DIY-এসো নিজে করি: দাদার দেওয়া টাস্ক অনুযায়ী একটি গরুর চিত্র অংকন। //১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভাল আছেন,সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে @rme দাদার দেখানো একটা স্ট্রাকচার অনুযায়ী গরু আঁকার চেষ্টা করলাম। সত্যি কথা বলতে এর আগে আমি অনেক সিনারি এঁকেছি, কিন্তু কখনো এইভাবে এত সহজভাবে পশু,পাখি আঁকার চেষ্টা করিনি।আমি জানতামই না এত সহজভাবে কোনো পশুর মুখ আঁকা যায়। কিন্তু আজকে যখন আমি নিজে দাদার স্ট্রাকচার ফলো করে আঁকলাম,খুব তাড়াতাড়ি হয়েও গেলো।আর এই কাজটা করে আমার ভীষণ ভালো লাগলো। আশা করি আপনাদেরও সকলের খুব ভালো লাগবে।


দাদা খুব সুন্দর ভাবে আর্ট নিয়ে কয়েকটি কথা বলেছেন। যেগুলো আমার খুব ভালো লেগেছে।আর এটাও সত্যি যে, যে কোনো কিছু করার আগে সব সময় প্ল্যানিং অনুযায়ী করতে হয়। তাহলে সেটা আরও সুন্দর হয় এবং সফলতা লাভ করে। তাই আজ আমি দাদার আর্ট করার কৌশল পুরোটাই ব্যবহার করে গরুটি আকার চেষ্টা করেছি।


WhatsApp Image 2021-12-02 at 11.26.39 PM.jpeg


উপকরণ :


• সাদা কাগজ
• কালো রঙের মার্কার পেন
• স্কেচ পেন
• পেন্সিল
• রবার
• সবুজ রং


প্রথম ধাপ



•প্রথমে একটি খাতা,পেন্সিল, রবার,একটা মার্কার পেন, একটা সবুজ রং, একটা স্কেচ পেন নিয়ে নিলাম।

WhatsApp Image 2021-12-02 at 11.51.02 PM.jpeg


দ্বিতীয় ধাপ



•এরপর গরুর মুখমণ্ডল অংকন করার জন্য একটি (x) ক্রস চিহ্ন দিলাম।

WhatsApp Image 2021-12-02 at 11.38.45 PM.jpeg


তৃতীয় ধাপ



• তারপর ক্রস চিহ্ন এর নিচ দিয়ে নাক কঙ্কন করলাম।

WhatsApp Image 2021-12-02 at 11.38.45 PM (1).jpeg

WhatsApp Image 2021-12-02 at 11.38.44 PM (2).jpeg


চতুর্থ ধাপ



• এরপর ক্রস চিহ্নএর সাইড দিয়ে দুটো চোখ অঙ্কন করলাম।

WhatsApp Image 2021-12-02 at 11.38.44 PM.jpeg


পঞ্চম ধাপ



•এরপর মাথা সাইড দিয়ে দুটো শিং অঙ্কন করলাম।

WhatsApp Image 2021-12-02 at 11.38.43 PM (1).jpeg

WhatsApp Image 2021-12-02 at 11.38.42 PM.jpeg


ষষ্ঠ ধাপ



• এরপর গরুর মাথার দুই পাশে দুটো কান এঁকে দিলাম।

WhatsApp Image 2021-12-02 at 11.38.40 PM (2).jpeg


সপ্তম ধাপ


• এরপর গরুর মুখ আকার পর আস্তে আস্তে শরীরের অংশ এঁকে নিলাম।

WhatsApp Image 2021-12-02 at 11.38.40 PM (1).jpeg


অষ্টম ধাপ



• তারপর পেন্সিল দিয়ে গরুর দুটো পা একে দিলাম।

WhatsApp Image 2021-12-02 at 11.38.39 PM (2).jpeg


নবম ধাপ



• সামনে দুটো পা আঁকার পর পিছনের দুটো পা এঁকে নিলাম।

WhatsApp Image 2021-12-02 at 11.38.39 PM (1).jpeg


দশম ধাপ



• সবার শেষে মুখের ক্রস চিহ্ন টা মুছে দিলাম এবং গরুর লেজ এঁকে নিলাম।

WhatsApp Image 2021-12-02 at 11.38.37 PM (2).jpeg


একাদশ ধাপ



•এইভাবে পেন্সিল দিয়ে গরুর স্ট্রাকচারটা পুরোপুরিভাবে অঙ্কন করলাম।

WhatsApp Image 2021-12-02 at 11.38.38 PM.jpeg


দ্বাদশ ধাপ


•তারপর একটা কালো স্কেচ পেন দিয়ে সুন্দর ভাবে মুখটাকে রং করলাম।

WhatsApp Image 2021-12-02 at 11.38.38 PM (1).jpeg


ত্রয়োদশ ধাপ


• তারপর আস্তে আস্তে পুরো শরীরের অংশটাই কালো স্কেচ পেন দিয়ে অঙ্কন করে নিলাম।

WhatsApp Image 2021-12-02 at 11.38.37 PM (1).jpeg


চতুর্দশ ধাপ


• এরপর শরীরের অংশে কিছু কিছু জায়গায় ডিপ কালো করে দিলাম। যাতে আরেকটু সুন্দর লাগে।

