শিল্পীর শিল্পভাবনা

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি বইমেলায় কিছু আর্টিস্টদের আঁকা ছবি ভাগ করে নিলাম। আশা করি সকলের খুব ভালো লাগবে।


প্রকৃতির সৃষ্টি শিল্পকর্ম নয়। কারণ শিল্পীর রয়েছে নিজস্ব বোধ। শিল্পী নিয়ম মানেন এবং নিয়ম ভাঙেন। প্রকৃতি নিয়মের শৃঙ্খলে বন্দী। সে শিল্পের জন্য নিয়ম ভাঙতে পারে না। প্রকৃতি নিয়ম মানে স্বেচ্ছায়, এমন নয়। প্রকৃতি নিয়ম মানতে বাধ্য কারণ সে তার নিজেরই সৃষ্ট নিয়মের দাস। প্রাকৃতিক সৌন্দর্য গড়ে ওঠে প্রকৃতির স্বাভাবিক নিয়মে। সেই সৃষ্টি কারো কাছে আনন্দ কি বেদনাময়, প্রকৃতি তার তোয়াক্কা করে না।একজন শিল্পী যখন তারা নিজস্ব সত্তা থেকে কিছু সৃষ্টি করেন তখনই তার রুপ পায়। যেমন কোন শিল্পী যদি কোন মূর্তি তৈরি করেন তখন তিনি কোনো বাস্তব মূর্তির রূপ অনুকরণ করবেন । সেখানে দেখা যাবে তিনি নিজের কল্পনার সাথেও সেই মূর্তির রুপ দেওয়ার চেষ্টা করবেন । তেমনভাবেই যখন কোনো শিল্পী নিজ গুণে বা নিজ চেষ্টায় কোনো প্রাকৃতিক দৃশ্য দেখে বা আশেপাশের কোন চরিত্রকে দেখে নিজে সেই জিনিসটাকে খাতায় কলমে নিখুঁত ভাবে আঁকেন তখন আমরা সেটাকে দেখে সেই শিল্পীকে বাহবা দিই ।শিল্পী যা চোখে দেখেন তা বাস্তব ছবি, আর মন-ক্যামরায় যে ছবি তোলেন যেখানে থাকবে তাঁর মনের আলো-ছায়ার খেলা। এই বাস্তবতার সাথে আলো-ছায়ার খেলা মিশিয়ে শিল্পী হয়ে উঠবেন স্রষ্টা।


WhatsApp Image 2023-02-14 at 12.30.27 AM (2).jpeg

কিন্তু আমরা এই শিল্পীকে কতটা দাম দিতে পারি। আমার তো মনে হয় সেই ভাবে আমরা কেউই শিল্পের দাম দিতে জানি না বরং তাদের গুনটাকে শুধু বাহবাই দিই । কিন্তু এই বাহবা দেওয়াটাই কি সব । আসলেই তাদের গুণের কদর আমরা করতে জানিনা। আর এই কারণেই কথাগুলো বলছি প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু শিল্প সত্তা লুকিয়ে থাকে সেটা কিছু জন প্রকাশ করতে পারে আর কিছু জন প্রকাশ করলেও সেই প্রকাশের দাম দেওয়া হয় না। আমাদের চোখের সামনে কত আর্টিস্ট সুন্দর সুন্দর একেও সেই আঁকা বিক্রি করতে পারেন না ।এরকম কত আর্টিস্ট হারিয়ে গেছে আমরা জানতেও পারি না। কালকে আমাদের আন্তর্জাতিক বইমেলার শেষ দিন ছিল। সেখানে বইমেলার বই বিক্রির সাথে সাথে অনেক শিল্পীরা এখানে নিজেদের দক্ষতায় কিছু জিনিস নিয়ে বসে ছিল বিক্রি করার জন্য। তার মধ্যেই প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর কিন্তু বরাবরই আমার কোনো মেলায় গেলে আর্টিস্টদের আঁকা গুলো দেখলেই যেন চোখ সেখানে আটকে যায় ।কারণ তাদের কাজ আমি যতই দেখি ততই যেন মুক্ত হয়ে যাই আর মনে হয় যে এই সব আর্টিস্টরা তাদের গুণের দাম পেলে কত বড় জায়গায় পৌঁছে যেতে পারতো।আজ সেই আন্তর্জাতিক বইমেলার আর্টিস্টদের আঁকা কিছু ছবি আপনাদের সাথে ভাগ করে নিলাম।

