাগলো।ইউজারগণ এই রিপোর্টটির মাধ্যমে নিজেকে আরও ইমপ্রুভ করতে উৎসাহিত হয়ে থাকেন।যদিও আমি এ সপ্তাহে এই লিস্টে নেই। আশা করছি নেক্সট উইক থেকে ভালো করার চেষ্টা করবো।ধন্যবাদ দিদি সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

কমেন্ট স মনিটরিং রিপোর্টে যাদের নাম আসছে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনাদের অনেক পরিশ্রম এবং ধৈর্যের ফলাফল হচ্ছে এই রেজাল্ট। আশা করি সামনের সময়গুলোতে ও এভাবেই সবাই এর নাম কমেন্ট রিপোর্টে এ দেখতে পারি।

 last year 

কমেন্ট মনিটরিং রিপোর্টের দেখতে পেয়ে খুবই ভাল লাগল।আসলে এই উদ্যোগটি খুবই ভাল হয়েছে। যার মাধ্যমে আমরা সবাই আমাদের অবস্থান বুঝতে পারি।

 last year 

অনেক বেশি ব্যস্ততার মাঝে দিন কাটছে।তারপরেও নিজের আ্যাক্টিভিটিজ ধরে রাখার চেষ্টা করে যাচ্ছি।খুব ভাল লাগলো কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখে।অনেক ধন্যবাদ দিদি সময় নিয়ে শেয়ার করার জন্য।

 last year 

অধীর আগ্রহে বসে থাকি এ রিপোর্টের জন্য! সপ্তাহের নিজের এক্টিভিটি কেমন ছিল তা জানতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি। ল্যাগিংসগুলো কাটিয়ে নতুন উদ্যমে কাজ করতে পারবো আশা করছি

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 69032.73
ETH 3765.99
USDT 1.00
SBD 3.53