পুলওয়ামা শহীদ জওয়ানদের স্মরণে একটি চিত্র অঙ্কন।//১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার বন্ধুরা,



আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন।আজ আমি পুলওয়ামা শহীদ জওয়ানদের স্মরণে একটি চিত্র অঙ্কন করে আপনাদের সাথে ভাগ করে নিলাম।


আজ থেকে তিন বছর আগে ২০১৯ সালের ঠিক এই দিনটাতে অর্থাৎ ১৪ ই ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামা অ্যাটাক হয়।যেখানে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ভারতের নিরাপত্তা কর্মীদের বহনকারী একটি গাড়ি বহর জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার লেথোপোড়া অতিক্রমকালে জম্মু শ্রীনগর জাতীয় সড়কে একটি বাহন-বাহিত আত্মঘাতী বোমা হামলার শিকার হয়। এই হামলার ফলে ৪০ জন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ সিআরপিএফ কর্মী ও আক্রমণকারী মারা গিয়েছিলেন।শোকের ছায়া নেমে এসেছিল সারা দেশজুড়ে।


যে সৈন্যরা আমাদের দেশকে প্রত্যেক মুহূর্তে নিজেদের জীবন বাজি রেখে রক্ষা করে যাচ্ছে সেই সৈন্যদের জীবনেই ঝড় বয়ে আসে। কত সেনাদের সংসার ভেঙে চুরমার হয়ে যায়।কত মায়ের কোল খালি হয়ে যায়, এত সুন্দর একটি দিনে কত ভালোবাসার মানুষ নিজের মানুষের সাথে যে স্বপ্নগুলো দেখে ছিল এক নিমেষের মধ্যে সব শেষ হয়ে যায়। এই সৈন্যরাই প্রকৃত হিরো। হয়তো কোনো শ্রদ্ধার্ঘ্যই এই পরিস্থিতির জন্য যথেষ্ট নয়।


সেই দিনটি ছিল বৃহস্পতিবার পুলওয়ামার জম্বু কাশ্মীর হাইওয়েতে ৭৮টি সিআরপিএফ জওয়ানদের কনভয় হামলা চালানো হয়। যেখানে ৪০ জন জওয়ান শহীদ হয়েছিলেন।


প্রকৃত ভালবাসার মানুষ থাকলে সারাজীবন ভ্যালেন্টাইন্স ডে হবে তাই পুলওয়ামা শহীদ জওয়ানদের স্মরণ রেখে এই ১৪ই ফেব্রুয়ারি আমার কাছে কালো দিবস।

WhatsApp Image 2022-02-14 at 4.09.20 PM (1).jpeg




অংকন পদ্ধতি:


উপকরণ


• একটি সাদা কাগজ
• একটা পেন্সিল
• রবার
• কমলা রং
• লাল রং
•খয়েরি রং
• আকাশি রং
• সবুজ রং
• নীল জেল পেন
• একটা মার্কার পেন



প্রথম ধাপ


• প্রথমে একটি সাদা খাতা, পেন্সিল,রবার,কমলা রং, লাল রং,খয়েরি রং, আকাশি রং,সবুজ রং,একটা নীল ও কালো জেল পেন নিয়ে নিলাম।

WhatsApp Image 2022-02-14 at 4.14.18 PM.jpeg


দ্বিতীয় ধাপ


WhatsApp Image 2022-02-14 at 4.12.37 PM.jpeg


তৃতীয় ধাপ


WhatsApp Image 2022-02-14 at 4.12.38 PM.jpeg


চতুর্থ ধাপ


WhatsApp Image 2022-02-14 at 4.12.38 PM (1).jpeg


পঞ্চম ধাপ


WhatsApp Image 2022-02-14 at 4.12.38 PM (2).jpeg


ষষ্ঠ ধাপ


WhatsApp Image 2022-02-14 at 4.12.38 PM (3).jpeg


সপ্তম ধাপ


WhatsApp Image 2022-02-14 at 4.12.39 PM.jpeg


অষ্টম ধাপ


WhatsApp Image 2022-02-14 at 4.12.39 PM (1).jpeg



নবম ধাপ


WhatsApp Image 2022-02-14 at 4.12.39 PM (2).jpeg


দশম ধাপ


WhatsApp Image 2022-02-14 at 4.12.40 PM.jpeg



একাদশ ধাপ


WhatsApp Image 2022-02-14 at 4.12.40 PM (1).jpeg


দ্বাদশ ধাপ


WhatsApp Image 2022-02-14 at 4.12.40 PM (2).jpeg

WhatsApp Image 2022-02-14 at 4.12.40 PM (3).jpeg


ত্রয়দশ ধাপ


WhatsApp Image 2022-02-14 at 4.12.41 PM.jpeg


চতুর্দশ ধাপ


WhatsApp Image 2022-02-14 at 4.12.41 PM (1).jpeg

WhatsApp Image 2022-02-14 at 4.09.20 PM (2).jpeg


পঞ্চদশ ধাপ


WhatsApp Image 2022-02-14 at 4.09.20 PM.jpeg

WhatsApp Image 2022-02-14 at 4.32.03 PM.jpeg



ধন্যবাদ

Sort:  
 2 years ago 

পুলওয়ামা শহীদ জাওয়ানদের স্মরণে যে চিত্রাংকন টি আমাদের মাঝে উপস্থাপন করেছেন তা অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে এরকম একটি চিত্রাংকন উপস্থাপন করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে।

