দোলে কাটানো কিছু মুহূর্ত//১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভাল আছেন।সুস্থ আছেন। আজ আপনাদের সাথে দোলে কাটানো কিছু মুহূর্ত ভাগ করে নিলাম।



বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গ‌ুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। দোলযাত্রার দিন সকালে তাই রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির ও গুলালে স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তনগান সহকারে শোভাযাত্রায় বের করা হয়। এরপর ভক্তেরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলেন। দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোলপূর্ণিমা বলা হয়। আবার এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌরপূর্ণিমা নামেও অভিহিত করা হয়।দোলের সঙ্গে জড়িয়ে আছে রাধা কৃষ্ণের অমর প্রেম কাহিনি।কোথাও অশুভকে হারিয়ে শুভ শক্তির জয়, আবার কোথাও ঘন প্রেমের আখ্যান, এই সবের সঙ্গেই জড়িয়ে আছে দোল বা হোলির রঙ।


গতকাল দোল ছিল ,আর বাঙ্গালীদের দোল মানেই বিশাল একটা আনন্দের ব্যাপার । যেহেতু দোল সেই উপলক্ষে আবির কেনা, রং কেনা ,পূজার বাজার করা দোলের আগের দিন থেকেই শুরু হয়ে গিয়েছিল। দু বছরের তুলনায় করোনার প্রকোপ কিছুটা কম বলে প্রত্যেক মানুষ আনন্দে জোয়ারে ভেসে এই দোলকে আলিঙ্গন করে নিয়েছে।

WhatsApp Image 2022-03-19 at 11.57.44 PM.jpeg

WhatsApp Image 2022-03-19 at 5.27.49 PM (2).jpeg

দোল পূর্ণিমা উপলক্ষে আমাদের বাড়িতে পুজো হয়। গোপালকে ভোগ দেওয়া হয় ।তাই জন্যই সকাল থেকে মা, কাকিমনিরা সকালে উঠে রান্না বান্না শুরু করে দেয় । এইদিন ভোগ হিসাবে খিচুড়ি পাঁচ রকমের ভাজা, পাঁচমিশালী তরকারি থেকে শুরু করে পায়েস চাটনি সব রকম ভোগের রান্না করা হয়।

WhatsApp Image 2022-03-19 at 11.55.02 PM.jpeg

WhatsApp Image 2022-03-19 at 5.27.50 PM (2).jpeg



আর তার মধ্যে গতকাল আমার ভাইয়ের জন্মদিন ছিল । যেহেতু ছুটির দিন ছিল তাই ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছিল। যাইহোক উঠে ফ্রেশ হতে হতেই ভাইবোনেরা ডাকাডাকি শুরু করে দিলো কেক কাটার জন্য ।আর আমি আগেই বলেছিলাম আমরা সাত ভাই বোন তার মধ্যে চার ভাই-বোনের জন্মদিনেই মার্চেই🤭। আর প্রত্যেকটা জন্মদিনের তারিখই একদিনের গ্যাপে গ্যাপে।

WhatsApp Image 2022-03-19 at 5.27.49 PM (1).jpeg

WhatsApp Image 2022-03-19 at 5.27.49 PM.jpeg



যাই হোক সকাল সকালই কেক কেটে নেওয়া হলো । যেহেতু দোল ছিল তাই বাড়ির সবাই বাড়িতে ছিল ,তাই সবার উপস্থিতিতেই কেক কাটা হয়ে গেল। এরপর কয়েকটা ছবি তুলে বড়দের পায়ে আবির দিয়েই আবির খেলা শুরু করে দিলাম।

