কাঠবাদাম দিয়ে মাছের অঙ্কন।।//১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন। আজ অনেকদিন পর একটু আঁকা নিয়ে বসলাম। ঠিক আঁকাও নয় হাতের কাজই বলা যেতে পারে ।সারাটা দিন আজকে বৃষ্টি বৃষ্টি মধ্যেই কেটেছে। আজ বিকেলে একটু বেরিয়েছিলাম, বাড়ি এসে গিয়েছিলাম তাড়াতাড়ি ,তাই ভাবছিলাম কিছু আঁকবো ।কিন্তু হাতের সামনে কয়েকটা কাঠবাদাম দেখতে পেয়ে ইউনিক কিছু বানাতে ইচ্ছা করছিল। তাই কাঠবাদাম দিয়ে একটি সিনারি আঁকলাম। আশা করি ভালো লাগবে সকলের।


WhatsApp Image 2022-08-09 at 11.57.41 PM (1).jpeg


উপকরণ



• সাদা খাতা
• কালো পেন
• সবুজ রং
• চারটে কাঠবাদাম

প্রথম ধাপ



• প্রথমে একটি সাদা খাতা,কালো পেন, সবুজ রং ও চারটে কাঠবাদাম নিয়ে নিলাম।

WhatsApp Image 2022-08-10 at 12.55.38 AM.jpeg


দ্বিতীয় ধাপ


• এরপর কিছু কাঠবাদাম নিয়ে নিলাম ।

WhatsApp Image 2022-08-09 at 11.57.44 PM.jpeg


তৃতীয় ধাপ


• এরপর ওই চারটে কাঠবাদাম চারটে জায়গায় রাখলাম। রাখার পর কাঠবাদাম এর নিচ দিয়ে লেজ এঁকে নিলাম।

WhatsApp Image 2022-08-09 at 11.57.44 PM (1).jpeg

WhatsApp Image 2022-08-09 at 11.57.44 PM (2).jpeg


চতুর্থ ধাপ


• এরপর পাখনা এঁকে নিলাম।

WhatsApp Image 2022-08-09 at 11.57.43 PM.jpeg

WhatsApp Image 2022-08-09 at 11.57.43 PM (1).jpeg


পঞ্চম ধাপ


WhatsApp Image 2022-08-09 at 11.57.42 PM.jpeg


ষষ্ঠ ধাপ


WhatsApp Image 2022-08-09 at 11.57.42 PM (1).jpeg


সপ্তম ধাপ


• এরপর পেন দিয়ে কাঠবাদামের উপর চোখ এঁকে নিলাম।

WhatsApp Image 2022-08-09 at 11.57.42 PM (2).jpeg


অষ্টম ধাপ


• এরপর মার্কার পেন দিয়ে পুরো ছবিটি বর্ডার করে নিলাম।

WhatsApp Image 2022-08-09 at 11.57.41 PM.jpeg


নবম ধাপ


• সবশেষে রং করে নিলাম।

WhatsApp Image 2022-08-09 at 11.57.41 PM (1).jpeg

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

কাঠবাদাম দিয়ে মাছের অঙ্কন করেছেন বাহ্ বাহ্
চমৎকার। দেখতে অসাধারণ হয়েছে।আগে কখনো ভাবিনি যে কাঠবাদাম দিয়েও মাছের অংকন করা যায় খুব ইউনিক আইডিয়া ছিল আপনার আমার কাছে খুবই ভালো লেগেছ। এত সুন্দর একটা অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

ভালোবাসি ভীষণ তোমাকে 💓আর তোমার সৃজনশীলতা কে।

 2 years ago 

সত্যি দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আমাদের মাঝে। আপনার পোস্ট এর দৃশ্য পুরাই আমার ধারণার বাইরে ছিল। ইউনিক একটি পোস্ট বলতে পারি। আমার মত অনেকের ভালো লাগবে আপনার পোস্ট দেখে।

 2 years ago 

আপু কাঠ বাদাম দিয়ে আপনি অনেক সৃজনশীলতার সাথে মাছ অঙ্কন করেছেন প্রথমে মাছের লেজ তৈরি করে নিয়েছেন। এরপরে আপনি পাখা তৈরি করে নিয়েছেন। আপনার ধাপগুলো অসাধারণ ছিল। আর আপনার এত সুন্দর সৃজনশীলতা কে আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

সত্যি আপনার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে গেলাম। কাঠ বাদাম দিয়ে খুবই সুন্দর মাছের চিত্র অঙ্কন করেছেন। আসলে এটি একটি নতুন ধারণা দেখে।খুবই ভালো লাগলো।

 2 years ago 

আপু আপনার চিত্র অংকন টি দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছি। কাঠবাদাম দিয়ে মাছের চিত্র অংকনের দৃশ্য আমার জীবনে এই প্রথম দেখলাম। অতি চমৎকার একটি সৃজনশীল মুলক চিত্রাংকন শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

দিদি আপনার আইডিয়ার প্রশংসা না করে থাকতে পারলাম না, মনে হচ্ছে একদম জীবন্ত মাছের দৃশ্য উপভোগ করছি। কাঠ বাদাম এর সাথে আপনার আইডিয়াটির দারুণ সমন্বয় হয়েছে। ধন্যবাদ

 2 years ago 

দিদি সত্যিই দারুণ কিছু আমাদের মাঝে শেয়ার করেছেন ৷কাঠবাদাম দিয়ে মাছের দৃশ্য গুলোর অঙ্কন অসাধারণ হয়েছে ৷ আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে ৷ধন্যবাদ আপনাকে দিদি দারুণ কিছু তৈরি করে তা আপনাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

কাঠবাদাম দিয়ে মাছের অঙ্কন অসাধারণ হয়েছে দিদি। মাছ গুলো দেখে বোঝাই যাচ্ছে না এগুলো কাঠবাদামের তৈরি। আপনার অঙ্কনের প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অসম্ভব সুন্দর হয়েছে । কাঠবাদাম দিয়ে মাছের অঙ্কন শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি।

 2 years ago 

বাহ কি অসাধারণ সৃজনশীল চিন্তাভাবনা।
অনবদ্য হয়েছে দিদি।আর কাঠবাদাম গুলোকে এত সুন্দর করে উপস্থাপন করেছেন দেখে মনে হচ্ছে সেগুলো ও আর্ট এর অংশ😍

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.029
BTC 65292.16
ETH 2651.21
USDT 1.00
SBD 2.85