 2 years ago 
খুবই হৃদয় বিদারক একটি ঘটনা জানতে পারলাম আজকে আপু। আপনি ঠিকই বলেছেন ভালবাসার মানুষ থাকলে প্রতিনিয়তই ভালোবাসা যাবে তবে দেশরক্ষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের জন্য সত্যি আজকে কালো দিবস বা শোক দিবস পালন করা উচিত। খুব সুন্দর করে আপনি চিত্রগ্রহণ করেছেন শহীদদের স্মৃতি স্মরণে। শুভকামনা রইল আপনার জন্য আপু ‌।
 2 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে।

পুলওয়ামা শহীদ জাওয়ানদের স্মরণে একটি চিত্র অঙ্কনটি অনেক সুন্দর হয়েছে। আসলে শহীদদেরকে কখনোই ভুলবো না আমরা সবাই তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি সুন্দর একটি দেশ আপনার চিত্রটি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে দিদি শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে।

 2 years ago 

আমি কিন্তু পুলওয়ামার এই ঘটনাটা জানতাম না। আপনার পোষ্ট থেকে এই ঘটনাটা সম্পর্কে জানতে পারলাম। আসলে আপনি ঠিকই বলেছেন ভালোবাসার দিন যেকোনো সময় আমরা পালন করতে পারি, কিন্তু শহীদদের স্মরণে রাখা আমাদের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনি শহীদদের স্মরণে এত অসাধারন একটি চিত্র অঙ্কন করেছেন আমার কাছে বেশ ভালো লেগেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ দিদি আপনাকে।

 2 years ago 

ওয়াও জাস্ট অসাধারণ একটি আর্ট। পতাকাটি তো জাস্ট অসাধারণ হয়েছে। দেখেই মনটা ভরে গেল। আর তাছাড়া আপনার আর্ট গুলো আমার অনেক ভালোই লাগে।

ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু❣️

 2 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে।

 2 years ago 

সেই দিনটি ছিল বৃহস্পতিবার পুলওয়ামার জম্বু কাশ্মীর হাইওয়েতে ৭৮টি সিআরপিএফ জওয়ানদের কনভয় হামলা চালানো হয়। যেখানে ৪০ জন জওয়ান শহীদ হয়েছিলেন।

আসলে দিদি বিষয়টি খুবই দুঃখজনক। কত মায়ের বুক খালি করে দিলো, কত বোন তার ভাইকে হারালো, কত স্ত্রী তার স্বামীকে হারালো কত বৃহত্তম তাঁর প্রিয়তমকে হারালো এই জিনিসগুলো খুবই মর্মান্তিক খুব খারাপ লাগে বিষয়গুলো শুনলে। যাক আপনি দারুন ভাবে এই দিনটিকে কালো দিবস কেন তা সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনার অসাধারণ চিত্র অংকন এর মাধ্যমে।

চিত্রাঙ্কনটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

দিদি, আপনার চিত্রাঙ্কন কৌশল অনেক ক্রিয়েটিভ ছিলো। আমার কাছে আপনার চিত্রটি অনেক ভালো লেগেছে। আপনার চিত্রাঙ্কন দেখেই বুঝা যাচ্ছে আপনার চিত্রাঙ্কনের হাত অনেক পাকা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এমন সুন্দর একটা পোস্ট দিদি। এত সুন্দর তোমার চিন্তা ধারা। তোমার প্রতি শ্রদ্ধা আর ভালবাসা আরো বেড়ে গেল। অঝোরে কেদেছিলাম ঐ দিন, টিভিতে সব ভিডিও গুলো যখন দেখেছি। মনে হচ্ছিল নিজের পরিবারের কেউ ছেড়ে চলে গেল । দেশ মাতার জন্য নিবেদিত এই সকল তাজা প্রাণই তো প্রকৃত ভালোবাসা পাওয়ার দাবিদার । ❤️

অনেক চমৎকার একেছো দিদি। মন ছুয়ে গেল।

 2 years ago 

সত্যি সেই দিনটার কথা ভাবলে এখনো গা শিউরে ওঠে। এই জওয়ানরাই আমাদের দেশের প্রকৃত হিরো।যাঁরা দেশ রক্ষায় ও দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে ভারত তাঁদের আত্মত্যাগ কখনও ভুলবে না।
অনেক ধন্যবাদ তোমাকে। ভালোবাসা নিও।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56125.76
ETH 2526.68
USDT 1.00
SBD 2.27