WhatsApp Image 2023-02-14 at 12.30.27 AM.jpeg

WhatsApp Image 2023-02-14 at 12.30.26 AM (3).jpeg

WhatsApp Image 2023-02-14 at 12.30.26 AM (2).jpeg

WhatsApp Image 2023-02-14 at 12.30.26 AM (1).jpeg

WhatsApp Image 2023-02-14 at 12.30.26 AM.jpeg

WhatsApp Image 2023-02-14 at 12.30.25 AM (1).jpeg

WhatsApp Image 2023-02-14 at 12.30.25 AM.jpeg

WhatsApp Image 2023-02-14 at 12.30.28 AM.jpeg


আজ এখানেই শেষ করলাম ।পরবর্তীতে বইমেলার ঘোরার কিছু মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নেব ।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Sort:  
 last year 

আসলেই আমরা কয়জনই কিংবা কতজন শিল্পীকে মূল্যয়ন করি।কিছু কিছু শিল্পী তো তার আঁকা ছবির সঠিক মূল্য পাবে তো দূরের কথা একেবারেই মূল্য পায় না।তাই তো হারিয়ে যায়। যাই হোক বইমেলা থেকে আপু সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন।একেকটা ছবি একেক রকমের সুন্দর। ভালো লাগলো।ধন্যবাদ

 last year 

শিল্পীরা যদি সঠক মূল্য পেতো তাহলে হয়তো তারা আরও ইউনিক শিল্প উপহার দেওয়ার উৎসাহ পেতো। দিদি আপনি আজ খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। বইমেলায় গিয়ে আপনি খুব সুন্দর ছবির ফটোগ্রাফি করেছেন। আমার কাছে সবগুলো ছবি অনেক ভালো লেগেছে। ধন্যবাদ দিদি এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

এমন একটা দিন ছিল যখন শিল্পীর মূল্যায়ন ছিল। আমি অনেক ইতিহাস পড়েছি যে ইতিহাসে দেখেছি বাইরে থেকে এমন শিল্পীদেরকে ডেকে এনে রাজ দরবারে ছবি অঙ্কন করে নেয়া হতো। কিন্তু এখন এমন একটা সময় চলে এসেছে যেখানে শিল্পীর মূল্যায়ন তো দুরে থাক, শিল্পচর্চা হারিয়ে গেছে। যাইহোক আমি আজকে আপনার এই পোস্ট করার মধ্য দিয়ে অনেক সম্পর্কেই ধারণা পেলাম এবং বর্তমান পরিস্থিতির ধারাবাহিকতা জানতে পারলাম। আপনি বইমেলা থেকে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন এবং বিস্তারিত বর্ণনা করেছেন, যা পড়ে খুবই ভালো লাগলো।

 last year 

একজন চিত্রশিল্পী যতটা দক্ষতা এবং মনের মাধুরী মিশিয়ে চিত্রগুলো ফুটিয়ে তুলেন তা হয়তোবা আমরা হাজার চেষ্টা করলেও পারবো না। কারণ সবকিছু সবার দ্বারা সম্ভব হয় না। কিছু কিছু কাজ হাজার চেষ্টা করলেও হয় না। কিন্তু আজকে এই যে ছবিগুলো শেয়ার করলেন এগুলো দেখে মনে হচ্ছে সৃষ্টিকর্তা তার মধ্যে বিশেষ গুণ দিয়েছেন যার কারণে সবকিছু এত সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরেছে। তবে আন্তর্জাতিক বই মেলায় গিয়ে আর্টিস্টদের আর্টগুলো উপভোগ করেছেন যা দেখে সত্যি খুব ভালো লাগছে।

 last year 

দিদি নমস্কার
সত্যি বলতে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য গুলো লিখেছেন ৷ এটা সত্যি যে আমরা শিল্পী কে কতটা মূল্যায়ন করি কি জানি না ৷ তবে তাদের আকাঁ চিত্র গুলো দেখে প্রংশসা করি ৷ কিন্তু সেই পরিশ্রমী শিল্পী গুলোকে বাহবা দেই না
৷ আর তাই তো হারিয়ে যায় অনেক মেধাবী শিল্পী ৷ যা হোক আপনি বই মেলা থেকে অনেক সুন্দর একটি ছবি সংগ্রহ করেছেন ৷ দেখে অনেক ভালো লাগলো ৷

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 66419.93
ETH 3546.03
USDT 1.00
SBD 2.47