আমার নিজের হাতে রাখি তৈরি।। //১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।রাখী কেবলমাত্র একটি সূতো নয়। রাখী পরানোর মাধ্যমে দিদি বা বোনেরা ভাইয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে এবং ঈশ্বরের কাছে তাদের মঙ্গল কামনা করে।অপরদিকে ভাইয়েরা দিদি বা বোনের কাছে রাখি পড়ার সময় তাদের আজীবন রক্ষা করার শপথ নেয়। আজ আমি একটি ভিন্ন ধরনের পোস্ট করছি ।এর আগে আমি স্কুলে পড়তে শুনতাম অনেকে রাখি বানায় বা কলেজে পড়তেও শুনেছিলাম অনেক রাখি বানাতে পারে। ঠিক তখন থেকেই আমার ইচ্ছে ছিল একবার নিজের হাতে রাখি বানাবো। তাই জন্য কিছুদিন আগে আমি রাখি বানানোর সমস্ত কিছু কিনে এনেছিলাম ।আর আজ নিজে নিজেই চেষ্টা করলাম। আমি আজকে আমার নিজের হাতে রাখি বানানোর প্রত্যেকটা ধাপ আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি।।আশা করি সকলের ভাল লাগবে ।


WhatsApp Image 2022-07-08 at 1.08.55 AM.jpeg


উপকরণ



• লাল হলুদ সুতো
• অ্যালুমিনিয়াম তার
• দুই ধরনের পুঁথি
• লকেট
• আঠা
• সুতোর ফুল

প্রথম ধাপ



• প্রথমে লাল ও হলুদ রঙের সুতো নিয়ে নিলাম।অনেকে এগুলো ধাগাও বলে।

WhatsApp Image 2022-07-08 at 1.09.50 AM (1).jpeg


দ্বিতীয় ধাপ


• এরপর ওই সুতো দুটোকে ভাজ করলাম।

WhatsApp Image 2022-07-08 at 1.09.50 AM (2).jpeg


তৃতীয় ধাপ


• এরপর একটা অ্যালুমিনিয়াম তার নিলাম। সেই অ্যালুমিনিয়াম তারটাকে ওই সুতো দুটোর মাঝখানে ঢুকিয়ে দিলাম।

WhatsApp Image 2022-07-08 at 1.09.51 AM.jpeg

WhatsApp Image 2022-07-08 at 1.12.50 AM.jpeg


চতুর্থ ধাপ


এরপর কয়েকটা পুঁথি ঐ অ্যালুমিনিয়াম তারের ভেতর দিয়ে ঢুকে দড়িতে আনলাম। দেখতে ঠিক এই রকম হবে।

WhatsApp Image 2022-07-08 at 1.07.22 AM.jpeg

WhatsApp Image 2022-07-08 at 1.09.49 AM.jpeg


পঞ্চম ধাপ


• রাখির মাঝখানে বসানোর জন্য একটা লকেট নিলাম।

WhatsApp Image 2022-07-08 at 1.07.46 AM.jpeg


ষষ্ঠ ধাপ


• এরপর পুঁথি দুটো মাঝখান দিয়ে ভাগ করে , পকেটের মাঝখানে আঠা দিয়ে দড়িতে লাগিয়ে দিলাম।

WhatsApp Image 2022-07-08 at 1.09.50 AM.jpeg

WhatsApp Image 2022-07-08 at 1.08.17 AM.jpeg


সপ্তম ধাপ


• আর উল্টো দিকে সুতোর ফুল লাগিয়ে দিলাম।

WhatsApp Image 2022-07-08 at 1.23.18 AM.jpeg

WhatsApp Image 2022-07-08 at 1.09.51 AM (2).jpeg


অষ্টম ধাপ


• ব্যাস এভাবেই হয়ে গেল রাখি।

WhatsApp Image 2022-07-08 at 1.08.55 AM.jpeg

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

রাখি সম্পর্কে জানা ছিলো না।জানলে পারলাম।আগে ছোট বেলায় এইমরকম করে বেসলাইট বানাতাম।ভালো ছিলো।আপু।ধন্যবাদ

 2 years ago 

এটা অবশ্য খুব কঠিন একটি কাজ। পূর্ব অভিজ্ঞতা ছাড়া এ কাজ সম্পন্ন করা মোটেও সম্ভব নয়। তবে আপনি খুব সুন্দর করে তৈরি করে হাতে পরে দেখিয়েছেন দেখে আমার বেশ ভালো লাগলো।

 2 years ago 

রাখি সম্পর্কে খুব একটা কিছু জানা নেই। কিন্তু অনেক সিরিয়ালে দেখেছি রাখি বাদে। এমনকি সেখান থেকেই জানা রাখির সম্পর্কে কিছু কথা। আপনি আজকে নিজের হাতে একটি রাখি তৈরি করেছেন দেখে বেশি ভালো লাগলো। এমন কি হাতে পড়েও বেশ ভালই লাগতেছিল।

 2 years ago 

বাহ দিদি বেশ চমৎকার ভাবে রাখি বানিয়েছেন, দেখে বোঝার কোন উপায় নেই যে এটি হাতে বানানো। মনে হচ্ছে কোন নামিদামী ব্র্যান্ডের রাখি কিনে আনা হয়েছে। ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সর্বদায়।

 2 years ago 

আপু আপনি অনেক সুন্দর ভাবে রাখি তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। রাখি বন্ধনের সুন্দর মুহূর্ত দেখলে প্রাণ জুড়িয়ে যায়। আর যদি নিজের হাতে রাখি তৈরি করে কাউকে উপহার দেওয়া হয় তাহলে আরো বেশি ভালো লাগে। শুভকামনা রইল আপু।

 2 years ago 

দিদি আপনার দক্ষতা যত দেখি ততই যেন মুগ্ধ হয়ে যায়। আজকে আপনি খুবই সুন্দর একটি রাখি তৈরি করলেন। সত্যিই রাখি দেখে আমার খুবই ভালো লাগছে এবং আপনার হাতে রাখি পরে আরো বেশী সুন্দর লাগছে, শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপু আপনি আপনার নিজের হাতে রাখি তৈরি করেছেন দেখে খুবই ভালো লেগেছে। সত্যি আপু একদিকে আপনি যেমন ভালো আর্ট করেন অন্যদিকে আপনি অনেক সুন্দর ভাবে এই ডাই প্রজেক্টটি তৈরি করেছেন। আপনার তৈরি করা রাখি দেখে মনে হচ্ছে যেন দোকান থেকে কিনে আনা রাখি। খুবই ভালো হয়েছে আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনি খুবই চমৎকারভাবে আমাদের মাঝে আপনার নিজ হাতে রাখি তৈরি করে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকারভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনাদের রাখিকে আমাদের এদিকে ব্রেসলেট হিসেবেও পরে।বেশ সুন্দর লাগে।হাতে খুব সুন্দর মানিয়েছে।

 2 years ago 

আপনি যে ক্রিয়েটিভ মানুষ তা কিন্তু বিগত সময়েই বলেছিলাম, যেটার প্রমাণ আপনি বারবার দিয়েই যাচ্ছেন । যাইহোক আমার জন্য একটা রাখি রেখে দিয়েন দিদি , সময় সুযোগ হলে নিয়ে নেব ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.11
JST 0.027
BTC 65423.69
ETH 3429.98
USDT 1.00
SBD 2.31