WhatsApp Image 2021-12-02 at 11.38.37 PM (3).jpeg


পঞ্চদশ ধাপ


• এরপর পুরো শরীরের কিছু কিছু অংশ ডিপ কালো করে দিলাম।

WhatsApp Image 2021-12-02 at 11.38.36 PM.jpeg


ষষ্ঠদশ ধাপ


• এই ভাবে গরুটির সিং এর অংশ, কানের অংশ হালকা ডিপ করে নিলাম। আরেকটু সুন্দর ভাবে করার জন্য পেন্সিল দিয়ে হালকা সেড করে দিলাম।

WhatsApp Image 2021-12-02 at 11.38.34 PM.jpeg

সপ্তদশ ধাপ


• গরুটা ঘাসের উপর দাঁড়িয়ে আছে বোঝানোর জন্য ঘাস এঁকে দিলাম সবুজ রং দিয়ে।

WhatsApp Image 2021-12-02 at 11.38.46 PM.jpeg

অষ্টাদশ ধাপ


• ঘাসের মধ্যে পাতা বোঝানোর জন্য ডিপ সবুজ রং দিয়ে ছোট ছোট পাতা এঁকে নিলাম।

WhatsApp Image 2021-12-02 at 11.26.39 PM.jpeg

ব্যাস তৈরি হয়ে গেল সম্পূর্ণ একটি গরুর অংকন।


WhatsApp Image 2021-12-02 at 11.28.30 PM.jpeg




WhatsApp Image 2021-12-02 at 11.28.49 PM.jpeg

চিত্রটির সাথে আমার একটি নিজস্বী

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

আপু সুত্যি বলতে কি কালো স্কেচ পেন দিয়ে আকার আগে এক রকম লাগছিল আর কালো স্কেচ পেন দিয়ে আকার পরে সম্পূর্ন চেং হয়ে গেল আপনার অংকন। বলা চলে অনেক গুন সুন্দর্য বৃদ্ধি পেয়েছে। খুব সুন্দর অংকন করেছেন আপনি। বিশেষ করে কালার গরুর কালার টা ফাটাফাটি। ছবি গুলা সব খুব সুন্দর ক্লিয়ার হয়েছে। আপনার ছবি টাও অসাধারন হয়েছে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কমেন্টের জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

দাদার দেওয়া টাস্ক অনুযায়ি আপনার অংকন টি আমার খুবই ভালো লেগেছে।গরু আকা এতোটাও সহজ না যতোটা দেখতে লাগে আপনি খুব গুছিয়ে সহজ ভাবে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

 3 years ago 

একদম ঠিক বলেছেন এতটাও সহজ না যতটা দেখতে লাগে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনি দাদার দেওয়া স্ট্রাকচার অনুযায়ী অনেক সুন্দর একটি গরুর চিত্র অংকন করেছেন।আমার কাছে বেশি ভালো লেগেছে গরুর মধ্যে কালো রং দিয়ে যেগুলো করেছেন ওগুলা একদম ফুটে উঠেছে। অনেক ধন্যবাদ আপু আমাদের মাঝে এত সুন্দর একটি গরুর চিত্র অংকন শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

গুরু চিত্র অংকনটি খুবই সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে গরু চিত্র অঙ্কন করেছেন এবং সুন্দরভাবে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার চিত্র অংকন দেখে আমি এটি শিখতে পেরেছি। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি ক‍্যান্ডি আছে নাম মিল্ক ক‍্যান্ডি। এবং ক‍্যান্ডির বিজ্ঞাপনে যে গরুটা দেখানো হয় সেটা একেবারে আপনার আঁকা এই গরুটার মতো। আপনার এই ছবিটি দেখেই মনে পড়ল।

খুবই সুন্দর ভাবে গরুর ছবিটি একেছেন দিদি। অসাধারণ লাগছে। খুব ভালো ছিল ছবিটি।।

 3 years ago 

আমারও আঁকার পর ঠিক এরকমই মনে হয়েছিল🤭। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কমেন্টের জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

প্রথমে ধন্যবাদ জানাই দাদাকে, কারণ দাদার টাস্ক অনুযায়ী আপনি অসম্ভব সুন্দর একটি গরুর চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন দিদি। সত্যি বলতে আপনার অংকন টি আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। আপনার অঙ্কন করা গরুটি দেখে আমার মনে হচ্ছে এটি একটি অস্ট্রেলিয়ান গাভী🤟 অস্ট্রেলিয়ান গাভী গুলো দেখতে ঠিক এইরকমই হয়😍 শুরু থেকে শেষ পর্যন্ত আপনি অনেক সুন্দরভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন🥳 শুভকামনা রইল আপনার জন্য🎊

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কমেন্টের জন্য। আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা কাজ ভালো করে আপনাদের সাথে শেয়ার করার।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

জাস্ট পারফেক্ট! আমার খুব পছন্দ হয়েছে আপু। প্রতিটি ধাপ পরিস্কার ভাবে লিখেছেন এবং নিখুঁত ভাবে অংকন করেছেন। শুভ কামনা রইলো।

 3 years ago 

আপনার কমেন্টগুলো পড়ে সত্যি খুব ভালো লাগে।অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর করে একটি মন্তব্যের জন্য।

দিদি আপনি আমাদের প্রিয় দাদার দেখানো যে টাস্ক পূরণ করেছেন অসাধারণ হয়েছে গরুটির অংকন। প্রতিটি ধাপ খুব সুন্দর ছিল।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65910.66
ETH 2696.65
USDT 1.00
SBD 2.88