WhatsApp Image 2022-03-19 at 11.43.22 PM.jpeg



এত সব কিছু ছাদের মধ্যেই করছিলাম । যেহেতু ঠাকুরের ভোগের রান্না ছাদেই হচ্ছিল, তাই আর ছাদে বেশিক্ষণ খেলতে পারলাম না । বাড়ির নিচে গিয়ে আরও কিছু বাচ্চাদের সাথে কিছুক্ষণ রং খেললাম। আর আমি আবির আর রং দুটোই খেলতে খুব ভালোবাসি । আমাদের বাড়ির পাশে কিছু বাচ্চা আছে তারাও আমাদের সাথেই রং খেলে।তাই ওদের সাথে ও কিছুটা রং খেলে নিলাম।

WhatsApp Image 2022-03-19 at 5.27.52 PM.jpeg

WhatsApp Image 2022-03-19 at 5.27.50 PM (1).jpeg





এইভাবে দোলের দিন দুপুরবেলাটা কাটিয়েছিলাম। তাই আপনাদের সাথে এই আনন্দের মুহূর্ত গুলো ভাগ করে নিলাম।


ধন্যবাদ

Sort:  
 2 years ago 

আপনাদের দোলের দিন,আপনি খুব সুন্দর সময় কাটিয়েছেন।আমার কাছে কেন জানি এই রং খেলাটা দেখতে ভালোই লাগে।ধন্যবাদ আপনাকে আপনার আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার জন্য আমাদের সাথে। শুভেচ্ছা রইল।

অনেক মজা ও আনন্দ করেছেন দেখেই বোঝা যাচ্ছে। আর ছবিগুলো অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে আনন্দময় মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

দিদি আপনি আজকে দোলে কাটানো সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভ কামনা রইলো

 2 years ago 

দোল উৎসব মানেই আপনাদের রং খেলার মেলা বেঁধে যায়। যেটা প্রতিটা ছবির মাধ্যমে প্রকাশ পেল। খুব সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন আশা করি। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাদের দোলের তিনি নিশ্চয়ই অনেক আনন্দ হয়। আমি সামনাসামনি কখনো দোল উৎসব দেখিনি। কিন্তু যখন কোন মুভিতে কিংবা সিরিয়ালে দোল উৎসব দেখি খুব ভালো লাগে। দেখছি অনেক মজা করেছেন এই উৎসবে। সবাই একেবারে রঙে রাঙিয়ে উঠেছেন। আমাদের মাঝে মুহূর্তটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

দোল উৎসবে ভালোই মজা হয়েছে আপনাদের। তা আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে। চমৎকার ভাবে উপস্থাপন করেছেন আপু। ধন্যবাদ আপু এত সুন্দর একটা পোস্ট শেয়ার করেছেন। আপনার জন্য শুভকামনা রইল আপু। 💞💞

 2 years ago 

আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম আপনি সারাটাদিন অনেক মজা করেছেন। আপনাদের প্রত্যেকে রং মেখে এমন অবস্থা হয়েছে যে কাউকে ঠিকমতো চেনাই যাচ্ছেনা। দোলের রঙে আপনার পুরো পোস্টটি একেবারে রঙিন করে তুলেছেন সত্যি খুব ভালো লাগছে। আপনার সারাদিনের আনন্দঘন মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

আপনার দোলের দিনের মুহূর্তগুলো সত্যিই অনেক আনন্দের ছিল। দেখে বোঝা যাচ্ছে। খুবই আনন্দের সাথে দিনটি পালন করেছেন। বাড়ির সকলকে নিয়ে একসাথে এরকম আনন্দময় সময় কাটাতে খুবই ভালো লাগে। সকলের জন্য রইল শুভকামনা।

 2 years ago 

দোল পূর্ণিমা মানে একটি আনন্দের বিষয় ।আপনার দোল পূর্ণিমার মুহূর্তগুলো অনেক সুন্দরভাবে কাটিয়েছেন। বিশেষ করে আপনাদের সবাইকে রং মাখা অবস্থায় দেখতে দারুন দেখাচ্ছিল । আপনি অনেক সুন্দর ভাবে পোস্ট টি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর করে পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.12
JST 0.024
BTC 51367.14
ETH 2266.57
USDT 1.00
SBD 2.01